নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

আজ ভালোবাসা দিবসে ভালোবাসার ছবি (ছবি ব্লগ)

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৬

ব্যাংককের খালের পানিতে ভেসে থাকা দুই গুই সাপ ভালোবাসা দিবসের এক চুড়ান্ত উদাহরণ।
আজ বিশ্ব ভালোবাসা দিবস। সারা পৃথিবী জুড়ে দিবসটি পালিত হচ্ছে। হচ্ছে আমাদের দেশেও তবে ইয়াং জেনারেশন এর মধ্যেই বেশি লক্ষ্য করা যায়। ৫ কোটি টাকার ফুলই নাকি বিক্রি হয়েছে আর সে ব্যাপারে তদন্ত করতে গিয়ে তিন সাংবাদিক আহত হয়ে হাসপাতালে অবস্থান করছেন। যাক আসুন আমরা ছবি দেখি বিশ্ব জুড়ুয়া দিবস উপলক্ষে।
আমার বারান্দায় খাবারের খোজে জোড়া টিয়া।
চীনা রেস্তোরাঁয় দরজায় আকা

ব্যাংককের গরমে স্ট্রবেরি আইস্ক্রিম আমাদের দুজনার প্রিয়

চীনা মন্দিরে দেবতার সামনে জোড়া পদ্ম
জোড়া ঢেউ কক্সবাজার
আমার বারান্দায় ফুটে থাকা জোড়া কলস ফুল
আইস টি নিয়ে খাবারের অপেক্ষায়
এই তো জোড় বেধে হাজির হলো তারা
আমার বারান্দায় ফুটে থাকা জোড়া ফুল
খাবার খেতে আসা জোড়া কাঠঠোকরা
চীনা নববর্ষ উপলক্ষে জোড়া ড্রাগনের কল্প যুদ্ধ
সাঝের আধারে দুটো প্লেন, একটা ল্যান্ড করলো আরেকটা উড়াল দিল।


এখন একটু বাইরে যাচ্ছি ভুল ত্রুটি থাকলে এসে ঠিক করবো। আর সবাইকে শুভেচ্ছা।



সব ছবি আমার তোলা একটা বাদে।

মন্তব্য ৪১ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালোবাসার কোনো দিবস হয় না । সব দিনই ভালোবাসার দিন। এ নিয়ে অনেকগুলো ওয়াজ শুনে এসব বলতেও ডর লাগে

ছবিগুলো খুব সুন্দর আপু

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৪

জুন বলেছেন: অনেক ধন্যবাদ ফাতেমা। ভালো থাকুন সব সময়।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৩

নয়ন বড়ুয়া বলেছেন: ছবিগুলো সুন্দর। সম্ভবত গুইসাপেরটা বাদে বাকিসব আপনার তোলা...
ভালোবাসা দিবসের শুভেচ্ছা আপা...

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৬

জুন বলেছেন: আপনি ঠিকই ধরেছেন নয়ন বড়ুয়া। এটা একটা পত্রিকা থেকে নেয়া শেরজার পোস্টে ব্যবহার করেছি।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপু ! অনেক সময় পর আপনার পোস্টে এলাম। সেই পুরানো স্মৃতি মনে পড়ছে-- আহা আগে কি সুন্দর দিন কাটাইতাম। আপনার প্রতিটি ছবি যেন কথা বলছে। আপনার প্রতিটি ক্লিক অতি চমৎকার ( গুইসাপের ছবি ছাড়া)।
শুভকামনা নিরন্তর।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২০

জুন বলেছেন: জী আমিও সেই পুরনো সময়ের কথা ভাবি। আসলেই অনেক দিন পর আসলেন। আপনার প্রশংসা পেয়ে খুব ভালো লাগলো লাইলী। আপনার জন্যও অনেক শুভকামনা :)

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৫

রাজীব নুর বলেছেন: সুন্দর ছবি।
আপনাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১৪

জুন বলেছেন: আপনার আর সুরভী ভাবীকেও জানাই শুভকামনা।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২০

রানার ব্লগ বলেছেন: মানুষের মতো সুন্দর আর কিছুই নাই । এমন দিনে দুইজন নর নারীর বাহারি সাজের ছবি দিলে মন খুশিতে বাগবাগ হয়ে যেতো ।
তাইবলে বলছি না ছবি গুলা সুন্দর হয় নাি ।


কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালোবাসার কোনো দিবস হয় না । সব দিনই ভালোবাসার দিন। এ নিয়ে অনেকগুলো ওয়াজ শুনে এসব বলতেও ডর লাগে

জীবন আপনার ধান্দাবাজ কিছু লোকের কথায় আপনি আপনার জীবন চালাবেন এমতোখানি এক জন লেখকের আছে আশা করা যায় না । ওই সব ধান্দাবাজ আপনা পাতে সেয়ান ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১৬

জুন বলেছেন: কিন্ত মানুষের জোড়া ছবি তো কখনো তুলি নাই। থাকলে দিতাম। ছবিগুলোর দু একটা ব্যবহার করেছি হয়তো। বিশেষ করে প্রথম ছবিটা শেরজার গুই সাপ পোস্টে। অনেক শুভ কামনা রইলো। ভালো থাকুন।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫১

জ্যাক স্মিথ বলেছেন: কুমিরের ছবিটি সেই হয়েছে। :D

আজকের দিনের সেরা মিম হচ্ছে এটা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১৭

জুন বলেছেন: হা হা হা এমনই হয় মনে হয় আজকাল জ্যাক স্মিথ। মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৪

আরোগ্য বলেছেন: কি হইলো ব্লগের সবাই বসন্ত ভুইলা ভালাবাসা দিবস লয়া পইরা রইছে। :||

আমগো পিকুও ( বিড়াল) রাতে ভালাবাসা রাত উদযাপন করতে গেছিল। সকালে আইসে, আর সারাদিন বাইরে যাওনের লেইগা চিল্লাইতাসে। X(

বসন্তের শুভেচ্ছা আপু।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২০

জুন বলেছেন: বসন্ত আর ভালো বাসা দিবস মিলেমিশে একাকার আরোগ্য। পিকুর প্রতি শুভকামনা, অন্তত পক্ষে সে দিবসটি উদ্যাপন করতে পেরেছে অন্তত :)

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫

শাহ আজিজ বলেছেন: হ্যাপি ভ্যালেন্টিনস জুন ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২৬

জুন বলেছেন: শুভ হোক আপনার দিনটিও শাহ আজিজ ভাই।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Happy Valentine's day

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২৬

জুন বলেছেন: আপনার জীবনেও শুভ হোক দিনটি।

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একদিন শুধুমাত্র ভালবাসা দিবস হতে পারে না ।
..........................................................................
Black Friday or Boxing Day এর মতো এটাও একটি
ব্যবসায়িক চাল !
ভালবাসা প্রতিদিনের যত্নে লালন করা চর্চ্চার বিষয় ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২৬

জুন বলেছেন: জী আপনি ঠিকই বলেছেন :)

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩২

কামাল১৮ বলেছেন: শেষের ছবিটা বিচ্চেদের ইঙ্গিত করে।একজনকে রেখে আরেকজন চলে যাচ্ছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২৭

জুন বলেছেন: এইটাই বর্তমান অবস্থা কামাল ১৮ ;)
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:০৮

ডঃ এম এ আলী বলেছেন:




জোড়ায় থাকা সবগুলি ছবিই সুন্দর হয়েছে ।
জগতের সকল জীব নির্বিশেষে ভালবাসা একই,
আলকেমির যুগ যেন ফিরে এসেছে এ ভুমে,
এক থেকে দুই , দুই হতে তিন , তিন হতে নতুন ...

উপরে জ্যাক স্মিথের দেয়া ছবিটি কি ইদানিংকালের
ভালবাসার কথাই বলে গেল !!!

যাহোক, ভালবাসার দিবসে সকলের মনের
আসল কথা হলো একটিই; সেটি হল
Be mine তথা আমার হও।

তার পরে এক থেকে দুই , দুই হতে তিন
তার পর চলতে থাকুক জগত পাক
ভালবাসার চিন নতুন হতে নতুন ।

শুভেচ্ছা রইল

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৩

জুন বলেছেন: বাহ দারুণ তো আলী ভাই। আপনি দেখি অসাধারণ গুনের অধিকারী। যে কোন বিষয় নিয়ে ছন্দ মিলিয়ে কাব্য রচনা করতে পারেন। অনেক অনেক শুভকামনা রইলো। ভালো থাকুন সব সময়।

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ছবি ব্লগ মানেই মুগ্ধতার ছড়াছড়ি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৫

জুন বলেছেন: আপনার মন্তব্যে আমিও মুগ্ধ গোফরান। মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার পোস্টে গানটা সম্পর্কে লিখে এসেছি। আপনি গুগলে সার্চ দিয়ে বিস্তারিত দেখে নিয়েন :)

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৯

ডঃ এম এ আলী বলেছেন:



উপরের মন্তব্যটি লিখে ছবি ডাউনলোড করতে গিয়ে
লেপটপ বুকে নিয়ে হঠাত ঘুমিয়ে পরেছিলাম।
কিছুক্ষন পরে ঘুম ভাঙলে দেখি মন্তব্যের ঘরে
লেখা ঠিকই আছে কিন্ত ছবি উধাও ,মনে হয়
ছবি তার জোড়া খুঁজতে গেছে :)
যাহোক জোড়া ছবি দিয়ে সেটাই াআবার দিলাম।

জোড়ায় থাকা আপনার সবগুলি ছবিই সুন্দর হয়েছে ।
জগতের সকল জীব নির্বিশেষে ভালবাসা একই,
আলকেমির যুগ যেন ফিরে এসেছে এ ভুমে,
এক থেকে দুই , দুই হতে তিন , তিন হতে নতুন ...

উপরে জ্যাক স্মিথের দেয়া ছবিটি কি ইদানিংকালের
ভালবাসার কথাই বলে গেল !!!

যাহোক, ভালবাসার দিবসে সকলের মনের
আসল কথা হলো একটিই; সেটি হল
Be mine তথা আমার হও।

তার পরে এক থেকে দুই , দুই হতে তিন
তার পর চলতে থাকুক জগত পাক
ভালবাসার চিন নতুন হতে নতুন ।

শুভেচ্ছা রইল

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৬

জুন বলেছেন: ছবিটা খুব সুন্দর। জ্যাক স্মিথ এর কথা সত্য। আজকাল ভালোবাসা মনে হয় এমনই স্বল্পস্থায়ী। আবারও ধন্যবাদ আপনাকে।

১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৩

শেরজা তপন বলেছেন: দেরিতে নজরে আসল।
আপনাদের জোড়ার একখানা ছবি দিলে বেশ হোতো :)

ভালই মিলিয়েছেন জোড়ায়-জোড়ায়। হ্যাপি ভ্যালেন্টাইন

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৮

জুন বলেছেন: আপনাকে দেয়া ছবিটাই দেখলাম এইখানে বেশি খাটে শেরজা। তাই পুন: ব্যবহার আর কি ;)
আপনার জন্য ও রইলো শুভকামনা। ভালো থাকুন আর সুস্থ থাকুন।

১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। ভ্যালেন্টাইনস দিবসের শুভেচ্ছা ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৮

জুন বলেছেন: আপনার জন্য ও রইলো শুভকামনা সেলিম আনোয়ার।

১৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৫

ফ্রেটবোর্ড বলেছেন: সব ভালোবাসায় যেমন বিচ্ছেদ অবধারিত; তা যেভাবেই হোক, আপনার ছবির কম্বিনেশন কিন্তু সেটাই বলছে। শেষের ছবিটাতে প্লেন জোড়া হলেও আসলে বিচ্ছেদ, একজন আসছে এবং একজন উড়ে যাচ্ছে।
ছবিগুলো সুন্দর হয়েছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১১

জুন বলেছেন: আপনার কথাগুলোই সংযোজিত করে দিলাম যা আমার মনে ছিল ফ্রেটবোর্ড। একজনকে ফেলে চলে যাওয়া যাকে বলে জোড়া ভেংগে যাওয়া আরকি।
স্বাগত জানাই আমার ব্লগে সাথে শুভকামনা।

১৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


পুলার মা-র সাথে পুলার বাপের ছবি দেখতে মনে হয় খুব বেশী খারাপ লাগতো না।
বিশেষ করে এই বিশেষ দিনে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

জুন বলেছেন: না তা তো লাগতোই না, কিন্ত পুলার বাপ আবার একটু বেশি পর্দানশীন আরকি B-)
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৭

ভুয়া মফিজ বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পুলার মা-র সাথে পুলার বাপের ছবি দেখতে মনে হয় খুব বেশী খারাপ লাগতো না। অত্যন্ত মুল্যবান কথা!! ;)

আপনের বারান্দায় কাউয়া আসে না? আমার টিয়ার চাইতে কাউয়া বেশী পছন্দ। জোড়া কাউয়া দেখতে মন চায়!!! :P

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৬

জুন বলেছেন: না কাউয়া বারান্দায় আসে না ছাদে আসে ভুয়া। ছবি তোলাই আছে, কাল ল্যাপটপ খুললে ছবি দিবো জোড়া কাউয়ার। এই পোস্ট ফোনে দিছি তাই আইলসামী লাগতেছে :(
সাজ্জাদ হোসেনের মুল্যবান কথাটার তারে দিছি আপনি গলা উচাইয়া একটু দেইখ্যা ন্যান ;)
অনেক অনেক ধন্যবাদ রইলো সাথে বিভিন্ন দিবসের শুভেচ্ছা।

২০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৪১

আহমেদ জী এস বলেছেন: জুন,




ভালোবাস দিবসের লাগিয়া একেবারেই ব্যতিক্রম ধর্মী একটি পোস্ট দিয়াছেন। আর খুঁজিয়া পাইলেন না--- শুরুতেই জোড়া গুঁই সাপের ছবি দিয়া ভালোবাসার বিসমিল্লাহ করলেন !!!!!!!! :P
মাথা বটে!!!! :)
যুগল মানব মানবীর ছবি নাই কেবল আং - সাং জিনিষের ছবি! :| আপনার কি ভালোবাসা উড়িয়া গিয়াছে শেষের ছবির উড়াল জাহাজের মতোন? নাকি ষ্ট্রবেরী আইসক্রীমের যুগল দিয়া দিনটারে জমাট বাঁধাইলেন ? পাবলিক কি কাঠ-ঠোকরাদের মতো জমাটবাঁধা ভালোবাসা খুঁটিয়া খুঁটিয়া খাইবে??????? :( B:-/ =p~

ব্যতিক্রমী বলিয়াই পোস্টে +++++++

২১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫

আরিফ রুবেল বলেছেন: ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনের শুভেচ্ছা :)

২২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১৯

মিরোরডডল বলেছেন:




জোড়া ছবিগুলো খুব সুন্দর জুনাপু।
তবে সবচেয়ে কিউট গুই সাপ ভালোবাসা :)

এই জিনিস কোথায় পেয়েছো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.