নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কোন এক বজ্রাহত পথিকের প্রতি

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩০

ওহে বজ্রাহত পথিক, কান পেতে তুমি শোন,
জীবনের পথ কুসুমাস্তীর্ণ নয়, কখনো ছিল না।
তুমি বাক হারিয়েছো? হতচকিত, দিশেহারা?
চক্ষুস্মান হয়েও দৃষ্টিহীন? ওঠো পথিক, ওঠো।
শিরদাঁড়া সোজা কর, ঋজু মনে এগিয়ে যাও।
দৃষ্টি মেলে ধরো সুদূর দিগন্তে আর উচ্চাকাশে।

উঠে দাঁড়াও, সম্মুখে এগিয়ে চলো দৃপ্ত পদযোগে।
শোন, ঝিরিঝিরি দখিনা বাতাস কী বলে তোমায়।
বলে, আমি উত্তরে যাচ্ছি, এসো আমার প্রবাহে।
চেয়ে দেখ, সম্মুখ উর্মিরে ধায় পেছনের তরঙ্গমালা,
বলে তাকে, যেতে হবে সুদূর তটরেখা পেরিয়ে।
জীবনের কোন কিছুই স্থবির নয়, সবই গতিময়।

তুমি দিশা ফিরে পাবে, যদি তুমি সম্মুখে তাকাও।
তুমি নির্ভয়ে সম্মুখগামী তরঙ্গ হয়ে যাও পথিক,
তোমার পেছনে এক মহাসমুদ্র আছে। প্রকৃতির পা
সম্মুখগামী। পাখিরা পেছনে ওড়েনা, মানুষ ছাড়া
আর কেউ পেছনে হাঁটেনা। ভালবাসার দংশনে
পীড়িত মানুষের শুশ্রূষার জন্য প্রকৃতি সদা উন্মুখ।

ওহে বজ্রাহত পথিক, তুমি গন্তব্য ঠিক করে ফেলো।
ভয় নেই তোমার, কারণ তুমি কখনো শঠ ছিলে না।
তুমি বিশ্বস্ত ছিলে, কপটতা তোমার আশ্রয় ছিল না।
তোমার উষ্ণীষে যুক্ত হবে নানারকমের মনি মুক্তো,
দ্যূতিময় এক মুকুট শোভা পাবে তোমার শিরস্ত্রাণে।
আর ভ্রষ্ট অহংবাদীরা অনুশোচনা করবে প্রতি ক্ষণে।

ঢাকা
২২ সেপ্টেম্বর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৩৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৫

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৭

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ প্রামানিক। কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৫

প্রথমকথা বলেছেন: ওহে বজ্রাহত পথিক, তুমি গন্তব্য ঠিক করে ফেলো।
ভয় নেই তোমার, কারণ তুমি কখনো শঠ ছিলে না।
তুমি বিশ্বস্ত ছিলে, কপটতা তোমার আশ্রয় ছিল না।
তোমার উষ্ণীষে যুক্ত হবে নানারকমের মনি মুক্তো,
দ্যূতিময় এক ইজ্জতের তাজ শোভা পাবে শিরস্ত্রাণে।
ভ্রষ্টাচারী অহমাক্রান্তদের জন্য রবে শুধুই অনুশোচনা।


খুব সুন্দর সমাপ্তি হয়েছে,খুব ভাল লেগেছে প্রিয় কবি।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০০

খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃতির জন্য অশেষ ধন্যবাদ, প্রথমকথা। কবিতার উদার প্রশংসায় অনেক অনুপ্রাণিত হ'লাম।
আন্তরিক শুভেচ্ছা রইলো।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১১

ভ্রমরের ডানা বলেছেন:

ওহে বজ্রাহত পথিক, কান পেতে তুমি শোন,
জীবনের পথ কুসুমাস্তীর্ণ নয়, কখনো ছিল না।


আধমরাদের উজ্জীবিত করার মত কবিতা। খুব ভাল লেগেছে। বিশেষ করে প্রথম দু'লাইন।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৫

খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হয়েছি অনেক।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৭

খায়রুল আহসান বলেছেন: কবিতায় প্রথম প্লাসটা আপনার কাছ থেকেই পেয়েছি। অনেক ধন্যবাদ এভাবে প্রেরণা দিয়ে যাবার জন্য।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২১

বিলিয়ার রহমান বলেছেন: অনুশোচনা নয় উদযাপনই হোক আমাদের লক্ষ্য।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৬

খায়রুল আহসান বলেছেন: চমৎকার বলেছেন।
প্রেরণাদায়ক মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। কবিতায় দুটো প্লাসের মধ্যে একটা আপনার, এটাও অনেক প্রেরণা দিয়ে গেল।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৯

দেবজ্যোতিকাজল বলেছেন: ভালো হয়েছে

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, প্রীত হ'লাম।

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫২

চাঁদগাজী বলেছেন:


পথিক পথে হারালে কেহ তাকে সাহয্য করতে হয়

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১২

খায়রুল আহসান বলেছেন: জ্বী, আমি কবিতার মধ্য দিয়ে সে চেষ্টাটাই করেছি।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১১

শায়মা বলেছেন: যখন আমার রাগ হলো

ভাইয়া এই যে তোমার জন্য!!!!!!! :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৩

খায়রুল আহসান বলেছেন: বাপরে বাপ! কবিতাটা আগুনের গোলা! আগেও পড়ে মন্তব্য করেছিলাম, এবারেও করলাম।
আচ্ছা, আমার এ কবিতাটা সম্বন্ধে তো কিছুই বললেন না!

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩০

জনৈক অচম ভুত বলেছেন: অনুপ্রেরণাদায়ক।
ভাল লেগেছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৪

খায়রুল আহসান বলেছেন: আপনার এ ছোট্ট মন্তব্যটাও বড় অনুপ্রেরণাদায়ক।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: তুমি দিশা ফিরে পাবে, যদি তুমি সম্মুখে তাকাও।
তুমি নির্ভয়ে সম্মুখগামী তরঙ্গ হয়ে যাও

ভালো লাগা রেখে গেলাম

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ শাহরিয়ার কবীর, কবিতা পড়ে ভালোলাগাটুকু রেখে যাওয়ার জন্য। শুভেচ্ছা নেবেন।

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৭

জেন রসি বলেছেন: পথ পথিক সৃষ্টি করেনি। পথিকই পথের সৃষ্টি করেছে। সৃষ্টির জন্য লড়াই করতে হয়েছে।

কবিতা ভালো লেগেছে।


২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০২

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।

১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৩

চন্দ্রনিবাস বলেছেন: বাহ দারুণ।

প্রকৃতির পা
সম্মুখগামী। পাখিরা পেছনে ওড়েনা, মানুষ ছাড়া
আর কেউ পেছনে হাঁটেনা


তাই এই অংশটুকু অসাধারণ লেগেছে। ভালোবাসা নিবেন।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ চন্দ্রনিবাস, কবিতা পাঠ ও মন্তব্যের জন্য। প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫২

গেম চেঞ্জার বলেছেন: (+)

উৎসাহ জোগানোর শব্দশিল্প!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৪

খায়রুল আহসান বলেছেন: তিনটে মাত্র শব্দে চমৎকার একটা মন্তব্য রেখে গেলেন। মন্তব্যে অত্যন্ত প্রীত হলাম, আর প্লাসে (+) অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৮

শায়মা বলেছেন: বজ্রাহত পথিক কি বেঁচে থাকে!

যদি বেঁচেই থাকে তাকে নিয়ে কবিতা লেখা অবশ্য কর্তব্য!




আসলে কবিতাটা অনেক সুন্দর ভাইয়া। অনুপ্রেরনা এবং উৎসাহের !

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৮

খায়রুল আহসান বলেছেন: বজ্রাহত হয়ে পথিক ভেবেছিল সে মরে গেছে। আসলে সে বেঁচে ছিল। তাই তাকে নিয়ে এ কবিতা লিখেছি। এ কবিতা পড়ে সে গা ঝাড়া দিয়ে উঠেছে।
পুনর্বার মন্তব্যের জন্য ধন্যবাদ, প্রীত হয়েছি।

১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৩৩

ডঃ এম এ আলী বলেছেন:




ওহে বজ্রাহত পথিক, তুমি গন্তব্য ঠিক করে ফেলো।
ভয় নেই তোমার, কারণ তুমি কখনো শঠ ছিলে না।
তুমি বিশ্বস্ত ছিলে, কপটতা তোমার আশ্রয় ছিল না।
তোমার উষ্ণীষে যুক্ত হবে নানারকমের মনি মুক্তো,
দ্যূতিময় এক ইজ্জতের তাজ শোভা পাবে শিরস্ত্রাণে।
ভ্রষ্টাচারী অহমাক্রান্তদের জন্য রবে শুধুই অনুশোচনা।

কবিতাটি খুবই ভাল লাগল বিশেষ করে শেষের লাইন কুলি
তবে বজ্রাহত পথিক কি আর বলব ভাই শুধু চেয়ে চেয়ে দেখি
চারিদিকে বিষাক্ত নাগ নাগিনীরা তুলিতেছে ফনা উদ্দত তাদের শিড়
ইচ্ছে হয় ডেকে আনি মনসা মঙ্গলের সেই কবিদের যেমনটি তারা বলেন
চম্পক নগরে ঘর চাঁদ সদাগর মনসা সহিত বাদ করে নিরন্তর।
দেবীর কোপেতে তার ছয় পুত্র মরে তথাপি দেবতা বলে না মানে তাঁহারে ।
মনস্তাপ পায় তবু না নোয়ায় মাথা । বলে চেঙ্‌মুড়ী বেটী কিসের দেবতা ।
শুভেচ্ছা জানবেন ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য অনেক ধন্যবাদ, ডঃ আলী।
মনস্তাপ পায় তবু না নোয়ায় মাথা -- এটাই পৌরুষের পরিচয়।
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি, ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: এগিয়ে চলার গানে ভাল লাগা!

থমকে থাকা নয়, যে কোন পরিস্থিতিতে থেমে যাওয়া নয়- আশা, স্বপ্ন আর দৃঢ়তায় এগিয়ে যাবার বাসনাই জীবন!


+++++++++++

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

খায়রুল আহসান বলেছেন: চমৎকার বিশ্লেষণ করে গেলেন বিদ্রোহী ভৃগু, আমার এ সামান্য কবিতার। এটাই বলতে চেয়েছি আমি কবিতায়।
অনেক অনেক ধন্যবাদ এমন মনযোগী পাঠ এবং সুন্দর মন্তব্যের জন্য। প্রীত হ'লাম, এতগুলো প্লাসে অনুপ্রাণিত।

১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

নেক্সাস বলেছেন: দারুন কবিতা। পুরোটা স্বস্তিতে পড়ে নিলাম

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ নেক্সাস, কবিতা পড়তে অস্বস্তি হয় কখনো? :) :)
যদি হয়, তাহলে সেটা কবিতা নয়!!
মন্তব্যে দারুণ প্রীত হ'লাম।

১৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০২

মাহমুদ০০৭ বলেছেন: কবিতা ভাল লাগ ল । তবে পরবর্তীতে শব্দগুলো পুনরায় খেয়াল করতে পারেন। কিছু শব্দের প্রতিস্থাপন হলে মনে হয় ভাল হবে ।
এখন নয় । পরে দেখবেন ।
শুভেচ্ছা রইল স্যার ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৩

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ মাহমুদ০০৭, কবিতায় আসার জন্য। কবিতাটা একটানে লেখা, তাই ভুলভ্রান্তি থাকতেই পারে। কোন শব্দগুলো পুনরায় খেয়াল করার কথা বলেছেন, তা জানালে ভাল হতো।
প্লাসে (+) অনুপ্রাণিত।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ আপনার এই মূল্যবান সাজেশনের জন্য। শেষ দুটো পংক্তিতে কিছু শব্দ বদলে দিয়ে পুনর্গঠন করেছি। আর কোথাও গোলমাল থাকলে জানাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.