নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

তুমি

২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৮

অন্ধ আমি, তবু তুমি এলেই তোমায় দেখতে পাই।
তোমার রঙ কেমন তা বলে দিতে পারি অনায়াসে,
তোমার মন কেমন, তাও সঠিক বলে দিতে পারি।
কারণ তোমার অভ্যন্তরীণ ইনফ্রা রেড আলোকণা
ঘন অন্ধকার ভেদ করে আমার মানসচক্ষে পৌঁছে।
তোমার লেখার সৌরভে ভাবনার অলিরা দল বেঁধে
এসে করোটীতে বসে কখনো হাসিয়ে যায়, কখনো
মনের আকাশটাতে বিজলী রেখা এঁকে দেয় চমকে।

তোমার মনের খবর আমি জানি। উড়ুউড়ু প্রজাপতি
মন তোমার, বর্ণিল পুষ্পের মত বাতাসে দোল খায়।
সে মনে যদি কারো ছায়া পড়ে, তুমি পরম আদরে
তাকে নিয়ে করে যাও কত শত প্রেমের কাব্য রচনা।
তোমার সৃজনী কলমের ছোঁয়ায় শব্দরা কথা বলে,
কত সহজে তুমি ঢুকে যাও মানুষের মনের গভীরে!
একাত্ম হয়ে যাও তাদের একান্ত অনুভূতির সাথে!
ভালবাসার পুষ্প ছড়িয়ে দাও তাদের দাবদগ্ধ মনে।

ভালবাসা ভাষা পায় তোমার লেখায়, কথায়, কাজে।
তোমার রসুই ঘরে যেমন সাজানো থাকে থরে থরে
তেল নুন আর মশলাপাতি, ঠিক সেভাবেই আড়ালে
রেখে দাও তুমি কিছু অদৃশ্য আদর, স্নেহ, ভালবাসা।
তোমার যশস্বী হাতের রান্নায় যাদের ক্ষুন্নিবৃত্তি হয়,
তাদের রসনা তুমি মায়া ভালবাসা মেখে তৃপ্ত করো!


ঢাকা
১৫ জানুয়ারী ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৫০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৯

একজন সত্যিকার হিমু বলেছেন: ভাল লাগলো ।

২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০৫

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, প্রীত হ'লাম।

২| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২০

ধ্রুবক আলো বলেছেন: কারণ তোমার অভ্যন্তরীণ ইনফ্রা রেড আলোকণা
ঘন অন্ধকার ভেদ করে আমার মানসচক্ষে পৌঁছে।
- আধুনিক রোমান্টিক কাব্য +++++++
খুব ভালো লাগলো,

২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কবিতা ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

প্রথম লাইনটি সমস্ত কবিতাটিকে ধারণ করে রেখেছে... অসাধারণ!

২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৭

খায়রুল আহসান বলেছেন: আপনিও এক লাইনে একটা অসাধারণ মন্তব্য রেখে গেলেন। বলাই বাহুল্য, এ ধরণের মন্তব্য লেখকের মনে কতটা প্রেরণা যুগিয়ে যায়!
আপনার পুরনো পোস্ট শিশুদের নিয়ে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতাগুলো কতটুকু ভবিষ্যৎদর্শী? পড়ে এলাম। একটা জরুরী বিষয়ে আলোকপাত করার জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।

৪| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩১

ধ্রুবক আলো বলেছেন: সুপ্রভাত

২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৯

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, সুপ্রভাত!

৫| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব ভালো লিখেছেন!

২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪২

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, প্রীত হ'লাম।

৬| ২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১০

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!

মুগ্ধ হলাম!!!!! মুগ্ধ হলাম!!!!!!!!!!!!

এই কবিতার জন্য একটা ছবিতা দেই ........


আর প্রিয়তেও নিয়ে যাাই কবিতাটা!!!!!!!!!!! :) :) :)

২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৮

খায়রুল আহসান বলেছেন: আপনার "ছবিতা" টা খুব সুন্দর হয়েছে, শায়মা। আর মুগ্ধটাটুকু প্রেরণা দিয়ে গেল।
কবিতাটিকে প্রিয়তেও নিয়ে যাবার জন্য কৃতজ্ঞ বোধ করছি।
ধন্যবাদ ও শুভেচ্ছা...

৭| ২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২২

শায়মা বলেছেন: ছবিতাটা কিন্তু কবিতার জন্য দিয়েছি ভাইয়া.....

তুমি কি কবিতায় ছবিতা জুড়তে জানো!!!!!!!!

না জানলে আমি শিখায় দেবো....... :) :) :)

২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২৯

খায়রুল আহসান বলেছেন: তুমি কি কবিতায় ছবিতা জুড়তে জানো - ভেবেছিলাম জানি। কিন্তু এখন দেখছি, হয়তো শিখতে হবে আপনার কাছে।
তার আগে দেখি আরেকবার চেষ্টা করে...

৮| ২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৬

অতঃপর হৃদয় বলেছেন: বাহ দারুণ :) ভাল লেগেছে আমার কাছে।

২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪২

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, ভাল লেগেছে জেনে খুশী হ'লাম।

৯| ২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: সহজ, সুন্দর, অনুভূতি জাগানিয়া কবিতা!:)

প্রথম প্লাস!:)

২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৯

খায়রুল আহসান বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে (প্রথম নয়) অনুপ্রাণিত হ'লাম।
অনেক শুভেচ্ছা...

১০| ২১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

রাতুল_শাহ বলেছেন: শায়মা বলেছেন: তুমি কি কবিতায় ছবিতা জুড়তে জানো!!!!!!!!

না জানলে আমি শিখায় দেবো.......


আসছে একটা মাস্টারনি!!!!!

পড়ে অনেক ভালো লাগলো। এত লেখা আসে কিভাবে? আমরা পারি না।

২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৪

খায়রুল আহসান বলেছেন: এত লেখা আসে কিভাবে? আমরা পারি না। - পারার সময়তো এখনো পড়েই রয়েছে, রাতুল_শাহ ।
মাস্টারনি আশাকরি আপনার এ মন্তব্যটা লক্ষ্য করবেন কোন এক সময়ে, যদি ফিরে আসেন। তখন হয়তো আপনাকেও শিক্ষা দান করে যাবেন কিছু একটা!!!

২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৩

খায়রুল আহসান বলেছেন: আপনার ২০১১ সালের পুরনো পোস্ট আমার জীবনের স্বপ্নগুলো....... পড়ে সেখানে আমারও একটা স্বপ্নের কথা লিখে আসলাম।

১১| ২১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

১২| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:১০

তোমার জন্য মিনতি বলেছেন: সামুতে প্রথম মন্তব্য একটা সুন্দর প্রেমের কবিতায় রাখতে পারায় নিজেকে ধন্য মনে করছি।

২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২৬

খায়রুল আহসান বলেছেন: আমার কোন কবিতায় আপনি এই প্রথম এলেন। আমার লেখায় আপনাকে সুস্বাগতম!
মন্তব্যে প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
নোটিফিকেশন পেলাম, আপনি আমাকে অনুসরণ করছেন। আপনার পাতায় গিয়ে দেখলাম, মাত্র ৩০ মিনিট আগে এ ব্লগে অন্তর্ভুক্ত হয়েছেন, একজনকে অনুসরণ করছেন এবং ১্টিই মন্তব্য করেছেন। বলতে পারেন, কারো ব্লগীয় প্রথম মন্তব্যটি পেয়ে এ কবিতাটিও ধন্য হলো।
আপনিও লিখুন, আপনার লেখাও পড়বো।

১৩| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:০৮

তোমার জন্য মিনতি বলেছেন: আপনার প্রতিউত্তরে আমি মুগ্ধ। উৎসাহিত ও অনুপ্রাণিত।


ব্লগের সদস্য হয়েই আপনার সুন্দর কবিতা পড়ে প্রথম মন্তব্য রেখেছি। সে মন্তব্যের প্রতিউত্তর পেয়েছি আন্তরকিভাবে। এর চেয়ে একজন নতুনের আর কি পাওয়া থাকতে পারে। আমার প্রথম মন্তব্য হয়েছে ধন্য।

আমার ব্লগে ঘুরে আসার নিমন্ত্রণ রেখে গেলাম। আপনার আগমনে আমার মিনতি হবে পূর্ণ।

২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৩

খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম লেখাটা পড়ে এসেছি। আরো লিখতে থাকুন। হ্যাপী ব্লগিং!

১৪| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৭

অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর অনুভূতি। একজন মানুষকে গভীরভাবে জানা এত সহজ নয়। কতটা নিখুঁত পর্যবেক্ষণ থাকলে তবেই কেউ এমন করে লিখতে পারে ভাবছি। ভালোলাগা রেখে গেলাম।

২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৭

খায়রুল আহসান বলেছেন: কবিতা মন দিয়ে পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন দিয়ে পড়েছেন বলেই আপনিও কবিতার নিখুঁত পর্যবেক্ষণ করতে পেরেছেন। বেশীরভাগ নারীরাই মায়াবতী হয়ে থাকেন। তাদের কথায়, লেখায়, রান্না বান্নায়- সবখানেই কিছুটা হলেই মায়া জড়িয়ে থাকে।
মন্তব্যে প্রীত হয়েছি, কবিতায় ভাল লাগা রেখে যাওয়ায় অনুপ্রাণিত হয়েছি।

২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২১

খায়রুল আহসান বলেছেন: একটু টাইপো হয়ে গেছেঃ কথাটা হবে-
"তাদের কথায়, লেখায়, রান্না বান্নায়- সবখানেই কিছুটা হলেও মায়া জড়িয়ে থাকে।"

১৫| ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৬

রানা আমান বলেছেন: খুব ভালো লেগেছে, আমার ।

২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৩

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, রানা আমান। আপনার ভাল লাগাটুকু প্লাস + + দিয়ে জানিয়ে গেছেন, অনেক অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

১৬| ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৫

পুলহ বলেছেন: "অন্ধ আমি, তবু তুমি এলেই তোমায় দেখতে পাই।
তোমার রঙ কেমন তা বলে দিতে পারি অনায়াসে,
তোমার মন কেমন, তাও সঠিক বলে দিতে পারি।
কারণ তোমার অভ্যন্তরীণ ইনফ্রা রেড আলোকণা
ঘন অন্ধকার ভেদ করে আমার মানসচক্ষে পৌঁছে।"-- ইনফ্রারেড মূলত তাপবাহী আলোককণা। কবিতার এ অংশটুকু পড়ে মনে হয়েছিলো- কবি বুঝি তার প্রিয় মানুষটির হৃদয়ের উত্তাপ টের পাওয়ার কথা বলছেন। তার মানে কবিতাটি সম্ভবত এক প্রেমের কবিতা।

"তোমার লেখার সৌরভে ভাবনার অলিরা দল বেঁধে
এসে করোটীতে বসে কখনো হাসিয়ে যায়, কখনো
মনের আকাশটাতে বিজলী রেখা এঁকে দেয় চমকে।

তোমার মনের খবর আমি জানি। উড়ুউড়ু প্রজাপতি
মন তোমার, বর্ণিল পুষ্পের মত বাতাসে দোল খায়।
সে মনে যদি কারো ছায়া পড়ে, তুমি পরম আদরে
তাকে নিয়ে করে যাও কত শত প্রেমের কাব্য রচনা।
তোমার সৃজনী কলমের ছোঁয়ায় শব্দরা কথা বলে,
কত সহজে তুমি ঢুকে যাও মানুষের মনের গভীরে!
একাত্ম হয়ে যাও তাদের একান্ত অনুভূতির সাথে!
ভালবাসার পুষ্প ছড়িয়ে দাও তাদের দাবদগ্ধ মনে।

ভালবাসা ভাষা পায় তোমার লেখায়, কথায়, কাজে। "-- কবিতার এ অংশ পড়ে মনে হলো- আসলেই কি কবিতাটা প্রেমের, নাকি কবি কোন সুলেখক/ কবিকে নিয়ে কবিতা লিখছেন? পোস্টটি কি তবে একজন গুণমুগ্ধ পাঠকের লেখা তার প্রিয় শব্দ-কারিগরকে উদ্দেশ্য করে??

"তোমার রসুই ঘরে যেমন সাজানো থাকে থরে থরে
তেল নুন আর মশলাপাতি, ঠিক সেভাবেই আড়ালে
রেখে দাও তুমি কিছু অদৃশ্য আদর, স্নেহ, ভালবাসা।
তোমার যশস্বী হাতের রান্নায় যাদের ক্ষুন্নিবৃত্তি হয়,
তাদের রসনা তুমি মায়া ভালবাসা মেখে তৃপ্ত করো! "-- এটুকু পড়ে আবার কিছুটা কনফিউজড হয়ে গেলাম। মনে হতে লাগলো- লেখাটা প্রেমের কবিতাও নয়, আবার কোন কবিকে নিয়ে তার ভক্তের অঞ্জলিও নয়। বরং অন্য কিছু ! সে অন্য কিছুটা কি, তার খানিক বোধগম্য হলো- অরুনি মায়া অনু (মন্তব্য ১৪) প্রতি-উত্তর পড়ে। যেখানে কবি জানিয়েছেন- 'বেশীরভাগ নারীরাই মায়াবতী হয়ে থাকেন। তাদের কথায়, লেখায়, রান্না বান্নায়- সবখানেই কিছুটা হলেই মায়া জড়িয়ে থাকে। '....

ভালো থাকুন শ্রদ্ধেয় খায়রুল আহসান। শুভকামনা সব সময়ের জন্য!

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১০

খায়রুল আহসান বলেছেন: আপনি অত্যন্ত মনযোগী একজন পাঠক, তাতে সন্দেহ নেই। আপনার বিশ্লেষণ পারদর্শিতায় আমি মুগ্ধ। কবিতার চুলচেরা বিশ্লেষণ করেছেন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার এ মন্তব্যের জন্য।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো...

১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:০৮

আহা রুবন বলেছেন: তোমার রসুই ঘরে যেমন সাজানো থাকে থরে থরে
তেল নুন আর মশলাপাতি, ঠিক সেভাবেই আড়ালে
রেখে দাও তুমি কিছু অদৃশ্য আদর, স্নেহ, ভালবাসা।


খুব সুন্দর! আমার মনে আঁকুপাঁকু করা কথাগুলো আপনি কেমনে জানেন?

২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৩৫

খায়রুল আহসান বলেছেন: তাই নাকি? এসব কথা আপনার মনেও আঁকুপাঁকু করে?
কথাগুলো আপনি কেমনে জানেন? - একটু তাকালেই তো দেখা যায়!
মন্তব্যের জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

১৮| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৩

শামীম সরদার নিশু বলেছেন: সত্যি খুব ভালো লিখেন আপনি।

২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২০

খায়রুল আহসান বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে, আপনার এ উদার প্রশংসার জন্য।
শুভেচ্ছা জানবেন।

১৯| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৩

অতৃপ্তচোখ বলেছেন: ভালো লাগা রেখে গেলাম স্যার।


শুভকামনা সবসময়।

২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৭

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।
আপনার পুরনো পোস্ট অতৃপ্ত পড়ে একটা মন্তব্য রেখে এসেছিলাম।

২০| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০০

আরাফআহনাফ বলেছেন: কত অচিনেরে চিনিলাম - তোমারই হাত ধরে
কত অজানারে জানিলাম - তোমার একটু পরশে । ।

ভালো থাকুন, অজস্র ভালোবাসারা ঘিরে থাকুক অবিরত।

সদা শুভ কামনা রইলো।

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৯

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, প্রীত হ'লাম। অনেকদিন পরে এলেন আপনি।
শুভেচ্ছা জানবেন।

২১| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৫

এফ.কে আশিক বলেছেন: দারুণ লিখেছেন,
কবিতায় ভালো লাগা... +++

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫১

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। প্রশংসায় অনুপ্রাণিত হয়েছি।
ভাল থাকবেন, শুভেচ্ছা রইলো।

২২| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১০

ভ্রমরের ডানা বলেছেন:


নারীদের প্রতি উত্তম ট্রিবিউটস! কমবেশি সকল লেখকদের এ বিষয়ে লেখা উচিত। নারীরা সমাজের শুধু অর্ধাংশ নয়, তারা সমাজের কারিগর, স্থপতি বটে!


সৃজনশীল কাব্যচিন্তায় শুধুই মুগ্ধতা! শুভকামনা কবি!

২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

খায়রুল আহসান বলেছেন: কমবেশি সকল লেখকদের এ বিষয়ে লেখা উচিত। নারীরা সমাজের শুধু অর্ধাংশ নয়, তারা সমাজের কারিগর, স্থপতি বটে! - অনেক ধন্যবাদ আপনাকে এ উপলব্ধির জন্য। নারীগণ সম্মানিত হলে জাতি সম্মানিত হবে।
মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।

২৩| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:০৩

রায়হানুল এফ রাজ বলেছেন: অনেক ভাল লাগলো কবিতা। +++++

২৭ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৩

খায়রুল আহসান বলেছেন: অনেকদিন পরে এলেন আমার কোন কবিতায়। কবিতা ভাল লেগেছে জেনে খুশী হ'লাম।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো...

২৪| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:২১

কবি হাফেজ আহমেদ বলেছেন: অসাধারন ভালো লাগলো। এগিয়ে যান। শুভ কামনা থাকলো।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১০

খায়রুল আহসান বলেছেন: ভীষণ উজ্জীবিত বোধ করছি আপনার এ প্রেরণাদায়ক মন্তব্যে। এমন শুভকামনা আর ৭ম প্লাস পেয়ে অনুপ্রাণিত।
অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.