নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

আশায় আশায় দিন গুণে

২৯ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫২

সব কিছু ঠিক—
তবু তার মন যেন বলে যায়,
‘তুমি এক দিকভ্রান্ত পথিক'।

শান্ত জলের তলে
চোরা স্রোত খেলা খেলে
কত পাক খায়, সকাল সন্ধ্যায়!

একটু একটু করে,
মনের তীরে ভাঙন ধরে,
কোন একদিন তীর ভেঙে যায়!

তীর ভেঙে যায়,
দু’কূল উছলায়,
লোকালয় ভেঙে নদী বয়ে যায়!

সব কিছু ঠিক—
তবু সে ভাঙনের শব্দ শুনে,
কত বুকবাঁধা আশায় দিন গুণে!


ঢাকা
২৮ মার্চ ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৬২ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৩

মোস্তফা সোহেল বলেছেন: খায়রুল আহসান ভাই, কি সুন্দর করে লিখে গেলেন। আমি মনে করি কবিতা পড়ে মনের ভেতরে যে অনুভুতির সৃষ্টি হয় তা কথায় প্রকাশ করা খুব কঠিন।
কবিতা মনে হয় শুধু মনেই ধারন করতে হয়। কবিতাটি ছোট তবু এর গভীরতা অসীম। ছোট্ট কবিতাটি পড়তে গিয়ে আমি কিছুক্ষন কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম।
একটু একটু করে,
মনের তীরে ভাঙন ধরে,
কোন একদিন তীর ভেঙে যায়!
আসলেই একদম ঠিক মনের তীর একটু একটু করেই ভাঙে আর কোন একদিন একদম ভেঙে যায়।
কবিরা অন্যর মনের কথা কেমন কেমন করে যেন বলে দেয়। তাই হয়তো কবিরা একটু অন্যরকম।
ভাল থাকুন প্রিয় কবি। শ্রদ্ধা ভালবাসা অবিরত।

২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৬

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি ছোট তবু এর গভীরতা অসীম -- আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোস্তফা সোহেল, আমার এ সাধারণ মানের কবিতাটির এতটা উদার ও উচ্চ মূল্যায়নের জন্য। প্লাস দিয়েও প্রাণিত করে গেলেন।
ভাল থাকুন, অনেক অনেক শুভেচ্ছা!

২| ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৫

চাঁদগাজী বলেছেন:


ভালোবাসা একটা ক্ষীণ আলো হলেও জ্বেলে রাখে; হয়তো সেই আলোতে অনেকদুর দেখা যায় না, তবুও জ্বলে থাকে

২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩০

খায়রুল আহসান বলেছেন: সুন্দর একটা মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ!
এখানে পোস্টকৃত আপনার একেবারে প্রথম লেখা- শিক্ষিত ও অশিক্ষিতদের রাজনীতি পড়ে এলাম। পোস্ট যেমনই হোক, পোস্টে প্রায় এককভাবে রেখে যাওয়া আপনার ক্রমাগত মন্তব্যগুলো পড়ে মুগ্ধ হয়েছি। কয়েকটাতে অনেক মূল্যবান কথা বলেছেন।

৩| ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১০:১৪

জুন বলেছেন: শান্ত জলের তলে চোরা স্রোত খেলতে খেলতে একদিন মনের তীরে ভাঙন ধরে,
কোন একদিন তীর ভেঙে যায়!
মোস্তফা সোহেল এর মতই বলি কবিতাটি ছোট তবু এর গভীরতা অসীম।
@চাঁদগাজী আমার মনে হয় ক্ষীন কেন, কোন আলোই আর জ্বলে না । জ্বলতোই যদি তাহলে মানুষ আর বেচে থাকতে বা এগিয়ে যেতে পারতো না ।
যথার্থই লিখেছেন আপনি খায়রুল আহসান ।
+

২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৮

খায়রুল আহসান বলেছেন: মোস্তফা সোহেল এর মতই আপনাকেও আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আমার এ সাধারণ মানের কবিতাটির এতটা উদার ও উচ্চ মূল্যায়নের জন্য
কবিতাটি পড়েছেন বলে খুব খুশী হয়েছি। মন্তব্যে ও প্লাসে অনুপ্রাণিত।
অনেক শুভকামনা...

৪| ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১০:১৫

মিঃ আতিক বলেছেন:


ভরা জোয়ারে প্লাবিত হয়েছিলো জমিন,
আসছে তেরে
দুকুল ভেঙ্গে করতে আমায় সঙ্গিন।

ভালো থাকবেন শ্রদ্ধেয়।

২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:০৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

৫| ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২৭

করুণাধারা বলেছেন: একটু একটু করে,
মনের তীরে ভাঙন ধরে,
কোন একদিন তীর ভেঙে যায়!

মাত্র বারোটি শব্দ!
কিভাবে অনুভূতির গভীরে পৌঁছে অনেক ভাবনার দুয়ার খুলে দিল।

৩১ শে মার্চ, ২০১৭ সকাল ৮:১৮

খায়রুল আহসান বলেছেন: অনুভূতির গভীরে পৌঁছে অনেক ভাবনার দুয়ার খুলে দিল -- অনেক ধন্যবাদ, এতটা মনযোগী পাঠের জন্য।
মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে প্রাণিত। অনেক শুভেচ্ছা...

৬| ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৪

অগ্নি সারথি বলেছেন: সুন্দর!

৩১ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫৮

খায়রুল আহসান বলেছেন: মাত্র একটি শব্দই যথেষ্ট! ধন্যবাদ।

৭| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪০

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর, সুন্দর এবং সুন্দর!:)


পাঠ শেষ তবু একটা রেশ রয়ে গেল!:)

যেন শেষ হয়েও হইলো না শেষ!


প্লাস!:)

০১ লা এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৬

খায়রুল আহসান বলেছেন: এতগুলো সুন্দর সুন্দর কথা শুনে মন ভরে গেল। অনেক অনেক ধন্যবাদ এমনভাবে প্রশংসা করার জন্য।
মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।

৮| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে ।

আপনি কেমন আছেন?

০১ লা এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৬

খায়রুল আহসান বলেছেন: আমি ভাল আছি, আলহামদুলিল্লাহ! আশাকরি আপনিও ভাল আছেন।
কবিতার প্রশংসায় প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

৯| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৪০

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০০

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত হ'লাম।

১০| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:০২

আরণ্যক রাখাল বলেছেন: অসাধারণ লিখেছেন।
আপনার কবিতার ফ্যান হচ্ছি দিন দিন

০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৩

খায়রুল আহসান বলেছেন: সত্যিই কি এতটা ভাল লিখছি? আমারও আবার ফ্যান? আহ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
এমন প্রেরণাদায়ক মন্তব্য পেলে লেখালেখিটা সার্থক হয়। সাথে প্লাস পেলে তো বটেই...
শুভেচ্ছা রইলো...

১১| ২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩২

ধ্রুবক আলো বলেছেন: তবু সে ভাঙনের শব্দ শুনে,
কত বুকবাঁধা আশায় দিন গুণে!
- অসাধারন অসাধারন, ++++
জীবন আর নদীর অনেক মিল
ভাঙা গড়ার খেলা, আশাই একমাত্র ভেলা।

০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৮

খায়রুল আহসান বলেছেন: ভাঙা গড়ার খেলা, আশাই একমাত্র ভেলা --চমৎকার বলেছেন কথাটা।
কবিতার প্রশংসায় এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

১২| ২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:


আমিও আপনার লেখার ধারা অনুসরণ করছি।

০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।

১৩| ২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২০

অতঃপর হৃদয় বলেছেন: অনেক ভাল লাগা রইল।

০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, ভাল লাগার কথাটুকু এখানে জানিয়ে যাবার জন্য। অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো...

১৪| ২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

সোনামণি বলেছেন: দারুণ।

০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। প্রীত হ'লাম।

১৫| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ২:২১

উম্মে সায়মা বলেছেন: খুব খুব ভালো লাগল খায়রুল আহসান ভাই। শুভ কামনা জানবেন।

০১ লা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১১

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। অনেক ধন্যবাদ, কথাটি এখানে জানিয়ে যাবার জন্য।
শুভকামনা...

১৬| ৩০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:১২

বিলিয়ার রহমান বলেছেন: সর্বস্বত্ব সংরক্ষিত কথাটিতে আমার তীব্র আপত্তি!

এটা বলে কোন লাভই হয় না!



০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩৯

খায়রুল আহসান বলেছেন: এখন এগুলো নিয়ে কথা বলতে বা কিছু করতে ক্লান্তি বোধ করি। তবে যদি কোনদিন ইচ্ছেশক্তি ফিরে আসে, তবে দুটি শব্দের ঐ একটি বাক্যই মোক্ষম অস্ত্র হয়ে দাঁড়াবে।
কষ্ট করে চোরের কলার ধরে টেনে এনেছেন, সেজন্য ধন্যবাদ। সন্দেহ নেই, চোরগুলো একদিন তাদের স্ত্রী, পুত্রকন্যা, সুহৃদদের কাছে ভীষণ লজ্জা পাবে!

১৭| ৩০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:২১

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগা রেখে গেলাম

০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪৫

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, প্রীত হ'লাম।

১৮| ৩০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:১৮

নতুন নকিব বলেছেন: চাঁদগাজী বলেছেন:

ভালোবাসা একটা ক্ষীণ আলো হলেও জ্বেলে রাখে; হয়তো সেই আলোতে অনেকদুর দেখা যায় না, তবুও জ্বলে থাকে।

-চাঁদগাজী ভাইকে সুন্দর মন্তব্যে অভিনন্দন।

আর প্রিয় কবিকে অান্তরিক শুভেচ্ছা।

০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪৮

খায়রুল আহসান বলেছেন: চাঁদগাজী সাহেবের মন্তব্যটি (২ নং) আমিও 'লাইক' করেছি।
শুভেচ্ছার জন্য আন্তরিক ধন্যবাদ, প্রীত হ'লাম।
ভাল থাকুন।

১৯| ৩০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৬

মোঃ কবির হোসেন বলেছেন: এক কথায় মুগ্ধ হলাম। অসাধারণ।

০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:২০

খায়রুল আহসান বলেছেন: আপনার এ মুগ্ধতা আমাকে অনেক অনুপ্রাণিত করে গেল। অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

২০| ৩০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে ভাইয়া

কিন্তু কপি হয়ে গেলো :(

০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৮

খায়রুল আহসান বলেছেন: কিন্তু কপি হয়ে গেলো -- থাক, যাক!
কবিতার প্রশংসার জন্য ধন্যবাদ। প্লাস দিয়ে প্রেরণা দিয়ে গেলেন অনেক!
শুভকামনা...

২১| ৩০ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫১

সিনবাদ জাহাজি বলেছেন: একটু একটু করে,
মনের তীরে ভাঙন ধরে,
কোন একদিন তীর ভেঙে যায়!

সত্যিই তাই

০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ৮:২১

খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ। ঐকমত্যে অনুপ্রাণিত।
আপনার দ্বিতীয় পোস্ট বাংলাদেশের ১০০ তম টেস্ট পড়ে সেখানে একটি মন্তব্য রেখে এলাম।
ভাল থাকুন, শুভেচ্ছা...

২২| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ১১:২০

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো ।

০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৯

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি আপনার খুব ভালো লেগেছে জেনে প্রীত হ''লাম। কবিতায় 'লাইক' পেয়ে অনুপ্রাণিত বোধ করছি।
শুভেচ্ছা...

২৩| ৩১ শে মার্চ, ২০১৭ দুপুর ১:২২

শায়মা বলেছেন: ভাইয়ামনি!

কেমন আছো???

কবিতায় অনেক অনেক ভালো লাগা!!!!!

০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১০:৪১

খায়রুল আহসান বলেছেন: কবিতায় অনেক অনেক ভালো লাগা!!!!! -- এ জন্য আপনাকে জানাচ্ছি অনেক, অনেক ধন্যবাদ!!!
কবিতা ভালো লাগার কথাটুকু এখানে জানিয়ে, কবিতায় 'লাইক' দিয়ে অনেক অনুপ্রাণিত করে গেলেন।
আমি ভাল আছি। আশাকরি আপনিও শত ব্যস্ততা নিয়েও ভাল আছেন।
শুভকামনা...

২৪| ৩১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সর্বস্বত্ব সংরক্ষিত। চোর কি এ কথা মানবে? তবে কবিতা যথেষ্ট সুন্দর হয়েছে।

০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৯

খায়রুল আহসান বলেছেন: এ ব্যাপারে ১৬ নং প্রতিমন্তব্যে কিছু বলেছি। দশ দিন চোরের তো একদিন নিশ্চয়ই গেরস্থের হবে। তখন দেখা যাবে। তখন এ শব্দ দুটো কাজে আসবে।
তবে কবিতা যথেষ্ট সুন্দর হয়েছে। -- এ প্রশংসাটুকুর জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। মন্তব্যে অনুপ্রাণিত।

২৫| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১:০৭

শামছুল ইসলাম বলেছেন: চমৎকার কবিতা।

ভালোলেগেছে:
"একটু একটু করে,
মনের তীরে ভাঙন ধরে,
কোন একদিন তীর ভেঙে যায়!"

০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩৭

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। প্রশংসায় এবং প্লাসে অনুপ্রািত হয়েছি।
শুভকামনা রইলো...

২৬| ০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৮

মুশি-১৯৯৪ বলেছেন:
জীবন যেন অনন্ত আকাশে কক্ষচ্ছিন্ন জ্বলন্ত ধূমকেতুর ন্যায় আজ ।
শুধু শুনতে পাই বজ্রের ঘোরতর গর্জন.......

কবিতায় ভাল লাগা রইল খায়রুল ভাই ।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

২৭| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৩

সামিয়া বলেছেন: অনেক সুন্দর কবিতা। গভীর আবেগের প্রকাশ।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৫

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসা অনেক আনন্দ দিয়ে গেল।
মন্তব্য করার আগে একবার এসে 'লাইক' দিয়ে গিয়েছিলেন। সেটাতেও অনুপ্রাণিত হয়েছি।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

২৮| ০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৬

হাসান মাহবুব বলেছেন: ছোট্ট, সহজ।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২০

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।

২৯| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//সব কিছু ঠিক—
তবু সে ভাঙনের শব্দ শুনে//


...সব কিছু শান্ত... কিন্তু পথিক দিকভ্রান্ত...

ভাষার ছন্দের সাথে ভাবের ছন্দের কী চমৎকার সম্মিলন...
অনেক ভালো লেগেছে। :)

০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৬

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ, মাঈনউদ্দিন মইনুল। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
আপনার পুরনো পোস্ট আজ দক্ষিণ কোরিয়ায় প্রেজিডেন্ট নির্বাচন: প্রথম নারী রাষ্ট্রপতি নাকি বামধারা রাজনীতির প্রত্যাবর্তন? পুনরায় পড়ে একটা মন্তব্য করে এলাম।

৩০| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১:০২

মুশি-১৯৯৪ বলেছেন:
সব কিছু ঠিক—
তবু তার মন যেন বলে যায়,
‘তুমি এক দিকভ্রান্ত পথিক'


কাজের বুদ্ধি বা কর্তব্যবুদ্ধির বাজার দর বেশি। কিন্তু অকর্তব্যবুদ্ধিও আছে যা কিনা সবকিছু ঠিক থাকার পরও বলে তুমি এক দিকভ্রান্ত পথিক। এই অকর্তব্যবুদ্ধি মানুষের একটা মহৎগুন, তার ডাক পড়লেই একটুও বিলম্ব করা উচিত হয় না । অকাজ উপস্থিত হলে সেটাকে বীরের মতো মেনে নেওয়া চাই । নিয়মিত জীবনকে ভোগ করা, আর বাঁধা পশুকে লালন পালন করা একই কথা। ওতে জীবনের রস ফিকে হয়ে যায় ।

০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:০২

খায়রুল আহসান বলেছেন: আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

৩১| ০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৭

নায়না নাসরিন বলেছেন: তবু সে ভাঙনের শব্দ শুনে,
কত বুকবাঁধা আশায় দিন গুণে!
ভাইয়া এক কথায় সুপার ।+++++++্

০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৯

খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃতির জন্য ধন্যবাদ। প্রশংসায় এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.