নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ হাঁপরের টানে

০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩২

বিবেক আছে,
তাই ক্রন্দনও আছে।
ঔচিত্যবোধ আছে,
তাই দহনও আছে।

মনের ঘন্টা বেজে চলে,
ঢং ঢং করে বেজে যায়।
অদৃশ্য কামার অন্তরালে
বুকের হাঁপর টেনে যায়।

হাঁপরের টানে জ্বলে ওঠে
দগ্ধ কয়লার অগ্নিশিখা,
দহনে দহনে বিশুদ্ধ হয়
লোহা কাঁসা তামা সীসা।


ঢাকা
০৪ এপ্রিল ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।

সংবিধিবদ্ধ সতর্কিকরণঃ এর আগে লক্ষ্য করেছি, এই ব্লগে আমার কোন কবিতা পোস্ট হবার কয়েক ঘন্টার মধ্যে কিছু কুম্ভীলক কবিতাটি চুরি করে তাদের নিজেদের নামে ফেইসবুকে প্রকাশ করেছেন। কবিতা চোরদের প্রতি এ সতর্কিকরণ। আমার অনুমতি ছাড়া কেউ এটা অন্য কোথাও প্রকাশ করলে আইনানুগ ব্যবস্থা ছাড়াও তাদের এ চৌর্যবৃত্তির কথা ব্যাপকভাবে প্রমাণসহ প্রচার করে দেয়া হবে। ফলে তারা বংশ পরম্পরায় কবিতা চোর হিসেবে কুখ্যাত হয়ে থাকবেন।

মন্তব্য ৪৯ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: মনও কি পুড়ে পুড়ে পরিশুদ্ধ হয় ভাইয়া?
কবিতায় যা বোঝাতে চেয়েছেন আমি মনে হয় তা পুরাপুরি বুঝতে পারিনি।
তবুও কি যেন একটা ভাল লাগার রেশ মন ছুয়ে গেল।
তাই কবিতায় +++

০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪৩

খায়রুল আহসান বলেছেন: সেই হাঁপরের টানে মনও পরিশুদ্ধ হয়।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।

২| ০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৪

শামছুল ইসলাম বলেছেন: মনকে পরিশুদ্ধ করার অবিরত প্রয়াস - চলতে থাকুক কবিতায়, বাস্তবে ।

০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৭

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে ও প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা...

৩| ০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪২

অতঃপর হৃদয় বলেছেন: অনেক ভালো লাগা রেখে গেলাম আপনার লেখায়। আপনার সব লেখাই আমায় মুগ্ধ করে।

০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৩

খায়রুল আহসান বলেছেন: আপনার সব লেখাই আমায় মুগ্ধ করে -- ধন্যবাদ, এমন একটা প্রেরণাদায়ক মন্তব্যের জন্য। প্লাস পেয়েও অনুপ্রাণিত হয়েছি।
শুভেচ্ছা রইলো...

৪| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৫

ধ্রুবক আলো বলেছেন: বিবেক আছে,
তাই ক্রন্দনও আছে। ++++
কবিতা খুবই অর্থবহ, অসাধারণ।

০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩১

খায়রুল আহসান বলেছেন: ++++ এর জন্য অনেক ধন্যবাদ।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

৫| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৮

শাহরিয়ার কবীর বলেছেন:
বিবেক আছে,
তাই ক্রন্দনও আছে।
ঔচিত্যবোধ আছে,
তাই দহনও আছে।


কবিতা সুন্দর হয়েছে ++++

০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:১৭

খায়রুল আহসান বলেছেন: প্রশংসায় প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

৬| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: কোথাও প্রকাশ করলে আইনানুগ ব্যবস্থা ছাড়াও তাদের এ চৌর্যবৃত্তির কথা ব্যাপকভাবে প্রমাণসহ প্রচার করে দেয়া হবে। ফলে তারা বংশ পরম্পরায় কবিতা চোর হিসেবে কুখ্যাত হয়ে থাকবেন।

কবিরা সাধারণত একটু উদার মনের অধিকারী হয়ে থাকেন, এ কারণে হয়তো অনেক কবি তেমন কিছু বলে না। তারপরেও নিজের কোন জিনিষ চুরি হয়ে গেলে যে জ্বলা, যার চুরি হয় সেই বোঝে । সত্যিই যদি চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত। তাহলে খুব ভালো হতো ।

০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৮

খায়রুল আহসান বলেছেন: কবি লেখকগণ তাদের কবিতা ও লেখাকে আপন সন্তানসম ভালবাসেন। তাই তাদের লেখা চুরি হয়ে গেলে তার মুখে কিছু না বললেও যারপরনাই ব্যথিত হন। অথচ চোরগণ কবি লেখকদের অনুমতি নিয়ে, অথবা ন্যূনতম সৌজন্য হিসেবে তাদের নামোল্লেখ করে লেখাগুলো শেয়ার করলে দুকূলই রক্ষা পেত। তাদেরও রুচিবোধের প্রকাশ ঘটতো, কবি লেখকদের জন্যও তা আনন্দের বিষয় হতো।
মন্তব্যের জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

৭| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৪

পুলহ বলেছেন: 'ঘন্টা ' কোন রূপক অর্থে ব্যবহৃত হচ্ছে- ঠিক বুঝতে পারি নি। সময় বুঝাতে চেয়েছেন কি? সময়ের সাথে সাথে হৃদয় পরিশুদ্ধির কাজ এগিয়ে চলে- এটা? ওভারঅল সুন্দর বক্তব্যের কবিতা...
সংবিধিবদ্ধ সতর্কিকরণ অংশটা পড়ে খুবই মজা পেয়েছি। তবে সমস্যা হলো - লেখাচোরদের কামার সম্ভবত ছুটিতে আছেন !তাই আপাতত হাপরের সব কাজ বন্ধ। হাহাহা
শুভকামনা জানুন শ্রদ্ধেয়।

০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৬

খায়রুল আহসান বলেছেন: সময় বুঝাতে চেয়েছেন কি? সময়ের সাথে সাথে হৃদয় পরিশুদ্ধির কাজ এগিয়ে চলে- এটা? -- জ্বী, একদম ঠিক ঠিক ধরেছেন আপনি।
মন্তব্যে অনেক অনুপ্রাণিত হ'লাম, সেই সাথে কৌতুকটাও উপভোগ করলাম।
অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

৮| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১২

সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।

০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো...

৯| ০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৮

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতা ভাল লাগল ।
আপনার সাবধান বানীটি আরও ভাল লাগল , ভাল থাকুন সব সময় ।

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা রইলো।

১০| ০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:

" ফলে তারা বংশ পরম্পরায় কবিতা চোর হিসেবে কুখ্যাত হয়ে থাকবেন। "

-বংশ পরম্পরায় কবিতা চোর? আমার মনে হয়, এই উপাধি কিছুটা সন্মানও বয়ে আনতে পারে!

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩০

খায়রুল আহসান বলেছেন: হয়তো পারে, কিন্তু চুরি কী করে সম্মান বয়ে আনতে পারে, একটু বুঝিয়ে বলবেন কি?
কবিতা পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।

১১| ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৩৪

মৌমুমু বলেছেন: লিখার সাথে সাথে সংবিধিবদ্ধ সতর্কিকরণ টাও দারুন হয়েছে।
বংশ পরম্পরায় কবিতা চোর!! হাহাহা!

আপনার জন্য শুভ কামনা রইল।

১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩১

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
আপনার জন্যও শুভকামনা...

১২| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৩

সিনবাদ জাহাজি বলেছেন: শুভ কামনা।
কবিতা বরাবরের মতই ভাবনার খোরাক যোগালো।
আর কবিতা চোরদের লজ্জা দেবার জন্যই পরিচয় প্রকাশ করে দেয়া দরকার।

১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৩

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
আপনার পুরনো দুটো পোস্ট "তারুণ্য" এবং "হেনরি রাইডার হ্যাগার্ড" পড়ে দুটো মন্তব্য রেখে এলাম। পুরনো পোস্টের নোটিফিকেশন ঠিকমত যায় না এখন, তাই এখানেই জানিয়ে গেলাম।

১৩| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৯

নতুন নকিব বলেছেন:



#কবিতা চোরদের প্রতি এ সতর্কিকরণ। আমার অনুমতি ছাড়া কেউ এটা অন্য কোথাও প্রকাশ করলে আইনানুগ ব্যবস্থা ছাড়াও তাদের এ চৌর্যবৃত্তির কথা ব্যাপকভাবে প্রমাণসহ প্রচার করে দেয়া হবে। ফলে তারা বংশ পরম্পরায় কবিতা চোর হিসেবে কুখ্যাত হয়ে থাকবেন।#

-ভাল লাগল, প্রিয় কবি ভাই। কবিতাও কিন্তু ভাল।

১৩ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

খায়রুল আহসান বলেছেন: চোর ঠেকানো যদিও সম্ভব হয় নাই, কবিতাটা আপনার ভাল লেগেছে জেনে খুশী হলাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৪| ০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৫

রাশিদা রাজাপুর বলেছেন: কবিতা ভাল লাগল ।
আপনার সাবধান বানীটি আরও ভাল লাগল , ভাল থাকুন সব সময় ।

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৭

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে অনুপ্রাণিত হ'লাম। এজন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
সাবধান বাণীটিতে অবশ্য কাজ হয় নাই। দেখা যাক, কবে এবং কিভাবে চোরদের বোধোদয় হয়।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো।

১৫| ০৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতা ভাল হয়েছে।
সংবিধিবদ্ধ অবহিতকরণঃ চোরে না শুনে ধর্মের কাহিনী। =p~

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২৩

খায়রুল আহসান বলেছেন: প্রথম কথাটায় অনুপ্রাণিত হ'লাম। পরের কথাটাও ভাল বলেছেন। ধন্যবাদ ও শুভেচ্ছা।
শুভ নববর্ষ ১৪২৪...

১৬| ১০ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:২২

প্রাইমারি স্কুল বলেছেন: সংবিধিবদ্ধ সতর্কিকরণ খুব ভালো

১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:১০

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
শুভেচ্ছা রইলো। ভাল থাকুন।
শুভ নববর্ষ ১৪২৪!

১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:১৭

খায়রুল আহসান বলেছেন: আমার কোন কবিতায় আপনি এই বুঝি প্রথম এলেন। আমার লেখায় আপনাকে সুস্বাগতম!
আপনার প্রথম পোস্ট দু"মুঠো খাবার দাও। রাস্তার টোকানো ভাত নয় পড়ে সেখানে একটা মন্তব্য রেখে এলাম।

১৭| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৭

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন!:)


প্লাস!:)

১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৫৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে ও প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা রইলো। ভাল থাকুন।
শুভ নববর্ষ ১৪২৪!

১৮| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৮

অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর লিখেছেন।কিন্তু চোরেরা কি শুনবে কথা?

১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৮

খায়রুল আহসান বলেছেন: কিন্তু চোরেরা কি শুনবে কথা? -- চোরেরা তো কিছুতেই কথা শুনছেনা!
লেখার প্রশংসায় এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো। ভাল থাকুন।
শুভ নববর্ষ ১৪২৪!

১৯| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অসাধারণ। দহন বিষয়টি বিশ্বস্ততা আর সততার থেকে আলাদা করা যায় না।



চোরের নামে আগে পড়ে আসলাম। আমার বিশ্বাস লেখাটি আপনারই ;)

কবিতাগুলো গ্রন্থাকৃতি পেলে আর চোরদের চিন্তা করতে হবে না। অনলাইনের চোরদের নিয়ন্ত্রণের কোন পরীক্ষীত ব্যবস্থা নেই। (অবশ্য অফলাইনের চোরদের ওপরও নিয়ন্ত্রণ যে খুব শক্ত, তা নয়!) আমার হাবিজাবি লেখাও চুরি হয়। অনুসন্ধান করা বা চোর খোঁজা বাদ দিয়েছি সেই কবে। ভালো থাকবেন!

১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৯

খায়রুল আহসান বলেছেন: চোরের নামে আগে পড়ে আসলাম। আমার বিশ্বাস লেখাটি আপনারই -- হা হা হা, ভাল বলেছেন! :)
অনুসন্ধান করা বা চোর খোঁজা বাদ দিয়েছি সেই কবে -- আমিও দিলাম!
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
আপনার একটি পুরনো পোস্ট- কী লিখবো, কেন লিখবো! পড়ে এলাম। চমৎকার এ লেখাটি ভাল লেগেছে।

২০| ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৮

বিজন রয় বলেছেন: বিবেক নেই। বিবেক অবসরে। বিবেক নির্মল।

কেমন আছেন?

১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৬

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রীত হ'লাম।
আমি ভাল আছি। আশাকরি, আপনিও কুশলেই আছেন।
বৈশাখী শুভেচ্ছা!

২১| ১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৮

নায়না নাসরিন বলেছেন: আপনার সব লেখাই আমায় মুগ্ধ করে ভাইয়া ++++++
মনে হয় চোরদেরও :D

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২৮

খায়রুল আহসান বলেছেন: জ্বী হ্যাঁ, মনে হয় চোরদেরও মুগ্ধ করে আমার লেখা। তা না হলে তারা চুরি করবে কেন, আর চুরি করা কবিতায় এত 'লাইক' পড়বে কেন? :)
মন্তব্যের জন্য ধন্যবাদ। কবিতায় প্লাস দিয়ে অনেক অনুপ্রাণিত করে গেলেন।
শুভেচ্ছা রইলো। ভাল থাকুন।
শুভ নববর্ষ ১৪২৪!

২২| ০২ রা মে, ২০১৭ সকাল ১১:৩১

মানবী বলেছেন: "হাঁপরের টানে জ্বলে ওঠে
অগ্নিশিখা ও কয়লা দগ্ধ।
লোহা কাঁসা তামা সবই
ছাঁচে পড়ে হয় পরিশুদ্ধ।"

- কামার যদি জানতো তাঁর শ্রমের বর্ণনা বাংলা সাহিত্যে এমন সুন্দর কবিতায় গাঁথা হয়েছে তাহলে তাদের কষ্ট কিছুটা লাঘব হতো হয়তো।
আমাদের পাঠ্যবইয়ে ইংলিশ কবিতায় ছিলো ব্ল্যাকস্মিথ! :-)

ভালো লেগেছে কবিতা পড়ে, ধন্যবাদ খায়রুল আহসান।

০২ রা মে, ২০১৭ বিকাল ৪:৪১

খায়রুল আহসান বলেছেন: একটু পেছনে এসে পুরনো লেখায় সুন্দর মন্তব্য রেখে যাওয়াতে প্রীত হ'লাম। প্লাস পেয়ে অনুপ্রাণিত।
যেসব শিক্ষা প্রতিষ্ঠানে আপনি শিক্ষা লাভ করেছেন, সবচেয়ে বড় প্রতিষ্ঠান পরিবার বাদেও, সে সবের প্রশংসা করতেই হয়।
অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা...

২৩| ০৩ রা মে, ২০১৭ সকাল ১০:৪৯

মানবী বলেছেন: I am honored!
Thank you very much!!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩৫

খায়রুল আহসান বলেছেন: প্রীত হ'লাম। আপনাকেও ধন্যবাদ।
আশাকরি কুশলেই আছেন।

২৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪২

ভ্রমরের ডানা বলেছেন:

ছোট কিন্তু যথেষ্ট শক্তিশালী কবিতা....

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫১

খায়রুল আহসান বলেছেন: ছোট কিন্তু যথেষ্ট শক্তিশালী কবিতা - এমন ছোট্ট কিন্তু যথেষ্ট প্রেরণাদায়ক মন্তব্যে যারপরনাই প্রীত হ'লাম। প্লাসেও অনুপ্রাণিত।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা...
আপনার লেখা ভাষান্তরিত -৩- আমি ঘুরে বেড়িয়েছি একটি একেলা মেঘের মতন( মূল লেখক- উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ) পড়ে একটা মন্তব্য রেখে এসেছিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.