নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

আজ “বিশ্ব বই দিবস”

২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৯

আজ ২৩ শে এপ্রিল। প্রতি বৎসর এই দিনটিকে “আন্তর্জাতিক বই ও কপিরাইট দিবস” বা সংক্ষেপে “বিশ্ব বই দিবস” হিসেবে পালন করা হয়, আন্তর্জাতিকভাবে বই এর পঠন, প্রকাশন এবং কপিরাইট প্রতিষ্ঠার উন্নয়নের লক্ষ্যে। ১৯৯৫ সালে জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো সিদ্ধান্ত নেয় যে ২৩ শে এপ্রিল উদযাপিত হবে “আন্তর্জাতিক বই ও কপিরাইট দিবস” হিসেবে, কারণ এই তারিখটি ইংরেজ কবি, সাহিত্যিক ও ঔপন্যাসিক উইলিয়াম শেক্সপীয়ারসহ বিশ্বের অন্যান্য দেশের আরও অনেক প্রথিতযশা কবি সাহিত্যিকদের জন্ম অথবা প্রয়াণ দিবস। আজকের এই দিনটিকে স্মরণে রেখে আসুন, আজ আমরা অন্ততঃ একটি বই কিনে একজন লেখককে উৎসাহিত করি।

(তথ্যসূত্রঃ উইকিপিডিয়া)

ঢাকা
২৩ এপ্রিল ২০১৭

মন্তব্য ৬৯ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৭

মোস্তফা সোহেল বলেছেন: আগে জানা ছিল না। ভাইয়া বিশ্ব বই দিবসে বই তো কিনবই কিন্তু বই উপহার পেলে মন্দ হতনা।

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৬

খায়রুল আহসান বলেছেন: আচ্ছা ঠিক আছে। আপনার Mailing Address টা পাঠিয়ে দিন, আমারই একটা বই না হয় আপনাকে উপহার হিসেবে পাঠিয়ে দেব। তবে শর্ত থাকবে যে আপনি অন্ততঃ একটা বই কিনে সেটার রিভিউ এই ব্লগে লিখবেন। আমার নয়, অন্য যেকোন লেখকের। :)
প্রথম মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও বিশেষ শুভেচ্ছা!

২| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩১

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়িলে বই আলোকিত হই না পড়িলে অন্ধকারের রই .....

বই হোক সবার জীবনের পরম এক বন্ধু এবং সবাই হোক আলোকিত মানুষ ।

সবাইকে বই দিবসের শুভেচ্ছা ।

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৮

খায়রুল আহসান বলেছেন: চমৎকার কথা বলেছেন। প্রথম প্লাসটি দিয়ে অনেক অনুপ্রাণিত করে গেলেন।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

৩| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন:
“বই কিনে কেউ দেউলিয়া হয় না” সৈয়দ মুজতবা আলীর ।


আসুন, আজ আমরা অন্ততঃ একটি বই কিনে একজন লেখককে উৎসাহিত করি।


আপনার সাথে একমত,
ধন্যবাদ ভালো থাকুন।

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৮

খায়রুল আহসান বলেছেন: আমার সাথে একমত হবার জন্য ধন্যবাদ। সৈয়দ মুজতবা আলীর সেই বিখ্যাত উক্তিটি উদ্ধৃত করার জন্যও।
ভাল থাকুন। শুভকামনা...

৪| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪১

ধ্রুবক আলো বলেছেন: বই দিবসের শুভেচ্ছা,
সুন্দর ও মূল্যবান তথ্য শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ, আপনি না লিখলে হয়তো অজানাই থেকে যেত।

২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৯

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও বই দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।
বই দিবসটা ফেব্রুয়ারী মাসের কোন একদিন হলে হয়তো ঐ দিনে বাংলাদেশে বই বিক্রীর সংখ্যা একটু বেড়ে যেত। কিন্তু ইউনেস্কোর সিদ্ধান্ত, কিছু করার নেই।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।

৫| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৫

পুলহ বলেছেন: কালকে ব্লগার ক্লে ডল এর একটা পোস্টে দেখলাম বই দিবসের উল্লেখ ছিলো। আজ আপনার পোস্ট থেকে তারিখটি সম্পর্কে কিছু জানতে পারলাম।
ভালো লাগলো ! +++

২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২১

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ পুলহ, ব্লগে সবার লেখায় আপনার মনযোগী পাঠ এবং পর্যবেক্ষণের জন্য। লেখকদের জন্য এ এক বড় প্রেরণা।
আমার এই ছোট্ট লেখাটা পড়েও, যার শেষ লাইনটাই শুধু মৌলিক এবং বাকী কথাগুলো সংগৃহীত, আপনি ভাল লাগার কথা জানিয়ে গেলেন, এজন্য অত্যন্ত প্রীত হ'লাম, এবং প্লাসেও অনুপ্রাণিত।
অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা...

৬| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কাকতালীয় কী না জানি না। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা 'সেই সময়' উপন্যাসের এক কপি অখণ্ড ভার্সন কেনার ইচ্ছা ছিল অনেক দিন আগে থেকে। উপন্যাসটির দুটি খণ্ড আলাদাভাবে আগে পড়া ছিল। কিন্তু আমার নিজের সংগ্রহে ছিল না। কিছুক্ষণ আগে আমার ছোট ছেলে ( রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ) আমাকে ফোন করে জানালো, আব্বা, তোমার ওই বইটা লাইব্রেরীতে পেয়েছি। আমি কিনে নিলাম।

আজ বিশ্ব বই দিবস, জানতাম না। পোস্ট দিয়ে জানানোর জন্য ধন্যবাদ ভাই খায়রুল আহসান।

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৫

খায়রুল আহসান বলেছেন: আমার এ পোস্টটা পড়ে এখানে কিছু কথা রেখে যাবার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ, আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম। কাকতালীয়ভাবে হলেও, আজকের এই দিনে আপনার ব্যক্তিগত পাঠকক্ষটি সমৃদ্ধ হলো, এটা জেনে আনন্দ বোধ করছি। পোস্টটা দেয়ার পর থেকে বুঝতে পারছি, বিশ্ব বই দিবসটি সম্পর্কে অনেকেই অবহিত ছিলেন না।
ভাল থাকুন। শুভেচ্ছা রইলো।

৭| ২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৭

কানিজ ফাতেমা বলেছেন: আজ বই দিবস - জানা ছিলনা ।

//আজ আমরা অন্ততঃ একটি বই কিনে একজন লেখককে উৎসাহিত করি।//
......। একটা বই কেনার চেষ্টা করবো ।

শুভ কামনা রইল ।

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১১

খায়রুল আহসান বলেছেন: একটা বই কেনার চেষ্টা করবো -- এ সদিচ্ছার কথাটুকু ব্যক্ত করার জন্যেও ধন্যবাদ আপনার প্রাপ্য। :)
মন্তব্যে প্রীত হ'লাম।
ভাল থাকুন। শুভেচ্ছা রইলো।

৮| ২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৩

ব্লগ মাস্টার বলেছেন: আমি সকালে বাচ্চাদের দুটি কিনে দিয়েছি।

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৪

খায়রুল আহসান বলেছেন: খুবই ভাল একটা কাজ করেছেন ব্লগ মাস্টারর। ছোটবেলাথেকেই বাচ্চাদের পাঠাভ্যাস গড়ে তুলতে হয়।
মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা...

৯| ২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৫

পলক শাহরিয়ার বলেছেন: বিশ্ব বই দিবসে আপনাকে এক লাইব্রেরি শুভেচ্ছা। কেমন আছেন?

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৪

খায়রুল আহসান বলেছেন: লেখাটি পাঠ করে এখানে মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ।
আমি ভাল আছি, আশাকরি আপনিও কুশলেই আছেন।
শুভেচ্ছা রইলো...

১০| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৮

রাসেল উদ্দীন বলেছেন: আসুন বই আর বউকে ভালবাসি, সর্বোত্তম বন্ধু বানায়!আসুন বই আর বউকে ভালবাসি, সর্বোত্তম বন্ধু বানায়!

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৫

খায়রুল আহসান বলেছেন: হা হা হা... বেশ বলেছেন!
বইকে না ভালবাসলেও হয়তো চলে, কিন্তু বউকে ভালবাসতেই হবে!!! :)

১১| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৯

মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া আমার নিজের একটি কথায় বলি, তোমাকে যদি কেই জিজ্ঞেস করে, তুমি কারও কাছ থেকে কি উপহার পেতে পছন্দ কর?আমি অবশ্যই বলব,বই বই এবং বই।
আমি আগে প্রচুর বই পড়েছি। আমার এক ভাইয়া কিনত। তখন ভাবতাম আমি যখন টাকা ইনকাম করব তখন প্রচুর বই কিনব। আমার নিজস্ব একটি বইয়ের আলমারী থাকবে। আর আলমারি ভরা বই থাকবে।
কিন্তু এখন ব্যাস্ততার মাঝে আর তেমন বই পড়া হয় না। ব্লগে যেটুকু পড়ি। তবে বই পড়তে ইচ্ছে করে। কিনে রাখা দুএকটি বই আজও পড়েই শেষ করতে পারিনি। তবে বাড়িতে গেলেই আমি সময় পেলে আমাদের যশোরের শহর থেকে এক দুটি বই কিনি । হুমায়ূন আহমেদের বই বেশি কেনা হয়। অনেকের বই কিনতে ইচ্ছে করলেও শেষ পর্যন্ত কেনা হয়ে উঠেনা। যা হোক আপনি যখন বলেছেন একটি নতুন বই এবার বাসায় গেলে কিনব আর পড়ে সেটির রিভিউ লিখব ( যদিও আমি কখনই বুক রিভিউ লিখিনি ) তার পরও আপনাকে কথা দিলাম। আর আপনার নিজের বই যখন উপহার দিতে চেয়েছেন তখন আর লজ্জা না করে ইমেইল এড্রেসটা দিয়ে দিচ্ছ। [email protected]
ভাল থাকুন ভাইয়া।

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৯

খায়রুল আহসান বলেছেন: আপনার ই মেইল ঠিকানা চাইনি। আপনার Mailing Address টা পাঠাতে বলেছিলাম আমার ই মেইল ঠিকানায়, যেটা আমার প্রোফাইলে দেয়া আছে। সাথে টেলিফোন নম্বরটাও দিবেন, কারণ অনেক সময় টেলিফোন নম্বর ছাড়া কুরিয়ার ওয়ালারা বই গ্রহণ করতে চায় না।

১২| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৬

আমি ইহতিব বলেছেন: বিশ্ব বই দিবসে শুভেচ্ছা জানাই ভাইয়া। বাচ্চাদের কারনে আর অফিস বাসা করে করে বই পড়ার সময় খুব কম পাই আর আফসোস করি আমার ছাত্রজীবনের অলস দুপুরগুলোর জন্য। যে দুপুরগুলো আমি না ঘুমিয়ে কাটিয়ে দিতাম কোন না কোন বইয়ের সাথে।

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৫

খায়রুল আহসান বলেছেন: যে দুপুরগুলো আমি না ঘুমিয়ে কাটিয়ে দিতাম কোন না কোন বইয়ের সাথে -- আগের দিনগুলোতে আপনার প্রচুর পাঠাভ্যাসের কথা জানতে পেরে খুশী হ'লাম। আশাকরি আপনার সন্তানেরাও বই এর প্রতি আসক্ত হবে।
বিশ্ব বই দিবস উপলক্ষ্যে শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আপনার জন্যেও রইলো শুভকামনা...
আপনার গোলাপ গ্রামে কিছুক্ষণ পোস্টটা পড়ে একটা মন্তব্য রেখে এসেছি। একটু সময় করে দেখে নেবেন।

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫০

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ মুল্যবান পোষ্টটির জন্য ।
বিশ্ব বই দিবসের মুল লক্ষ্য অর্জন হোক সে কামনাই করি ।
শুভেচ্ছা রইল ।

২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:২১

খায়রুল আহসান বলেছেন: পোস্টটা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা...
প্রায় মাস তিনেক আগে আপনার পুরনো পোস্ট ধর্ম বিশ্বাসে আঘাত: কেমন জিনিষ, কার বুকে আঘাত লাগে, নিরুপনের উপায় কি? পড়ে একটা মন্তব্য রেখে এসেছিলাম। একটু সময় করে দেখে নিবেন।

১৪| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৪

রিফাত হোসেন বলেছেন: +
তারিখ জানলাম, তবে মনে হয়, মনে থাকবে না। রঙ্গ তামাশা, ভৌতিক, কল্প বিজ্ঞান ৩টা বিভাগই প্রিয়। :) আগে কিছু ক্রয় করেছিলাম, হারিয়ে ফেলেছি জীবনের টানা হ্যাচঁড়ায়। আর ছোটকাল থেকে অনেক বই পড়ার সৌভাগ্য হয়েছিল, জন্মদিনে বই পেতামই পেতাম।

২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৪

খায়রুল আহসান বলেছেন: আগে কিছু ক্রয় করেছিলাম, হারিয়ে ফেলেছি জীবনের টানা হ্যাচঁড়ায় -- জীবনের টানা হ্যাচঁড়া চলতেই থাকবে, তবে পাঠাভ্যাস চালু রাখুন, সেই সাথে বই ক্রয়ের অভ্যাসটাও। :)
আমার কোন লেখায় আপনি এই বুঝি প্রথম এলেন। আমার লেখায় আপনাকে সুস্বাগতম!
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৫| ২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

নীলপরি বলেছেন: তথ্যটা জানা ছিল না । জানানোর জন্য অনেক ধন্যবাদ স্যর ।

২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৪

খায়রুল আহসান বলেছেন: এ তথ্যটা সবাইকে জানাতে পেরে আমিও খুব আনন্দিত বোধ করছি।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত।
শুভেচ্ছা...

১৬| ২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

সাদা মনের মানুষ বলেছেন: আগে জানা ছিল না, দেখি এখনই লাইব্রেরির দিকে যাচ্ছি

২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৫

খায়রুল আহসান বলেছেন: আচ্ছা যান। ফলাফলটা জানাবেন আশা করি।
মন্তব্যে প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৭| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১০

রাজীব নুর বলেছেন: আমি কি আমার মেইল এড্রেস টা দিতে পারি?

[email protected]

২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৬

খায়রুল আহসান বলেছেন: হা হা, একই শর্ত প্রযোজ্য আপনার ক্ষেত্রেও!

১৮| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১১

সিনবাদ জাহাজি বলেছেন: বিষয়টা জানা ছিলনা।
সুন্দর একটা বিষয় জানানোর জন্য +++

২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৮

খায়রুল আহসান বলেছেন: লেখাটা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
শুভকামনা...

১৯| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

২৩ শে এপ্রিল উদযাপিত হবে “আন্তর্জাতিক বই ও কপিরাইট দিবস”

বর্তমান ওপেন সোর্স যুগের বর্তমান প্রেক্ষাপটে পরের অংশটি (কপিরাইট) বেশি গুরুত্বপূর্ণ।


ধন্যবাদ, দিনটি সম্পর্কে জানাবার জন্য। আমি ভেবেছিলাম আরও কিছু খাবার-দাবার আছে। :)

২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৮

খায়রুল আহসান বলেছেন: বর্তমান ওপেন সোর্স যুগের বর্তমান প্রেক্ষাপটে পরের অংশটি (কপিরাইট) বেশি গুরুত্বপূর্ণ -- জ্বী অবশ্যই। ঠিক বলেছেন।
বই তো মনের খাবারই। :)
মন্তব্যের জন্য ধন্যবাদ এবং বৈশাখী শুভেচ্ছা!

২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৭

খায়রুল আহসান বলেছেন: পনার পুরনো পোস্ট ১৯১৩ সালে বাঙালির সুখস্মৃতি নিয়ে ২০১৩ সালের শুভেচ্ছা পড়ে এলাম। ভাল লেগেছে।

২০| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০১

সুমন কর বলেছেন: আহা রে, এখন কত দিবস !!

শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৪

খায়রুল আহসান বলেছেন: সত্যিই তাই। এত দিবসের ঝকমারিতে খেই হারিয়ে যায়।
মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা!

২১| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫১

ধ্রুবক আলো বলেছেন: কেমন আছেন ভাই? আপনার শরীর ভালো তো?

২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৫

খায়রুল আহসান বলেছেন: আমি ভাল আছি। জানতে চাওয়ার জন্য ধন্যবাদ অনেক।

২২| ২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৮

মোস্তফা সোহেল বলেছেন: আপনাকে ইমেইল করেছি ভাইয়া।

২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪২

খায়রুল আহসান বলেছেন: আচ্ছা, কয়েকদিনের মধ্যেই বইটা পাঠিয়ে দিব।
ভাল থাকুন। শুভেচ্ছা...

২৩| ২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আজ আমরা অন্ততঃ একটি বই কিনে একজন লেখককে উৎসাহিত করি। সুন্দর আহবান।

আমার সংগ্রহে তিন শতাধিক খরিদকৃত বই আছে। মাঝে মাঝে পাবলিক লাইব্রেরীতেও ঢুঁ মারি।

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১৫

খায়রুল আহসান বলেছেন: নিঃসন্দেহে লেখকদের পক্ষ থেকে আপনাকে একটা পদক দিয়ে সম্মান জানানো উচিত। তিন শতাধিক খরিদকৃত বই আপনার বয়সী খুব বেশী লোকের কাছে নেই।
মন্তব্যে প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

২৪| ২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৭

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর আহবান । ভাল লেগেছে ।

সুন্দর মনের জন্য পড়ার বিকল্প নেই ।

২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৩

খায়রুল আহসান বলেছেন: সুন্দর মনের জন্য পড়ার বিকল্প নেই - চমৎকার বলেছেন!
মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা...

২৫| ২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩১

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,




আমার তো মনে হয় , বছরের প্রতিটি দিনই বইয়ের দিন ।
বইখানাই তো অনন্ত যৌবনা , যদি তেমন বই হয় । ( মুজতবা আলী থেকে কিঞ্চিৎ পরিবর্তিত )

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০৬

খায়রুল আহসান বলেছেন: আমার তো মনে হয় , বছরের প্রতিটি দিনই বইয়ের দিন -- একদম ঠিক কথা বলেছেন, আহমেদ জী এস ভাই।
আমার এ ছোট্ট পোস্টে এসে মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ।
ভাল থাকুন। শুভেচ্ছা...

২৬| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৮

ফারহানা শারমিন বলেছেন: দিবসটার কথা জানতাম না।ধন্যবাদ শেয়ার করার জন্যে।

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৮

খায়রুল আহসান বলেছেন: লেখাটা পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ। আর যদি ঐ দিনে কোন বই কিনে থাকেন, তবে আন্তরিক অভিনন্দন, একটা ভাল কাজ করার জন্য।
আপনার লেখা প্রতীক্ষার অবসান হলে পরে[/sb - পোস্টটা পড়ে একটা মন্তব্য রেখে এসেছি।

২৭| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১৯

সচেতনহ্যাপী বলেছেন: জীবনের সেরা সময়ের বইগুলিকে "মনদরে" বিক্রয় করেছি।। আজ বই কিনি শুধু "অভ্যাসটা" ধরে রাখতে, নেশায় না।। অন্যসবের মত এটাকেও ভুলে গেছি!!

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২১

খায়রুল আহসান বলেছেন: একদিন সবকিছু ফেলে যেতে হয়। জীবনের সেরা সময়ের বইগুলিকেও।
মন্তব্যে বিষাদের ছায়া। তবুও ভাল লেগেছে। ধন্যবাদ ও শুভেচ্ছা!

২৮| ২৫ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৫

সামিয়া বলেছেন: তথ্যগুলো জেনে উপকৃত হলাম।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।

২৯| ২৬ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:৩৮

সামিউল ইসলাম বাবু বলেছেন:
যে হারে জনসংখ্যা বাড়ছে সেই ভাবে বই প্রকাশ পাচ্ছেনা।
ভালো বই অনেক বেশি প্রয়োজন।

ধন্যবাদ শুভ কামনা জানবেন।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪০

খায়রুল আহসান বলেছেন: ভালো বই অনেক বেশি প্রয়োজন -- এ উপলব্ধিটা আনন্দের।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত।

৩০| ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৫

বিলিয়ার রহমান বলেছেন: আসুন, আজ আমরা অন্ততঃ একটি বই কিনে একজন লেখককে উৎসাহিত করি


সুন্দর আহবান!:)


পোস্টে ভালোলাগা!:)

২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৫

খায়রুল আহসান বলেছেন: সবার শেষে এলেন। তাতে কী, মন্তব্যে বরাবরের মতই প্রীত এবং প্লাসে অনুপ্রাণিত।
এবারে আসার আগে চোরের বাড়ী ঘুরে আসেন নাই? অবশ্য, ছয় লাইনের এই পোস্টে মাত্র একটি লাইনই আমার মৌলিক, বাকীটা সংগৃহীত। বলা যায় না, তবুও আমূল চুরি হয়ে যেতে পারে। :)

৩১| ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৬

বিলিয়ার রহমান বলেছেন: চুরি জিনিসটা থেমে যাওয়ার নয়!!

এই লেখাটাও চুরি হয়েছে এমনকি চুরি হয়েছে আপনার আগের কবিতাটাও!! তবে এখন অনেকেই লেখার সাথে লেখকদের নামও দিয়ে দিচ্ছেন!



২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৪

খায়রুল আহসান বলেছেন: হা হা হা, চরম বিনোদিত হ'লাম! :D
প্রথমজন তো তবু তথ্যসূত্রসহ লেখকের নামটি উল্লেখ করেছেন, পরের দু'জনের তো সে বালাইও নেই।
এই ছোট্ট পোস্টটা আমি আমার ফেইসবুক স্ট্যাটাসেও দিয়েছিলাম। সেখান থেকেও একজন তা কপি পেস্ট করেছেন মূল লেখককে কোন ক্রেডিট না দিয়ে। পরে অবশ্য বোধহয় তিনি নিজের ভুলটি বুঝতে পেরেছিলেন। তারপরে ক্ষমাও চেয়েছেন এই বলেঃ
"আপনার স্ট্যাটাস থেকে বিনা অনুমতিতে কনটেন্ট নিয়ে পোস্ট দেয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।"

৩২| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:


বই নিয়ে সমস্যা হয়ে গেছে, চোখের সমস্যা

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৪

খায়রুল আহসান বলেছেন: ল্যাপটপে বা স্মার্টফোনে দেখতে অসুবিধা হয় না? আমি শুনেছি কমিউটারেও চোখ নষ্ট হবার সম্ভাবনা অনেক বেশী।

৩৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া আপনাকে কথা দেওয়ার পরে কয়েকটি বই কিনেছি।পড়াও শেষ করেছি।
কিন্তু বুক রিভিউটা লিখতে পারিনি তার জন্য ক্ষমা চাইছি।
বুক রিভিউ লিখব ভেবেছিলাম কিন্তু লিখার মত পরিবেশ পাইনি তাই আর লেখা হয়নি।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫০

খায়রুল আহসান বলেছেন: কয়েকটা বই কিনে পড়াও শেষ করেছেন জেনে খুশী হ'লাম।
রিভিউ লেখা কঠিন কাজ, বই পড়ার চেয়ে রিভিউ লিখতে বেশী সময় লাগে, কারণ ঘন ঘন পৃষ্ঠা উল্টায়ে পেছন ফিরতে হয়। এটা আস্তে আস্তে চর্চা করে সময় নিয়ে একবার লিখে ফেলবেন, দেখবেন আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে।
পুনরায় মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩৪| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১:০৮

শামচুল হক বলেছেন: ছোট থেকেই আমার বই পড়ার খুব শখ, মাঝে মাঝে প্রায় সাড়ে তিন মাইল হেঁটে একটি ক্লাবে গিয়ে বই পড়তাম। ধন্যবাদ পোষ্ট দেয়ার জন্য।

২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৩

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ, এক বছর আগের এ পোস্টটাতে মন্তব্য রেখে যাওয়ার জন্য। প্রীত হ'লাম! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.