নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

উপেক্ষিতার সম্ভ্রম

১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৭

ফুলের দোকানে সেদিন খুব ভিড় ছিল,
ফুলপ্রেমী ক্রেতাদের আনন্দোচ্ছ্বাস ছিল।
সুশোভিত, সুঘ্রাণ, সতেজ ফুলের মাঝে
পেছন সারিতে ছিল এক বাসি ফুল লাজে।

কারো কারো দৃষ্টি ছিল শুধু রঙের উপর,
কেউবা খুঁজেছিল কিছু গোলাপ মনোহর।
কেউবা মৃণাল হাতে শুভ্র রজনীগন্ধার,
স্মিতমুখে কিনেছিল প্রিয়ার উপহার।

দিনশেষে অবশেষে এলেন এক ঋষি,
পেছন সারিতে এসে তিনি হলেন খুশী।
পর্যুষিত পুষ্প যখন লাজে মরে যায়
ঋষি তারে তুলে নেন অপার মায়ায়!


ঢাকা
১৯ নভেম্বর ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ১০৬ টি রেটিং +২৭/-০

মন্তব্য (১০৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৫

রাতুল_শাহ বলেছেন: ঋষির পরিচয়টা জানতে পারলাম না।

১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৪

খায়রুল আহসান বলেছেন: ঋষির অর্থ অভিধানে যেভাবে দেয়া আছেঃ মন্ত্রদ্রষ্টা মুনি, তপস্যাকারী মুনি; a very wise ascetic, a sage; a saint; a composer of Vedic hymns। এসব গুণাবলীসম্পন্ন যেকোন একজনকে ভাবতে পারেন।
প্রথম মন্তব্যের জন্য বিশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা...

২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫০

খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট দয়া করে আমাকে একটু হেল্প করেন এ একটা প্রশ্ন রেখে এসেছিলাম। পুরনো হলেও, একটু সময় করে দেখে নেবেন।

২| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কবিতাটা ঠিক বুঝতে পারলাম না।

১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৮

খায়রুল আহসান বলেছেন: আচ্ছা, ঠিক আছে।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৯

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক সুন্দর, মায়াময় একটা লেখা ।

১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৯

খায়রুল আহসান বলেছেন: মনস্পর্শী মন্তব্য, অনেক অনেক ধন্যবাদ।
প্লাসে অনুপ্রাণিত।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২০

জাহিদ অনিক বলেছেন: জহুরী জহর চিনে।

১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৭

খায়রুল আহসান বলেছেন: চমৎকার বলেছেন। অশেষ ধন্যবাদ।
প্লাসে অনুপ্রাণিত।

৫| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া বেশ কিছুদিন পরে এলেন!
আশা করি ভালই আছেন।
রঙ-চঙের প্রতিই মানুষের আগ্রহ বেশী যদিও সেটা মেকি হয়।
কবিতায় অনেক ভাললাগা রইল।+++

১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৪

খায়রুল আহসান বলেছেন: রঙ-চঙের প্রতিই মানুষের আগ্রহ বেশী যদিও সেটা মেকি হয় - ঠিকই বলেছেন।
হ্যাঁ, প্রায় ২২ দিন পর নতুন কোন লেখা নিয়ে এলাম।
মন্তব্যের জন্য ধন্যবাদ, প্লাসে অনুপ্রাণিত।

৬| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৩

রাতুল_শাহ বলেছেন: ঋষির আভিধানিক অর্থ জানি। আপনি কি এখানে রুপক হিসেবে ব্যবহার করেছেন কিনা জানতে চেয়েছিলাম।

যদি রুপক না হয়, তবে ঋষি তাকে কেন অপার মায়ায় তুলে নিলো?

১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬

খায়রুল আহসান বলেছেন: সমাজের উপেক্ষিত/উপেক্ষিতাদের যারা সম্ভ্রম দিতে জানেন, তারা মুনি ঋষির পর্যায়ে পড়েন।
প্রথম প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪০

খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট (১৩ অক্টোবর ২০১১ তারিখে প্রকাশিত) আমাদের দেশের কিছু প্রখ্যাত পরিচালক এবং পড়ে, একজন পাঠকের জিজ্ঞাসার উত্তরে একটা মন্তব্য রেখে আসলাম। সময় করে দেখে নেবেন।

৭| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৪

ওমেরা বলেছেন: সলিটগোল্ড এর চেয়ে সিটিগোল্ড বেশী চকচক করে ।

১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫০

খায়রুল আহসান বলেছেন: সিটিগোল্ড কী?
মন্তব্য এবং প্লাসের জন্য ধন্যবাদ।

৮| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর লিখেছেন। আসল জিনিস সবাই চিনতে পারে না। কবিতায় প্লাস।

১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০২

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা...

৯| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪০

ধ্রুবক আলো বলেছেন: একটা গভীর অর্থবোধক কবিতা। প্রতিটি পঙ্ক্তি খুব সুন্দর সাজানো গোছানো অর্থ ধারণ করছে।

অনেক ভালো লাগা কবিতায় ++++++

১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৪

খায়রুল আহসান বলেছেন: কবিতার মূল্যায়নে অনুপ্রাণিত হ'লাম।
মন্তব্য এবং প্লাসের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা...

১০| ১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৪

কালীদাস বলেছেন: ঋষি ফুল দিয়ে কি করবে??

১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

খায়রুল আহসান বলেছেন: চিন্তার বিষয় বটে সেটা! :)
হয়তো মালা গেঁথে গলায় ঝোলাবে... :)

১১| ১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৪

করুণাধারা বলেছেন: ভাবনাটা চমৎকার। আপাত মূল্যহীন জিনিষও কারো কাছে সমাদৃত হতে পারে। ছন্দেগাঁথা কবিতাটি ভাল লাগল।

১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। বিশ্লেষণী মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
শুভকামনা রইলো...

১২| ১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৬

শামছুল ইসলাম বলেছেন: উপেক্ষিতাকে সম্মান দেওয়ার মত উপযুক্ত লোকও আছে ।
অনবদ্য কাব্য ।

১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ শামছুল ইসলাম, চমৎকার একটি বিশ্লেষণী মন্তব্যের জন্য। প্লাসে অনুপ্রাণিত।
অনেক অনেক শুভেচ্ছা---

১৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৮

শাহরিয়ার কবীর বলেছেন:


কবিতা খুব সুন্দর হয়েছে+++


১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৩

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়েছেন জেনে খুশী হ'লাম। মন্তব্যে অনুপ্রাণিত।
শুভেচ্ছা রইলো...

১৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনন্য।

ঋষির জন্য শ্রদ্ধা। সমাজে আজ বড় বেশি প্রয়োজন প্রকৃত ঋষিদের।

++++

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৭

খায়রুল আহসান বলেছেন: এই জন্যেই তো তিনি ঋষি। সমাজের অবহেলিত উপেক্ষিতদের লাজ লজ্জা, ব্যথা বেদনার কথা উপলব্ধি করতে পারেন।
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।

১৫| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

মনিরা সুলতানা বলেছেন: কবিতা পড়া শেষ একটা শব্দ মনে এলো _
বাহ !!

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৩

খায়রুল আহসান বলেছেন: ঐ শব্দটা একাই একশ'!
ধন্যবাদ কবিতা পড়ার জন্য, এবং পড়ে প্লাস দিয়ে যাবার জন্য।
অনেক অনেক শুভেচ্ছা...

১৬| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

নূর-ই-হাফসা বলেছেন: দারুন লাগল

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫২

খায়রুল আহসান বলেছেন: আমার কোন লেখায় সম্ভবতঃ আপনি এই প্রথম এলেন, আমার ব্লগে সুস্বাগতম!
কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৭| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২০

মলাসইলমুইনা বলেছেন: খায়রুল আহসান ভাই, বেশ কিছুদিনের নীরবতা ভাঙলেন কবিতার অনবদ্য গুঞ্জনে | খুব ভালো লাগলো কবিতা | আপনি, ফ্যামিলির সবাই ভালো আছেন আশাকরি ? ভালো থাকার নিরন্তর কামনায় ... |

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৫

খায়রুল আহসান বলেছেন: মলাসইলমুইনা, আন্তরিক মন্তব্যে অভিভূত হ'লাম।
কবিতা সব সময় আসেনা। যখন আসে, আসতেই থাকে।
তাছাড়া, সপ্তাহ দুয়েকের জন্য একটু দেশের বাইরে ছিলাম।
আমরা ভাল আছি, আশাকরি আপনারাও সপরিবারে কুশলেই আছেন।
আপনার জন্যেও অনেক শুভকামনা...

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২৭

খায়রুল আহসান বলেছেন: আপনার ঈশ্বর, আমি ও কবিতার অঙ্গীকার পড়ে দ্বিতীয় মন্তব্য রেখে এসেছি। আশাকরি, সময় করে দেখে নেবেন।

১৮| ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। এমন ঋষি সমাজে খুব প্রয়োজন।

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো...

১৯| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫১

অজানিতা বলেছেন: চমৎকার!

২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
মন্তব্যে অনুপ্রাণিত।

২০| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চকচকের ভিড়ে বিবর্নরা বড়ই অবহেলিত, এরা নিজেদের গুঁটিয়ে রাখে, কেউ এদের খবর নেয়না। মাঝে মাঝে কিছু মহামানবের স্পর্শে এরা বেঁচে থাকার অর্থ খুঁজে পায়।
আফসোস আমাদের সমাজে মহামানবের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে ।

২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩০

খায়রুল আহসান বলেছেন: বিশ্লেষণী মন্তব্য দিয়ে কবিতার ভাবার্থের উপর উজ্জ্বল আলোকপাত করলেন, এজন্য জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।
মন্তব্যের সাথে সহমত, মন্তব্যে অনুপ্রাণিত।

২১| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:


সময় মতো সবার সুযোগ আসবে জীবনে।

২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৯

খায়রুল আহসান বলেছেন: তাই হোক!
মন্তব্যের জন্য ধন্যবাদ।

২২| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২৮

গেম চেঞ্জার বলেছেন: ঋষিদের জিবন সবসময় কি এমন হয়? বেশিরভাগ সময়ই ঋষিরা সুযোগ পান না! :|

২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৩

খায়রুল আহসান বলেছেন: ঋষিগণ স্বল্পবাক, মিতভাষী হলেও, অপরের হৃদয় পড়তে জানেন।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্য এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

২৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৭

সোহানী বলেছেন: ভালোলাগলো খায়রুল ভাই................

২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৫

খায়রুল আহসান বলেছেন: যাক, এতক্ষণে একজন কবিতাবিমুখ পাঠককে পাওয়া গেল, যার কাছে এ কবিতাটি ভাল লেগেছে।
ভাল লেগেছে জেনে অবশ্যই খুশী হ'লাম। তবে, কী এবং কেন ভাল লেগেছে, একটু বলুন তো, শুনি!

২৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৯

এফ.কে আশিক বলেছেন: দারুন ‍লিখেছেন
খুব ভালো লেগেছে...+++

২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি আপনার খুব ভালো লেগেছে জেনে আমিও খুব খুশী হ'লাম। অনেকদিন পরে এলেন আমার কোন কবিতায়।
মন্তব্যের জন্য ধন্যবাদ, মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।

২৫| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ২:০২

মলাসইলমুইনা বলেছেন: ব্লগে নেই দেখেই ভেবেছিলাম হয়তো বাইরে কোথাও গিয়েছেন | শীতের শুরু দেখে আবার আশংকাও হয়েছিল সর্দি জ্বর হলো কি না| যাক সেগুলো কিছু না জেনে ভালো লাগছে | অন্য মন্তব্যগুলোও দেখলাম |ওখানে আলাদা করেই মন্তব্য করবো |ভালো থাকুন |

২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, আমার জন্য আপনার এ কনসার্নটুকুর জন্য।
ভাল থাকুন, শুভেচ্ছা...

২৬| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৩:০০

উম্মে সায়মা বলেছেন: আমাদের সমাজে এমন ঋষির বড়ই অভাব। হাতে গোনা দু চারটা। :|
কবিতা ভালো লাগলো খায়রুল আহসান ভাই। অনেকদিন পর পোস্ট দিলেন। ভালো আছেন আশা করি।

২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

খায়রুল আহসান বলেছেন: জ্বী, প্রায় ২৩ দিন পর এ কবিতাটা পোস্ট করলাম।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা... ভাল থাকুন!

২৭| ২০ শে নভেম্বর, ২০১৭ ভোর ৪:০০

ফেরদৌসা রুহী বলেছেন: খুবই সুন্দর একটা কবিতা।

অবহেলায় পরে থাকা ভালো জিনিসের কদরের জন্য এমন ঋষি খুব দরকার।

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪০

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।
আপনার পুরনো পোস্ট (ডিসেম্বর/২০১৫) ন্যাশনাল জিওগ্রাফির ২০১৫ সালের সেরা ২০টি ছবি এবং প্রচার থেকে যদি ভাল কিছু হয়, প্রচার খারাপ কিছুনা পড়ে দুটো মন্তব্য রেখে এসেছি।
ধন্যবাদ ও শুভেচ্ছা

২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৬

খায়রুল আহসান বলেছেন: পনার পুরনো পোস্ট নতুন বছরের প্রথম দিন কেমন গেল আমাদের (০২ জানুয়ারী ২০১৬) একটা মন্তব্য রেখে এলাম। আশাকরি একবার সময় করে দেখে নেবেন।

২৮| ২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কবিতাটা ভালো লাগলো। আচ্ছা, 'পর্যুষিত' শব্দের অর্থ কী?


ধন্যবাদ ভাই খায়রুল আহসান।

২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৫

খায়রুল আহসান বলেছেন: প্রখ্যাত গল্পকার ও কথাশিল্পী আমার কবিতা পড়েছেন, এতে কবিতাটা ধন্য হলো।
'পর্যুষিত' শব্দের অর্থ অন্তত একদিনের বাসি
শুভেচ্ছা জানবেন, আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

২৯| ২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ কবিতা উপহার দিয়েছেন কবিবর।

ঋষির মতো হয়ে উঠুক মানুষ যতো.....

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫০

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। কবিতার প্রশংসায় এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
ঋষির মতো হয়ে উঠুক মানুষ যতো..... -- তবে তাই হোক!

৩০| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩২

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর হয়েছে!!!!


প্লাস!!:)

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৬

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, অনুপ্রাণিত হ'লাম। প্রশংসা এবং প্লাস দুটোতেই।

৩১| ২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ কথা মালায় রচিত কবিতা পাঠেমুগ্ধ । নব নব শব্দে মনে হচ্ছে ভাষা হচ্ছে সমৃদ্ধ । তাজা ফুলের সাথে বাসি ফুলের রয়েছে এক গভীর সম্পর্ক । মনে পরে সম্ভবত আপনারো মনে থাকার কথা আশির দশকের প্রথমভাগে উচ্চ মাধ্যমিকের বাংলায় প্রমথ চৌধুরী লেখা ফুলের মুল্য নামে একটি প্রবন্ধ পাঠ্য ছিল । অনেক আগের পড়া, সকল কথা মনে নেই । তবে মুল বিষয়টি ছিল প্রমথ চৌধুরী লন্ডন থাকা কালে পরিচিত হয়েছিলেন এক জন গুণী বৃটিশ তরুনীর সাথে । বৃটিশদের ফুল প্রিতির কথা তার প্রবন্ধে উঠে আসার সাথে তাজা ও বাসি ফুলের প্রতি তাঁর অদ্ভুদ এক প্রিতির কথাও উঠে এসেছে লেখাটিতে । শুকনা বাসি ফুলকে তারা কত সুন্দর করে ফুলদানিতে সাজিয়ে রাখে সেটাকে যারা দেখেছে তারাই শুধু ভাবতে পারে । বৃটিশ তরুনীটির বড় ভাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিদেশ গিয়ে আর ফিরে আসে নাই। বোনটি তারি অপেক্ষায় থাকে । তার মনে ভারতীয় যোগী ঋষিদের প্রতি ছিল প্রগার বিশ্বাস । প্রমথ চৌধুরী ভারতীয় হওয়ায় তার মনে হয়েছিল সেও বুঝি যুগী ঋষির ভক্ত, ফলে প্রমথ দিতে পারবে যোগ বলে কোন সন্ধান তার ভ্রাতার । ফুল নিয়েও তাদের মধ্যে হতো অনেক কতকথা । আলোচনায় উঠে আসে পাতার সঙ্গে ফুলের কিংবা ফুলের সঙ্গে ফলের রূপে ও গুণে মোটেও মিল থাকে না, তবু পাতা-ফুল- ঝড়া পলক - ফল এক ধারাবাহিক কর্মযজ্ঞ । ফুলের গুণ সম্পর্কে আমাদের জ্ঞান যত বাড়বে সে সঙ্গে তার মূল্য সম্বন্ধে জ্ঞানও আমাদের তত বাড়বে বলেই আলোচনা চলে ।
প্রমথ চৌধুরীর তরুনীটির সাথে সাহিত্য, ইতিহাস, দর্শন, অর্থনীতি ইত্যাদি নানা বিষয়ে আলোচনায় মেতে উঠতেন বলেও জানা যায় । ঘরোয়া আলোচনার আসরে অঁরি বের্গসঁ, ম্যাকস প্ল্যাঙ্ক, বার্ট্রান্ড রাসেল, জর্জ বার্নার্ড শ, বেনেদেত্তো ক্রোচে, সিগ্মুন্ড্ ফ্রয়েড, জন য়ুং, আলফ্রেড অ্যাডলার প্রমুখ ইউরোপীয় মনীষীদের কর্ম ও অবদান নিয়েও হত আলোচনা । এইসব আলোচনার প্রভাব তার লেখায় পড়েছিল। ফলে বাংলা প্রবন্ধ সাহিত্য, কবিতা আধুনিক মননশীল ধারায় উত্তরণ ঘটেছে বলে সকলেই একবাক্যে স্বীকার করেছেন । সে রকমভাবে আপনি যেভাবে পাশ্চাত্তের ইংরেজীতে কাব্য চর্চার সাথে আমাদের বাংলা কাব্য সাহিত্যের সমন্বয় করছেন তা আমাদের সাহিত্যকেই সমৃদ্ধ করছে । অভিনন্দন রইল ।

আপনের এই উচ্চ মার্গের ভাবগাম্ভির্যময় কবিতাটি পাঠ কালে প্রমথ চৌধুরীর লেখা রুপক কবিতাটি যা তার পাতা: সনেট পঞ্চাশৎ এ স্থান পেয়েছে সেটাও মনে পরে যায় । ফুল নিয়ে লেখা বলে তুলে দিলাম এখানে , পাঠে হয়তবা ভাল লাগবে ।

রূপক
- প্রমথ চৌধুরী

কখনো অন্তরে মোর গভীর বিরাগ,
হেমন্তের রাত্রিহেন থাকে গো জড়িয়ে,
—যাহার সর্ব্বাঙ্গে যায় নীরবে ছড়িয়ে
কামিনী ফুলের শুভ্র অতনু পরাগ॥

বাসনা যখন করে হৃদয় সরাগ,
শিশিরে হারানো বর্ণ, লীলায় কুড়িয়ে,
চিদাকাশে দেয় জ্বেলে, বসন্ত গড়িয়ে
কাঞ্চন ফুলের রক্ত চঞ্চল চিরাগ॥

কভু টানি, কতু ছাড়ি, মনের নিঃশ্বাস।
পক্ষে পক্ষে ঘুরে আসে সংশয় বিশ্বাস॥

বসন্তের দিবা, আর হেমন্ত-যামিনী,
উভয়ের দ্বন্দ্বে মেলে জীবনের ছন্দ।
দিবাগাত্রে রঙ আছে, নিশাবক্ষে গন্ধ,—
সৃষ্টির সংক্ষিপ্ত সার কাঞ্চন কামিনী॥


অনেক অনেক শুভেচ্ছা রইল

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৪

খায়রুল আহসান বলেছেন: আপনার এ সুদীর্ঘ বিশ্লেষণ এর জন্য আন্তরিক ধন্যবাদ, ডঃ এম এ আলী। এ ব্যাপারে পুনরায় এসে কিছু কথা বলার ইচ্ছে রাখি।

৩২| ২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

ডঃ এম এ আলী বলেছেন: কবিতাটি প্রিয়তে গেল

২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি প্রিয়তে গেল - সেটা লক্ষ্য করেছি এবং কেবলই আপনাকে কৃ্তজ্ঞতা জানাতে চাচ্ছিলাম, এরই মধ্যে আপনি এসে গেলেন।
অভিভূত হ'লাম।

৩৩| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৭

ঋতো আহমেদ বলেছেন: জাহিদ অনিক সুন্দর অর্থ বলেছেন কবিতার - জহুরী জহর চিনে। ছন্দে এবং অন্তমিলে দারুণ একটা কবিতা হয়েছে। ভালো লাগলো। পর্যুষিত কথাটির অর্থ কি? One kind of reproduced ?

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১১

খায়রুল আহসান বলেছেন: 'পর্যুষিত' শব্দের অর্থ অন্তত একদিনের বাসি। সাধারণতঃ পুষ্পের এবং অন্নের ক্ষেত্রে কথাটা ব্যবহৃত হয়।
কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা...

৩৪| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,




বক্তব্য সমৃদ্ধ কবিতা ।

তবে কবিতাটি যথেষ্ট ছন্দময় ও অন্ত্যমিল যুক্ত হলেও দু'লাইন দু'লাইন করে সাজানোতে মনে হয় হালকা হয়েছে ( একান্ত আমার কাছেই ) । বেশ ক'লাইন করে লিখলে আরো পরিনত ও ঋদ্ধ হতো । কারন , আগেই বলেছি - ভিন্ন আঙ্গিকে বক্তব্য প্রধান কবিতা ।
অনেকদিন পর ! শুভেচ্ছান্তে ।

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:৫৮

খায়রুল আহসান বলেছেন: আপনার তীক্ষ্ণ দৃষ্টিতে যে অপূর্ণতাটুকু ধরা পড়েছে, আমার নিজেরও সে ব্যাপারে একটা খুঁতখুতে অনুভূতি ছিল। যাক, এখন সেটা শুধরে দিয়েছি।
মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ। মন্তব্যে যারপরনাই অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।

২৪ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৭

খায়রুল আহসান বলেছেন: আপনার একটা পুরনো পোস্ট পড়ে এলামঃ রেদোয়ান কবির : আপনার জন্যে
খুব ভাল লেগেছে। + +

৩৫| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৬

জুন বলেছেন: শেষ দুটি লাইনকি সত্যি সত্য হয় খায়রুল আহসান ? মনে হয়না পরিত্যাক্ত ফুল কারো পুজার উপাচারে লাগে ।
অনেক ভালোলাগা রইলো কবিতায় ।
+
তারপর কেমন বেড়ালেন থাইল্যান্ড ? আশাকরি এ নিয়ে সুন্দর একটি পোষ্ট দেবেন অচিরেই ।

২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৫৫

খায়রুল আহসান বলেছেন: এক দিনের বাসি ফুল- ঠিক পরিত্যাক্তা ছিলনা, উপেক্ষিতা ছিল। সলাজে পেছনে অবস্থান করছিল।
থাইল্যান্ডে ভালই বেড়িয়েছি প্রায় দশ এগারদিন ধরে। বয়স হচ্ছে, ভ্রমণে এখন ঝক্কি ঝামেলা লেগেই থাকে। এটা হারাই, ওটা হারাই, ইত্যাদি। সেলফোনের ক্যামেরাটা হঠাৎ করে জানান দিয়েছিল যে ছবি ধারণক্ষমতা পূর্ণ, তাই নতুন কোন ছবি বা ভিডিও ধারণ করা যাবেনা। প্রায় দুই তিন শ' ছবি এবং দশ বিশটা ভিডিও ছেঁটে ফেলার পরও সেটা আর নতুন কোন ছবি তুলতে রাজী হয়নি। স্যামস্যাং ছেড়ে আই ফোনে নতুন, এখনো শিক্ষানবিশ বলা চলে। তাই একা একা সমস্যার কোন সমাধান বের করতে পারিনি।
তবে ছবি তুলতে পারলেও বোধকরি এখানে থাইল্যান্ড নিয়ে কোন ছবি ব্লগ দেয়ার দুঃসাহস করতাম না, কারণ আমি মনে করি থাইল্যান্ডের লেংথ এ্যান্ড ব্রেথ নিয়ে এ ব্লগের ইবনে বতুতা যেসব পোস্ট লিখে রেখেছেন, তার পরে আমার মত ব্লগারের আর নতুন করে কিছু দেখানোর বা বলার থাকতে পারেনা। :)
তবে, থাইল্যান্ডে ভ্রমণ বিষয়ক কিছু খুঁটিনাটি নিয়ে অচিরেই একটা হাল্কা পোস্ট লিখার ইচ্ছে আছে।
আপনার ভাগ্য বিড়ম্বিত বাংলার সুবেদার শাহ সুজার আরাকান আশ্রয় ও তার করুন পরিনতি - পোস্টটা খুব ভাল লেগেছে। সেখানে একটা মন্তব্য রেখে এসেছি।

২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

খায়রুল আহসান বলেছেন: ০৭ এপ্রিল ২০১৭ তারিখে লেখা আপনার পোস্ট - প্রেম নয় পড়ে একটা মন্তব্য রেখে এলাম। গল্পটা ভাল লেগেছে + +

৩৬| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন:





সুন্দর একটা অনুভব । উপেক্ষিতদের মাঝে ঋষিরাই থা্কে । পরম মায়ায় ।

২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৫

খায়রুল আহসান বলেছেন: চমৎকার বলেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।

৩৭| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০১

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!!!


ঋষি আর ফুলের দারুণ কবিতা!!!!!

২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা! মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

৩৮| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৬

এডওয়ার্ড মায়া বলেছেন: মুগ্ধ কবিতা।
পড়ায় তৃপ্তি পাইছি।

২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৯

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যেও মুগ্ধ এবং তৃপ্ত।
ধন্যবাদ ও শুভেচ্ছা...

৩৯| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৫৯

অর্ক বলেছেন: বেশ ভালো লাগলো কবিতাটি শ্রদ্ধেয় কবি। মহান রচনা! শুভেচ্ছা।

২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৪

খায়রুল আহসান বলেছেন: মহান রচনা! - সত্যিই কি তাই? অনেক অনুপ্রাণিত হ'লাম।
অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা!

৪০| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:০৭

মিথী_মারজান বলেছেন: চমৎকার লিখেছেন।
সুন্দরের প্রতি আকর্ষণ সবার থাকে।
কিন্তু নি:স্বার্থ ভাবে ভালবাসতে পারার মত সৌন্দর্যটুকু সবার ভেতরে থাকে না।

ভাল থাকবেন।
শুভেচ্ছা রইল।

২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮

খায়রুল আহসান বলেছেন: আপনিও চমৎকার মন্তব্য করেছেন। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।ধন্যবাদ ও শুভেচ্ছা...

৪১| ২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৩

সাহসী সন্তান বলেছেন: সুন্দর ছন্দ বদ্ধ কবিতা! খুব ভাল লাগলো! এধরনের কবিতা পড়তে গেলে মনের অজান্তেই শরীরের মধ্যে একট দুলুনী চলে আসে। চমৎকার... :)

শুভ কামনা জানবেন!

২২ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা সম্পর্কে এমন চমৎকার মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।
মন্তব্যে এবং প্লাসে প্রীত এবং অনুপ্রাণিত।
অনেক শুভকামনা...

৪২| ২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫০

ফয়সাল রকি বলেছেন: সরল কবিতার জটিল অর্ন্তভেদী দৃষ্টি! +++

২২ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

খায়রুল আহসান বলেছেন: সরল কবিতার জটিল অর্ন্তভেদী দৃষ্টি - জটিল এ মন্তব্যে চমৎকৃত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা...।

৪৩| ২২ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০২

অর্ক বলেছেন: পর্যুষিত অর্থ মন্তব্য থেকে জানার পর মনে হলো, আপনি যদি বাকি দশ লাইন কেটে যদি শুধু শেষ দুই লাইনে কবিতাটি রেখে দেন, তাহলেও আমি একে একটি সার্থক কবিতা বলবো, মহান রচনা বলবো।

আপনার অনাগত দিনগুলো ফল্গুধারায় ভরে থাক।

সদা শুভকামনা।

২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০২

খায়রুল আহসান বলেছেন: পুনর্বার এসে মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ
আপনার মত আরেকজন পাঠক অন্যত্র প্রকাশিত আমার এ কবিতায় মন্তব্য করেছেনঃ শেষ দুটো লাইনে এসে কবিতার দেখা পাওয়া গেল
বলতে দ্বিধা নেই, কবিতার শেষ দুটো চরণই মাথায় প্রথম এসেছিল, তারই ছলে কবিতায় গল্প বলা।

৪৪| ২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৩

নায়না নাসরিন বলেছেন: ভাইয়া কবিতার সাথে শিরোনামটাও অনেক ভাল লাগলো ।
++++++

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪০

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, নায়না নাসরিন, অনেকদিন পরে এসে আমার এ কবিতাটি পড়ে যাবার জন্য।
শিরোনামটা আলাদা করে খেয়াল করেছেন, অনেক অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা রইলো...

৪৫| ২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

অবেলার পানকৌড়ি বলেছেন: খুব ভাল লাগলো, স্যার।

২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৯

খায়রুল আহসান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো...

৪৬| ২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

শামচুল হক বলেছেন: অর্থময় কবিতা। খুব ভালো লাগল।

২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪২

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম। অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা...

৪৭| ২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০২

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: ঋষি বা সন্যাসী বিষয়ক যে কোনো কবিতায় আমার রবিঠাকুরের সন্যাসী উপগুপ্তকেই মনে পড়ে। আপনার এ কবিতাটিতেও তার ব্যাতিক্রম হলো না। অনেক ভালো লেগেছে লেখাটি। শুভকামনা রইলো।

২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৯

খায়রুল আহসান বলেছেন: হ্যা, চমৎকার একজন ঋষি বা সন্যাসীরই উল্লেখ করলেন বটে। রবিঠাকুরের সেই কবিতার কিছুটা অংশ পাঠকদের জ্ঞাতার্থে উদ্ধৃত করছিঃ

"সন্ন্যাসী বসি আড়ষ্ট শির
তুলি নিল নিজ অঙ্কে--
ঢালি দিল জল শুষ্ক অধরে,
মন্ত্র পড়িয়া দিল শির-'পরে,
লেপি দিল দেহ আপনার করে
শীতচন্দনপঙ্কে।

ঝরিছে মুকুল, কূজিছে কোকিল,
যামিনী জোছনামত্তা।
"কে এসেছ তুমি ওগো দয়াময়'
শুধাইল নারী, সন্ন্যাসী কয়--
"আজি রজনীতে হয়েছে সময়,
এসেছি বাসবদত্তা!"

মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। অশেষ ধন্যবাদ।

৪৮| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৯

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৬

খায়রুল আহসান বলেছেন: আমি তো ভালই আছি, কিন্তু আপনি সেই যে কোথায় নিরুদ্দেশ হয়ে গেলেন! তাও যে এতদিন পরে ফিরে এলেন, সেজন্য ধন্যবাদ, প্রত্যাবর্তনে সুস্বাগতম!
আপনি কেমন আছেন/ছিলেন?

৪৯| ২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩২

বিজন রয় বলেছেন: অাপনার সব প্রশ্নের উত্তর দিব এক এক করে।
সাথে থাকুন।

২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫

খায়রুল আহসান বলেছেন: আচ্ছা, আছি। এ কবিতাটা সম্পর্কেও কিছু বলুন।
আজকাল ব্লগে (অ)কবিদের (অ)কবিতা নিয়ে বেশ হাস্যকৌতুক হচ্ছে, যা অনেক ক্ষেত্রে পীড়াদায়ক।

৫০| ২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪১

বিজন রয় বলেছেন: অাপনার অনেক লেখা অামার পড়তে বাকি। এক এক করে পড়বো অার কথা বলব।
অাগে অামার পোস্টের না করা প্রতিউত্তরগুলো শেষ করে নিই।

ব্লগিং চলবেই অাগের মতোই।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৮

খায়রুল আহসান বলেছেন: এক এক করে পড়বো অার কথা বলব। অাগে অামার পোস্টের না করা প্রতিউত্তরগুলো শেষ করে নিই - আচ্ছা, ঠিক আছে। তবে আপনি তো মনে হচ্ছে আবারো নিরুদ্দেশ হয়ে গেলেন!
ব্লগিং চলবেই অাগের মতোই - ভাল কথা, শুনে প্রীত হ'লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.