নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

সব অশ্রুফোঁটা জল নয়, জোলোও নয়

২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৭

সব অশ্রুফোঁটা জল নয়, জোলোও নয়।
কিছু কিছু ফোঁটা উঠে আসে
জলের নীচে ডুবে থাকা বর্ণহীন ভারী তরল থেকে।
ছোটবেলায় রসায়নে শেখা এইচটুও নয়, এইচটুওটু।
যেন জলের চেয়ে ভারী হাইড্রোজেন পারোক্সাইড।

কিছু কিছু অশ্রুফোঁটার জন্মই হয়
নীরবে নিঃশব্দে ঝরে পড়তে,
নিভৃতে, গোপনে, অন্ধকারের বিষণ্ণতায়।
সৌম্যতায়, মৌনতায়, ঐকান্তিকতায়।
নিবিড় স্মৃতির প্রতিবিম্বে, একান্তে, বিবিক্তবাসে।

কেউ সেসব ঝরে পড়ার সাক্ষী হতে পারেনা।
কেউ না, কখনোই না। যাদের উপেক্ষার কারণে,
অবহেলার কারণে ভারী অশ্রুজল গড়িয়ে পড়ে,
তারা তো নয়ই। সবচেয়ে গভীর, সবচেয়ে ব্যথার-
কান্নাগুলো জীবনে একা একাই কেঁদে যেতে হয়!!


ঢাকা
১৫ অক্টোবর ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।

শব্দার্থঃ জোলো = জলের মতো স্বাদবিশিষ্ট; পানসে; নীরস; অন্তঃসারশূন্য; হালকা (জোলো বক্তৃতা)
বিবিক্তবাস = অসম্পৃক্ত, আলাদা, স্বতন্ত্র, পৃথকবাস; নির্জন, জনহীন, নিভৃত নির্জন স্হানে বাসকারী।

মন্তব্য ৮১ টি রেটিং +২৮/-০

মন্তব্য (৮১) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৭

শামচুল হক বলেছেন: কিছু কিছু অশ্রুফোঁটার জন্মই হয়
নীরবে নিঃশব্দে ঝরে পড়তে,
নিভৃতে, গোপনে, অন্ধকারের বিষণ্ণতায়।


অশ্রুফোঁটা নিয়ে চমৎকার কবিতা। খুব ভালো লাগল।

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭

খায়রুল আহসান বলেছেন: অশ্রুফোঁটা নিয়ে লেখা কবিতা্টি আপনার খুব ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত বোধ করছি। প্রথম মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।

২| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বড়ই বেদনাবোধ ফুটিয়ে তুলেছেন কবিবর। কাব্যে ভালো লাগা রইল।

নীরবে ঝরে পড়া অশ্রু জলের খবর কেউ রাখেনা, জানতেও পারেনা অনেকসময়।

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫

খায়রুল আহসান বলেছেন: নীরবে ঝরে পড়া অশ্রু জলের খবর কেউ রাখেনা, জানতেও পারেনা অনেকসময় - ঠিকই বলেছেন, তবে কমবেশী প্রত্যেকের জীবনেই এরকমের কিছু অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন কারণে থেকে থাকে।
কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ, প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২১

মোস্তফা সোহেল বলেছেন: সবচেয়ে গভীর, সবচেয়ে ব্যথার
কান্নাগুলো জীবনে একা বসেই কেঁদে যেতে হয়।
একদম সত্যি বলেছেন ভাইয়া।
কবিতায় অবশ্যই প্লাস।++

সব অশ্রুফোঁটা জল নয়,জোলোও নয়।
জোলোও টা বুঝিনি ভাইয়া?

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৪

খায়রুল আহসান বলেছেন: জোলোও টা বুঝিনি ভাইয়া - সকলের সুবিধার্থে কবিতার নীচে দুটো শব্দার্থ যোগ করে দিয়েছি। আশাকরি এখন বুঝতে পেরেছেন।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১২

আখেনাটেন বলেছেন: তীব্র সর্বগ্রাসী ব্যথা-বেদনার বহি:প্রকাশ নিভৃতেই ঘটে। হয়তবা দু-ফোঁটা অশ্রুতেই। সঙ্গোপনে। নিরবে।

২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২

খায়রুল আহসান বলেছেন: কবিতার নির্যাসটুকু চমৎকার কিছু কথায় এখানে রেখে গেলেন।
মন্তব্যে অভিভূত, প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

৫| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৩

জাহিদ অনিক বলেছেন:
জলের চেয়ে ভারী হাইড্রোজেন পারোক্সাইড যেমন ভারী অর্থ ভাব প্রকাশ করে তেমনি যে চোখ বিসর্জন দেয় এই অশ্রুজল সে চোখের বিশুদ্ধতাও বেশ প্রভাব ফেলে অন্যকারো চোখে।

২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

খায়রুল আহসান বলেছেন: যে চোখ বিসর্জন দেয় এই অশ্রুজল সে চোখের বিশুদ্ধতাও বেশ প্রভাব ফেলে অন্যকারো চোখে -- খুব ভাল কথা বলেছেন।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত।

৬| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৬

বিলিয়ার রহমান বলেছেন: শুরুর তিন লাইন দারুন ছিলো!!

পরের দু’ লাইনে হঠাৎ কেমিক্যাল বন্ডিং এর আগমনটা ভাবগভীরতায় একটু ছেদনই দিয়েছে!


মাঝের প্যারাটার মত লেখা কেবল একজন জাত কবির দ্বারাই সম্ভব!!:)

শেষের প্যারাটাও ভালো হয়েছে!!:)

+++

৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২০

খায়রুল আহসান বলেছেন: কবিতার এমন খোলামেলা বিশ্লেষণ-ব্যবচ্ছেদ পেয়ে খুব ভাল লাগলো।
পরের দু’ লাইনে হঠাৎ কেমিক্যাল বন্ডিং এর আগমনটা ভাবগভীরতায় একটু ছেদনই দিয়েছে - এমনটা হতে পারে, তা ভেবেছিলাম। কিন্তু কবিতা লেখার সময় ভাবনাগুলো ঠিক ওভাবেই চলে এসেছিল, তাই ফেলেও দিতে পারিনি, তাৎক্ষণিক আর অন্য কোন উপায়ে সহজ করে লিখতেও পারিনি।
মাঝের আর শেষের স্তবকের প্রশংসা অনেকখানি প্রেরণা যুগিয়ে গেল। কবিতায় দেয়া প্লাসটাও তো অবশ্যই।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা---

৭| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২০

বিলিয়ার রহমান বলেছেন: কবিতার সাথে প্যারা কথাটা বেখাপ্পা লাগছে!! আপনি বরং প্যারা কথাটার বদলে স্তবক কিংবা স্ট্যানজা কথাটা পড়ুন!:)

৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৯

খায়রুল আহসান বলেছেন: হ্যাঁ, প্যারার বদলে আমি স্তবকই লিখে থাকি। তাই আমি সেভাবেই কথাটা পড়ে/বুঝে নিয়েছি।
আবারো ধন্যবাদ।

৮| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৩

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। কবিতার প্রশংসায় অনুপ্রাণিত। প্লাসেও।
অনেক দিন পরে এলেন!

৯| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৫

সাহসী সন্তান বলেছেন: কবিতাটিতে মন্তব্য করবো বলেই লগইন হইলাম। অনেক সুন্দর চমৎকার একটা কবিতা! খুব ভাল লাগছে। তবে দুইটা শব্দের মিনিং বুঝি নাই?

জোলোও আর বিবিক্তবাস মানে কি? পারোক্সাইড না লিখে শব্দটা পার অক্সাইড লিখলে মনে হয় ভাল হতো!

কবিতায় ভাল লাগা! শুভ কামনা জানবেন!

৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭

খায়রুল আহসান বলেছেন: কবিতাটিতে মন্তব্য করবো বলেই লগইন হইলাম - অনেক ধন্যবাদ, এমন প্রণোদনামূলক মন্তব্যের জন্য। পরের কথাগুলো এবং প্লাসটাও অনেক প্রেরণাদায়ক।
ইংরেজীতে peroxide কথাটা একসাথেই লিখা।
শুভেচ্ছা---

১০| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১

ঋতো আহমেদ বলেছেন: চমৎকার কবিতা। মুগ্ধ করেছে। +++

৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ এ প্রশংসাটুকুর জন্য। আমিও মুগ্ধ হ'লাম।
প্লাসে অনুপ্রাণিত।

১১| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০১

ওমেরা বলেছেন: কষ্টময় কবিতা হলেও আমার খুব ভাল লেগেছে,কষ্টের সাথেই আমার বসবাস । আমি জানি না
তবে আমার ধারনা সব চেয়ে ভারী অশ্রু তখন আসে যখন কোন বৃদ্বা বাবা, মা সন্তানের কাছে উপেক্ষিত হয়।

ধন্যবাদ ভাইয়া ।

৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৫

খায়রুল আহসান বলেছেন: কষ্টের সাথেই আমার বসবাস - কেন? কিসের এত কষ্ট?
উপেক্ষা, অবহেলা-- কারো কাছ থেকেই কাম্য নয়। ভালবাসার মানুষদের কাছ থেকে তো নয়ই। অসহনীয় হলে অশ্রু গড়িয়ে পড়ে নীরবে।

১২| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: একদম মনের কথাটিই বলেছেন। কবিতায় ভাললাগা।

৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৯

খায়রুল আহসান বলেছেন: একদম মনের কথাটিই বলেছেন - আমার কবিতায় আপনার মনের কথাটি প্রতিফলিত হয়েছে জেনে অনুপ্রাণিত হ'লাম।
মন্তব্যের জন্যে ধন্যবাদ ও শুভেচ্ছা...

১৩| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৬

সাহসী সন্তান বলেছেন: মন্তব্যে আর ব্যাখ্যা করার দরকার নাই। পোস্ট এডিট করে শব্দ দুইটার মানে পোস্টেই এড করায় ভাল হইছে! নতুন দুইটা শব্দের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ!

শুভ কামনা আবারও!

৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৭

খায়রুল আহসান বলেছেন: পোস্ট এডিট করে শব্দ দুইটার মানে পোস্টেই এড করায় ভাল হইছে! নতুন দুইটা শব্দের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ! - পোস্ট এডিট করার প্রায় সাথে সাথেই বিষয়টি খেয়াল করে এখানে মন্তব্য রেখে গেলেন বলে আপনাকেও ধন্যবাদ। কবিতা লিখতে গিয়ে নতুন দুটো শব্দের সাথে পরিচিত হয়ে আমিও সমৃদ্ধ হয়েছি।
শুভকামনা---

১৪| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২০

প্রামানিক বলেছেন: অশ্রুফোঁটা কবিতাটির উপমাগুলোও চমৎকার। খুবই ভালো লাগল।

৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৫

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ প্রামানিক, কবিতাটির উপমাগুলো আপনার ভাল লেগেছে জেনে খুব খুশী হ'লাম।
মন্তব্যে অনুপ্রাণিত।
শুভেচ্ছা---

১৫| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:


মানুষের আপন একটি ভুবন আছে

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৩

খায়রুল আহসান বলেছেন: মানুষের আপন একটি ভুবন আছে - একদম ঠিক কথা বলেছেন। মানুষ নিজ নিজ ভুবনে বিবিক্তবাসী।

১৬| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কথায় বলে দুখের ভাগি কেউ হয়না। সবচেয়ে গভীর, সবচেয়ে ব্যথার
কান্নাগুলো জীবনে একা বসেই কেঁদে যেতে হয়।
যথার্থ বলেছেন।

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ, গিয়াস উদ্দিন লিটন। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো---

১৭| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

অন্তরন্তর বলেছেন: বিউটিফুল। আসলেই সবচেয়ে গভীর, সবচেয়ে ব্যথার
কান্নাগুলো জীবনে একা বসেই কেঁদে যেতে হয় ।

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৮

খায়রুল আহসান বলেছেন: আমার কোন পোস্টে আপনি এই বুঝি প্রথম এলেন। আমার পোস্টে আপনাকে সুস্বাগতম!
মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা---

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৬

খায়রুল আহসান বলেছেন: আপনার পোস্টগুলো কোথায় উধাও হয়ে গেল?

১৮| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চোখের বাঁধন তুলে নিলে
আনন্দাশ্রু যাবে ছুটে মেঘালয়ে
সে বরষায় ভিজবো দু'জন

০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১০

খায়রুল আহসান বলেছেন: চমৎকার বলেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা---

১৯| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১২

ধ্রুবক আলো বলেছেন: প্রথম স্তবকে রসায়নের জ্ঞান পাওয়া গেলো। পানির রাসায়নিক বিক্রিয়া আমরা সবাই জানি কিন্তু, চোখের জলের রাসায়নিক বিক্রিয়া কি হয়!?
খুবই গভীর অর্থবোধক কবিতা খুব সুন্দর লাগলো +

০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২২

খায়রুল আহসান বলেছেন: পানির রাসায়নিক বিক্রিয়া আমরা সবাই জানি কিন্তু, চোখের জলের রাসায়নিক বিক্রিয়া কি হয়!? - চোখের জল অনেক সময় নাইট্রিক এসিডের চেয়েও সহজে লোহাকে গলিয়ে ফেলতে পারে!
এ প্রসঙ্গে আপনি আমার এ কবিতাটি পড়ে দেখতে পারেনঃ অশ্রুর বিচিত্র রসায়ন
অনেক ধন্যবাদ, কবিতা পড়ে আপনার ভাবনাটুকু এখানে শেয়ার করার জন্য। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন, শুভেচ্ছা---

২০| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: চোখের বাঁধন তুলে নিলে
আনন্দাশ্রু যাবে ছুটে মেঘালয়ে
সে বরষায় ভিজবো দু'জন


কবিতা ভালো হয়েছে+

০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫১

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
শুভকামনা রইলো---

২১| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২৭

কথাকথিকেথিকথন বলেছেন:



চমৎকার । বেশ আগ্রাসী লেখা । গভীর দুঃখের কোন সঙ্গী থাকতে নেই, এই দুঃখ নিজেকেই বয়ে চলে হয়...

০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭

খায়রুল আহসান বলেছেন: বেশ আগ্রাসী লেখা -- তাই কি?
গভীর দুঃখের কোন সঙ্গী থাকতে নেই, এই দুঃখ নিজেকেই বয়ে চলে হয়... -- যথার্থ উপলব্ধি!
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা...

২২| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৭

করুণাধারা বলেছেন: আপনার কবিতায় পরিমিতিবোধ অসাধারণ। খুব অল্প কথায় অনেক কিছু বলেন।

সবচেয়ে গভীর, সবচেয়ে ব্যথার
কান্নাগুলো জীবনে একা বসেই কেঁদে যেতে হয়।
দারুন প্রকাশ!

০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৩

খায়রুল আহসান বলেছেন: আপনার কবিতায় পরিমিতিবোধ অসাধারণ। খুব অল্প কথায় অনেক কিছু বলেন - এতটা উচ্চ মূল্যায়নে অত্যন্ত অনুপ্রাণিত হ'লাম। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন।

২৩| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সবচেয়ে গভীর, সবচেয়ে ব্যথার
কান্নাগুলো জীবনে একা বসেই কেঁদে যেতে হয়।

নিদারুন সত্যি । ভালো লিখেছেন ।

০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩১

খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

২৪| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৫

সুমন কর বলেছেন: প্রথম প‌্যারা'র জন্য শেষের নোট ভালো হয়েছে। আর কবিতা সুন্দর হয়েছে।

০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা...

২৫| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবির কবিতার কথার মর্মোদ্ধার খু'বি কষ্টকর।
তবো কারো কারোর কবিতা রংতুলির আঁচরে ফোটা যেন কোন ক্যাম্পাস।
কবিতা পড়ে মনে হলো কে যেন বিরহ গাথার এক গল্প শুনায়ে গেলেন।

০১ লা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

খায়রুল আহসান বলেছেন: কবিতার কথার মর্মোদ্ধার আসলেই কি খুবই কষ্টকর? তবুও কবিতা পাঠ করে মন্তব্য রেখে গেছেন, এজন্য অশেষ ধন্যবাদ।

১৩ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫৬

খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট এই শতাব্দির ডাক এবং এক ভুতরে রাতে এ আমার দুটো মন্তব্য ছিল, যা আপনি এখনো দেখেন নি বলে মনে হয়। আশাকরি এক ফাঁকে সময় করে দেখে নেবেন।

২৬| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৫০

নূর-ই-হাফসা বলেছেন: কবিতা দারুন লেগেছে । কথা গুলো খুব ভালো লাগল ।
প্রত‍্যেক মানুষেরি হয়তো আলাদা কিছু মুহূর্ত থাকে যা কাউকে বলা অর্থহীন । কেবল অশ্রু জলই তার সাক্ষী থাকে ।

০১ লা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ করে আপনার নিজস্ব ভাবনাটুকু এখানে শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ।
প্রত‍্যেক মানুষেরি হয়তো আলাদা কিছু মুহূর্ত থাকে যা কাউকে বলা অর্থহীন । কেবল অশ্রু জলই তার সাক্ষী থাকে - ভাল বলেছেন, গভীর অনুভবের কথা।
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

২৭| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:১৫

মলাসইলমুইনা বলেছেন: খায়রুল ভাই, খুব জানা কথাই কবিতার ছন্দে বললেন কিন্তু কবিতার মায়ায় মনে হলো খুব নতুন কিছু শুনলাম | প্রথম প্যারাটা পড়েই যেন কোন বিষন্নতায় হাইড্রোজেন পারক্সাইডের চেয়েও ভারী হয়ে মিন্দানাও খাতের অতলে তলিয়ে গেলাম | পুরো কবিতাটাই খুব ভালো লাগলো | বিউটিফুল ! কবিতার শিরোনামটা খুবই ভালো লেগেছে |

০১ লা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

খায়রুল আহসান বলেছেন: প্রথম প্যারাটা পড়েই যেন কোন বিষন্নতায় হাইড্রোজেন পারক্সাইডের চেয়েও ভারী হয়ে মিন্দানাও খাতের অতলে তলিয়ে গেলাম - খুব সুন্দর কাব্য করে কথাগুলো বলে গেলেন, এজন্য অশেষ ধন্যবাদ।
কবিতার শিরোনামটা খুবই ভালো লেগেছে - শিরোনামটাড় জন্য একটু পৃথক প্রশংসা রেখে গেলেন, খুবই অনুপ্রাণিত হ'লাম। আমিও কোন পোস্ট পড়ার সময় শিরোনাম এবং গ্রাফিক্স (যদি থাকে) নিয়ে কিছুটা ভাবি, ভাল লাগলে সেটা আলাদা করে লেখককে জানিয়ে দেই।

২৮| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:০৯

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: তবুও কান্নারও কিছু অবদান আছে এই নশ্বর জীবনে।

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩২

খায়রুল আহসান বলেছেন: তবুও কান্নারও কিছু অবদান আছে এই নশ্বর জীবনে - অবশ্যই আছে, অস্বীকার করার উপায় নেই।
মন্তব্য এবং প্লাসের জন্য ধন্যবাদ। অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা...

২৯| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: তীব্র বেদনায় অশ্রুহীন কাঁদে যে চোখ -
হাসির আড়ালের দেখেছি তার শ্রাবন বর্ষন
চিতার দহন দাহন সেথা
সৃষ্টি কর্মে আড়াল সাতকাহন ।

:)

++++++

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০১

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে চমৎকার একটি মন্তব্য রেখে যাবার জন্য অশেষ ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো---

৩০| ৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০২

চিন্তক মাস্টারদা বলেছেন: বেঁচে থাকার অনেক উপাদান আপনার কবিতায় প্রয়োগ করে কবিতা দিয়ে সজীব প্রাণ।
শুভকামনা জানবেন।

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২১

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।মন্তব্যে প্রীত হ'লাম।

৩১| ৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫১

রাতু০১ বলেছেন: আত্মার বিরহ-ব্যথার বাঁশির সুরেই আত্মা পরিতৃপ্ত হয়। দারুন প্রকাশ , শুভকামনায়।

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪১

খায়রুল আহসান বলেছেন: আত্মার বিরহ-ব্যথার বাঁশির সুরেই আত্মা পরিতৃপ্ত হয় - চমৎকার একটি কথা বলে গেছেন। অশেষ ধন্যবাদ, কবিতা পড়ার জন্য এবং মন্তব্য রেখে যাবার জন্য।
শুভেচ্ছা রইলো---

২৪ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৮

খায়রুল আহসান বলেছেন: আপনি আর লিখছেন না কেন? হাতে বেশী সময় না থাকলে ছোট্ট একটা বিষয় নিয়ে ছোট্ট একটা পোস্ট লিখে ফেলুন।

৩২| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কাঁদতে না পারলে মানুষের যে কী ভয়াবহ অবস্থা হত!

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৩

খায়রুল আহসান বলেছেন: কাঁদতে না পারলে মানুষের জীবন ভয়াবহ হতো, সন্দেহ নেই!
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।

৩৩| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: শব্দার্থ দেওয়ার জন্য ধন্যবাদ।

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৮

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকুন।

৩৪| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৮

মিথী_মারজান বলেছেন: অশ্রু আসলেই এক ভিন্ন কিছু।
এটা কখনোই পানি হতে পারেনা।
অমূল্য আর খুব নিজস্ব একটা ব্যাপার।

খুব চমৎকার লিখেছেন।
আর শেষের লাইনদুটো তো সার্বজনীন সত্য।

০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:২০

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, আমার ব্লগে এসে এ কবিতাটা পড়ার জন্য এবং একটি চমৎকার মন্তব্য রেখে যাওয়ার জন্য।
মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম। শুভেচ্ছা রইলো---

৩৫| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

জেন রসি বলেছেন: অভিমান করা মানুষের একান্ত অনুভুতি।

০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২৯

খায়রুল আহসান বলেছেন: অভিমান করা মানুষের একান্ত অনুভুতি - চমৎকার বলেছেন কথাটা। আর যেখানে ভালবাসার দাবী নেই, সেখানে অভিমানও নেই।
মন্তব্যের জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।

৩৬| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১২

দেবজ্যোতিকাজল বলেছেন: আপনিও ভাল লেখেন

০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৯

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।
আপনি ত মুক্তমঞ্চেও লিখে থাকেন, তাই না?

৩৭| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৮

অর্ক বলেছেন: সত্যি ভারি সুন্দর! দারুণ ভালো লাগলো করুণ রসে সিক্ত কবিতাটি! সবচে ভালো লাগলো বিষয়বস্তুতে বৈচিত্র্য। কান্না অশ্রু নিয়ে হাজারও গান কবিতা পাওয়া যাবে কিন্তু শুধু অশ্রু জলকে মূল উপজীব্য করে এরকম কবিতা নিঃসন্দেহে দুর্লভ। আমি ব্যক্তিগতভাবে কখনও পড়েছি বলে মনে পড়ছে না। উত্তম রচনা!

শুভকামনা গ্রহণ করুন শ্রদ্ধেয় কবি। আসুন আমি আপনি আমরা সবাই কবিতার স্পিরিট (spirit) হৃদয়ে ধারণ করে বাঁচি...

০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৯

খায়রুল আহসান বলেছেন: কবিতার উচ্ছ্বসিত প্রশংসায় আপ্লুত হ'লাম! অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর এ মন্তব্যটি এবং সাথে দেয়া প্লাসের জন্য।
আসুন আমি আপনি আমরা সবাই কবিতার স্পিরিট (spirit) হৃদয়ে ধারণ করে বাঁচি... - আপনার এ চমৎকার আহ্বানের সাথে ঐকমত্য ঘোষণা করছি।
১৯ নং প্রতিমন্তব্যে উল্লেখ করা লিঙ্কটাতে দেয়া কবিতাটিও অশ্রু নিয়েই লেখা। একবার সময় করে পরে দেখতে পারেন।

৩৮| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪১

কালীদাস বলেছেন: এক কবিতায় সায়েন্স, ইমোশন, লোনলিনেস, সব কিছু?! মারহাবা :D

লাস্টে হেল্পমেন্যু না থাকলে খবর আছিল আমার :(

০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯

খায়রুল আহসান বলেছেন: হা হা হা, আপনাকেও মারহাবা! এক কবিতায় এত কিছু খুঁজে বের করার জন্য!!! :D
হেল্প মেন্যুটা প্রথমে ছিলনা। আপনার মত দুই একজনের খবর হওয়ার কথা ভেবেই পরে সংযোজন করেছি। দেখলাম, বেশ কাজে দিয়েছে। :)
অনেক খুশী হ'লাম, কবিতা বিমুখ ব্যক্তি এসে কবিতা পড়ে গেলেন বলে, আবার দু'চারটা ভাল কথাও বলে গেলেন বলে।
প্লাসে অনুপ্রাণিত!!! :)

৩৯| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩৩

শায়মা বলেছেন: কান্না আসলেই কাউকে দেখাতে হয়না! আনন্দই ছড়িয়ে দেওয়া উচিৎ। কান্না বা অশ্রুজলের কোনো মূল্য নেই আসলে। শুধু নিজের কাছেই তাহা মূল্যবান।

০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৭

খায়রুল আহসান বলেছেন: কান্না বা অশ্রুজলের কোনো মূল্য নেই আসলে। শুধু নিজের কাছেই তাহা মূল্যবান। - সঠিক কথাই বলিয়াছেন বটে! :)
সবার জীবনটা আপনারটার মতই আনন্দময় হোক! সবাই তাদের আনন্দগুলো সবার মাঝে ছড়িয়ে দিক!
আনন্দধারা বহুক, ভুবনে ভুবনে....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.