নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

একদিন এমনই হবে

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৭

একদিন সন্ধ্যা নামার আগেই,
আকাশের মেঘ ফুঁড়ে ঝিলমিল তারারা বেরিয়ে আসবে,
শুক্লা তিথির চাঁদের সাথে ওরা প্রতিযোগিতায় নামবে-
কে তোমার নজরে আগে আসতে পারে!

তোমার দৃষ্টি থাকবে দূরান্তের ক্ষুদ্রতম নক্ষত্রটির ওপর,
দেখবে, সেও দূর থেকে বিচ্ছুরিত আলোর রশ্মি ছড়িয়ে
তোমাকেই ডাকছে। সেদিন তুমি বুঝে যাবে-
সত্যকে যারা বুকে বেঁধে রাখে, তাদের চন্দ্র সূর্য গ্রহ তারা
সবাই কুর্ণিশ করে পথ দেখায়। তাদের বিচ্ছুরিত আলোয়
মিথ্যাচারীর গ্লানির প্রলেপ লজ্জা পেয়ে মুখ লুকায়।

একদিন হারিয়ে যাওয়া স্বপ্নেরা সব
তোমার পায়ে লুটিয়ে পড়বে। আকাশের তারা দেখে দেখে
আকাশের মতই উদার ও বিস্তৃত তোমার মনের কাছে
ক্ষমা চাওয়া কান্নারা সেদিন ক্ষণে ক্ষণে আছড়ে পড়বে।


ঢাকা
০৫ ডিসেম্বর ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।

(কবিতাটি তাঁদের প্রতি উৎসর্গিত হলো, যারা জীবনে কখনো না কখনো মিথ্যে অপবাদ ও চরিত্রহননের শিকার হওয়া সত্তেও সত্যের প্রতি অবিচল থেকেছেন এবং নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব ও কর্তব্য পালন করে গেছেন।)

মন্তব্য ৬১ টি রেটিং +২২/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৪

অলিউর রহমান খান বলেছেন: চমৎকার একটি লিখা পড়লাম। খুবই অর্থবহ কথা গুলো।
অপূর্ব শব্দ চয়ন করেছেন।
খুব সুন্দর!

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৯

খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্য এবং প্রথম প্লাসের জন্য অনেক ধন্যবাদ। কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা...

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:


বিশাল উপলদ্ধি

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত হ'লাম।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শেষের নোট দেখে কবিতার মূলভাব বুঝতে পারলাম। প্রতিকূলতার মধ্যে থেকেও তাদের অবিচল থাকার ব্যাপারটা বড়ই আশ্চর্যের ব্যপার। কবিতা যথারীতি ভাল লেগেছে।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৮

খায়রুল আহসান বলেছেন: বড়ই আশ্চর্যের ব্যপার -- আশ্চর্যের ব্যপার হলেও, এমন মানুষ আছে। এরাই সফল মানুষ, সাফল্য তাদেরকে কদমবুসি করে।
কবিতা পাঠ, মন্তব্য এবং প্লাসের জন্য অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত হ'লাম।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৫

ঋতো আহমেদ বলেছেন: খুব ভালো হয়েছে কবিতা। ক্ষমা চাওয়া কান্নারা সেদিন ক্ষণে ক্ষণে আছড়ে পড়বে .. দারুণ লিখেছেন। ++

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১০

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম। কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো---

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৭

কথাকথিকেথিকথন বলেছেন:




সুন্দর উৎসর্গ। জীবনের সকল সংকীর্ণতায় নিজেকে অটল রাখা সাহসী মানুষের উদাহরণ । যুদ্ধের ময়দানের বীরত্ব থেকেও এই সাহসিকতা মহান।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫২

খায়রুল আহসান বলেছেন: যুদ্ধের ময়দানের বীরত্ব থেকেও এই সাহসিকতা মহান - খুব সুন্দর করে কথাটা বলে গেলেন। অনেক মূল্যবান কথা।
কবিতা পড়ে এমন সুন্দর একটা উপলব্ধির কথা এখানে রেখে যাবার জন্য আন্তরিক ধন্যবাদ! প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৫

খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট মহাশূন্যে চলছে অভিমান পড়ে একটা মন্তব্য রেখে এসেছি। একটু সময় করে দেখে নেবেন।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৭

নতুন নকিব বলেছেন:



অভাবনীয় মুন্সিয়ানায় সত্যের দিকে উৎসাহিতকরনে অনিন্দ্য সুন্দর কথামালা!

সুন্দর শীতের সকাল
ধোঁয়া ওঠা চায়ের কাপ
আরও সুন্দর হয়ে উঠুক
পরিচ্ছন্ন মন আর মনন।

অভিনন্দন।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৯

খায়রুল আহসান বলেছেন: সুন্দর শীতের সকালে কবিতায় এমন সুন্দর মন্তব্য রেখে যাবার জন্য অশেষ ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত।

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৮

শায়মা বলেছেন: সেইসব মানুষের জন্য আমারও শ্রদ্ধা রইলো ভাইয়া।

কবিতায় অনেক অনেক ভালো লাগা।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২২

খায়রুল আহসান বলেছেন: সেইসব মানুষের জন্য আমারও শ্রদ্ধা রইলো ভাইয়া - অনেক ধন্যবাদ, কথাটা এখানে জানিয়ে যাবার জন্য। তাঁরা অবশ্যই সকলের শ্রদ্ধার পাত্র।
মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা...

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪০

নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার লিখেছেন । ‌শেষ ৪ লাইন বেশি ভালো লাগল ।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

খায়রুল আহসান বলেছেন: সত্যান্বেষীগণ জীবনে বিড়ম্বনার শিকার হন, কিন্তু তারা সত্যের প্রতি অবিচল আস্থা রেখে এগিয়ে যান। এজন্য এ সম্মানটুকু তাদের প্রাপ্য থাকে।
কবিতার প্রশংসায় এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ এবং শুভেচ্ছা!

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতা যথারীতি ভাল হয়েছে।
যাদের উতসর্গ করেছেন তাদের দলে পড়ি কিনা ভেবে দেখি B-)

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

খায়রুল আহসান বলেছেন: কবিতা যথারীতি ভাল হয়েছে -- অনেক ধন্যবাদ, সব সময় এভাবে প্রেরণা যুগিয়ে যাবার জন্য।
ভেবে দেখতে হবে না, আপনার লেখালেখি পড়ে তো আপনাকে সে দলেরই একজন বলে মনে হয়, অন্ততঃ কিছুটা হলেও (মানে অপবাদ বা চরিত্রহননের শিকার না হলেও)!
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত। শুভেচ্ছা জানবেন।

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৪

এনসিয়েন্ট মেরিনার বলেছেন: চমৎকার

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত হ'লাম।
আমার কোন পোস্টে আপনি এই বুঝি প্রথম এলেন। আমার পোস্টে আপনাকে সুস্বাগতম!

১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩২

আলো_ছায়া বলেছেন: ভালো লাগলো আপনার চিন্তা!

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫১

খায়রুল আহসান বলেছেন: ভালো লাগলো আপনার চিন্তা! -- অনেক ধন্যবাদ, এ ভাল লাগার কথাটা জানিয়ে যাবার জন্য।
আমার কোন পোস্টে আপনি এই বুঝি প্রথম এলেন। আমার পোস্টে আপনাকে সুস্বাগতম!
শুভেচ্ছা---

১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৫

ধ্রুবক আলো বলেছেন: খুব অসাধারণ বললেও কম হয়ে যাবে, এই কবিতা প্রশংসার ঊর্ধ্বে।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০২

খায়রুল আহসান বলেছেন: এই কবিতা প্রশংসার ঊর্ধ্বে - যেকোন কবির জন্য এমন প্রশংসা পরম কাঙ্খিত। ধন্যবাদ এ উদার প্রশংসার জন্য।
মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম। শুভেচ্ছা জানবেন।

১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর লিখেছেন খায়রুল আহসান ভাই। ++

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৯

খায়রুল আহসান বলেছেন: অনেক অনুপ্রাণিত হ'লাম, প্রশংসায় এবং প্লাসে।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হোক তেমনি, দৃঢ়তর হোক আরো মানুষের মনোবল, কণ্টকময় পথ পেরিয়ে দেখা হোক সত্যান্বেষী হৃদয়ের সফলতার সাথে, হয়ে উঠুক দুর্বার ন্যায়দন্ড-সত্যানুরাগী।

অনেক অনেক মুগ্ধতা কবিতার কথামালায়।
এমন যদি হতো...
হবেই।

শুভকামনা সুপ্রিয় শ্রদ্ধেয় কবিবর

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৭

খায়রুল আহসান বলেছেন: আপনার এ উচ্চ্বসিত প্রশংসা পেয়ে অনেক অনুপ্রাণিত হ'লাম। অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!!

১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৭

নায়না নাসরিন বলেছেন: ভাইয়া কবিতার সাথে উতসর্গ ও মন ছুয়ে গেল । +++++

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৬

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি যাদের প্রতি উৎসর্গিত হয়েছে, তেমন একজনকে স্মরণ করেই লেখা হয়েছে। সেটা আপনার মন ছুঁয়ে গেছে জেনে অনুপ্রাণিত হ'লাম।
অনেকদিন পরে এলেন, কবিতা পড়ে মন্তব্য করে গেলেন। ধন্যবাদ ও শুভেচ্ছা...

১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

সুমন কর বলেছেন: সত্য সব সময়ই সুন্দর !!
+।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৯

খায়রুল আহসান বলেছেন: সত্য সব সময়ই সুন্দর - খুব সুন্দর কথা! যেমনটি John Keats's তার "Ode on a Grecian Urn" এ বলেছেন, "Beauty is truth, truth beauty,"
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত। ধন্যবাদ ও শুভেচ্ছা---

১৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানিয়ে গেলাম ভাই

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার জন্যেও অনেক শুভকামনা---

১৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

মিথী_মারজান বলেছেন: খুব সুন্দর চাওয়া।
আমিতো বলব, খুব আন্তরিক দোয়া।
সত্যের জয় অনিবার্য।
ইনশাল্লাহ্ একদিন এমনই হবে।

অনেক বেশি ভাললাগা।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮

খায়রুল আহসান বলেছেন: আমিতো বলব, খুব আন্তরিক দোয়া - আন্তরিক ধন্যবাদ, এ কথাটার জন্য।
ইনশাল্লাহ্ একদিন এমনই হবে - নিঃসন্দেহে হবে। সে বিশ্বাস থেকেই তো কবিতা লেখা।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত। অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা---

১৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

মলাসইলমুইনা বলেছেন: খায়রুল ভাই , নাইন ইলেভেনের পর থেকেই এখানে জীবন আর আগের মতো নেই | সন্ত্রাসীর উপাধি নিয়ে ঘুরতে হয় | মাঝে মাঝে অনেক কিছুই অবিশ্বাস্য যন্ত্রণার লাগে এই পরিচয়ে | এরপর থেকে এই যন্ত্রণাগুলো যখন কারণ ছাড়াই বেড়ে যাবে তখন আপনার কবিতার কথা মনে করবো | ভাববো এতো যন্ত্রনা হলেও কারো শুভেচ্ছা আছে আমাদের সাথে |অনেক ভালো লাগা কবিতায় |

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

খায়রুল আহসান বলেছেন: সন্ত্রাসীর উপাধি নিয়ে ঘুরতে হয় - বড়ই পরিতাপের বিষয়, এবং অস্বস্তিকর একটা পরিস্থিতি!
ভাববো এতো যন্ত্রনা হলেও কারো শুভেচ্ছা আছে আমাদের সাথে -- মন ছুঁয়ে গেল আপনার এ কোমল অভিব্যক্তিটুকু।
মন্তব্যে প্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা---
আপনার দেবতার সাথে বিদ্রোহ পোস্টে একটা মন্তব্য রেখে এসেছি।

২০| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার উপলোব্ধিতে একরাশ মুগ্ধতা!

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

খায়রুল আহসান বলেছেন: চমৎকার উপলোব্ধিতে একরাশ মুগ্ধতা -- চমৎকার এ মন্তব্যটার জন্য আপনাকেও একগুচ্ছ ফুলেল শুভেচ্ছা!

২১| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৮

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ ।
কবিতার সাথে এর মর্মার্থটুকু সাথে নিয়ে গেলাম ।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০২

খায়রুল আহসান বলেছেন: কবিতাটিতে প্লাস দিলেন, প্রিয়তেও নিলেন--- মুগ্ধতার কথাটুকু জেনে প্রাণিত হ'লাম।
অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা, ডঃ এম এ আলী

২২| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: জীবনের উপলব্ধি থেকে বেরিয়ে আসা অসাধারণ লেখা। প্লাস।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৩

খায়রুল আহসান বলেছেন: জীবনের উপলব্ধি থেকে বেরিয়ে আসা অসাধারণ লেখা -অসামান্য প্রশংসা! আপ্লুত এবং প্রাণিত।
মন্তব্য এবং প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা!

২৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৮

ওমেরা বলেছেন: একটা সত্যকে ১০০ টা মিথ্যা দিয়ে সন্দেহযুক্ত করা যায় কিন্ত সত্য এক সময় ঠিকই প্রকাশ পাবে আপন মহিমায়। খুব ভাল লাগল আপনার কবিতা । ধন্যবাদ ভাইয়া।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৯

খায়রুল আহসান বলেছেন: একটা সত্যকে ১০০ টা মিথ্যা দিয়ে সন্দেহযুক্ত করা যায় কিন্ত সত্য এক সময় ঠিকই প্রকাশ পাবে আপন মহিমায় - একটা ধ্রুব সত্য কথা খুব সুন্দর করে বলে গেলেন আপন ভাষায়, ভাল লাগলো।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ এবং শুভকামনা...

২৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪১

রিএ্যাক্ট বিডি বলেছেন: খুব সুন্দর চাওয়া


বাঙালি TEACHER VS STUDENTS <<< https://youtu.be/l4Q5Wh4rpgs

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ভালোলাগা ভাইয়া কবিতায় ।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৭

খায়রুল আহসান বলেছেন: কবিতা ভালো লাগার কথা জেনে মুগ্ধ হ'লাম, প্রাণিত হ'লাম।
কবিতা পাঠ, মন্তব্য এবং প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা...

২৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫২

জাহিদ অনিক বলেছেন:


ক্ষমা চাওয়া কান্নারা সেদিন ক্ষণে ক্ষণে আছড়ে পড়বে
ভালো লাগলো ভীষণ

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৯

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়েছেন বলে আমারও ভাল লাগলো, আর কবিতা থেকে উদ্ধৃতি দেয়াতে অনুপ্রাণিত হ'লাম।
মন্তব্য এবং প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো...

২৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৬

শিখা রহমান বলেছেন: কবিতার শেষ চার লাইন অনেক অনেক ভালো লেগেছে। একরাশ মুগ্ধতা!!

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৪

খায়রুল আহসান বলেছেন: সুলেখক, গুণীজনের কাছ থেকে পাওয়া একরাশ মুগ্ধতা অনেক অনুপ্রাণিত করে গেল।
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা---

২৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,




একদিন এমনই হবে, মিথ্যের ডামাডোলের ভেতর থেকে সত্যের সানাই বেজে উঠবে ।
সত্যনিষ্ঠদের অবিচল আলোয় মিথ্যের গ্লানিমাখা মুখ সেদিন পালাবার পথ খুঁজে পাবেনা হয়তো ।

বক্তব্যে সত্যের জয় যেভাবে প্রকাশিত কবিতাটিও তেমন স্বরূপে আবেশিত ।
ভালো লাগলো ।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩০

খায়রুল আহসান বলেছেন: বক্তব্যে সত্যের জয় যেভাবে প্রকাশিত কবিতাটিও তেমন স্বরূপে আবেশিত - চমৎকার এ পর্যবেক্ষণটি অনেক প্রেরণা যুগিয়ে গেল। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

২৯| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৭

মোস্তফা সোহেল বলেছেন: খুব ভাল লাগল কবিতাটি।
ভাল থাকুন ভাইয়া।

১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৭

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি আপনার খুব ভাল লেগেছে জেনে খুশী হ'লাম। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।

৩০| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:

কেন যেন মনে হল কবিতাটি অনুবাদিত!তবে যা হোক,আমি কবির লেখার প্রশংসা করার মত যোগ্যতা রাখিনে! শুধু বলি এ কবিতাটি আমার আজ হতে অনেক প্রিয় হয়ে রইল!



প্রিয়তে নিলাম সুপ্রিয় কবি!

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:০২

খায়রুল আহসান বলেছেন: প্রথমেই, কবিতা পড়ার জন্য ধন্যবাদ এবং কবিতাটিকে "প্রিয়"তে নেয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা!
না কবিতাটি অনুবাদ নয়, একেবারে মৌলিক। কবিতার পেছনে অবশ্যই জীবনের চলার পথে দেখা ও অনুভব করা অভিজ্ঞতা রয়েছে। যারা জীবনে মিথ্যের দ্বারা নিগৃহীত হবার পরেও সত্যের প্রতি নিষ্ঠাবান থাকেন, মিথ্যে একদিন তাদের পদতলে আশ্রয় পায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.