নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ শিথিল ভাবনা

২৪ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৫

মুঠোভরা সর্ষেদানা মুঠোয় ধরে রাখা যায় না।
সুরসুর করে একসময় সব পড়ে যায়,
মুঠো খালি হয়ে যায়।
কবির ভাবনাগুলোও যেন ঠিক তেমনি—
কবি যতই মাথায় ভরে রাখেন না কেন,
সুরসুর করে একসময় ওরা সবাই
কোথায় যেন হারিয়ে যায়! আবার-
শূন্য মাথায় নতুন ভাবনা এসে অকাতরে জড়ো হয়।

ঘাস বিচালি যা কিছুই মুঠোয় আঁকড়ানো হোক না কেন,
ওরা সব মুঠো থেকে ছুটে যায়।
কখনো শুকনো পাতার মত কবি হাওয়ায় ভাসতে থাকেন।
চোখ বুঁজে থাকেন,
সহসা পতনের ভয় নেই জেনেও-
শিহরিত হন কোথায় স্থবির হয়ে যাবেন, এ কথা ভেবে।

এলোমেলো হাওয়া,
কখন কোথায় উড়িয়ে নিবে তার কোন ঠিক ঠিকানা নেই।
পথের দূরত্বও অজানা, তাই অগত্যা স্বপ্নাবিষ্ট চোখে
কবি ঘুমিয়ে পড়েন নিমেষেই, সব ছেড়ে স্বপ্নরাজ্যে যেতে।


ঢাকা
২৩ জুন ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৬৯ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৮

লাবণ্য ২ বলেছেন: দারুন কাব্য!

২৪ শে জুন, ২০১৮ বিকাল ৪:২২

খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।

২| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ১:০৫

শায়মা বলেছেন: কবির ভাবনারা খুব খুব সুন্দর.....


:) :) :)

২৪ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩২

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য অনেক, অনেক ধন্যবাদ! প্রথম প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।

৩| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ১:০৯

মোঃ খুরশীদ আলম বলেছেন: মনে জাগে
আবার, মন থেকে ভাগে
কলম ও কাগজের হয়না মিতালী
সব সময়ে।
কত কথা মনে জাগে সময়ে- অসময়ে।

২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:০৩

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়ে আপনার ভাবনাগুলো এখানে শেয়ার করে যাবার জন্য আন্তরিক ধন্যবাদ।
আপনার কথা ঠিকই আছে, তবে আজকের এ ডিজিটাল যুগে কলম ও কাগজের মিতালী না হলেও চলে। কী বোর্ডের সাথে তর্জনীর সখ্যতা থাকলেই যথেষ্ট। :)

৪| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ১:১১

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন।।

২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:০৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। কবিতার প্রশংসায় এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

৫| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ১:২৫

ফেনা বলেছেন: হুম। আইচ্চাতে। ভাল হয়ছে।

২৪ শে জুন, ২০১৮ রাত ৮:১৩

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, প্রীত হ'লাম।

১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৭

খায়রুল আহসান বলেছেন: আমার কোন লেখায় আপনি এই বুঝি প্রথম এলেন, - সুস্বাগতম!
আপনার প্রথম পোস্ট হতাশা বিজ্ঞানী পড়ে একটা মন্তব্য রেখে এলাম।

৬| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কবিদের ভাবনা ভালো ভেবেছেন । সুন্দর+

ভেবে ভেবে সূর্য ডুবে.....
নিশিতে চন্দ্র ওঠে.....
ভাবনার নেই কোন শেষ
ভাবিতে ভাবিতে কবি হলো নিরুদ্দেশ ।।

২৪ শে জুন, ২০১৮ রাত ৮:৪০

খায়রুল আহসান বলেছেন: আপনার চারটে লাইনও সুন্দর হয়েছে। তবে, আমি যে কবির কথা ভেবে কবিতাটি লিখেছি, তিনি ভাবিতে ভাবিতে নিরুদ্দেশ হন না, ঘুমিয়ে পড়েন। কারণ, তার নিরুদ্দেশ হবার উপায় নেই! :)
মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত। ধন্যবাদ ও শুভেচ্ছা---

৭| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ২:০০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার কাব্য। পাঠে মুগ্ধ হলাম।

২৪ শে জুন, ২০১৮ রাত ৯:২৫

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা---

৮| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ২:০৬

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে ভাইয়া।

২৪ শে জুন, ২০১৮ রাত ৯:৩৪

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, জেনে খুশী হ'লাম।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।

৯| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ২:১৭

কাইকর বলেছেন: সুন্দর কবিতা। লাইক দিলাম

২৪ শে জুন, ২০১৮ রাত ৯:৪৩

খায়রুল আহসান বলেছেন: লাইক দেয়ার জন্য ধন্যবাদ। প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা---

১০| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ২:১৯

কামরুননাহার কলি বলেছেন: কবিতা পড়ে মুগ্ধ হলাম আমি।

২৪ শে জুন, ২০১৮ রাত ১০:৪২

খায়রুল আহসান বলেছেন: আমিও আপনার মন্তব্যে মুগ্ধ ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ এবং শুভকামনা...

১১| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫২

ঋতো আহমেদ বলেছেন: তাজা কবিতা। আপনার অন্য লিখার চে একটু আলাদা। +++

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৭

খায়রুল আহসান বলেছেন: তাজা কবিতা - দ্য কমেন্ট ইজ রিফ্রেশিং ঠু! :)
ধন্যবাদ, আপনার এ পর্যবেক্ষণটা এখানে জানিয়ে যাবার জন্য।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।

১২| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: একটার পর একটা শব্দ বসিয়ে সুন্দর করে লিখেছেন!
মুগ্ধ হয়ে পড়লাম।

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:২২

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ। আপনার সুন্দর মন্তব্য পড়েও আমি মুগ্ধ হ'লাম।

১৩| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫১

সিগন্যাস বলেছেন: কবিরা এতো ভাবনা রাখেন কোথায় #:-S

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩০

খায়রুল আহসান বলেছেন: কিছুটা মাথায়, কিছুটা হৃদয়ে! :)
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত। ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৪| ২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

অর্থনীতিবিদ বলেছেন: কবিদের ভাবনায় কল্পনা খেলা করে সবসময়।

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৭

খায়রুল আহসান বলেছেন: কল্পনা ছাড়া কবিতাও আসেনা, বিজ্ঞানও হাঁটেনা।

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:০৯

খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট - "মান্নান নাকি আজমতউল্লাহ?" পড়ে একটা মন্তব্য রেখে এসেছি।

১৫| ২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:
চমৎকার কাব্যকথা! আমার ভাবনার জলে ঘাই মেরে গেল!

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৩

খায়রুল আহসান বলেছেন: অনেকদিন পরে আপনি ব্লগে এলেন। এসেই আমার এ লেখাটায় মন্তব্য করে এবং প্লাস দিয়ে অনুপ্রাণিত করে গেলেন।
অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৬| ২৪ শে জুন, ২০১৮ রাত ৮:২৯

সুমন কর বলেছেন: আসলেই মাঝে মাঝে মনে হয় কিছু লিখি কিন্তু লেখার সময় শব্দ বা ইচ্ছেগুলো হারিয়ে যায়....

কবিতা ভালো লাগল। +।

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৮

খায়রুল আহসান বলেছেন: যখনই কিছু লিখতে ইচ্ছে হবে, হাতের কাছে কাগজ না পেলেও কোন চিরকুটে লিখে রাখবেন। স্মৃতিশক্তি অনেক সময় প্রতারণা করে।
আমার অনেক কবিতার জন্ম হয়েছে ট্রাফিক জ্যামে গাড়ীতে বসে, নয়তো গ্যাস ফিলীং স্টেশনে গাড়ীর লাইনে বসে।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৭| ২৪ শে জুন, ২০১৮ রাত ৮:৫৩

করুণাধারা বলেছেন: এলোমেলো হাওয়া-
কখন কোথায় উড়িয়ে নেবে তার কোন ঠিক ঠিকানা নেই।
পথের দূরত্বও অজানা, তাই অগত্যা স্বপ্নাবিষ্ট চোখে
কবি ঘুমিয়ে পড়েন নিমেষেই, সব ছেড়ে স্বপ্নরাজ্যে যেতে।


দারুন সমাপ্তি কবিতার।
+++

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৬

খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

১৮| ২৪ শে জুন, ২০১৮ রাত ৯:৪৭

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,




"শিথিল ভাবনা" শিথিল ভঙ্গীতেই লিখেছেন মনে হলো, নইলে কবিতার স্বপ্নরাজ্যে যেতে কবি ঘুমিয়ে পড়বেন কেন ? ঘুমের ভেতরের স্বপ্ন দেখে তো কবি কবিতা লেখেন না , জেগে জেগে দেখা স্বপ্ন থেকেই লেখেন । তাই কবিকে ঘুমুতে দেয়া ঠিক নয় । সহসা পতনের ভয় নেই জেনেও তাতে কবির পতন হতে পারে ...............


অঃটঃ আমার বহু পুরোনো পোস্ট "অন্যরকম ট্যাক্স : অর্থমন্ত্রী ভেবে দেখতে পারেন" এবং "অজন্তা তাজরীন’কে" এই দুটিতে করা আপনার মন্তব্যের জবাব দিয়ে এসেছি ।

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৩:০১

খায়রুল আহসান বলেছেন: তাই কবিকে ঘুমুতে দেয়া ঠিক নয় । সহসা পতনের ভয় নেই জেনেও তাতে কবির পতন হতে পারে - ঠিকই বলেছেন, তবে এ কবির জন্য রাত জাগা নিষেধ। :)
আপনার পোস্ট - "অন্যরকম ট্যাক্স : অর্থমন্ত্রী ভেবে দেখতে পারেন" এবং "অজন্তা তাজরীন’কে" এর প্রতিমন্তব্য দুটো দেখে এসেছি। ধন্যবাদ ও শুভেচ্ছা।

১৯| ২৪ শে জুন, ২০১৮ রাত ১০:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

সহজ কথাটি সহজ করিয়া বলিলেন কত সহজেই :)

ভাললাগা রইল প্রিয় সিনিয়র :)

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৩:১২

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

২০| ২৪ শে জুন, ২০১৮ রাত ১০:২১

সেলিম আনোয়ার বলেছেন: আমি ভাবলাম আপনি কিনা? এই কবিতার কবি তো আপনি। :)

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৩:২৬

খায়রুল আহসান বলেছেন: এই কবিতার কবি তো আপনি - তাই নাকি??? :)

২১| ২৪ শে জুন, ২০১৮ রাত ১০:২২

নীলপরি বলেছেন: স্বপ্নের আবেশে জড়ানো কবিতা । খুব ভালো লাগলো । ++++++
শুভকামনা

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৪

খায়রুল আহসান বলেছেন: স্বপ্নের আবেশ থেকেই অনেক কবিতার জন্ম হয়।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

২২| ২৪ শে জুন, ২০১৮ রাত ১০:২৭

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় ভাল লাগা রইল , ভাল থাকুন সব সময় ।

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫০

খায়রুল আহসান বলেছেন: ভাল লাগার কথাটুকু জানিয়ে যাবার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

২৩| ২৪ শে জুন, ২০১৮ রাত ১১:২৩

সেজুতি_শিপু বলেছেন: ভালো লাগলো ।

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৪

খায়রুল আহসান বলেছেন: আমার কোন লেখায় আপনি এই বুঝি প্রথম এলেন, - সুস্বাগতম!
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ’লাম। ধন্যবাদ।

২৪| ২৫ শে জুন, ২০১৮ রাত ২:০২

রাকু হাসান বলেছেন: বাহ! জানলাম কবিরা এমন ই হয় ,তাইতো তাঁরা কবি । সুন্দর হয়েছে সহজ ভাষায় অল্প কথায়

২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

খায়রুল আহসান বলেছেন: সুন্দর হয়েছে সহজ ভাষায় অল্প কথায় - ধন্যবাদ, মন্তব্যটাও তেমনই।
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ’লাম। ধন্যবাদ।
আমার কোন লেখায় আপনি এই বুঝি প্রথম এলেন, - সুস্বাগতম!

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৮

খায়রুল আহসান বলেছেন: আপনার দ্বিতীয় পোস্ট - বাংলা ভাষার প্রথম উপন্যাস ‘‘আলালের ঘরের দুলাল ’’ নয় পড়ে একটা মন্তব্য রেখে এসেছি। একবার সময় করে দেখে নেবেন।

২৫| ২৫ শে জুন, ২০১৮ রাত ২:১৬

মনিরা সুলতানা বলেছেন: সত্যি'ই ভাবনা গুলো কে সবসময় শব্দে বন্দীকরা যায় না ,মুঠোয় ও থাকে না।মাঝে মাঝে আনমন ভাবনায় একটা লেখা মনেই পরপর সাজিয়ে লিখে ফেলি,পরে আর মনে করতে পারি না।যখন অনেকদিন কিছু না লিখতে পারার মন বেদনা নিয়ে ঘুমাই তখন মনে হয় কতকিছুই না লিখেছিলাম ঘুমের ঘোরে।


লেখায় ভালোলাগা।

২৫ শে জুন, ২০১৮ রাত ৮:৪০

খায়রুল আহসান বলেছেন: পরে আর মনে করতে পারি না - এরকম তো আমার সব সময়ই হয়! :)
তখন মনে হয় কতকিছুই না লিখেছিলাম ঘুমের ঘোরে - :)
অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

২৬| ২৫ শে জুন, ২০১৮ সকাল ৭:১৮

অপ্রকাশিত কাব্য বলেছেন: কবির ভাবনা পূর্নতা পাক, এই কামনা।

২৫ শে জুন, ২০১৮ রাত ৯:৪৪

খায়রুল আহসান বলেছেন: কবির ভাবনা পূর্নতা পাক, এই কামনা - অনেক ধন্যবাদ, আপনার এই কামনার জন্য।
আপনি পুরনো ব্লগার, কিন্তু আমার কোন লেখায় আপনি এই বুঝি প্রথম এলেন, - সুস্বাগতম!
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ’লাম।

২৭| ২৫ শে জুন, ২০১৮ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: মানুষ উন্নতিলাভ করে নিজ কর্মে। এখানে দোয়া বা রহমতের কিছু আছে বলে, মনে করি না।

এই ব্যাপারে আপনি কি আমার সাথে একমত?

২৫ শে জুন, ২০১৮ রাত ১০:১৯

খায়রুল আহসান বলেছেন: না, আমি একমত নই।
মানুষ নিজ কর্মে সাফল্য অর্জন করে নিজ প্রচেষ্টার মাধ্যমে, এ কথা সত্য। আলস্য কোনদিন কর্মে সাফল্য এনে দিতে পারেনা। কিন্তু সেই সাথে আল্লাহ রাব্বুল 'আ-লামীন এর করুণা ও দয়া অবশ্যই থাকতে হবে, আর সেটা পাওয়া যাবে তাঁর নির্দেশিত পথে চলে এবং তাঁর রাসুলের জীবন প্রণালী অনুকরণ ও অনুসরণ করে।
এ ছাড়াও পিতা মাতার দোয়াও একটা বড় শক্তি ও সহায়ক।

২৮| ২৫ শে জুন, ২০১৮ রাত ৮:৩৬

সোহানী বলেছেন: সত্যিই তাই।

মাথা শিথিল থাকলে ভাবনা আসবেই অার মাথা ৩৬০ ডিগ্রি ফারেহাইটে থাকলে ভাবনারা সব পালায় ;)

২৫ শে জুন, ২০১৮ রাত ১০:৪৮

খায়রুল আহসান বলেছেন: লেখাটা পড়ার জন্য ধন্যবাদ, সোহানী।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ’লাম।
ভাল থাকুন, শুভেচ্ছা---

২৯| ২৫ শে জুন, ২০১৮ রাত ১০:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন:




কবি বেশ অসম্ভাব্য! এরা কী হতে পারে তা নিয়ে গবেষণার ফল আমার কাছে শূন্য মনে হয়!!
তবুও কবিরা যেন সহজ সরল, যেন সুরু পথ, ছুটে চলা নিরস্ত্র পথিক....

২৬ শে জুন, ২০১৮ সকাল ৯:৫৩

খায়রুল আহসান বলেছেন: আপনার এ মন্তব্যটা বেশ ভাল লাগলো। কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ’লাম।
ভাল থাকুন, শুভেচ্ছা---

৩০| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:২০

সিগন্যাস বলেছেন: মাইনাস অপশন নাই কেন?

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:২৮

খায়রুল আহসান বলেছেন: জানিনা তো!

৩১| ২৭ শে জুন, ২০১৮ রাত ১:০৬

মনিরুল ইসলাম বাবু বলেছেন: উপমা আর চিত্রকল্পে দারুণ।

২৭ শে জুন, ২০১৮ সকাল ৯:০১

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ’লাম।
ভাল থাকুন, শুভেচ্ছা---

৩২| ৩০ শে জুন, ২০১৮ সকাল ১০:২৯

ধ্রুবক আলো বলেছেন: কবিতা, শব্দ, একেকটা ভাষা খুব যন্ত্রণা দেয়, রাত বিরেতে ঘমুতে দেয় না।
তবুও কবি হতে পারি না আমি।

৩০ শে জুন, ২০১৮ সকাল ১০:৩৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে নিজের ভাবনাটুকু এখানে শেয়ার করে যাওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ’লাম।
ভাল থাকুন, শুভেচ্ছা---

৩৩| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৩

অর্থনীতিবিদ বলেছেন: লেখক বলেছেন: আপনার পুরনো পোস্ট - "মান্নান নাকি আজমতউল্লাহ?" পড়ে একটা মন্তব্য রেখে এসেছি। ধন্যবাদ। ওটাই ছিলো একমাত্র পোস্ট যেটায় এতদিন কোনো মন্তব্য ছিলো না। পাঠে কৃতজ্ঞতা রইলো।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৮

খায়রুল আহসান বলেছেন: ব্যাপারটা জেনে আমি নিজেও আনন্দ বোধ করছি। :)
কোন পোস্ট মন্তব্যশূন্য থাকাটা একজন লেখকের জন্য মাঝে মাঝে খুব দুঃসহ মনে হয়। সেই প্রেক্ষিতে, আমার পুরনো পোস্ট খুঁজে বের করে পড়াটা সার্থক হলো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.