নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

মনের প্রকৃতি, প্রকৃতির মন

০৭ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫১

আষাঢ়ের বৃষ্টি নয়, অতিষ্ঠ হয়ে আছি
ঘাম ঝরানো ভ্যাপসা গরমে।
সে অসহ্য অস্বস্তি এখন আমার মনেও।
মনের মাঝে কখনো বোশেখ, কখনো বসন্ত,
এমন মনটা আবার কার, আমার ছাড়া?
কখনো আন্দোলিত হই, কখনো হিল্লোলিত।

বিজ্ঞানমনস্ক যুবার সযত্ন অধ্যবসায় সত্তেও
ক্রমাগতভাবে গবেষণায় বিফল হওয়া-
সে যুবা তো আমি বই কেউ নয়।
অস্থির, ছটফটে, চঞ্চলা কিশোরীর উৎকন্ঠা-
সেটা আমার চেয়ে আর কারো মাঝে অধিক নেই।
অতি সামান্যতেই আমি উৎকন্ঠিত হই, উদ্বেলিত হই।

হবে, হবে, একদিন হবে-
এ আশা বুকে জপে আমার চেয়ে কে বেশী?
এ আশা আমি প্রকৃ্তির বুক থেকে ধার চেয়ে নিয়ে আসি।
দ্য বেস্ট ইজ ইয়েট টু কাম-
এটা তো আমারই অন্ধ বিশ্বাস! এ বিশ্বাসের প্রাচীর আমি
এক একটা করে ইট গেঁথে আশৈশব নির্মাণ করে চলেছি।



ঢাকা
০৭ জুলাই ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৪৬ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৯

শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল।

০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:০১

খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ, শামচুল হক। কবিতা ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম।

২| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:০২

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগা রইল, কেমন আছেন?

০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:১০

খায়রুল আহসান বলেছেন: আন্তরিক মন্তব্য এবং প্রথম প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ, আমি ভাল আছি!

৩| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৫

স্রাঞ্জি সে বলেছেন: ভাল লাগল কাব্য

০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, প্রীত হ'লাম।

৪| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:১০

তারেক_মাহমুদ বলেছেন: আষাঢ়ের এই ভ্যপসা গরমে আসলেই টিকে থাকা দায় হয়েছে, কবিতা ভাল লাগলো।

০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।

৫| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৪

চঞ্চল হরিণী বলেছেন: কবিতায় কবির ইচ্ছাই চূড়ান্ত। তাঁর ভালোলাগা থেকেই তাঁর লেখা। একজন পাঠক হিসেবে আমার মনে হয়েছে ইংরেজির জায়গায় " আমার সর্বোত্তম দিন এখনো আসেনি " এভাবে পড়লে বোধহয় বেশি ভালো লাগতো।

সৃষ্টিশীল মানুষ মাত্রই সদা অস্থিরতায় ভোগেন। মনের চঞ্চলতা তাঁদের ছেড়ে যায় না। কবি শহীদ কাদরীর ভাষায় সবকিছু কবি পেলেও তাঁর মন শান্তি পায় না, শান্তি পাবে না।

আমার এই লেখাটি পড়ার অনুরোধ রইলো।
অনির্বার হাঁটা

০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:১১

খায়রুল আহসান বলেছেন: একজন পাঠক হিসেবে আপনার ভাবনাটা শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ। আধুনিক কবিতায় ভিন দেশী ভাষার বাক্য কিংবা বাক্যাংশ ব্যবহার করাটা নজিরবিহীন নয়। ইংরেজি বাক্যাংশটির জায়গায় "আমার সর্বোত্তম দিন এখনো আসেনি" লিখলে আমার ভাবনাটা সঠিকভাবে প্রতিফলিত হতোনা। আমি সচেতনভাবেই ইংরেজী বাক্যাংশ ব্যবহার করেছি। যাহোক, আবারো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সাজেশন দেবার জন্য, আজকাল যেটা সহজে পাওয়া যায় না।
অনির্বার পড়ে এসেছি, কবিতা ভাল লেগেছে। তবে, "অনির্বার" শব্দটাকে অন লাইন অভিধানে খুঁজে পেলাম না, পেয়েছি অনিবার, যার মানে "নিবারণ করা বা বাধা দেওয়া যা না এমন; অবিরল"।

৬| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৬

রাজীব নুর বলেছেন: কবিতা খুব মন দিয়ে পরপর দুইবার পড়লাম।

০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৯

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পরপর দুইবার পড়ার জন্য ধন্যবাদ। তার পরেও কি কিছু বুঝতে পারেন নাই?
কথাটা এজন্য বললাম যে আপনি প্রায়ই বলে থাকেন যে আপনি কবিতা কম বুঝেন। আশাকরি,মনে কিছু করবেন না।

৭| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪১

কথাকথিকেথিকথন বলেছেন:





মনস্ততাত্বিক বলয়ের কবিতা। এমন মন সবারই আছে, সাতরঙে আকা, ছয় ঋতুতে গাথা, আশ্চর্য খেয়ালে! মানুষ নিজেকে পারে না শুধু বুঝতে! নিঃসঙ্গতাকে ভালবাসে বলে স্বপ্ন গড়ে স্বপ্ন ভেঙ্গে যাওয়ার তরে....

০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫০

খায়রুল আহসান বলেছেন: মানুষ নিজেকে পারে না শুধু বুঝতে! নিঃসঙ্গতাকে ভালবাসে বলে স্বপ্ন গড়ে স্বপ্ন ভেঙ্গে যাওয়ার তরে.... - ভাল বলেছেন কথাগুলো...
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা---

৮| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৬

মিথী_মারজান বলেছেন: মনের গতি, প্রকৃতি আর বিশ্বাসের সুন্দর একটি কবিতা।
বিজ্ঞানমনস্ক যুবার সাথে চঞ্চলা কিশোরীর বৈপরীত্ব।
আসলেই তো ক্ষণে ক্ষণে এতটা পরিবর্তীত হয় মন।
'দ্য বেস্ট ইজ ইয়েট টু কাম'
- পুরো কবিতার আসল ঝঙ্কার আমার মনেহয় এখানটাতেই আছে।

ভালোলাগা রইলো।:)


০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৩

খায়রুল আহসান বলেছেন: মনের গতি, প্রকৃতি আর বিশ্বাসের সুন্দর একটি কবিতা - মন্তব্যটাও খুব সুন্দর।
পুরো কবিতার আসল ঝঙ্কার আমার মনেহয় এখানটাতেই আছে - আপনার এ কথাটায় আশ্বস্ত বোধ করছি। অশেষ ধন্যবাদ, কথাটাকে এতটা emphatically বলার জন্য।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। শুভেচ্ছা---

৯| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৩

টেকনিক্যাল এনালিসিস বলেছেন: রানু তুমি দুইবার পড়েছ এটা জানাচ্ছ কেন? তুমি পড়লে কি সেই ব্লগ ধন্য হয়ে যায়?

০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫০

খায়রুল আহসান বলেছেন: উনি প্রায়ই বলে থাকেন যে উনি কবিতা কম বুঝেন। এ জন্যেই হয়তো দুইবার পড়েছেন বলে ইঙ্গিতে এ কথাটাই বুঝাতে চেয়েছেন যে উনি কবিতা পড়ে বুঝেন নাই।

১০| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫১

চাঁদগাজী বলেছেন:


প্রকৃতি সবকিছুকে বুকে ধারণ করেন মায়ের মতোন; তবে, একমাত্র মানুবজাতিই প্রকৃতিকে নিজের মতো করে সাজানোর চেষ্টা করেন; আগত সুদিনের আশায় মানুষকে নিজের মতো করে নিজের ভুবন গড়তে হয়; কবিতায় আশার বাণী আছে, সামনেই সুদিন!

০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৭

খায়রুল আহসান বলেছেন: কবিতায় আশার বাণী আছে, সামনেই সুদিন! - "সংসার সাগর মাঝে সুখ-দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা"!
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৭

ধ্রুবক আলো বলেছেন: আশা নিয়েই তো আমরা বেঁচে আছি, ঘর বাঁধি, একটা একটা করে ইটের গাঁথুনি বসিয়ে।

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩২

খায়রুল আহসান বলেছেন: আশা নিয়েই তো আমরা বেঁচে আছি, ঘর বাঁধি, একটা একটা করে ইটের গাঁথুনি বসিয়ে। - ঠিক বলেছেন। বিক্ষিপ্ত মন অনেক সময় অনেক কিছুর উপর বিক্ষুব্ধ হয়ে যায়, তবুও আমরা আশায় বুক বাঁধি।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা---

১২| ০৮ ই জুলাই, ২০১৮ ভোর ৬:২৬

সিগন্যাস বলেছেন: কবিতায় সায়েন্টিস্ট ও আছে দেখছি।প্লাস নেন

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা ও বিজ্ঞান- একে অপরের পরিপূরক।
প্লাস নিলাম। ধন্যবাদ ও শুভেচ্ছা---

১৩| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০২

ভ্রমরের ডানা বলেছেন:

দ্যা বেস্ট ইজ ইয়েট টু কাম.....


মন্ত্রমুগ্ধকর কবিতা! শুভেচ্ছা সুপ্রিয় লেখক!

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৫

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ কবি, মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ব্লগে আবার নিয়মিত হয়েছেন দেখে ভাল লাগছে। শুভেচ্ছা---

১৪| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'আমাকে দিয়ে হবে, আমার সেরাটা একদিন আসবেই' এই বিশ্বাস যার যত দৃঢ় সে তত সফল। কবিতায় প্লাস।

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৪

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে প্রেরণাদায়ক মন্তব্য রেখে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা----

১৫| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:১১

নীলপরি বলেছেন: দ্যা বেস্ট ইজ ইয়েট টু কাম.....
--

একমত আপনার সাথে । হুম । আশাটাই সম্বল । কবিতায় ++++

শুভকামনা

০৯ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৫৮

খায়রুল আহসান বলেছেন: আশাটাই সম্বল - আশায় আশায় দিন কেটে যায়, চলার সাহস আশাই যোগায়।
অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা----

১৬| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৪

সুমন কর বলেছেন: সুন্দর কবিতায় ভালো লাগা।

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৮:০১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা----

১৭| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৪

করুণাধারা বলেছেন: দ্যা বেস্ট ইজ ইয়েট টু কাম-
এটাতো আমারই অন্ধবিশ্বাস! এ বিশ্বাসের প্রাচীর আমি
একটা একটা করে ইট গেঁথে আশৈশব নির্মাণ করে চলেছি।


কবিতায় যে আশাবাদ প্রকাশ পেয়েছে, এই কটা লাইনে তা আরো জোরালো হয়ে ওঠেছে!! ্
ইংরেজি বাক্যাংশের ব্যবহার কবিতাটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। এ কথা বলছি, কারন আমি নিজেও আজকে একটা পোস্টে ইংরেজি বাক্য ব্যবহার করেছি- কারণ যা বোঝাতে চাচ্ছিলাম, মনে হচ্ছিল বাংলা বাক্য দিয়ে তা ঠিক প্রকাশ করতে পারছি না।

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৯:০০

খায়রুল আহসান বলেছেন: ইংরেজি বাক্যাংশের ব্যবহার কবিতাটিকে ভিন্ন মাত্রা দিয়েছে - ধন্যবাদ, আপনার এ ভাবনাটা শেয়ার করার জন্যে।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা----

১৮| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৪

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা----

১৯| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা খুব ভালো লিখেছেন++

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৩

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
কবিতার প্রশংসায় এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা----

২০| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২২

জাহিদ অনিক বলেছেন:

ঝড় আসুক মস্ত করে, কালাপাহাড় সম ঢেউ এসে সুনামী হয়ে যাক। ঘুচে যাক গোমট বাতাসের ভ্যাপসা পরিবেশ। ঢেউ আসুক হৃদয়েও

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৫

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, তাই হোক!
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা----

২১| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ৩:৪২

উম্মে সায়মা বলেছেন: মনের মনে কোন লাগাম নেই। যখন যা মন চায় সেদিকে স্রোত বইয়ে দেয়। এই ভালো তো এই খারাপ। কখন কি চায় সে নিজেই জানেনা। তবু ভেতরে ভেতরে আশার বীজ বোনে। এই বুঝি যা চায় তাই হয়ে গেল!
মনের প্রকৃতি বেশ সুন্দর করে কবিতায় প্রকাশ করেছেন। ধন্যবাদ।

১৩ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৪

খায়রুল আহসান বলেছেন: আমার কবিতা নিয়ে আপনার এ সামান্য আলোচনাটুকু আমাকে অসামান্য আনন্দ দিয়ে গেল।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা----

২২| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ২:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চঞ্চলা মনটার অনুভাবী কথামালায় নির্ভরতায় পূর্ণ, বড়ই মুগ্ধকর কাব্য উপহার দিয়েছেন কবিবর।

শুভকামনা জানবেন সবসময়।

১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৫২

খায়রুল আহসান বলেছেন: অনেকদিন পরে এসে অনেক প্রেরণাদায়ক একটা মন্তব্য করে গেলেন আমার এই কবিতায়। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভকামনা---

২৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার এই কবিতাটি কতবার পড়েছি জানি না।

দ্যা বেস্ট ইজ ইয়েট টু কাম.....

ভালো থাকবেন আপনি।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫১

খায়রুল আহসান বলেছেন: "দ্যা বেস্ট ইজ ইয়েট টু কাম..... " - এই কথাটাই কবিতার ভরকেন্দ্র। এই কথাটা দিয়েই কতবার নিজেকে নিজেই প্রবোধ দিয়ে রাখি!
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.