নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতার ভাবনা দিয়ে যায় যাতনা

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৩

প্রতিদিন ভোরে উঠেই ভাবি,
আজ একটা কবিতা লিখিনা কেন?
এখন বর্ষাকাল; কবিতা লেখার জন্য বসন্ত নয়,
চিরায়ত বাঙলার শ্রাবন মেঘের বর্ষাই প্রকৃষ্ট সময়।

ভোরের আকাশে মেঘের ঘনঘটা দেখলেই
মনটা খুশী হয়ে ওঠে।
একটা কবিতা লেখার পণ করে ভাবতে বসি
মেঘের মত সব ভাবনা সাজিয়ে লিখতে বসি।

দু’চারটে চরণ লিখতে না লিখতেই-
বুকের ধুকপুকানি বেড়ে যায়। মনে হতে থাকে,
বিশ্বের সর্বশ্রেষ্ঠ কবিতাটি বোধহয় এক্ষুনি
আমারই এ কী বোর্ড থেকেই জন্ম নিতে যাচ্ছে!

তড়তড়িয়ে কিছু একটা লিখেই,
একবার পড়ি, বারবার পড়ি, পড়তেই থাকি।
আমার কাছে সন্তুষ্টির শেষ বলে কিছু নেই, তাই
কাটাকুটি শুরু করি, করতে থাকি, করতেই থাকি।

অবশেষে......
একসময় ক্ষান্ত দিয়ে বসে থাকি।
ক্লান্ত মননে একটি প্রশ্ন ঘুরপাক খেতে থাকে--
কী হতো, এত ভাল একটা কবিতা লেখার চেষ্টা না করে
সাধারণ কিছু কথা দিয়েই একটা কথার মালা বুনে গেলে?
সহজ করে বলা--
কিছু সহজ সরল কথাই তো কবিতা হয়ে যায়।
এমন কথাই তো আমি অন্যের কবিতায় খুঁজি!

(অন্য কয়েকটি কবিতা লিখতে গিয়ে অনেক সময় অনেক কাটাকুটি করলেও, এ কবিতাটি কিন্তু একটানেই লেখা হয়েছে! :))

ঢাকা
২৬ জুলাই ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৭৪ টি রেটিং +২৪/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০২

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ!! এভাবেই তো একটা আস্ত কবিতা হল শেষে।

নিরন্তর শুভকামনা স্যর আপনাকে।

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪৭

খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্য এবং প্রথম প্লাস পেয়ে প্রভূত প্রীত ও অনুপ্রাণিত হ'লাম!
এভাবেই তো একটা আস্ত কবিতা হল শেষে - আমারও তাই মনে হয়েছে বলেই তো এখানে ছাপিয়ে দিলাম।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!!!

২| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৮

সুমন কর বলেছেন: কিন্তু বৃষ্টির দিনে অফিস করতে মেজাজ বিগড়ে যায় !! বিশ্বের সর্বশ্রেষ্ঠ কবিতা না হোক, সুন্দর একটি কবিতা হয়েছে।
+।

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫৯

খায়রুল আহসান বলেছেন: কিন্তু বৃষ্টির দিনে অফিস করতে মেজাজ বিগড়ে যায় !! - আমি বেকার মানুষ। আমার ওসব ভাবনা নেই। তাইতো প্রতিদিন একবার করে বসি কবিতা লিখতে, কবিতা আসুক বা না আসুক, চেষ্টা করে যাই তাকে আনতে!
বিশ্বের সর্বশ্রেষ্ঠ কবিতা না হোক, সুন্দর একটি কবিতা হয়েছে - তাই? সেজন্যেই তো বোধ হয় মন্তব্যটাকেও এত সুন্দর লাগছে!!! :)
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত। ধন্যবাদ ও শুভেচ্ছা----

৩| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৫

অচেনা হৃদি বলেছেন: কিছু সহজ সরল কথাই তো কবিতা হয়ে যায়
এমন কথাই তো আমি অন্যের কবিতায় খুজি!

মনের কথা বলে ফেলেছেন! ++

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

৪| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৮

শামছুল ইসলাম বলেছেন: চমৎকার কাব্য ভাবনা ।
শেষের ছয় লাইন যেন আমারই কথা ।

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৭

খায়রুল আহসান বলেছেন: চমৎকার কাব্য ভাবনা - অনেক ধন্যবাদ, প্রশংসায় প্রাণিত হ'লাম।
আপনার মনের কিছু কথা কবিতায় প্রতিফলিত হয়েছে জেনে অত্যন্ত প্রীত হ'লাম।
শুভকামনা...

৫| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
ভালো থাকুন

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৬

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

৬| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২০

তারেক_মাহমুদ বলেছেন: আমাদের জীবনের সহজ সরল কথাগুলোই কবিদের কি বোর্ডে কবিতা হয়ে ধরা দেয়। চমৎকার বৃষ্টিদিনের সহজ সরল কবিতা ।

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৫

খায়রুল আহসান বলেছেন: চমৎকার বৃষ্টিদিনের সহজ সরল কবিতা - কবিতাটা পড়ার জন্য ধন্যবাদ। কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

৭| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৩

ঋতো আহমেদ বলেছেন: 'কথার মালা' - সুন্দর বলেছেন। কবিতা লিখার মুহূর্তকে চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন।++

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৭

খায়রুল আহসান বলেছেন: কবিতা লিখার মুহূর্তকে চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন।++ - অনেক অনেক ধন্যবাদ, মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
অন্য কয়েকটি কবিতা লিখতে গিয়ে অনেক সময় অনেক কাটাকুটি করলেও, এ কবিতাটি কিন্তু একটানেই লেখা হয়েছে! :)
শুভকামনা রইলো---

৮| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণভাবে বুঝালেন কবি সহজসরল কথামালা কবিতার মান কমায় না বরঞ্চ সবার কাছে করে তুলে বোধগম্য।

সুন্দর কবিতা, মুগ্ধতা রইল কবিবর

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৫

খায়রুল আহসান বলেছেন: সহজসরল কথামালা কবিতার মান কমায় না বরঞ্চ সবার কাছে করে তুলে বোধগম্য - জ্বী হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। কবিতায় আমি এ কথাটাই বোঝাতে চেয়েছি।
মুগ্ধতা প্রকাশের জন্য অনেক ধন্যবাদ। কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

৯| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৪

স্রাঞ্জি সে বলেছেন: সহজ সরল কথাগুলো হয়ে উঠে একটি কবিতার প্রাণাত্মা।

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২২

খায়রুল আহসান বলেছেন: ঠিক বলেছেন। কবিতা পড়ে নিজস্ব ভাবনাটা এখানে শেয়ার করে যাবার জন্য অনেক ধন্যবাদ।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

১০| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২১

মোস্তফা সোহেল বলেছেন: এখন আর কবিতা লিখতে বসা হয় না :D
কবিতা ভাল লেগেছে ভাইয়া।্র

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩১

খায়রুল আহসান বলেছেন: কবিতা ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম।
এখন আর কবিতা লিখতে বসা হয় না কেন??
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

১১| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

১২| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় প্রানবন্ত কবিতা লিখেছেন।

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৮

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৩| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৫

কাওসার চৌধুরী বলেছেন:


কবিতায় ভাল লাগা; কবিতা হোক সহজপাঠ ও সালীল।

২৬ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা হোক সহজপাঠ্য ও সাবলীল - হ্যাঁ, তাই হোক! সেটাই একান্ত কাম্য। যাহাই সহজ ও সাবলীল, তাহাই সুন্দর!
অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

১৪| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৭

ভ্রমরের ডানা বলেছেন:


অনেকের মনের কথা একটানেই বলে ফেলেছেন কবি! গোল্ডেন টাচ!!!

২৬ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪২

খায়রুল আহসান বলেছেন: অনেকের মনের কথা একটানেই বলে ফেলেছেন কবি! গোল্ডেন টাচ!!! - অনেক ধন্যবাদ, এতটা উদার প্রশংসার জন্য।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

১৫| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩০

করুণাধারা বলেছেন: খুবই সহজ করে বলা।

তাই কবিতাটি পড়ে ভাল লাগল।

২৬ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৫

খায়রুল আহসান বলেছেন: তাই কবিতাটি পড়ে ভাল লাগলো - কবিতা পড়ার জন্য ধন্যবাদ। কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৬| ২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১১

সোহানী বলেছেন: সেটাইতো কথা...... যাই লিখবেন মনের খেরোখাতায় সেটাই গদ্য পদ্য কিছু একটা হবে। অযথা ভাবনা করে সময় কেন নষ্ট!!!!!!!!!!!!

২৬ শে জুলাই, ২০১৮ রাত ৯:১২

খায়রুল আহসান বলেছেন: যাই লিখবেন মনের খেরোখাতায় সেটাই গদ্য পদ্য কিছু একটা হবে। অযথা ভাবনা করে সময় কেন নষ্ট!!!!!!!!!!!! - ঠিক বলেছেন। এ নিয়ে অযথা ভাবনা করে কোন লাভ নেই। আর তা ছাড়া সরলতার একটা আলাদা মূল্য ও কদর আছে।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

১৭| ২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

মিথী_মারজান বলেছেন: মেঘের ভাবনার পসরা সাজানো নির্মল অনুভূতির প্রকাশ।
এখনকার বর্ষার মতই সহজ সরল আর ঝরঝরে একটি কবিতা।:)

২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৬

খায়রুল আহসান বলেছেন: মেঘের ভাবনার পসরা সাজানো নির্মল অনুভূতির প্রকাশ - এমন সুন্দর একটা কাব্যিক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। আর এর পরের আরো সুন্দর কথাটাতেও অনেক অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা---

১৮| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪১

অতঃপর হৃদয় বলেছেন: খুব সুন্দর। পড়ে ভালো লাগলো। :)

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৪

খায়রুল আহসান বলেছেন: আমার কোন লেখায় আপনি এই বুঝি প্রথম এলেন, - সুস্বাগতম!
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ’লাম।

২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

খায়রুল আহসান বলেছেন: ২৫-১০-২০১৫ তারিখে প্রকাশিত আপনার মায়ের আদর কবিতাটি পড়ে একটা মন্তব্য রেখে আসলাম।

১৯| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৪

অক্পটে বলেছেন: কবিতায় কিছু কথা এত সহজ করে বললেন যে মুগ্ধ হয়ে গেলাম।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৮

খায়রুল আহসান বলেছেন: কবিতায় কিছু কথা এত সহজ করে বললেন যে মুগ্ধ হয়ে গেলাম - সহজ কথাতেই কবিতা সুন্দর হয়। আপনার প্রশংসায় অনেক অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!!!

২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

খায়রুল আহসান বলেছেন: আপনার তিনি কেমন মন্ত্রী পোস্টে একটা মন্তব্য রেখে আসলাম।

২০| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৪

আখেনাটেন বলেছেন: কবিতার প্রতি আপনার একটি অসম্ভব ভালোলাগা আছে তা আপনার কোয়ালিটি কবিতা পাঠ করলে বুঝা যায়।সবাই কবিতা লিখতে পারে কিন্তু ভালো একটি কবিতা লেখা অনেক টাফ একটি জব আমার মনে হয়।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৯:০১

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রতি আপনার একটি অসম্ভব ভালোলাগা আছে তা আপনার কোয়ালিটি কবিতা পাঠ করলে বুঝা যায় - অনেক ধন্যবাদ, এতটা উদার প্রশংসার জন্য।
কবিতা দিয়েই আমি এ ব্লগযাত্রা শুরু করেছিলাম। তারপরে হাবিজাবি আরো অনেক কিছুই লিখেছি। সেগুলোর প্রায় সব কিছতেই আপনার সহৃদয় উপস্থিতি পেয়ে অনেক উৎসাহিত হয়েছি।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। বরাবরের মত মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

২১| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৫

সূচরিতা সেন বলেছেন: খুব ভালো লাগল।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১০:০০

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
আপনার প্রথম পোস্ট দেখিয়া বাসনা করিও পূরণ পড়ে সেখানে একটা মন্তব্য রেখে এলাম।

২২| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতা লিখতে আমারো ইচ্ছে করে। কিন্তু মন মতো লিখা হয়ে উঠে না।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪১

খায়রুল আহসান বলেছেন: চেষ্টা করে যান। ঠিকমত চেষ্টা করলে একদিন হবেই হবে! :)

২৩| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:৫৩

ইব্‌রাহীম আই কে বলেছেন: খুব সুন্দর লাগলো কবিতাটা।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

২৪| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৩:৩৯

চাঁদগাজী বলেছেন:


খুব ছোট বটফল থেকে বিশাল ছায়ার বটবৃক্ষের জন্ম হয়; সহজ কথাই সবাই বুঝে।

২৮ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৫১

খায়রুল আহসান বলেছেন: খুব ছোট বটফল থেকে বিশাল ছায়ার বটবৃক্ষের জন্ম হয় -- চমৎকার একটা উদাহরণ দিলেন। ধন্যবাদ।
সহজ কথাই সবাই বুঝে - জ্বী, এবং সহজ কথা দিয়েই সুন্দর কবিতা হয়।

২৫| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ২:৪০

ধ্রুবক আলো বলেছেন: আসলেই, একটানা একটা সম্পূর্ণ কবিতা লিখা হয়ে উঠে না।

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৬

খায়রুল আহসান বলেছেন: আমার মাঝে মাঝে হয়, এবং সেগুলো ভালই হয়! :)

২৬| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৫২

ধ্রুবক আলো বলেছেন: কিছু সহজ সরল কথাই তো কবিতা হয়ে যায়।
সহজ সরল কথাই একসময় সাজাতে অনেক কঠিন হয়ে যায়। সহজ সরল কথাটাও এক সময় মনের কঠিন ভাব তুলে ধরে।

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০০

খায়রুল আহসান বলেছেন: হ্যাঁ, আপনার কথাগুলো খুবই সত্য।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। বরাবরের মত মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

২৭| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৪

জাহিদ অনিক বলেছেন:

আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে
- এখানে এই তুমি'টা হচ্ছে কবিতা।
সুন্দর ভাবনা। একজন কবির যেমন ভাবনা হয়, তেমনই হয়েছে কবিতাটা।

২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১৪

খায়রুল আহসান বলেছেন: সুন্দর ভাবনা। একজন কবির যেমন ভাবনা হয়, তেমনই হয়েছে কবিতাটা - অনেক ধন্যবাদ, আপনার এমন সুন্দর ভাবনাটা এখানে শেয়ার করার জন্য।
কবিতা পড়াতে খুশী হয়েছি, মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।

২৮| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪১

কথাকথিকেথিকথন বলেছেন:




বরংচ আমার কবিতা লেখার সময় মনে হয় এই বুঝি সাহিত্যের সর্বনাশ!!

অসাধারণ ব্যাপারগুলো সাধারণ থেকেই আসে। কবিতার বেলায়ও তাই, ভাবনার কোণ এবং প্রকাশভঙ্গী অন্যতম অণুষঙ্গ।

একটানে লেখা কবিতা ভাল লেগেছে।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৬

খায়রুল আহসান বলেছেন: অসাধারণ ব্যাপারগুলো সাধারণ থেকেই আসে - চমৎকার বলেছেন।
কবিতা ভাল লেগেছে জেনে খুশী হ'লাম। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।

২৯| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫১

সামিয়া আক্তার শেহা বলেছেন: খুব সুন্দর কবিতা।

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪১

খায়রুল আহসান বলেছেন: আমার কোন লেখায় আপনি এই বুঝি প্রথম এলেন, সুস্বাগতম!
কবিতার প্রশংসায় এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ’লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

৩০| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৬

বিথী আক্তার বলেছেন: কবিতা পড়ে মুগ্ধ হলাম।

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫৪

খায়রুল আহসান বলেছেন: আমার কোন লেখায় আপনি এই বুঝি প্রথম এলেন, সুস্বাগতম!
কবিতা পড়ে মুগ্ধ হয়েছেন জেনে প্রীত ও অনুপ্রাণিত হ’লাম।
প্লাসের জন্য ধন্যবাদ।
শুভকামনা---

৩১| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা লেখার জন্য বসন্ত নয়,
চিরায়ত বাঙলার শ্রাবণ মেঘের বর্ষাই প্রকৃষ্ট সময়।
কবিতার পঙ্‌ক্তি হিসাবে কথাটি অসাধারণ। তবে, আমার কাছে মনে হয়, কবিতা লেখার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই; একটা পারিপার্শ্বিক ঘটনা আমার মনকে উসকে দিতে পারে যে-কোনো সময় কবিতা বা অন্য যে-কোনো 'সৃষ্টি'র জন্য; চাই শুধু একটা উপলক্ষ।

'সন্তুষ্টির শেষ বলে কিছু নেই।' সত্য কথা। তবে, আপনার কি স্যার এরকম কখনো হয়, একটা কবিতা, বা আর্টিকেল লেখার পর মনে হলো এটিই আপনার এ-যাবত লেখা শ্রেষ্ঠ রচনা? আমার ক্ষেত্রে প্রায় প্রতিটি লেখা শেষ হলেই মনে হয়, এটিই আমার শ্রেষ্ঠ কবিতা/গল্প; এরপর ধীরে ধীরে সময় বয়ে যায়; কোনো এককালে সামগ্রিক প্রেক্ষাপটে ঐ কবিতাটির স্থান পরিবর্তিত হতে থাকে। নজরুল তাঁর 'বিদ্রোহী' লেখার পর নাকি আনন্দ আর আবেগে লাফিয়ে উঠেছিলেন।

কিছু সহজ সরল কথাই তো কবিতা হয়ে যায়। এ কথাটি ভালো লেগেছে। আমরা প্রসিদ্ধ কবিতাগুলোর দিকে তাকালে দেখতে পাই, ওগুলোর মধ্যে কোনো জটিলতা নেই। প্রাঞ্জলতাই ঐসব কবিতার সাবলীলতা।

'এ অধমের' কথাটার বদলে অন্য কোনো কথা থাকলে আমার কাছে আরো ভালো লাগতো।

কবিতা লেখার মনোযাতনা নিয়ে কবিতা ভালো লাগলো স্যার।

শুভেচ্ছা রইল।

০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৪

খায়রুল আহসান বলেছেন: আমার কাছে মনে হয়, কবিতা লেখার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই; একটা পারিপার্শ্বিক ঘটনা আমার মনকে উসকে দিতে পারে যে-কোনো সময় কবিতা বা অন্য যে-কোনো 'সৃষ্টি'র জন্য; চাই শুধু একটা উপলক্ষ। - হ্যাঁ, আমার কাছেও তাই মনে হয়। পথে ঘাটে চলার পথে, যানজটে আটকা থাকা অবস্থায়, ফীলিং স্টেশনে, এমন বহু জায়গায় প্রতিকূল পরিবেশে বসে থেকেও কবিতা লিখেছি, উপলক্ষ পেয়ে গেছি বলে। তবে বাঙালীর মনে ষড়ঋতুর একটা প্রভাব থেকেই যায়, বিভিন্ন আঙ্গিকে। সেদিক থেকে শরৎ, বসন্ত ও বর্ষা অন্য তিনটে ঋতুর চেয়ে একটু অগ্রগণ্য। আমার কাছে শ্রাবনের ঘন বরষার সময়ই বাঙালীর মন সবচেয়ে বেশী কবিতা কাতর থাকে বলে মনে হয়।
একটা কবিতা, বা আর্টিকেল লেখার পর মনে হলো এটিই আপনার এ-যাবত লেখা শ্রেষ্ঠ রচনা? আমার ক্ষেত্রে প্রায় প্রতিটি লেখা শেষ হলেই মনে হয়, এটিই আমার শ্রেষ্ঠ কবিতা/গল্প; এরপর ধীরে ধীরে সময় বয়ে যায়; কোনো এককালে সামগ্রিক প্রেক্ষাপটে ঐ কবিতাটির স্থান পরিবর্তিত হতে থাকে - হ্যাঁ, এটাও আমার ক্ষেত্রে প্রায়ই হয়ে থাকে। সে কথাটাই কবিতায় বলতে চেয়েছি, তবে শুধু কবিতা লেখার সময়ই নয়, প্রায় সব লেখা লেখার সময়েই এমন ভাবনা মাথায় এসে ভিড় করে।
'এ অধমের' কথাটার বদলে অন্য কোনো কথা থাকলে আমার কাছে আরো ভালো লাগতো - বেশ তো, বদলে দিলাম কথাটা। এখন মনে হচ্ছে, আগের বাক্যটা সত্যিই একটু শ্রুতিকটু ছিল। অনেক ধন্যবাদ এ সাজেশনের জন্য।
সময় করে কবিতা পড়ে এখানে মন্তব্য রেখে যাবার জন্য আন্তরিক ধন্যবাদ।
অনেক, অনেক শুভকামনা....

৩২| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫১

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার , একরাশ ভাল লাগা

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:২৪

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

৩৩| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
একটা মহান কবিতা কবির আসলেই কি কখনো লেখা শেষ হয়।

আর হয়না বলেই অনেক কবিতার সৃষ্টি।

+++

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৪

খায়রুল আহসান বলেছেন: আমার মনে হয়, শুধু কবিই নন, কোন লেখকই তার কোন লেখা নিয়ে শেষ অবধি তৃপ্ত থাকতে পারেন না।
অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

৩৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ ভোর ৫:৫০

ইফতেখার ভূইয়া বলেছেন: বলার কথাগুলো কতটা সরলতায় প্রকাশ করলেন, তাই ভাবছি। মনে হচ্ছে এই জীবনে আমার আর "একটি" কবিতা লিখা হবেনা। ভাবনার কথাগুলো শব্দগুচ্ছ দিয়ে সরলভাবে সাজানোর স্বক্ষমতা সবার হয়তো থাকেনা, আমারও হয়তো নেই। আপনার কবিতা ভালো লাগলো। আপনার সুস্বাস্থ্য কমানা করছি।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৮

খায়রুল আহসান বলেছেন: একসাথে আমার দুটো কবিতা পড়লেন, মন্তব্য করলেন- বড় অনুপ্রাণিত হ'লাম।
অনেক অনেক ধন্যবাদ। মন্তব্যটা মন ছুঁয়ে গেল!

৩৫| ১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৬

জোহা প্রকাশন বলেছেন: শেষোক্ত লাইন দুটো ভাল লেগেছে ভীষণ ।

১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২২

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। কবিতার শেষ দু'লাইনের প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

৩৬| ১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৯

ফজলুল মল্লিক বলেছেন: ভালো লাগলো, কবি।

১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৪

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, প্রীত ও প্রাণিত হ'লাম।
আমার কোন লেখায় আপনি এই বুঝি প্রথম এলেন, - সুস্বাগতম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.