নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ

০৯ ই মে, ২০২২ বিকাল ৫:৫০


একটি নতুন প্রভাতের জন্মঃ ০৬ মে ২০২২, ০৭ঃ৪৭


গত ঈদের দিন সন্ধ্যায় ব্লগার জুন এ ব্লগে তার তোলা কয়েকটি ছবি নিয়ে একটি ছবি-ব্লগ পোস্ট করেছিলেন। তার সেই ব্লগটা আমি আজই সন্ধ্যায় (স্থানীয় সময়) দেখলাম ও পড়লাম। কাকতালীয়ভাবে গত এক মাসে আমিও অনেক ফুল, লতা-পাতা, জলকেলীরত হাঁস, পরিশ্রান্ত কাঠ-ঠোকরা, এমন কি উদাসী একটি কাকেরও ছবি তুলেছি। জুন এর দেয়া উৎসাহে উৎসাহিত হয়ে আমিও আমার তোলা কয়েকটা ছবি নিয়ে একটি ছবি-ব্লগ এখানে পোস্ট করলাম।

ছবি তোলার স্থানঃ ম্যারিওট ওয়াটার্স এলাকা এবং তার আশে পাশে, মেলবোর্ন, অস্ট্রেলিয়া। ছবিগুলো আমার সেলফোন ক্যামেরায় তোলা, ছবির শিরোনামগুলোও আমারই।


মেলবোর্ন, অস্ট্রেলিয়া
০৯ মে ২০২২


বিষণ্ণ সন্ধ্যায় একাকী দণ্ডায়মান একটি গাছ, এ গাছে বাস করে অসংখ্য ক্ষুদ্র পাখি। সকাল-সন্ধ্যায় তাদের সম্মিলিত কলতান শোনা যায়।
ছবি তোলার সময়ঃ ০২ এপ্রিল ২০২২, ১৭ঃ৫৮


"শান্ত নদীটি, যেন পটে আঁকা ছবিটি"....
ছবি তোলার সময়ঃ ০৩ মে ২০২২, ১৭ঃ৫৯


পথপাশে হাসিমুখে একেলা ড্যান্ডেলিওন
ছবি তোলার সময়ঃ ০৩ এপ্রিল ২০২২, ১৮ঃ০৩


"বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ" (কৃত্রিম বাঁশবাগান)....
ছবি তোলার সময়ঃ ০৫ এপ্রিল ২০২২, ১০ঃ১২


সজীব ও উজ্জ্বল.....
ছবি তোলার সময়ঃ ০৫ এপ্রিল ২০২২, ১০ঃ০৫


উজ্জ্বল ও প্রাণবন্ত.....
ছবি তোলার সময়ঃ ০৫ এপ্রিল ২০২২, ১০ঃ০০


সন্ধ্যায় ঘরে ফেরার প্রাক্কালে জলকেলীরত কিছু পাঁতিহাস
ছবি তোলার সময়ঃ ০২ এপ্রিল ২০২২, ১৮ঃ৩৫


পরিশ্রান্ত একটি কাঠ-ঠোকরা তার কোটর থেকে বের হয়ে এসে খাদ্য অনুসন্ধানরত।
ছবি তোলার সময়ঃ ১২ মে ২০২২, ১২:১১


প্রস্ফূটিত হলুদ গোলাপ
ছবি তোলার সময়ঃ ০৪ এপ্রিল ২০২২, ১১ঃ৩৮


'Cranbourne station' এ ট্রেন থেকে নেমে পেনিনসুলা প্রাইভেট হাসপাতালে যাবার জন্য বাসের অপেক্ষায় ছিলাম। একটি উদাসী কাক একাকী বসে বসে নীলাকাশটাকে দেখছিল। ইচ্ছে ছিল, এ ছবিটি তুলে ওর সামনে গিয়ে আরেকটা ছবি তুলবো। কিন্তু কাক হচ্ছে প্রখর ইন্দ্রিয় শক্তির অধিকারী একটি পাখি। যেই না এ ছবিটা তুললাম, ওর পেছন থেকে তুললেও ও সেটা টের পেয়ে উড়াল দিল। পাশে থাকা এক যাত্রী ভদ্রলোক মুচকি হেসে বললেন, 'আপনার সৌভাগ্য যে অন্ততঃ এই ছবিটি তোলার আগেই কাকটা উড়াল দেয় নি'।
ছবি তোলার সময়ঃ ২৬ এপ্রিল ২০২২, ১৪ঃ২৩


গাছ ও পাথর, তবে 'গাছপাথর' (বাগধারা) নয়! ইচ্ছে হয়, পাথরটার উপর বসে খানিক আকাশটাকে দেখে নেই....
ছবি তোলার সময়ঃ ০৯ মে ২০২২, ১২ঃ৩৪


ফাগুনের আগুন (আমাদের দেশের)! তবে এদের এখানে এখন ফাগুন বা বসন্ত নয়, এখন এখানে চলছে শরত-হেমন্ত, কোন কোন দেশে যেটাকে 'ফল' বলে।
ছবি তোলার সময়ঃ ২৭ এপ্রিল ২০২২, ১৭ঃ৫০


"ঝরা পাতা গো, আমি তোমারই দলে, অনেক হাসি, অনেক অশ্রুজলে"।
ছবি তোলার সময়ঃ ০৭ মে ২০২২, ১০ঃ১৮


"এক ঝাঁক উজ্জ্বল পায়রা..."
ছবি তোলার সময়ঃ ৩০ এপ্রিল ২০২২, ১১ঃ৫৮


মহাসড়কের সুউচ্চ ল্যাম্পপোস্টে বসে আছেন আরেক দার্শনিক পক্ষী
ছবি তোলার সময়ঃ ০২ মে ২০২২, ০৯ঃ৫৭


এই ছবিটার মাঝে অনেকে নিজের মনের প্রতিচ্ছবি খুঁজে পেতে পারেন
ছবি তোলার সময়ঃ ৩০ এপ্রিল ২০২২, ১২ঃ১৬


মাছ খেতে খেতে ক্লান্ত, তাই একটু বিশ্রামরত
ছবি তোলার সময়ঃ ০৫ মে ২০২২, ১৪ঃ৪০


করোনা কালের পাখিঃ সামাজিক দূরত্ব (সোশ্যাল ডিসট্যান্সিং) রক্ষা করে বসে থাকা এক সুখী দম্পতি
ছবি তোলার সময়ঃ ০৫ মে ২০২২, ১৪ঃ৫৬

মন্তব্য ৪৯ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:১২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সুন্দর।মন ভালো হয়ে গেল।

০৯ ই মে, ২০২২ রাত ৮:০৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্য পড়ে আমারও মনটা ভালো হয়ে গেল।

২| ০৯ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:১২

নজসু বলেছেন:



শান্ত নদীটা আমার মনকে অশান্ত করে দিলো যেন!

১০ ই মে, ২০২২ সকাল ৭:০৪

খায়রুল আহসান বলেছেন: কেন ভাই, এমন শান্ত নদীটাকে দেখে তো মনটাও খানিক শান্ত হয়ে যাবার কথা!
দ্বিতীয় মন্তব্য এবং প্রথম 'লাইক'টির জন্য অশেষ ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।

৩| ০৯ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:১৪

শায়মা বলেছেন: ছবি আর শিরোনাম অনেক অনেক ভালো লাগা ভাইয়া। :)

১০ ই মে, ২০২২ দুপুর ১:২৪

খায়রুল আহসান বলেছেন: আমার লেখা কোন পোস্টের শিরোনাম, কিংবা ছবিরও শিরোনামের যদি কেউ প্রশংসা করেন, আমি তাতে ভীষণ প্রীত হই। আমি নিজেও যখন অন্যের লেখা পোস্ট পড়ি, কিংবা তার ছবি ব্লগের ছবি দেখি, তখন শিরোনামটাও খেয়াল করি। শিরোনাম ভালো লাগলে সেটা এ্যাপ্রিশিয়েট করে লেখককে জানিয়ে দেই। আপনারও অনেক পোস্টের শিরোনাম আমার ভালো লেগেছে এবং আমি তা আপনার পোস্টে মন্তব্য করার সময় জানিয়ে দিয়েছি। সুতরাং বুঝতেই পারছেন, আপনার এই শিরোনামের ছোট্ট প্রশংসাটুকুতে আমি ভীষণ খুশি হয়েছি।

প্লাস এবং মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।

৪| ০৯ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: কৃত্রিম বাঁশবাগানের ছবি দেখে প্রথমে মনে করেছিলাম যে বাংলাদেশের কোন গ্রাম বা মফস্বলের ছবি বোধ হয়!

ভালো হয়েছে!

১০ ই মে, ২০২২ বিকাল ৩:২৬

খায়রুল আহসান বলেছেন: প্রথমদিন দেখে আমারও সেরকমটি মনে হয়েছিল। আর যতীন্দ্রমোহন বাগচী রচিত 'কাজলা দিদি' কবিতার এ ক'টি চরণের কথা মনে হচ্ছিলঃ
"বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
মাগো আমার শোলক্-বলা কাজলা দিদি কই?
পুকুর ধারে লেবুর তলে,
থোকায় থোকায় জোনাক জ্বলে,
ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই,
মাগো আমার শোলক্-বলা কাজলা দিদি কই?"

পুরো কবিতাটি আমি এখনো মুখস্ত বলতে পারি।

৫| ০৯ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০৮

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আহা ! মুগ্ধ হওয়ার মত সব ছবি। ছবি ব্লগ জজর কেড়েছে।

১০ ই মে, ২০২২ বিকাল ৪:১৭

খায়রুল আহসান বলেছেন: ছবির প্রশংসায় প্রীত ও প্রাণিত হ'লাম। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!
আপনি বুঝি এই প্রথম আমার কোন পোস্টে মন্তার করলেন। আমার ব্লগপাতায় আপনাকে সুস্বাগতম!

৬| ০৯ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: বৈচিত্রময় ছবিমালা ভালো লেগেছে।

১০ ই মে, ২০২২ বিকাল ৫:২৬

খায়রুল আহসান বলেছেন: আপনি হচ্ছেন ছবি-ব্লগ বিষয়ক গুরু। আপনার কাছে "বৈচিত্রময় ছবিমালা ভালো লেগেছে" মানে সেটা এক বিরাট কমপ্লিমেন্ট হিসেবে ধর্তব্য। অনেক ধন্যবাদ, আপনার এ ভালোলাগাটুকুর কথা এখানে জানিয়ে যাবার জন্য।

৭| ০৯ ই মে, ২০২২ রাত ৮:১৮

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,




হা..হা....হা... সোস্যাল ডিসট্যান্সিং !!!!!!!!!!! ছবির সাথে ক্যাপশান "সেইরাম" হয়েছে।
কাঠ-ঠোকরা পাখি যাকে বলেছেন সেটা দেখতে আমাদের পরিচিত কাঠ-ঠোকরাদের মতো বা তাদের কাজিনদের মতোও লাগছেনা!
আমাদের কাঠ-ঠোকরার সাথে মেলবন্ধন না হলেও মেলবোর্নিও প্রজাতি হতে পারে সম্ভবত!!!
নদীর ছবিটি আসলেই পটে আঁকা!

১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০৯

খায়রুল আহসান বলেছেন: কাঠ-ঠোকরার ছবিটি ঠিকমত তোলা যায় নি। আমি যতই তার দিকে এগোচ্ছিলাম, সে ততই সরে সরে যাচ্ছিল। দূর থেকে তুলতে হয়েছিল। ভবিষ্যতে একটা ভালো ছবি তুলতে পারলে এটাকে রিপ্লেস করে দেবনে।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

৮| ০৯ ই মে, ২০২২ রাত ৯:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: রেস্পেক্টেড স্যার,

সবগুলো ছবি ও ক্যাপশন খুব ভালো হয়েছে। তবে সবচেয়ে ভালো লেগেছে একদম শেষ হয়েছে সোশ্যাল ডিসটেন্স মেনে চলা পক্ষী যুগলকে দেখে।++
পোস্টে পঞ্চম প্লাস।
শ্রদ্ধা ও শুভেচ্ছা স্যার আপনাকে।

১১ ই মে, ২০২২ ভোর ৫:০৮

খায়রুল আহসান বলেছেন: পাখিরা সাধারণতঃ নিজেদের মধ্যে এতটা দূরত্ব রেখে বসে না। ওদের বসার দূরত্ব এবং স্টাইলটা দেখে আমার তাৎক্ষণিকভাবে করোনাজনিত 'সোস্যাল ডিসট্যান্সিং' এর কথাটাই মনে এসেছিল।

মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

আপনার ভাঙা হাত ও পায়ের বর্তমান অবস্থা কেমন? চলাফেরা বন্ধ রেখেছেন এখন অব্দি?

৯| ১০ ই মে, ২০২২ রাত ১২:১২

ঢুকিচেপা বলেছেন: বর্ণনার সঙ্গে ছবিগুলো দেখতে ভালো লাগলো।

১১ ই মে, ২০২২ বিকাল ৪:৪৪

খায়রুল আহসান বলেছেন: "বর্ণনার সঙ্গে ছবিগুলো দেখতে ভালো লাগলো" - তাই? যাক, এ কথাটা এখানে বলে গেলেন বলে আমারও ভালো লাগল।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

১০| ১০ ই মে, ২০২২ রাত ১২:২৫

রাজীব নুর বলেছেন: সুন্দর ছবি ব্লগ।

আপনি কেমন আছেন? দীর্ঘদিন লকাপে ছিলাম আজই মুক্তি পেয়েছি।
আমার কন্যাকে নিয়ে বেশ কয়েক পর্ব লিখে ফেলেছি। কিন্তু পোষ্টে আপনাকে পাইনি।

১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৩২

খায়রুল আহসান বলেছেন: আপনার দুই কন্যাকে নিয়ে লেখা আজকের পোস্টটি পড়ে এখনই একটা মন্তব্য রেখে আসলাম।

১১| ১০ ই মে, ২০২২ রাত ৩:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

১১ ই মে, ২০২২ রাত ৮:১৭

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা....

১২| ১০ ই মে, ২০২২ ভোর ৬:০৬

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো ছবি ও কথা।

১২ ই মে, ২০২২ রাত ৩:৫৫

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, ভালো লাগার কথাটা এখানে জানিয়ে যাবার জন্যে। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।

১৩| ১০ ই মে, ২০২২ সকাল ৯:০৩

জুন বলেছেন: আমার দেয়া উৎসাহে উৎসাহিত হয়ে আপনি তো দেখছি বাজিমাত করলেন খায়রুল আহসান। অসাধারণ সুন্দর হয়েছে বিশেষ করে ক্যাপশনগুলো। পিছন ফিরে থাকা কাকা, হাইওয়ের ল্যাম্পপোস্ট এ বসে থাকা দার্শনিক পাখিটি ছাড়াও মাছ খেতে খেতে ক্লান্ত ডাহুক নাকি পানকৌড়ি আর স্যোশাল ডিসটেন্স মেইনটেইন করা পায়রা দুটো অসাধারণ। আপনি শুধু একটু এডিট করে দিলেই আর কিচ্ছু লাগতো না। অনেক অনেক ভালো লাগা রইলো :)
+

১২ ই মে, ২০২২ দুপুর ২:৫৩

খায়রুল আহসান বলেছেন: বাজিমাত যদি করেও থাকি, এর ক্রেডিট তো আপনার, কারণ আমি এবারে অস্ট্রেলিয়ায় আসার পর আপনি দু'বার আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ায় ঘোরাঘুরি নিয়ে কিছু লেখার জন্য। আর তা ছাড়া আপনার ছবি ব্লগের সাবজেক্টগুলো অনেকাংশে আমারগুলোর সাথে মিলে যাওয়াতেও আমি উদ্বুদ্ধ হয়েছি আমার ছবিগুলোও শেয়ার করতে।

"অসাধারণ সুন্দর হয়েছে বিশেষ করে ক্যাপশনগুলো" - অশেষ ধন্যবাদ। ক্যাপশনের প্রশংসায় আমি একটু বেশিই প্রীত হই। :) তাই মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৪| ১০ ই মে, ২০২২ সকাল ৯:৩৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ দারুণ ছবি। ভালোলেগেছে।

১২ ই মে, ২০২২ বিকাল ৩:৪৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, প্রীত হ'লাম।

১৫| ১০ ই মে, ২০২২ সকাল ১০:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছবি ও কথামালায়+++

১২ ই মে, ২০২২ বিকাল ৫:৩৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

১৬| ১০ ই মে, ২০২২ দুপুর ২:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

ছবি আর ভাবনার দারুন মেলবন্ধন ক্যাপশনে
দেখার দৃষ্টি বদলে যায়
ভাবনারা আরো ভাববার খোরাক পায় :)

ভাল লাগা রইলো
+++

১২ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:১৮

খায়রুল আহসান বলেছেন: আপনার চমৎকার মন্তব্যটির জন্য অশেষ ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।

১৭| ১০ ই মে, ২০২২ বিকাল ৫:৩৮

রায়হান চৌঃ বলেছেন: একটা জাপানিজ লাল ম্যপল এর চারা যোগাড় করতে চাই.... অনেক পুরোনো আখাংকা বলতে পারেন... কেউ কি আমাকে সাজেষ্ট করতে পারবেন কি ভাবে পেতে পারি ?

১৩ ই মে, ২০২২ ভোর ৪:৩৬

খায়রুল আহসান বলেছেন: আশা করছি, কেউ না কেউ আপনার সাহায্যে এগিয়ে আসবেন। আপাততঃ আমি এ বিষয়ে কিছু করতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি।

১৮| ১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো দেখে অনেক ভাল লাগল।

১৩ ই মে, ২০২২ সকাল ৯:২১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্য পড়ে আমারও ভালো লাগল।
প্লাসে অনুপ্রাণিত।

১৯| ১১ ই মে, ২০২২ সকাল ৯:১৮

মিরোরডডল বলেছেন:




পাঁতিহাসের জলকেলী, উদাসি কাক, ফাগুনের আগুন,
দার্শনিক পক্ষী, সামাজিক দূরত্ব এই ছবিগুলো ভালো লেগেছে ।




১৩ ই মে, ২০২২ বিকাল ৩:২০

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, পোস্ট পাঠ এবং মন্তব্যের জন্য। উল্লেখিত ছবিগুলো আপনার ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম।

২০| ১২ ই মে, ২০২২ সকাল ৯:৩৫

সোহানী বলেছেন: উফ্... আপনার ছবি দেখে বেড়িয়ে ইচ্ছে করছে।

যাবো যাবো এই ইউকেই যাবো। আপনি শুধু ঘুরে বেড়াবেন তা হবে না তৈরী, আমিও আছে.........হাহাহাহা।

ছবি সহ শিরোণামে অবশ্যই ভালোলাগা।

১৩ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:১৭

খায়রুল আহসান বলেছেন: "ছবি সহ শিরোণামে অবশ্যই ভালোলাগা" - অনেক ধন্যবাদ জানাচ্ছি, ছবি ও শিরোনামের প্রতি আপনার ভাললাগা প্রকাশের জন্য।

আপনি কোথায় বেড়াতে যাচ্ছেন? যেখানেই যান, আনন্দের সাথে বেড়ানো উপভোগ করুন এবং ফিরে এসে পোস্ট লিখে আমাদের সাথে তা শেয়ার করবেন।

২১| ১৩ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:২৩

খায়রুল আহসান বলেছেন: @জুন এবং @আহমেদ জী এস,
কথা মত কাঠ ঠোকরার ছবিটা বদলে দিলাম।

২২| ১৩ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: অসম্ভব সুন্দর। নস্টালজিক।

১৪ ই মে, ২০২২ রাত ৮:০৪

খায়রুল আহসান বলেছেন: উদার প্রশংসায় প্রীত ও প্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

২৩| ১৪ ই মে, ২০২২ রাত ৮:৫২

নীল বরফ বলেছেন: কেমন আছেন আপনি? ছবিগুলো কিন্ত বেশ তুলেছেন,চিরচেনা মেলবোর্নকে তুলে ধরেছেন। এখানে শীত আসি আসি করছে এখন, সবুজ পাতাগুলো রং পালটে ঝরে পরতে শুরু করেছে। এবার কিন্ত শীত একটু দেরী করেই আসছে।
আপনি এখানে যে পাখিটিকে কাঠ ঠোকরা বলছেন ওটা আসলে এখানকার নেটিভ ঘুঘু। আমি অবশ্য আদর করে রাজঘুঘু বলে ডাকি এদের উড়ার দক্ষতা দেখে। সোজা হেলিকাপ্টারের মতো খাড়া উড়ে যেতে পারে বিপদের গন্ধ পেলে। মাটিতে নেমে খাবার খোজার সময় অত্যন্ত চটপটে থাকে। আমি এদেরকে উড়ন্ত অবস্থায় Peregrine falcon (বাংলা নামটা আসলে জানি না) কেও এক-দুবার ডজ দিতে দেখেছি। এদের স্থানীয় নাম হলো ঃ Crested Pigeon (Ocyphaps lophotes)।
Crested Pigeon

" এক ঝাক উজ্জল পায়রা" শিরোনামে এগুলো আসলে নেটিভ Cockatoo। দল বেধে চলাচল করে এরা। সাধারনত বৃষ্টির পরে নরম মাটি খুড়ে নানা কীট-পতঙ্গ খেয়ে থাকে। আগের পোস্টে বলেছিলেন ভোরে নাম না জানা এক পাখির গানের কথা। যদি আমার হিসাবে ভুল না হয়ে থাকে তাহলে ওটা ছিলো Common blackbird। শহুরে এলাকাগুলোতে ভোর ফুটে উঠে এদের অলৌকিক গায়কি সুরে। কারন হলো AUSTRALIA’S BIRDS are among the most intelligent and beautiful in the world. In fact, scientists understand that modern songbirds evolved in East Gondwana (now Australia) millions of years ago, eventually spreading across the world.
অস্ট্রেলিয়ানজিওগ্রাফিক

সামাজিক দূরত্নে শিরোনামে যে সুখী পাখি দম্পতি দেখা যাচ্ছে ওদের নাম হলো "The galah (Eolophus roseicapillus), also known as the pink and grey cockatoo or rose-breasted cockatoo"।
Galah Cocktatoo

"মাচ খেতে খেতে ক্লান্ত" শিরোনামে যে পাখিটি দেখা যাচ্ছে ওটার নাম হলোঃ Purple Swamphen (Porphyrio porphyrio)
Purple Swamphen

ঈদ কেমন গিয়েছে আপনার? কোথায় নামাজ পড়তে গিয়েছিলেন?
আপনি ভালো থাকবেন।

কেমন আছেন আপনি? ছবিগুলো কিন্ত বেশ তুলেছেন,চিরচেনা মেলবোর্নকে তুলে ধরেছেন। এখানে শীত আসি আসি করছে এখন, সবুজ পাতাগুলো রং পালটে ঝরে পরতে শুরু করেছে। এবার কিন্ত শীত একটু দেরী করেই আসছে।
আপনি এখানে যে পাখিটিকে কাঠ ঠোকরা বলছেন ওটা আসলে এখানকার নেটিভ ঘুঘু। আমি অবশ্য আদর করে রাজঘুঘু বলে ডাকি এদের উড়ার দক্ষতা দেখে। সোজা হেলিকাপ্টারের মতো খাড়া উড়ে যেতে পারে বিপদের গন্ধ পেলে। মাটিতে নেমে খাবার খোজার সময় অত্যন্ত চটপটে থাকে। আমি এদেরকে উড়ন্ত অবস্থায় Peregrine falcon (বাংলা নামটা আসলে জানি না) কেও এক-দুবার ডজ দিতে দেখেছি। এদের স্থানীয় নাম হলো ঃ Crested Pigeon (Ocyphaps lophotes)।
Crested Pigeon

" এক ঝাক উজ্জল পায়রা" শিরোনামে এগুলো আসলে নেটিভ Cockatoo। দল বেধে চলাচল করে এরা। সাধারনত বৃষ্টির পরে নরম মাটি খুড়ে নানা কীট-পতঙ্গ খেয়ে থাকে। আগের পোস্টে বলেছিলেন ভোরে নাম না জানা এক পাখির গানের কথা। যদি আমার হিসাবে ভুল না হয়ে থাকে তাহলে ওটা ছিলো Common blackbird। শহুরে এলাকাগুলোতে ভোর ফুটে উঠে এদের অলৌকিক গায়কি সুরে। কারন হলো AUSTRALIA’S BIRDS are among the most intelligent and beautiful in the world. In fact, scientists understand that modern songbirds evolved in East Gondwana (now Australia) millions of years ago, eventually spreading across the world.
অস্ট্রেলিয়ানজিওগ্রাফিক

সামাজিক দূরত্নে শিরোনামে যে সুখী পাখি দম্পতি দেখা যাচ্ছে ওদের নাম হলো "The galah (Eolophus roseicapillus), also known as the pink and grey cockatoo or rose-breasted cockatoo"।
Galah Cocktatoo

"মাচ খেতে খেতে ক্লান্ত" শিরোনামে যে পাখিটি দেখা যাচ্ছে ওটার নাম হলোঃ Purple Swamphen (Porphyrio porphyrio)
Purple Swamphen

ঈদ কেমন গিয়েছে আপনার? কোথায় নামাজ পড়তে গিয়েছিলেন?
আপনি ভালো থাকবেন।


আমার তোলা,

১৫ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৩০

খায়রুল আহসান বলেছেন: আপনাকে অনেক, অনেক ধন্যবাদ, আপনার পাখি-জ্ঞান দিয়ে আমার এ পোস্টটাকে সমৃদ্ধ করার জন্য, @নীল বরফ
আমি ভালো আছি। আশাকরি, আপনিও সপরিবারে ভালো আছেন।

এবার কিন্ত শীত একটু দেরী করেই আসছে - আমি ২০২০ এ যখন এ দেশে এসেছিলাম, তখন ছিল গ্রীষ্মকাল। দিন বড় ছিল, আবহাওয়া চমৎকার ছিল, বলতে গেলে প্রায় প্রতিদিনই রৌদ্রকরোজ্জ্বল দিন পেতাম। এর বহু আগে ২০০১ এ একবার এসেছিলাম মাত্র সপ্তাহ দুয়েকের জন্য, তখন ভরা শীত ছিল, জুলাই মাসের দ্বিতীয়ার্ধ্বে। আর এবারে আসলাম এ দুয়ের মাঝের এক সময়ে, যখন গ্রীষ্মকাল যাচ্ছে আর শীত আসি আসি করছে। ইতোমধ্যে কয়েকদিন কাটিয়েছি যেদিন সারাদিনে একবারও সূর্যের দেখা পাইনি। এমন দিনে আকাশের সাথে সাথে মনটাও কেমন জানি বিষণ্ণ থাকে।

"আপনি এখানে যে পাখিটিকে কাঠ ঠোকরা বলেছেন ওটা আসলে এখানকার নেটিভ ঘুঘু" - এই পাখিটির ব্যাপারে ব্লগার জুন এবং আহমেদ জী এস ভিন্নমত প্রকাশ করেছিলেন। আপনার চমৎকার ব্যাখ্যাটি এবং সাথে দেয়া লিঙ্কটি পড়ে আমি নিশ্চিত হ'লাম যে আসলে আপনি এবং ওনারাই সঠিক, আমারই ভুল ছিল ঐ তথ্যটা। আমার এ ভুলটি সংশোধন করে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

"এক ঝাক উজ্জল পায়রা" কথাটা আসলে একটি গানের লাইন থেকে নিয়েছিলাম। আমার এর আগের একটি পোস্টে আপনি জানিয়েছিলেন, ওগুলো আসলে পায়রা নয়, 'নেটিভ কাকাতুয়া'। কথাটা আমার মনে ছিল, তবুও ছবিটা দেয়ার সময় ঐ গানের লাইনটাই আমার মাথায় ঘুরছিল। সেজন্যেই উদ্ধৃতি চিহ্নের মধ্যে লাইনটা রেখেছি এবং কথার শেষে ডট ডট চিহ্ন দিয়ে বুঝিয়েছি, এর পরেও আরো কথা আছে লাইনটির সাথে।

'Galah কাকাতুয়া' সম্বন্ধে আমার কোন ধারণাই ছিল না। আপনার দেয়া লিঙ্কটা ধরে অনেক কিছু জানতে পারলাম। একই কথা 'Purple Swamphen' সম্বন্ধেও বলতে হয়। আপনার লিঙ্কে যে ছবিটি দেয়া আছে, একই পাখি ছিল আমার পোস্টের "মাছ খেতে খেতে ক্লান্ত" পাখিটাও।

এখানে আমার ছেলের বাসায় বেড়াতে এসেছি। পারিবারিকভাবে ঈদ ভালোই কেটেছে। ওদের ঘরে সদ্যজাত এক অতিথি এসেছে, ওদের প্রথম সন্তান, ঈদের দিন যার বয়স ছিল মাত্র নয় দিন। ওদেরকে নিয়ে বেশ আনন্দেই কেটেছে ঈদের দিনটা। ঈদের জামাত পড়েছি এখানকার স্থানীয় 'নূর সেন্টার' কর্তৃক আয়োজিত 'বাল্লা বাল্লা কমিউনিটি সেন্টার' এর ভাড়াকৃত হলরুমে।

অনেক কথা হলো। আচ্ছা, মেলবোর্নে কি আপনি ছাড়া সামু'র অন্য কোন ব্লগার বসবাস করেন?

ভালো থাকুন, শুভকামনা....

২৪| ১৬ ই মে, ২০২২ রাত ২:১৫

ডঃ এম এ আলী বলেছেন:



উপড়ে আকাশ
নীচে এক ঝাক
উচ্ছল পায়রা
চারিদিকে সবুজ
প্রবাহিত নদী
ভাসমান হাস
জোড়া পাখী
ফুল লতা পাতা
সুন্দর শিলা পাথর
ভিতরে শান্তুি
সুন্দর ছবি ব্লগ
হৃদয়ে দেয় প্রশান্তি ।

শুভেচ্ছা রইল

১৬ ই মে, ২০২২ বিকাল ৩:৩৯

খায়রুল আহসান বলেছেন: ছবি-ব্লগের সাবজেক্টগুলো নিয়ে,
বেশ সুন্দর একটি কবিতা রচনা করে ফেলেছেন,
পোস্টে মন্তব্য করতে গিয়ে।

মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হলাম। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা! আপনার ব্যাকপেইন এর অবস্থা এখন কেমন? দ্রুত আরোগ্য কামনা করছি।

২৫| ১৬ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৩২

নীল-দর্পণ বলেছেন: প্রতিটি ছবিই খুব সুন্দর তবে প্রথম তিনটি বেশি ভালো লেগেছে। ধারাবাহিক ভাবে দেখলে মনে হয় যেন একটি দিনের শুরু হচ্ছে<মধ্য দুপুর< শেষ বিকেল। শান্ত স্নিগ্ধ নদীটি যেন একমনে বয়ে যাচ্ছে, কেউ চাইলে তার পাশে বসে ভালো লাগার সময় কাটিয়ে যেতে পারে কেউ চাইলে দুঃখের গল্পও বলে যেতে পারে, নদীটি বসে আছে সবার সব কথা শোনার জন্যে।

খুব ভালো লেগেছে ছবি ব্লগ। :)

১৭ ই মে, ২০২২ দুপুর ২:৪৫

খায়রুল আহসান বলেছেন: "কেউ চাইলে তার পাশে বসে ভালো লাগার সময় কাটিয়ে যেতে পারে কেউ চাইলে দুঃখের গল্পও বলে যেতে পারে, নদীটি বসে আছে সবার সব কথা শোনার জন্যে" - খুবই চমৎকার একটি অনুভূতির ব্যঞ্জনা প্রকাশ পেয়েছে আপনার এই কাব্যিক পর্যবেক্ষণটির মাধ্যমে!

পোস্ট পাঠ, মন্তব্য এবং 'লাইক' এর জন্য অশেষ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.