নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ সেই ক্ষণে

১৬ ই জুলাই, ২০২৩ রাত ২:০৪

চশমাটা হয়তো টেবিলে
নয়তো মেঝেতে চেয়ারের পাশে পড়ে থাকবে,
ডাঁটখোলা অবস্থায়ই, আনফোল্ডেড।
ল্যাপটপের মনিটরটা হয়তো ওঠানোই থাকবে,
উৎসুক কেউ হয়তো এক নজরে দেখে নিতে চাইবে,
কবি ঐ সময়ে ঠিক কী ভাবছিলেন!

এক তৃতীয়াংশ কফি হয়তো রয়ে যাবে কাপটাতে,
ডায়েরীর পাতার ভাঁজে ভাঁজে ছোট ছোট চিরকুট,
ওভাবেই রবে!
ইউটিউবের গানটা চলতে চলতে থেমে যাবে একসময়;
কিন্তু মনিটরের পর্দায় গানের স্থিরচিত্রটা ভেসে থাকবে।
মানুষ ভেবে একসময় অবাক হবে,
এত ক্ষুদ্র পরিসরেও,
কবির চিন্তা, মনন ও বিচরণ জগদ্ব্যাপী কতটা বিস্তৃত ছিল!


রিজাইনা, সাচকাচুয়ান, কানাডা
১৫ জুলাই ২০২৩

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০২৩ সকাল ১০:১৫

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক অনুপ্রেরণা পেলাম কবি দা
ভাল ও সুস্থ থাকবেন----------

১৭ ই জুলাই, ২০২৩ রাত ১:১০

খায়রুল আহসান বলেছেন: অনুপ্রেরণা পেয়েছেন? যাক অনেকের মত বিমর্ষ বোধ করেননি জেনে প্রীত হলাম। শুভকামনার জন্য ধন্যবাদ।

২| ১৬ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৩১

বাকপ্রবাস বলেছেন: পরিবেশটা আমাদের ধরিয়ে দিয়ে চিন্তাটা কবির কাছেই রয়ে গেল, ছুতে পারা গেলনা।

১৭ ই জুলাই, ২০২৩ রাত ৯:০৫

খায়রুল আহসান বলেছেন: কবিগণ তাদের লেখায় সাধারণ মানুষেরই চিন্তা ভাবনার প্রতিনিধিত্ব করেন।

৩| ১৬ ই জুলাই, ২০২৩ দুপুর ১:১১

শেরজা তপন বলেছেন: কবিতায় বড় ধরনের বিচ্ছেদের আভাস তবে এই অন্তিম কালে কবির ব্যাপক বিস্তৃত মনোজগতের খোঁজ পাওয়া গেলে সেটা কম বড় পাওনা নয়।

১৭ ই জুলাই, ২০২৩ রাত ১১:৪৯

খায়রুল আহসান বলেছেন: অনাগত বিশেষ একটি ক্ষণকে নিয়ে ভাবছিলাম। সেখান থেকেই এ কবিতার সৃষ্টি, আর কিছু নয়।
কবিদের মনোজগত অনেক বিস্তৃত এ কথা সত্য। তবে কবিরা তাদের চিন্তা ভাবনার সব কথা প্রকাশ করে যান না, যেতে পারেন না।

৪| ১৬ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৩৬

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১৮ ই জুলাই, ২০২৩ রাত ৮:৪৬

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।

৫| ১৬ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: সময়ের সারণী বেয়ে অনুভূতিরা এভাবেই স্মৃতির পাতায় ধুসর পান্ডুলিপি হয়ে রয়ে যাক। কবিতা ভালো হয়েছে স্যার।দেশে কবে নাগাদ ফিরছেন?

১৮ ই জুলাই, ২০২৩ রাত ১১:৫৮

খায়রুল আহসান বলেছেন: বড় সুন্দর এই কাব্যিক মন্তব্যটির জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি।
সেলফোন দিয়ে আপনার ব্লগিং এর সমস্যাটি কি ঠিক হয়েছে?

৬| ১৬ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৩৩

গেঁয়ো ভূত বলেছেন: কবি, আপনার মনোজগতে কি অন্তিম বিচ্ছেদের ভাবনা কাজ করছে? নাকি নিছক কাব্য ভাবনা? কবিতাটা পড়তে গিয়ে মনের মধ্যে কেমন জানি অজানা ভয় কাজ করছিল।

১৯ শে জুলাই, ২০২৩ সকাল ১১:২৯

খায়রুল আহসান বলেছেন: এ ভাবনাটা অনেক আগে থেকেই মাঝে মাঝে মনোজগতে প্রবেশ করে তার উপস্থি্তি জানান দিয়ে যায়।
দেরিতে হলেও, আপনার স্মৃতিকথার প্রথম পোস্টটিতে একটি মন্তব্য রেখে এসেছিলাম।

৭| ১৭ ই জুলাই, ২০২৩ রাত ১১:৫৭

মুক্তা নীল বলেছেন:
মৃত্যুর কথা স্মরণ করেন ঠিক আছে কিন্তু আমরা সবাই চাই আপনি আরো বহুদিন আমাদের মাঝে বেঁচে থাকুন লিখুন । কিছু কিছু সত্য মেনে নিতে আসলে কষ্ট লাগে , থাক বাদ দিন আনন্দে থাকুন , ভালো থাকুন ,সুস্থ থাকুন সবসময় এই দোয়া করি ।

২০ শে জুলাই, ২০২৩ রাত ১:৩৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার এ মনস্পর্শী মন্তব্যটির জন্য এবং প্লাসের জন্য।

৮| ১৮ ই জুলাই, ২০২৩ রাত ১২:০২

করুণাধারা বলেছেন: কবিদের চিন্তা, মনন ও বিচরণ তো কোনো নির্দিষ্ট দিক মেনে চলে না। সুতরাং মনিটরে স্থির হয়ে থাকা ছবি দেখে, কবির মন কোন দিকে ধায় অনুসন্ধিৎসা মন তার সন্ধান করতেই পারে...

২০ শে জুলাই, ২০২৩ সকাল ১১:৫১

খায়রুল আহসান বলেছেন: জ্বী, তা পারে বৈকি। কোন দ্বিমত নেই।
মন্তব্য ও প্লাসের জন্য অনেক ধন্যবাদ।

৯| ৩০ শে জুলাই, ২০২৩ রাত ৯:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: না স্যার ঠিক হয়নি। আমার ফেসবুক আইডি দিয়ে ঢুকছি। কিন্তু প্রচন্ড স্লো।একটা কমেন্ট করে প্রকাশ করতে গিয়ে একে তো চাকা ঘুরতে ই থাকে। অনেক পরে কমেন্ট প্রকাশ হয়। আবার কখনো চাকা ঘোরা বন্ধ হলে মোবাইল ভার্সন হয়ে যাচ্ছে।আর ডেক্সটপ থেকে আমি কমফোর্ট ফিল করতে পারছিনা।

৩০ শে জুলাই, ২০২৩ রাত ১১:২৭

খায়রুল আহসান বলেছেন: এত অসুবিধা মোকাবিলা করে আপনি এখনও ব্লগিং চালিয়ে যাচ্ছেন, এজন্য আপনি সত্যি সত্যিই ধন্যবাদার্হ।
শুভকামনা....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.