নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ কত যে কথা!

০৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪১



কত কথা যে মানুষের বুকে চাপা পড়ে থাকে,
মানুষের কত অব্যক্ত কথা বাতাসে উবে যায়!
নিজভাষী পরভাষী সব মানুষের মূল ভাষা এক,
সে ভাষাও তো বুঝতে শিখেছি, পড়তে শিখেছি
তাদের বাঙ্ময় চোখমুখের নীরব অভিব্যক্তি থেকে।
তবুও না শোনা কত কথাই যে অশ্রুত রয়ে গেল,
শুধু কিছু কিছু কথা গান হয়ে ইথারে ছড়িয়ে গেল।
আহা, যদি সবার সব কথাগুলো শুনতে পারতাম!

কত কথা যে আমি নিজেই বলতে চেয়েছিলাম-
মৌন মানুষের কাছে, শান্ত সরোবরের কাছে,
আঁকাবাঁকা বয়ে চলা হাস্যোজ্জ্বল ঝর্ণার কাছে,
সোনালী ডানার চিলের কাছে, স্থাণু বৃক্ষের কাছে,
দোলায়িত পুষ্পের কাছে, চঞ্চল শিশুর কাছে,
নীরবে বুক পেতে থাকা সর্বংসহা পথের কাছে!
কিন্তু কত কথা তো বুকেই চাপা পড়ে থাকলো!
আহা, যদি সব কথাগুলো তাদের শুনাতে পারতাম!


ঢাকা
০৬ নভেম্বর ২০২৩


সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ের একটি ঝর্না
০৪ অক্টোবর ২০২৩, সকাল ১০-১৫


সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ের একটি ঝর্না
০৪ অক্টোবর ২০২৩, সকাল ১০-২৩

মন্তব্য ৪০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:১২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৪

খায়রুল আহসান বলেছেন: প্রশংসায় এবং প্লাসে প্রাণিত হ'লাম। +
অনেক ধন্যবাদ।

২| ০৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৮

কাছের-মানুষ বলেছেন: কবিতাটি হৃদয়গ্রাহী লিখেছেন বরাবরের মতই সাথে হাওড়ের ছবি-দুটিও সুন্দর।

০৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১০

খায়রুল আহসান বলেছেন: কবিতা এবং ছবিগুলোর প্রশংসায় প্রীত হ'লাম, প্রাণিত হ'লাম।
অনেক ধন্যবাদ।

৩| ০৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ছবি গুলি সুন্দর হয়েছে।

০৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৪

খায়রুল আহসান বলেছেন: আপনার মত একজন উত্তম ছবিয়ালের কাছ থেকে ছবিগুলোর প্রশংসা পেয়ে প্রীত হ'লাম।
অনেক ধন্যবাদ।

৪| ০৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫৯

সোনাগাজী বলেছেন:


সবকিছুই সুন্দর হয়েছে।
কবিরা যুদ্ধ টুদ্ধ বিরোধী হয়, আপনি এই নিয়ে কিছু ভাবেন? আপনি কি আমাদের গ্রহে থাকেন?

০৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৬

খায়রুল আহসান বলেছেন: আপাততঃ আপনাদের গ্রহ থেকে একটু দূরেই আছি।

৫| ০৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১১

শূন্য সারমর্ম বলেছেন:

মানুষ নিজের সাথে কথা বলাটাই খেয়াল রাখতে পারে না।

০৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৮

খায়রুল আহসান বলেছেন: "মানুষ নিজের সাথে কথা বলাটাই খেয়াল রাখতে পারে না" - তাই তো!

৬| ০৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৫

মোস্তফা সোহেল বলেছেন: মুখে কথার ফুলঝুরি অথচ বুকের মাঝে কথার পাহাড়!
আমাদের মুখের চেয়ে বুকের মাঝেই কথা হয়তো বেশি থাকে।
কবিতা ভাল লেগেছে+++

০৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২৩

খায়রুল আহসান বলেছেন: "আমাদের মুখের চেয়ে বুকের মাঝেই কথা হয়তো বেশি থাকে" - কথাটা সত্য হলেও, সবার প্রতি সমভাবে প্রযোজ্য নয়। কারো থাকে অনেক বেশি, কারো অনেক কম। তবে মোটের উপর কমবেশি সবারই থাকে।
মন্তব্য এবং প্লাসের জন্য ধন্যবাদ।

৭| ০৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২২

মিরোরডডল বলেছেন:



তিনটা ছবির মাঝেই প্রশান্তি আছে।

সেটাই, একজীবনে কত না বলা কথা থাকে।
যেটা কখনও বলা হয়ে উঠে না!




০৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২৯

খায়রুল আহসান বলেছেন: "একজীবনে কত না বলা কথা থাকে। যেটা কখনও বলা হয়ে উঠে না"! - শোনাও হয়ে ওঠে না!
"তিনটা ছবির মাঝেই প্রশান্তি আছে" - ছবি দেখে এই প্রশান্তিটুকু অনুভব করলেন, এতে কৃতার্থ বোধ করছি।
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

৮| ০৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৮

ঢাবিয়ান বলেছেন: অনেক সুন্দর আমাদের দেশটা । পোস্টে+

০৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪৭

খায়রুল আহসান বলেছেন: জ্বী, আমাদের দেশটা অনেকই সুন্দর!
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

৯| ০৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।

০৬ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:১৬

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং প্রেরণাদায়ক মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।

১০| ০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: আমি যদি আপনার মতো সুন্দর করে কবিতা লিখতে পারতাম- তাহলে কি যে ভালো হতো। একটু ট্রিকস শিখিয়ে দেন।

০৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫৭

খায়রুল আহসান বলেছেন: তেমন কোন ট্রিকস নেই। কবিতা গভীর ভাব এবং অনুভবের বিষয়। আপনার মনে যেসব ভাবনা বা ভাবাবেগ গভীরভাবে দাগ কাটে, সেগুলো নিয়ে ভাবুন, অনুভব করতে চেষ্টা করুন এবং তারপরে মনে যেভাবে আসে, সেভাবেই ব্যক্ত করুন। অন্ত্যমিল রক্ষা করে লিখতে চাইলে ছন্দের উপর কিছুটা পড়াশুনা করুন, তাহলেই হবে। এ ব্যাপারে এই ব্লগেই সোনাবীজ এর একটা মূল্যবান পোস্ট দেখেছিলাম বলে মনে পড়ে। সেটাও খুঁজে দেখতে পারেন। এ ছাড়া নীরেন্দ্রনাথ চক্রবর্তী এর লেখা কবিতার ক্লাস বইটি আপনি রকমারি ডট কম থেকে ১৫৫/- টাকা দিয়ে কিনে পড়তে পারেন। সেখানে আপনি অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত ও স্বরবৃত্ত ছন্দের প্রকারভেদের উপর ব্যাপক তথ্যাদি পাবেন।

১১| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২৮

সোনালি কাবিন বলেছেন: সহজিয়া ছন্দে নিবিড় অনুভূতির প্রকাশ।

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:২৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, 'লাইক' এবং সহজ সরল বাক্যে সুন্দর মন্তব্য প্রকাশের জন্য।

১২| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক কথাই মন থেকে মুখে আসতে আসতে বোবা হয়ে যায়।

০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩১

খায়রুল আহসান বলেছেন: অনেক কথাই মন থেকে মুখে আসতে আসতে বোবা হয়ে যায় - সুন্দর বলেছেন কথাটা, এবং ঠিক বলেছেন।
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

১৩| ০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:০৬

ডার্ক ম্যান বলেছেন: কোন কোন কথা দিয়ে যায় ব্যাথা

০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫

খায়রুল আহসান বলেছেন: "কোন কোন কথা দিয়ে যায় ব্যাথা" - তা তো দেয়ই, অবশ্যই!

১৪| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০১

সোনালি কাবিন বলেছেন: আরো একটা উপমা বলার লোভ সামলাতে পারছিনা , সেটা হল -

প্রবহমান জলের মতই তরতরিয়ে এগিয়ে গ্যাছে আপনার সুমিষ্ট কবিতাটি।

১০ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪৪

খায়রুল আহসান বলেছেন: সুমিষ্ট এই মন্তব্যটির জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

১৫| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:১৮

করুণাধারা বলেছেন: মানুষের মনের না বলা কথাগুলো তুলে আনতে জানেন শুধু একজন কবি!

কবিতাটি পড়তে ভালো লাগলো। চমৎকার ছবিগুলো ভালো লাগা বাড়িয়ে দিয়েছে।

১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৮

খায়রুল আহসান বলেছেন: পোস্টে 'লাইক' এবং প্রেরণাদায়ক মন্তব্য রেখে যাবার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।

১৬| ১২ ই নভেম্বর, ২০২৩ সকাল ৭:১৮

সোহানী বলেছেন: হাওড়ে কি ঘুরে বেড়াচ্ছেন খায়রুল ভাই? পানির তীর আমার বরাবরেই পছন্দ। নদীর পড়ে বসে বই পড়তে পড়তে গান শোনার আনন্দই আলাদা।

কবিতা নিয়ে বেশী কিছু বল্লাম না, সবাই নদীর ভাষা বুঝতে পারে না। যারা পারে তারা হয়তো কবিতাই লিখে.......

১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭

খায়রুল আহসান বলেছেন: মাত্র দু'দিনের সফরে টাঙ্গুয়ার হাওর বেড়াতে গিয়েছিলাম, তাও ৫ সপ্তাহ হয়ে গেল। কোথাও বেড়াতে গেলে ফিরে আসি বটে, স্মৃতিতে রেশ তো কিছু রয়েই যায়! সেগুলো থেকেই কিছু কিছু কথা মাঝে মাঝে এখানে আত্মপ্রকাশ করে।
জলের ধারে বসে গান শুনতে শুনতে বই পড়া- উফ, কি একটা অপরূপ দৃশ্যের বর্ণনাই না করে গেলেন এ ক'টি কথায়। কিন্তু এমন একটা পরিবেশ উপভোগ করতে হলে একলা বা দোকলা যেতে হয়; দলে বলে গেলে হয়না। আমরা সেখানে দলে বলে গিয়েছিলাম।
শেষের কথাটাও খুব সুন্দর বলেছেন। মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

১৭| ১২ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩০

ডঃ এম এ আলী বলেছেন:




অন্তরের নিবিড়তম, সত্যতম কথাগুলি কতই না সহজ সুরে বলে গেলেন কবিতায় ।
মানুষের ব্যক্ত-অব্যক্ত, জানা-অজানা, বোঝা-না-বোঝা, চেতন-অবচেতন সব কথাই যে
রয়েছে কবিতায় । মানুষের মনের বিচিত্র আনন্দ-বেদনা, তৃপ্তি-অতৃপ্তি, পাওয়া-না-পাওয়ার
কথা উঠেছে ফুটে কবিতার প্রতিটি ছন্দে। এতে রয়ছে প্রকৃতির সৌন্দর্যসম্ভোগ, মানব
মহিমাবোধ এবং প্রকৃতি ও মানবের মিলনাকাঙ্খার অতীন্দ্রিয়ের স্পর্শানুভূতি। মৌন মানুষের
কাছে, শান্ত সরোবরের কাছে, হাস্যোজ্জল ঝর্ণার কাছে ,সোনালী ডানার চিলের কাছে, স্থানু
বৃক্ষের কাছে ,দোলায়িত পুষ্পের কাছে ,চঞ্চল শিশুর কাছে , সর্বংসহা পথের কাছে বলার
মত অব্যক্ত কোন কথাই আর চাপা পড়ে থাকেনি বুকে , অতীন্দ্রিয়ের স্পর্শানুভূতিতে তার
সবই মোরা শুনে ফেলেছি , কিছু তাদের বুঝেছি , কিছু তার এখনো রয়েছে বুঝার বাকি।

পোষ্টে ছবিগুলি সুন্দর হয়েছে ।
আমিউ সংগৃহীত একটি ছবি যুক্ত করে গেলাম ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৫

খায়রুল আহসান বলেছেন: আপনার সংগৃহীত বিমূর্ত ছবিটি অত্যন্ত সুন্দর। শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার কবিতাটির একটি সার-সংক্ষেপ এতটা কাব্যিক ভাষায় উপস্থাপন করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা এবং পোস্টে 'লাইক' এবং প্রেরণাদায়ক মন্তব্য রেখে যাবার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।

১৮| ১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪১

মনিরা সুলতানা বলেছেন: কথা শুনাবার এই তৃষ্ণা চিরন্তন!!!
শব্দমালায় ভালোলাগা।

১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩৭

খায়রুল আহসান বলেছেন: "কথা শুনাবার এই তৃষ্ণা চিরন্তন!" - চমৎকার পর্যবেক্ষণ!!
কবিতা পাঠ এবং শব্দমালায় ভালোলাগা প্রকাশের জন্য অশেষ ধন্যবাদ।
শুভকামনা....

১৯| ১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:২৭

গেঁয়ো ভূত বলেছেন: কোন কথা না বলেও জানবার এবং জানাবার অনন্ত তৃষ্ণা কত গভীর ভাবে ফুটিয়ে তোলা যায়, অনেক কথা যায় যে বলা কোনো কথা না বলে।

সুন্দর সৃষ্টি! ++

১৬ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩

খায়রুল আহসান বলেছেন: চমৎকার এ প্রেরণাদায়ক মন্তব্যটি লেখকের জন্য একটি বিরাট প্রণোদন হয়ে রবে। অশেষ ধন্যবাদ।

২০| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১:২৭

ডঃ এম এ আলী বলেছেন:



এসেছিলাম দেখতে নতুন কোন লেখা আছে কিনা?
আপনার দেয়া সেই খোলা ঘোষনায় দিয়েছি তথায়
এক অতি সাধারণ সারা ।
শুভেচ্ছা রইল

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৭

খায়রুল আহসান বলেছেন: সেটা "এক অতি সাধারণ সারা" নয়, এক অসাধারণ সাড়া। পোস্টে বিলম্বে মন্তব্য করার জন্য দুঃখিত, বিশেষ করে যখন পোস্টটি আমাকেই উৎসর্গ করা হয়েছে। উৎসর্গে প্রীত ও অভিভূত হয়েছি।
যাহোক, একটু আগে পোস্টটি পড়ে মন্তব্য করে এলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.