নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ.টি.এম.মোস্তফা কামাল

এ.টি.এম.মোস্তফা কামাল › বিস্তারিত পোস্টঃ

তারকাজীবনের বেদনা

৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৯

তারকাদের রঙিন জগতের দিকে তাকিয়ে মনে হয় তাঁরা কতো সুখে আছেন। ছবির মতো জীবন। সে রকম স্বপ্নিল জীবনের প্রতি আমাদের মোহ জাগে। তাদের প্রতি ঈর্ষাও জাগে। সন্দেহ নেই তারকারা তাঁদের তারকাজীবনের খ্যাতি, ভক্তদের ভালোবাসা, সাংবাদিকদের আনাগোনা উপভোগও করেন।

কিন্তু ভিন্ন বাস্তবতাও আছে। কখনো সাংবাদিকরা কোন গোপন খবর জেনে গেলে তারকারা সাংবাদিক-ভীতির শিকার হন। তখন সাংবাদিকের হাত থেকে বাঁচার জন্য নানা ফন্দি-ফিকির করতে থাকেন।

এটুকু ছাড়াও তারকারা এক কঠিন সংগ্রামমুখর জীবন যাপন করেন। টিকে থাকার জন্য তাঁদের তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়। মাঝে মাঝে হন ষড়যন্ত্রের শিকার। নিষ্ঠুর সব ষড়যন্ত্র।

তারকা হবার স্বপ্নে বিভোর অবস্থায় তাঁরা যাদের সহযোগিতা নেন সেই সহযোগী বন্ধুরাও কেউ কেউ তাঁদের ফাঁদে ফেলে নানাভাবে শোষনও করেন। এ ফাঁদ থেকে রেহাই পাওয়াও কঠিন। কারণ কিছু গডফাদার ধরণের লোক তারকাজগতে দণ্ডমুণ্ডের কর্তা হয়ে থাকেন। সে সব গডফাদারদের বিরাগভাজন হলে তারকাজীবনের ইতি ঘটে যায়। মাঝে মাঝে জীবনেরও ইতি ঘটে।

তারকাদের জীবনের আরেক কঠিন দিক হচ্ছে অন্তহীন ব্যস্ততা। কাজের কোন ঠিকঠিকানা নেই। খাওয়া ঘুমের ঠিক থাকে না। পরিবারের সাথে তৈরি হয় দূরত্ব। কারণ তাঁরা পরিবারকে সময় দিতে পারেন না। করতে হয় অমানবিক পরিশ্রম। কোন অজুহাত চলে না। বহুআগে একটি বিনোদন ম্যাগাজিনে পড়েছি শাহ রুখ খান সেটেই একটি টেবিলের ওপর ক্লান্ত হয়ে ঘুমিয়ে ছিলেন। যে সাংবাদিককে তিনি ইন্টারভিউর সময় দিয়েছিলেন সে সাংবাদিক তাঁকে ঘুম থেকে তুলে সাক্ষাৎকার নিয়েছেন। কারণ দেরি করলে আবার শুটিং শুরু হবে। শাহ রুখ কথা বলতে পারবেন না। এমনই কঠিন তারকাজীবন। গোদের ওপর বিষ ফোঁড়া হয়ে নানা স্ক্যান্ডাল তাঁদের জীবনকে বিষিয়ে তোলে।

কেউ যখন নাম করে ফেলেন তখন তার সে সুনামকে পুঁজি করে ব্যবসা করার জন্য কাজের ধুম পড়ে যায়। তাঁর সব প্রাণশক্তি চিবিয়ে বের করে নেয়া হয়। আবার জনপ্রিয়তার টান পড়লে একে একে সবাই কেটে পড়তে দেরি করেন না। এ এক নিষ্ঠুুর একাকিত্ব।

তারকারা প্রতারণারও শিকার হন। কাজ তুলে দেবার পর দেখা যায় টাকা ঠিক মতো দেয়া হয়নি। সে টাকার জন্য ঘুরতে হয়। বেশি কিছু বলাও যায় না। কে আবার কখন নাখোশ হয়ে কেরিয়ারের গোড়ায় ধরে টান মারেন। ফলে কেউ কেউ সে টাকাই আর পান না। তারকা জীবনের সূচনায় আর শেষ দিকে এই বিপদ বেশি দেখা দেয়। অন্য কোনভাবে সমস্যায় পড়লে সুপারহিট তারকাও এরকম বিপদে পড়েন।

আরেক বিপদ গায়কদের । অনুষ্ঠানের আগে তোয়াজের শেষ নেই। গান গাওয়া হয়ে গেলে শিল্পীকে কেউ আর চেনে না। কখনো কখনো বাড়ি ফিরতে হয় নিজ খরচে, নিজের উদ্যোগে।

ভক্তদের আচরনেও নিষ্ঠুরতা দেখা যায়। তারকাকে এক নজর দেখার জন্য, একটা অটোগ্রাফের জন্য, একবার হাত মেলাবার জন্য এমন হুড়োহুড়ি পড়ে যে তারকার জীবন বাঁচানো কঠিন হয়। বিটলসের শিল্পীদের জন্য, মাইকেল জ্যাকসনের নিরাপত্তার জন্য সেনা মোতায়েনের নজিরও আছে। ভক্তদের নিষ্ঠুরতা নতুন নয়। মান্না দে'র একটি বিখ্যাত গান আছে- 'সে আমার ছোট বোন, বড়ো আদরের ছোট বোন'। সে গানেই আছে তাঁর ছোট বোনের গানের খ্যাতি কিভাবে তার বোনের মৃত্যু ডেকে এনেছিলো।

এ সব নিষ্ঠুরতার বেদনা সহ্য করে যে সব তারকা আমাদের আনন্দ দিচ্ছেন তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৯

এমএম মিন্টু বলেছেন: ++++++++

৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৬

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ মিন্টু ভাই। ভালো থাকবেন।

২| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:২২

জানা বলেছেন:

ভাল লাগছে আপনার তারকা জীবন পর্যবেক্ষণ। সত্যিই প্রয়াত মান্নাদে'র 'সে আমার ছোট বোন' গানটি একটি জলন্ত উদাহরণ আপনার পর্বেক্ষণের সাথে। তারকা খ্যাতি কারো কারো জীবনে অনেক সময় বড় রকম বিপর্যয়ও ডেকে আনার নজির রয়েছে অনেক।


গতকাল ২৯শে ডিসেম্বর, শনিবার সংশ্লিষ্ট বিষয়ে আপনার একটি লেখা দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হওয়ায় অভিনন্দন :)। এখানে লিঙ্কটি:

http://www.ittefaq.com.bd/print-edition/drishtikon/2014/11/29/17421.html

৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪০

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ আপু। আপনার সুন্দর মন্তব্যে উৎসাহিত হলাম।
ইত্তেফাকে আমার লেখাটি বেশ গুরুত্ব দিয়ে ছেপেছে। সামু কর্তৃপক্ষের উদ্যোগের জন্যই এটা সম্ভব হয়েছে।
লেখার লিঙ্কটি আবার দিলাম-
http://www.ittefaq.com.bd/print-edition/drishtikon/2014/11/29/17421.html

৩| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৪

মামুন রশিদ বলেছেন: তারকাদের জীবনের বেদনাময় অধ্যায় অল্প কথায় খুব সুন্দর তুলে ধরেছেন । ধন্যবাদ মোস্তফা কামাল ভাই ।


আপনার লেখা 'তারকা কথন' গতকাল ইত্তেফাকে পড়েছি । শুভেচ্ছা আর অভিনন্দন ।

৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।

৪| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৬

অরুদ্ধ সকাল বলেছেন:
মধ্যরাত্তিরে পিয়াস মজিদের লেখা পাঠ করিতে গিয়া আপনার লেখনি চোখে পড়িয়া গেল। পড়িলেম। ভালো লিখেছেন।

৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগছে। ভালো থাকবেন।

৫| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৭

নাহিদ হাকিম বলেছেন: ভালো লিখেছেন্।

৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৯

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

৬| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৯

মৃদুল শ্রাবন বলেছেন: সামহ্যোয়ারইন ব্লগের উদ্যাগে ব্লগার নাম নিয়ে জনপ্রিয় দৈনিকে ব্লগারদের লেখা ছাপানোর বিষয়টি আসলেই আমাদের ব্লগারদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। এই ব্যাপারটির মাধ্যমে এক দিকে যেমন দেশবাসী জানতে পারছে ব্লগাররা অনেক দুচিন্তিত চিন্তাধারা করছে, অন্যদিকে 'ব্লগার' ব্যাপারটাও জনপ্রিয় হচ্ছে সাধারণ মানুষ থেকে লেখালেখির সাথে জড়িত সকলের মাঝে। এটি একজন ব্লগারের জন্য অনেক গৈরবের বিষয়। জানাআপু কে ধন্যবাদ এই উদ্যাগের জন্য।

এবং তারকাদের জীবন নিয়ে আপনার সুচিন্তিত মতামতের জন্য ব্যাক্তিগতভাবে আপনাকে সাধুবাধ দিতেই হয়।
অভিনন্দন ও শুভকামনা রইলো এ.টি.এম.মোস্তফা কামাল ভাই।

৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আপনাকেও ধন্যবাদ। জানা আপুর উদ্যোগটি অবশ্যই প্রশংসার দাবীদার।

৭| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৬

আবু শাকিল বলেছেন: দারুন লেখা।
ভাইয়ার লেখা ইত্তেফাক এ ছাপা হয়েছে ।
জেনে ভাল লাগল ।

অভিনন্দন জানবেন :)

৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪১

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ। এ উদ্যোগটি ব্লগ কর্তৃপক্ষের। বিশেষত: জানা আপুকে কৃতজ্ঞতা জানাতেই হয় এ উদ্যোগের জন্য।

৮| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৮

 বলেছেন: ++++

৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪২

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ।

৯| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩

সোহানী বলেছেন: সহজ সরলভাবে তারকাদের জীবনের কঠিন বাস্তবতা তুলে এনেছেন....লিখায় ভালোলাগা সহ ++++++

৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৩

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগছে। ভালো থাকবেন।

১০| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫০

আহসানের ব্লগ বলেছেন: ++++++

৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৮

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

১১| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৬

তুষার কাব্য বলেছেন: চমত্কার লিখেছেন...আমি অনেক কেই দেখেছি তারকা খ্যাতি উপভোগ করার সাথে সাথে বিরম্বনাও কম পোহাতে হয়না তাদের...অভিনন্দন

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১২

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সহমত। অনেক ধন্যবাদ।

১২| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৭

কলমের কালি শেষ বলেছেন: তারকা না হওয়াই একধরনের তারকা হওয়া ।

ভাল বলেছেন ।

০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫১

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: হাহাহা! দারুন কথা বলেছেন।

১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৮

জুন বলেছেন: খাটি কথা লিখেছেন কামাল। বাইরে থেকে আলো ঝলমলে হলেও অমানবিক এবং অত্যন্ত কঠিন জীবন তারকাদের। যেমন শুনেছিলাম মাইকেল জ্যাকসন মারা যাবার পর। আপনার এই লেখাটা ইত্তেফাকে দেখলাম । ভালোলাগলো অনেক ।
+

০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০০

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু। ইত্তেফাকে আপনি আরেকটি লেখা দেখেছেন-তারকাপ্রথার সীমাবদ্ধতা। ভালো থাকবেন।

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ইত্তেফাকে পড়ছিলাম। দারুন পোস্ট।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৭

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

১৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৪

শান্তির দেবদূত বলেছেন: সুন্দর লিখেছেন। খ্যাতির পাশাপাশি কিছুটা বিড়ম্বনা তো থাকবেই। শুভেচ্ছা রইল।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫১

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ধন্যবাদ। আপনাকেও শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.