নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ.টি.এম.মোস্তফা কামাল

এ.টি.এম.মোস্তফা কামাল › বিস্তারিত পোস্টঃ

শের

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১


দুই শ' ঊনসত্তর//

রাস্তার ফকির, এমন কি কুকুরের প্রতি তার কী অসীম দয়া !
অথচ সকল নিষ্ঠুরতা দেখি তোমার জন্য রাখা আছে, কামাল !

দুই শ' সত্তর//

ফুলের হাসিতে কি সে হাসে, নাকি তার হাসি দেখে ফুল ফোটে ?
তাও জানো না কামাল ! জ্ঞানের অহম নিয়ে ফানুস ওড়াও !

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪

বিজন রয় বলেছেন: দুই শ' একাত্তর??

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: শীঘ্রই আসবে আশা করি। ভালো থাকবেন।

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ধন্যবাদ,কবি। শুভেচ্ছা নিরন্তর।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বাংলায় শের! আসলেই অসাধারণ!
আচ্ছা, ফজলুল হককে শেরে বাংলা বলা হ বলে জেনে আসছি! কিন্তু তো এতো শের পারতেন না!

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: হাহাহা! শের-ই-বাংলা মানে বাংলার বাঘ। ফজলুল হক তাই ছিলেন।
আর এই শের হচ্ছে বিশেষ ধরণের কবিতা। এটা ফারসি থেকে উর্দু ও বাংলায় এসেছে। শের গজলের অংশ। গজল এসেছে ফারসি থেকে। ফারসির বাইরে উর্দু আর বাংলা ভাষায় (কবি নজরুলের) শের রচিত হয়েছে। শের ২ পংক্তি বা মিসরা বিশিষ্ট কবিতা। প্রথম পংক্তিকে বলে মিসরা-ই-উলা, আর পরের পংক্তির নাম মিসরা-ই-সানি। ৫ থেকে ২৫টি স্বতন্ত্র শের মিলে হয় গজল। গজলের সূচনা শেরকে বলে মাতলা আর সমাপনী শেরকে বলে মাকতা। আবার আলাদা করে রচিত শেরকে বলে ফর্দ। বাংলায় এটা প্রচলিত নয়। তাই শের-ই ব্যবহার করছি।
আপনার অঅগ্রহের জন্য ধন্যবাদ।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হা হা হা হা!

আমি জানি!
আমি ছাত্র জীবনে অনেক শেরের বই পড়েছি। আমাকে নির্লজ্জ করেছে ইমরুল কায়েছের শের। আর মুগ্ধ করেছে ইকবাল, সাদী ও পাশার শেরগুলো।

ধন্যবাদ আপনাকে। আর ফজলুল হক ১০০% শেরে বাংলা ছিলেন না!

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৩

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: হাহাহা! ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৭

রাজীব নুর বলেছেন: সকল কথার মরণ হইলে- হৃদয় কথা কয়, সেই কথাও চোখের কাছে নয়রে গোপন নয়, চোখেরই নাম আরশীনগর, একে একে মনের খবর --সেতো কইয়া যাবে

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৫

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: গানের কথাগুলো আসলেই অসাধারণ।
ভালো থাকবেন।

৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪১

শ।মসীর বলেছেন: ভাল লাগা ................।

অনেকদিন পর , কেমন আছেন ।

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৭

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনেক দিন পর। আমারো খুব ভালো লাগছে। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.