নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ.টি.এম.মোস্তফা কামাল

এ.টি.এম.মোস্তফা কামাল › বিস্তারিত পোস্টঃ

২০২০ এক অসাধারণ সংখ্যা

২৪ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪০


ছবি ইন্টারনেট থেকে
২০২০ একটি অসাধারণ সংখ্যা। এখানে ২০ সংখ্যাটির পুনরাবৃত্তি হয়েছে। আমরা যারা পঞ্চাশোর্ধ বয়সী মানুষ এখনো বেঁচে আছি তারা মহাকালের পরিক্রমায় বেশ কিছু অসাধারণ বছরের সাক্ষাৎ পেয়েছি। প্রথমে পেয়েছি ১৪০০ হিজরী (একটি শতাব্দীর সূচনা।) এর পর পেয়েছি ১৪০০ সাল, বঙ্গাব্দ ( আরেকটি শতাব্দীর সূচনা), এর পর পেয়েছি ২০০০ খ্রিস্টাব্দ (একটি সহস্রাব্দ)। এ নিয়ে সামু ব্লগে একটি পোস্টও দিয়েছিলাম।
https://www.somewhereinblog.net/blog/KAMAL5648/30264730
(এখানে লিঙ্কটি কাজ করছে না বলে কমেন্টে আবার দিলাম)

২০২০ এর অনুরূপ পুনরাবৃত্তিমূলক সংখ্যাযুক্ত বছর এসেছিলো ১০১০ বছর আগে ১০১০ খ্রিস্টাব্দ। এর এরকম আরেকটি বছর আসবে আরো ১০১০ বছর পরে ৩০৩০ খ্রিস্টাব্দ।

এমন অপূর্ব বছর দেখার ভাগ্য দেবার জন্য আল্লাহর প্রতি শুকরিয়া জানাই।

আরেকটি মহাজাগতিক সৌভাগ্যও আমি লাভ করেছি ১৯৮৬ সালে। হ্যালির ধুমকেতু দেখেছিলাম। ১৯১০ এর ৭৬ বছর পর এসেছিলো সেই ধুমতকেতু। আবার আসবে ১৯৮৬ এর ৭৬ বছর পরে ২০৭২ খ্রিস্টাব্দে। এই সব মহাজাগতিকতা এক জন্মে একবারই দেখা সম্ভব। আবারো আল্লার প্রতি শুকরিয়া।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪২

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link

২| ২৪ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, ঠিক বলেছেন।

আপনাকে ধন্যবাদ।

২৪ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৮

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ২৪ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: না আমার কাছে অসাধারন মনে হচ্ছে না।

২৪ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৯

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: কেন অসাধারণ মনে হচ্ছে না ভাই ?

৪| ২৪ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৯

নেওয়াজ আলি বলেছেন: রাইট

২৪ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা।

৫| ২৪ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৯

ভুয়া মফিজ বলেছেন: সংখ্যা টংখ্যার দিক দিয়ে এসব সত্যিই অসাধারন। কিন্তু দিন শেষে সব দিনই এক রকমের। সেই থোড় বড়ি কলা......কলা বড়ি থোড়!! আমরা, আমাদের দেশটা যেমন ছিলাম/ছিল তেমনই থাকে!!! B-)

২৪ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: হা হা হা ! ভালোই বলেছেন।

৬| ২৪ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৬

শের শায়রী বলেছেন: সংখ্যাতত্ত্বের দিক দিয়ে গুরুত্বপূর্ন অবশ্যই, কিন্তু বাস্তবতা দিন দিন আমাকে শুধু জীবনের কঠিন দিক দেখাচ্ছে, কেন কে জানে? হয়ত নিয়তি তাই চাচ্ছে।

২৪ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সহমত। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.