নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

সকল পোস্টঃ

এবং

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৩:১৬


.
জীবন বন্ধ খাঁচা্র পাখি
মন মুক্ত বিহঙ্গ
জীবনের চেয়ে বেশী মননের মুখাপেক্ষী
সুখের খোঁজে সাত পাহাড় ভাঙ্গি
দুঃখের সময় দু\'হাত তুলি
সবুজে শ্যামলে এই গাঙ্গেয় উপত্যাকায়
সোঁধা মাটিতে গড়াগড়ি খেতে ভালবাসি
অনন্ত নীলে...

মন্তব্য২ টি রেটিং+০

এনিভার্সারী

০৪ ঠা অক্টোবর, ২০২২ রাত ১:২০

১।
তিন ত্রিশে নব্বই হলে
কার কি এমন ক্ষতি
বুড়ো কালে প্রেম প্রীতি
পাকনা রকেট গতি।

২।
বছর আসে বছর ঘুরে
দু\'জনই হয় বুড়ো
রোমন্থনে বিভোর আজও
সে দিনের সেই শুরু।

৩।...

মন্তব্য২ টি রেটিং+২

ঊড়িয়ে দিলাম শাড়ীর আঁচল

০৩ রা অক্টোবর, ২০২২ রাত ১২:০০

উড়িয়ে দিলাম শাড়ীর আঁচল বাতাসে
মন চাইলে উড়তে পারো আকাশে,
আকাশ জানি বাসা বাঁধার নয় তো ঠিকানা
উড়াল পাখির উড়াল দেয়া বাসা বাঁধার সূচনা;

খাঁচার পাখি উড়াল দিলে আর ফেরে না ঘরে
শূন্য...

মন্তব্য০ টি রেটিং+০

অতৃপ্ত তৃপ্তি

১৮ ই নভেম্বর, ২০২১ ভোর ৫:৪২



নবজাতকের কান্নার শব্দে চোখ মেলে দেখলো - কলিজার টুকরো তার কাঁদছে;
হাসি মুখে চোখ বন্ধ করলো - খুলবে না আর কোন দিন।

মন্তব্য১১ টি রেটিং+১

পৃথিবীর সীমানায় তবে

০৫ ই আগস্ট, ২০২১ সকাল ১১:০২


আমার হৃদয়ে রক্ত নদী
একবার প্রিয়া পার হতে যদি
সোহাগের ফুলগুলো ঢেউ তোলে
দোলে দোলে দোলে
আছড়ে পড়তো না প্রিয়া
তোমার হৃদয়ের কূলে?
তুমিও পাখা দু\'টো মেলে
রাজ হংসীর মত প্রিয়া
রক্তের নদীতে আহ্লাদে ভেসে
হৃদয়ের তরলে...

মন্তব্য৪ টি রেটিং+১

জীবনে রূপান্তরে

২৯ শে জুন, ২০২১ সকাল ১০:২৯

প্রানের দাবিতে কাছে আসা দু\'টো পাখী
দেহের দাবিতে বুনে খড়োখুটো বাসা
প্রান আর দেহ মিলে একাকার সময়ের সহজ দাবিতে
জোৎস্নার রাতে স্বর্গ নামে মাটির কুটিরে
মাটির গর্ভে ডিমের নমুনা,...

মন্তব্য৪ টি রেটিং+১

জলজ স্বপ্ন

২৫ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:২৫

.
স্বপ্নেরা জলের মতো -
জীবনের বাঁকে বাঁকে
আঁকা বাঁকা পথে
নদীর মতোন ছবি আঁকে
ভেজায় ধরাত্রী – বাণে ভাসে
অকূল সাগরে মেশে
তোমার হৃদয়ের গহীন গভীরে
পাল তোলা নাও যেন
উথাল পাথাল ঢেউ তোলা সমূদ্রে;
.
.
স্বপ্নেরা জলের মতো –
সূর্যের...

মন্তব্য৪ টি রেটিং+১

রহস্যময়ী

১২ ই নভেম্বর, ২০২০ রাত ১২:৩৫

.
১।
মনভোলা মধুর হাসি সুখ-দু:খ রহস্যময় মুখ - মোনালিসা যেন
ভাবি বিস্ময়ে - নারীর ভেতরে এত রহস্য প্রভু দিয়েছেন কেন?
অনেক ভেবে বুঝি অবশেষে - পুরুষ হয়তো রহস্যপ্রিয় বলেই
নারীকে সাজিয়েছেন সযত্নে...

মন্তব্য৮ টি রেটিং+০

ফুলের কলি চুমে ঠোঁটে

১১ ই নভেম্বর, ২০২০ ভোর ৬:৩৬



কথা নিয়ে কথা কাটাকাটি একটুখানি
গিন্নীর গায়ে উথলে উঠে গোস্বার খনি
পায়ের রক্ত পরাণ বেয়ে মাথায় উঠে
কান্না চাপায় কষ্টে আহা কাঁপা কাঁপা ঠোঁটে
আষাঢ়ে আকাশ বাদলা মেঘে সাজি
হাসিখুশি মুখখানি থম্‌থমে...

মন্তব্য২ টি রেটিং+১

মুখে ভাষা নেই আজ

১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:৫৫

মুখে ভাষা নেই আজ বলিবার
চোখে জল নেই আজ কাঁদিবার
দেহে প্রান আছে শুধু দিয়ে যাবার
দিয়ে গেলো তাই যে ছিলো সৈনিক মানবতার।

কত রাতকে দিন, দিনকে রাত করলে
কতটা মাথার ঘাম পায়ে ঝরালে
কতটা বুকের...

মন্তব্য১০ টি রেটিং+২

একটি লাল গোলাপের শোকে

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫৪


.
মধ্য দুপুরে দূরের আকাশে একা একা সূর্য জ্বলে
প্রেমের অনলে হৃদয়ের অঙ্গারে নিজে নিজে পুড়ে
জ্বলে জ্বলে আপন অনলে পুড়ে জ্বালায় প্রেমের আলো
তোমারই আঁধার আকাশে নীলের আঙ্গিনায় ,
আলোকিত হও তুমি...

মন্তব্য২ টি রেটিং+১

পৃথিবীর সীমানায় তবে

১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:৪২

আমার হৃদয়ে রক্ত নদী
একবার প্রিয়া পার হতে যদি
সোহাগের ফুল গুলো ঢেউ তোলে
দোলে দোলে দোলে
আছড়ে পরতো না প্রিয়া
তোমার হৃদয়ের কূলে ?
তুমি ও পাখা মেলে
রাজ হংসীর মতো প্রিয়া
রক্তের নদীতে আহ্লাদে ভেসে
হৃদয়ের তরলে...

মন্তব্য৬ টি রেটিং+১

রহস্যময়ী

১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:২১

১।

মনভোলা মধুর হাসি সুখ-দু:খ রহস্যময় মুখ - মোনালিসা যেন
ভাবি বিস্ময়ে - নারীর ভেতরে এত রহস্য প্রভু দিয়েছেন কেন?
অনেক ভেবে বুঝি অবশেষে - পুরুষ হয়তো রহস্যপ্রিয় বলেই
নারীকে সাজিয়েছেন সযত্নে...

মন্তব্য৬ টি রেটিং+০

পেঁয়াজ-কাণ্ড

০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৪



.
পেঁয়াজ নিয়ে নিয়াজ সাহেব
পড়ছেন ঝামেলায়
পেঁয়াজ ছাড়া আসলে ঘরে
বউয়ে গাল ফুলায়,
.
.
এক নম্বরে লিখছে পেঁয়াজ
বাজার তালিকায়
ভুলে গেলে খবর আছে
ঘরে জায়গা নাই;
.
.
এত বুঝা বুঝায় তারে
পেঁয়াজের দাম আগুন
মাছ মাংস সব্জি আনে
সাথে ডাবল রসুন;
.
.
বাজার দেখি...

মন্তব্য১০ টি রেটিং+১

নীল সাগরের পাড়ে বসে ( গীতি কবিতা)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:১৯

.
নীল সাগরের পাড়ে বসে
নীল আকাশের নীলের মাঝে
কেমন রঙিন স্বপ্ন দেখো
রঙের দুনিয়াই
বন্ধু নীলের দুনিয়াই;
.
.
রঙের ধরায় রঙের মেলা
রঙে রঙে রঙের খেলা
রঙ ফুরোলে থাকে...

মন্তব্য৪ টি রেটিং+০

>> ›

full version

©somewhere in net ltd.