নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

পেঁয়াজকাণ্ড

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৪

.
পেঁয়াজ নিয়ে নিয়াজ সাহেব
পড়ছেন ঝামেলায়
পেঁয়াজ ছাড়া আসলে ঘরে
বউয়ে গাল ফুলায়,
.
.
এক নম্বরে লিখছে পেঁয়াজ
বাজার তালিকায়
ভুলে গেলে খবর আছে
ঘরে জায়গা নাই;
.
.
এত বুঝা বুঝায় তারে
পেঁয়াজের দাম আগুন
মাছ মাংস সব্জি আনে
সাথে ডাবল রসুন;
.
.
বাজার দেখি ঘোমটা তুলি
গিন্নী দিল ঝাড়ি
ঝাড়ি খেয়ে নিয়াজ সাহেব
পালান তাড়াতাড়ি;
.
.
পেঁয়াজ ছাড়া রাঁধবো কেমনে
গিন্নী কুটে মাথা
পেঁয়াজ কিনতে মাথা ঘুরে
বাড়ে হার্টের ব্যাথা;

পেঁয়াজের দাম বেড়ে আগুন
কমেছে তার ঝাঁঝ
রেগে মেগে বউ আগুন
অগ্নিমূর্তি সাজ;
.
.
তেল মশল্লা ডাবল দিলে
পেঁয়াজ লাগবে কেন
বুঝাইলে তো বুঝে না সে
অবুঝ খুকি যেন;
.
.
গিন্নী রেগে পেঁয়াজ আনতে
ছুটেন বাপের বাড়ী
পেঁয়াজ সহ বউ আনতে
পাঠান এবার গাড়ী।
.
.
মান ইজ্জত সবই গেলো
বউ ফিরলো খালি
জলে গেলো গাড়ী ভাড়া
শালী দিলে গালি।
.

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২১

রাজীব নুর বলেছেন: পেঁয়াজ পেঁয়াজ !!

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৩

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৬

সুমন কর বলেছেন: হাহাহা...........ভালো লিখেছেন।
+।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৯

এম এ কাশেম বলেছেন: জেনে খুশি হলাম ভাই।

শুভ কামনা।

৩| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৯

নূর-ই-হাফসা বলেছেন: পেঁয়াজ এর দাম নাকি কমেছে পত্রিকায় দেখলাম । যাক আপনার গিন্নি আর রাগ করবেন না ।তাড়াতাড়ি পেঁয়াজ কিনে বাসায় যান ।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫১

এম এ কাশেম বলেছেন: তাই নাকি?
সুখবর তো।

শুভেচ্ছা জানবেন।

৪| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০১

ধ্রুবক আলো বলেছেন: ভালো লিখেছেন +

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৩

এম এ কাশেম বলেছেন: জেনে খুশি হলাম ভাই।

শুভ কামনা।

৫| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২৮

আকিব হাসান জাভেদ বলেছেন: বেঁচে গেলেন পেয়াঁজের আবদার ছিল শুধু । না হয় এমন হতো !
মাছ আনবে
বড় দেখে
পেটে যেনো থাকে ডিম।
না হয় আজ তোমার খাবারে
থাকবে না পেয়াঁজ রসূন নূন।
ভালো লিখেছেন । পড়ে ভালো লাগলো।

১৩ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:০৯

এম এ কাশেম বলেছেন: পেয়াঁজ রসূন আর নূন পেলে
কে চাইরে ভাই ডিম
ফরমালিন মাখা পঁচা মাছ
তিতা যেন নিম।

শুভ কামনা।

৬| ১৩ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:৪৫

ফেরদৌসা রুহী বলেছেন: আহারে পেয়াজের জন্য এত কিছু।

১৩ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:১১

এম এ কাশেম বলেছেন: ঝামেলায় আছে মানুষ
আগে নাকি নুনের জন্য খুন হতো, এখন হয় পেঁয়াজের জন্য।

লটারীতে যেন কি কি পেয়েছেন - ভাগ চাই।

অনেক অনেক শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.