নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

সকল পোস্টঃ

দু্ঃখের বসন্তে আজ

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৭

জানি আজও ফুল ফুটিবে, পাখীও গাইবে
মনের বেদনা মনের মধ্যে লুকিয়ে মানুষ বলিবে -
শীতের শেষে এসেছে আজ ঋতুরাজ - বসন্ত।

.

খুন হয়ে গেছে যে তারই বুকের রক্তের রঙে
রক্ত পলাশের ডাল ফুলে...

মন্তব্য২ টি রেটিং+০

ত্রয়ী : বিপন্ন বিষাদে

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:৪৮

.
বাসর রাত - মেঘে ঢাকা চাঁদ;
কাফনে মোড়া লাশ - ফুলের শয্যা্য
মেহেদী রাঙা হাত - বধু নির্বাক।
.

মন্তব্য৬ টি রেটিং+০

স্বপন কুমার

১৯ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৪৩

চাঁদের দীঘিতে জ্যোৎস্নার জলে
কাঁচ ভাঙ্গা ঢেউ তোলে
হিরক তিলক জ্বলে তরঙ্গ মুকুঠে,
অনুরাগ ঝরে ঝরে
মুক্তোর ফুল ফোটে
অভিমানি কিশোরীর কাঁপা কাঁপা ঠোঁটে;
দুরু দুরু বুক
চপলা চাহনী
অন্তরের অন্দরে স্বপ্নীল সোনালী কাহিনী,
ধীরে ধীরে ধীরে...

মন্তব্য২ টি রেটিং+০

হালদার বাঁক

০৬ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:১৬

সুন্দর পুরের পুরোভাগে
সুন্দর করে বেঁকে গেছে
হালদার বাঁক;
জলের তরলে
বেঁকে বেঁকে চলে
রূপোর বাঁকে বাঁকা ঢেউ তোলে ;
এনে যদি বসিয়ে দিই
তোমার স্কন্ধের \'পরে
কে বলবে বলো-
নদীর বাঁকে আর
তোমার গ্রীবার সৌন্দর্য্যে
কোন তফাৎ...

মন্তব্য৮ টি রেটিং+১

পেঁয়াজকাণ্ড

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৪

.
পেঁয়াজ নিয়ে নিয়াজ সাহেব
পড়ছেন ঝামেলায়
পেঁয়াজ ছাড়া আসলে ঘরে
বউয়ে গাল ফুলায়,
.
.
এক নম্বরে লিখছে পেঁয়াজ
বাজার তালিকায়
ভুলে গেলে খবর আছে
ঘরে জায়গা নাই;
.
.
এত বুঝা বুঝায় তারে
পেঁয়াজের দাম আগুন
মাছ মাংস সব্জি আনে
সাথে ডাবল...

মন্তব্য১২ টি রেটিং+৩

অনুকাব্য : চাঁদটা ঝুলে আছে

১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১০

.
১.

চাঁদটা ঝুলে আছে
শূন্যে নীলিমার নীলে
লাশটা পরে আছে
...

মন্তব্য৬ টি রেটিং+১

বিধাতা -

০৪ ঠা অক্টোবর, ২০১৭ ভোর ৬:২১

বিধাতা –
পুরুষ হলে
নারী বিদ্বেষী অপবাদে
তোলপাড় হতো সারা বিশ্বে,
কিংবা
নারী হলে-
অবলা অসহায় দু্র্বল বলে
বিদ্রোহ করতো তাবৎ অহংকারী পুরুষ,



বিধাতা তাই-
নারী নয়
পুরুষ নয়
নয় কোন লিঙ্গ তুল্য
...

মন্তব্য৪ টি রেটিং+১

হিজরি নব বর্ষে

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩১

.

ইংরেজী নব বর্ষে সকলের
কত লাফ ঝাফ
বাংলা নব বর্ষে সবে
তরবারি ছাড়া খাপ
হিজরি নব বর্ষে কিন্তু
সকলেই চুপচাপ।
.
------------------------------------

মন্তব্য৪ টি রেটিং+০

ধিক্কার, শুধুই ধিক্কার

২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪২



মানুষ মানুষের পাশে থাকবে,
মানুষ মানুষকে ভালবাসবে;
ক্ষুধার্তের মুখে অন্ন যোগাবে
বস্রহীনকে দেবে বস্র
আর আশ্রয়হীনকে দেবে আশ্রয়;
আর একজন মানুষ হয়ে যদি
নির্যাতিত অসহায় মানুষের
দিক থেকে মুখ ফিরিয়ে নাও,
তবে তুমি আশরাফুল...

মন্তব্য৪ টি রেটিং+১

রুবাইয়াৎঃ রক্তের দামে

২৪ শে আগস্ট, ২০১৭ ভোর ৬:৩৬

রক্তের দামে কিনেছি যে অমূল্য স্বাধীনতা
অবুঝ বাঙ্গালী আহা অবুঝ, বুঝলি না কি তা
বন্ধু ভেবে দুশমনরে যদি মাথায় তুলে নাচিস
রক্তের দামে কিনবি তবে জন্মের পরাধীনতা।

মন্তব্য২ টি রেটিং+১

সোনার পায়রা

১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০২

একটি নক্ষত্রের আছে একটি গ্রহ
গ্রহের আছে একটি মায়াবী আকাশ
আকাশের আছে দু’টি চাঁদ
পাশাপাশি সহদোরা
রূপ রহস্যে ভরা ,
একটার নাম ছায়া
একটার নাম মায়া
কেউ বলে যাদু
কেউ ডাকে মধু
আকর্ষণে বিকর্ষণে টানে
সুখ স্বপ্ন শিহরণে
থির থির...

মন্তব্য৬ টি রেটিং+৩

বৃষ্টি যদি মিষ্টি হয়ে

১১ ই আগস্ট, ২০১৭ ভোর ৪:১৭

বৃষ্টি যদি মিষ্টি হয়ে
ঝরে গরমে
বুকে টেনে নেবে কে গো
আধো শরমে।

হাতটি ধরে বলবে -চলো
ভিজি বৃষ্টিতে
জলে ভেজে নেচে উঠবে
সুরের সৃষ্টিতে;

সুরের সাথে শরীর নাচবে
জলের বসন্তে
মনের মাঝে মন হারাবে
প্রেমের অনন্তে...

মন্তব্য১০ টি রেটিং+৪

ত্রয়ীঃ লিখে লিখে পুড়ে ফেলি

১৩ ই মে, ২০১৭ দুপুর ১২:২৪



১.
.
লিখি; লিখে লিখে পুড়ে ফেলি আগুনে
শীত ঘুমে লুকায় অক্ষম দেহের দ্রোহ গোপনে
এক দিন জানি পাখি গাইবে, ফুল ফুটবে ফাগুনে।

২.
.
পুরুষ বিদ্বেষী হয়ে তুমি সাজো বিখ্যাত নারীবাদী
মা...

মন্তব্য১০ টি রেটিং+৩

ষষ্টকে: কলি যুগে

০১ লা মে, ২০১৭ সকাল ১১:৪০


১.

পিতা মাতা জানি মাথার উপরে ছায়া
স্ত্রী-পুত্র-কন্যা সে তো স্নেহ জালে মায়া
থরে থরে রাখি সোনার সংসার সাজাতে
মাটির প্রদীপে তাই হয়ে যায় সলতে
বারে বারে শতবারে নিভি আর জ্বলি
ঘুরি কত...

মন্তব্য৪ টি রেটিং+২

ঘৃণার থুথু চিটায়ে দিলাম

১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৭



.
বিমূর্ত নষ্ট সন্তানের হাতে ধর্ষিতা জননী,
দিনে দিনে পাপের তরলে অতল গভীরে
রক্ত মাংস শুষে বেড়ে উঠে নষ্ট ভ্রুণ;
ষোল কোটি মানুষের না না উপেক্ষা করে
লোভের ফাঁদে ছলে বলে কৌশলে
আপন পায়ে কুঁড়াল...

মন্তব্য১৪ টি রেটিং+৩

>> ›

full version

©somewhere in net ltd.