নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তেঁতু কথা লেখক!

কাজী মুমিনুল

প্রকৌশলী

কাজী মুমিনুল › বিস্তারিত পোস্টঃ

কলমবেশ্যা

০৫ ই জুলাই, ২০১৫ রাত ৩:১৯

রেজাউল করিম রনি
কলমব্যাশ্যদের নিয়ে ঘাবরাবেন না।
যারা ব্যাক্তি জিবনে চেতনা ধর্মকে সেরা ধর্ম মনে করে এবং প্রগতীশীলতার নামে মৌলবাদি অবস্থানে হাজির হয় এরাই এই কালের সেরা জঙ্গি। আওয়ামী লীগ যতই ওলামা লীগ করুক, কিছু হুজর পোষুক না কেন তার কু-খাসিলতটা আজও আড়াল করতে পারে নাই।
ফলে কিছু জঙ্গি নেতা ও জঙ্গি বুদ্ধিজিবি উৎপাত করেই চলেছে। এটা কাটানোর জন্য শেখ হাসিনা কে ভোটের আগে অন্য সময় শক্ত করে হজ্বের পট্টি বাঁধতে হতো। এখন তো ভোটই করতে হয় না। তাই এখন শুরু হইছে আলহ্বাজ কমরেডদের যুগ। বাংলাদেশের মানুষের সরলতার সুযোগ দিয়ে কতিপয় অবিশ্বাসী ইসলামি পন্ডিত সাজতে গিয়ে প্রতিনিয়ত ইসামের সেকুলার ও নাস্তিক্যবাদি অপব্যাখ্যা করে মুমিল মুসলমানদের অন্তরে কষ্ট দেয়। এই সব জঙ্গিরা নানান রাজনৈতিক দলে ছড়িয়ে আছে। এদের কেও কেও ইসলাম দরদী সেজেও ইসলামের মনগড়া ব্যাখ্যা দেয়। এরা আরও বিপদ জনক। এরা লেখায় ইসলামি শব্দ ব্যবহার করেই ইসলামকে সেকুলার জায়গা থেকে ব্যাখ্যা করে থাকে। এরা গোয়েন্দা সংস্থার ভাড়া খাটা কলমব্যাশ্যা। আ. গা চৌধুরীও মগা নেতা তো আছেই এই দলে ডানপন্থি বলে পরিচিত ফরহাদ মজহারও আছে। এইসব কলম ব্যাশ্যাদের নিয়ে মাথা ঘামানোর কিছূ নাই। সত্য পথে অবিচল থাকাই হলো জবাবের আসল কৌশল। এদের নিয়ে উতলা হওয়ার আগে দেকবেন সে জিবনে কোন সত্য কাজের নজির রাকছে কি না। দেকবেন একটাও নেই। ফলে তখন এদের খরচের খাতায় ফেলে দিবেন। আ.গা. তো পুরানা জানোয়ার। ফরহাদ সারা জিবন নাস্তিকতা ও লিভটুগেদার সংস্কৃতি চর্চা করে এখন মাদ্রসা দরদী। হেফাজতকে দিয়ে বিপ্লব করতে চায়। সম্প্রতি সে সওয়ার হইছে জামাতের কাঁধে। এরা মানুষের সামনে ইসলামের কথা বলে ফাযদা নিতে ছাড়ে না বাট ঘরে পূজা করে। দেবী ভোগ করে সংস্কৃতির নামে।। এদের তো মুনাফিক বলা যায়। চিহ্নিতদের নিয়ে কোন টেনশন নাই কিন্তু চোরা দের নিয়ে আরও সমস্যা। ফলে মুখের কথা নয় কাজের ভিতর দিয়ে মানুষকে দেখুন। দুষ্ট লোকের কথায় কান দিবে না। প্রতি স্তরে কলমব্যশ্যাদের প্রতিহত করুন।খাতির করে এদের পুষবেন, এদর মূল ধারায় স্থাপন করবেন পরে কলিজায় হাত দিলে হায় হায় করবেন এই খেলা বন্ধ করুন। সতর্ক হোন। বিচার বিবেচনা করে লোকজনকে পাত্তা দিয়েন। বিশেষ করে মিস্টভাষি শিক্ষিত লোকদের।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.