নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ মোশারফ ,আইআর , ১৪ তম ব্যাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়

খালিদ১২২

আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......

খালিদ১২২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৩


আটকানো আবেগের গল্প, আমার পাপের কথা
বিশ্বাসের মাঝে ভ্রম আর ঘুন ধরা
অন্ধকারে চলাফেরা , হচট খাওয়া
দুশ্চিন্তার খুটির জোর বাড়ানো
টেবিলে চিন্তার বই, প্রতিটি পোশাকে সাক্ষ্য দেওয়া
অজ পাড়া গাও ,রাতে কুকুরের ডাক
রাতে ঘরের ঘড়ির টিক টিক শব্দ
নিঃশ্বব্দতার মাঝে মুক্তির জন্য দাড়ানো
সরল পথ বলে একটা আছে, বিবেকের মাঝে আগুন
পুরানো হতাশা নতুন আশা না পেতেই বিয়োগের ব্যথা
ধৈরযের মাঝে ফিরে দেখা ।


বিনা কারনে রক্ত গেল ভেসে
নিষ্পাপ শিশুর প্রাণ রাস্তায় গড়াগড়ি
অন্ধকারে ঘর , মানুষ পর, আর বাড়াবাড়ী
কাঠগড়ায় নির্দষী,মুক্তি পেল দোষী
অযাথা কথা মিথ্যা আর অজানা পথে উপাসনা
শহরের আর গ্রামের ব্যবধান, মানুষের ব্যবধান
পোশাকের ব্যবধান, মূল্যহীন গরীবেরা
মজুরী চেয়েছিল শ্রমীক পায়নি
দাম পায়নি ফসলের কৃষকেরা
ঠকেছে আদর্শবাদী, চাকরি পায়নি মেধাবী
রক্তচক্ষু বের করে তাকায় প্রভূরা
নির্দোষে মার খেল প্রজা
সত্য বলেছিল সে, বোকা বনে যায় জ্ঞানীরা
বই এর পৃষ্ঠা পাল্টে গেল,ভেড়া বনে গেল বিরেরা।


মুক্তির জায়গা থেকে ঘামের বুদবুদ
বিষ তৈরি হয়েছে অন্তরাত্মা থেকে
মেয়াদ উত্তর্ণ মেধা, পস্তাতে পস্তাতে
হাড় গেল , যাব যাব করে যায়নি প্রার্থনালয়ে
যাওয়া হয়নি, মাথা ধরে গেছে পাথরে বসে আছি
আমি ধ্যানে আমার প্রভূর কাছে যাব বলে
প্রভূ আমাকে তুলে নিও তখনি
যখন ভাল হবে ,মুক্তির দরজা খুলে যাবে
সাত পাপে ডুবে আছি, প্রভূ বিরোধীরা হাসছে
পাপ আমার মুক্তির ছলনা মাত্র।
জীবনে একটি বার হলেও দেবদূতের স্বাদ নিয়ে
দেখব সে স্বভাবের ভেতরে সুখ আছে কিনা।
জীবনে একটি বারও কি মানুষের জন্যে রাস্তায় নেমেছি?
জীবনে একটি বারও কি মানুষের জন্য প্রার্থনা করেছি?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.