নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ মোশারফ ,আইআর , ১৪ তম ব্যাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়

খালিদ১২২

আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......

খালিদ১২২ › বিস্তারিত পোস্টঃ

প্রভূর শিক্ষা (POEM)

১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৯



অস্পষ্টতা ও অন্ধকারের ধূপ
মূর্খেরা কলম কেড়ে নিল বুদ্ধিমানদের
আমি আমার কলম দিলাম ছুড়ে
প্রতিটি কলম এক একটি বন্দুকের গুলি
জঙ্গিবাদের বিরুদ্ধে। আমার প্রভূ আমাকে
মানব বিদ্বেষী হতে বলেনি। আমার ভাষা উচু
করার চেষ্টা করছি। সে ভাষা বিধতার দান।
সে ভাষাতেই আমি বিধাতার কাছে প্রার্থনা করি।
বিধাতা আমাকে উদারতা ও বিশ্বাসের শিক্ষা দিয়েছে।
প্রভূ আমাকে অস্ত্র যুদ্ধে শিক্ষিত হতে বলেছে
সে অস্ত্র জ্ঞানাস্ত্র। মানুষের রক্ত বের করা নয়।
মানুষের মাঝে আর মানব বিদ্বেষী না হয়ে
আমার প্রভূ আমাকে যে মগজ দিয়েছে
এর চেয়ে ভাল অস্ত্র আর নেই পৃথীবিতে
আমার প্রভূ আমাকে যে ভাষা শিক্ষা দিয়েছে
এর চেয়ে ভাল গ্রেনেড আর নেই।
প্রয়োজনে নিজের প্রাণ দিয়ে দিব কিন্তু
আমি অন্যায়ভাবে মানুষ মারতে পারব না।


আমি বিধাতার ধ্যানে বসলাম
ধ্যান কেউ যেন ভেঙ্গে দিও না
আমার প্রাণের বিধাতা
আমার প্রাণকে বিধাতার জন্য ফেলে
দিতে পারি। আমার রক্তে ,হাড়ে
কলিজাতে বিধাতা
বিধাতা আমাকে জংলী ও জঙ্গি
হতে শেখায়নি
অযথা মানুষ মারতে শেখায়নি।
যজ্ঞ করে কবিতা লিখতে বসলাম
অমনি বিধাতার কথা এসে গেল
আমি বিধাতার কাছে পেলাম মণি
ও মুক্তো ,সাত রাজার ধন
বিধাতার ভালবাসা আমার কাছে বড়
রাজপ্রাসাদের চাইতেও দামি
আমি বিধাতার ,বিধাতা কি আমার?
এ আমার অদ্ভূত ক্ষমতা
মানুষের সাথে থাকি
তার চেয়েও থাকি বিধাতার সাথে
মানুষ খারাপ হতে পারে
বিধাতা খারাপ বুদ্ধি দিতে পারে না
বাড়ী থেকে বের হলাম যজ্ঞ শেষ করে
এখন মানুষের সেবা করে
বিধাতাকে মেলাব আরো আপন করে
তারপর আবার যজ্ঞ করে
কবিতা লিখতে বসব।



আমার আত্মনিবেদনের জায়গা
আত্মদহন, আত্ম সচেতনতা নিয়ে কবিতা লিখব
বলে মনস্থ করেছি ।সঙ্গে থাকবেন প্রভূ।
আমার কবিতার পতাকা নিয়ে দাড়িয়ে আছি
কবিতায় আমার নিজের জায়গাটা খুব মজবুত
প্রভূর অবস্থাটা নড়ে চড়ে,আমি প্রভূর প্রতি খুব দূর্বল
আমার কথা আসে , মাঝে মাঝে প্রভূ হারিয়ে যান
আবার প্রভূ কবিতার মাঝে ফিরে আসে
সেই জন্য কি আমি কবিতা লেখা বন্ধ করে দিব?
আমার একটা পরীক্ষায় ব্যর্থতা কি সব উত্তীর্ণ
খাতাকে হারিয়ে দেবে। বা একটা ভালো কাজ কি
সব পাপকে মুছে দিতে পারে না?
প্রভূকে নিয়েই কবিতা লিখব। একটি কবিতা যদি
ভুলেই প্রভূর বিরুদ্ধে লিখে ফেলি
প্রভূ কি আমাকে ক্ষমা করবে না।
বা একটি কবিতাতে যদি প্রভূর কথা যদি নাই লেখি
প্রভূ যদি বাদ পড়ে যান ইচ্ছায় বান অনিচ্ছায়।
হাজার হাজার কবিতা লিখব প্রভূকে নিয়ে
আমার একটি কবিতার পাপ আর হাজার হাজার
প্রভূ ভক্তির কবিতা সমান হবে কি?
আমার প্রভূকে আমি খুব ভালবাসি
এটা প্রভূর যেভাবে জানা উচিৎ প্রভূ সেভাবেই জানে।
প্রভূ তুমি পাল্টাওনি মোটেও আমার কবিতাতে
তুমি সেরকমি ,যেরকম তোমার অবস্থা আসলে,
প্রভূ তুমি আমার স্মরনে।
এই বলে আমার প্রভূর পতাকাকে দিলাম শক্ত করে
পুতে। যা ভাগ্য আমার কপালে।
প্রভূ আমার কলমের এক বিন্দু কালিকেও নষ্ট হতে
দিয়নি। যা লিখেছি তা তোমাকে নিয়ে।
তোমার গান গেয়েছি তোমার দানের মাঝে
তোমার প্রতি মাথা নত তোমার টানে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.