নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ মোশারফ ,আইআর , ১৪ তম ব্যাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়

খালিদ১২২

আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......

খালিদ১২২ › বিস্তারিত পোস্টঃ

প্রভূর প্রতি ভালবাসা

১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৩


বনের মাঝে বাঘের সাথে থাকা
ঝড় ঝঞ্ঝার মুখোমুখি হওয়া
গাছের উপরে ঘর বাধলাম ডালে
সেখান থেকে পড়ে যাওয়ার ভয়ে
আমি কার মুখোমুখি
আর কার আশ্রয় করলাম
মানবসভ্যতা ছেড়ে ,সে আমার বন
এখানে গর্তের ফাকে পাকে সাপ
বন মানুষের দেখা ,ফিরে যাব আমি
সভ্যতার মাঝে ধোকা খেয়েছি
আবার যাদি দেয় ফাকি
আমি পাপ মুক্ত হতে পারলাম না
যজ্ঞ করে বনে মাঝে যেই যজ্ঞ শেষ
অমনি আমার পাপের চিন্তা
দেয় আমায় ক্লেশ
দুই নৌকায় পা দিয়েছি পাপ মুক্তির ধ্যানে
প্রভূ আমার লুকিয়ে রইল পাপ পুন্যের জ্ঞানে
পাপ মুক্ত হতে পারলাম না বনে এসেও ।
প্রভূর চিন্তা লুকিয়ে রই এই সবের মাঝেও।


আমার সবগুলো কবিতায় অপ্রিয়, ভাষাবোধ এল না
বাউলকে তাড়িয়ে নিয়ে বেড়ায় ঘরে
সে ঘরের খোজে বাউল চিনল যে
সে আমার উপাসনা ঘর
আমার উপাসনা ঘরের একটি বাক্য
ব্যখ্যা করে আমি সাতখন্ড বই লিখতে পারি
আমি প্রভূর কাছে নিজেকে
উপস্থাপন করতে পারলাম না
অপ্রিয় ঘর আর অপ্রিয় সংসার ,অপ্রিয় কবিতা
প্রভূকে পেলাম না ,
আপন জগতের মাঝে খায় ধোকা।
3
আমার ঘুম কেড়ে নিল বিষে
সে বিষের ছবলে আমার গতি বেড়ে গেল
আমি বনে ঘুরি ,দাবানলে থাকি
আগুন পাকিয়ে গায়ে মাখি
প্রভূ আমাকে আরো ব্যথা দিলেও
তোমার প্রতি সন্তুষ্ট
আমার গতি ভয়ানক ।আমার ব্যথাকে
ভয় ও গতি। আজ আবার পাপ করে যদি
আবার বিবেকের কাঠগড়ায় দাড়ায়
প্রভূর কাছে ক্ষমা চেয়ে নিব
প্রার্থনার সময়।
আমার এ কবিতার কোন সময় নেই
আমি লিখে যাব অবিরাম
বনে বসে আগনের মাঝে যেখানে যাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.