নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ মোশারফ ,আইআর , ১৪ তম ব্যাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়

খালিদ১২২

আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......

খালিদ১২২ › বিস্তারিত পোস্টঃ

আমি ও আমার প্রভূ

১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫১


আমি ও আমার প্রভূ , প্রভূ সকলের
কল্পিত প্রভূ নন , আসল প্রভূ
প্রভূ কেমন হতে পারে
প্রভূর আচরন মানুষের সাথে
তা প্রকাশ করতে পারে
প্রভূর দৃষ্টি কোথায় থাকেন
প্রভূ আসলে কোথায় থাকেন
আমি গিয়েছিলাম এক ধ্যানে
বারবার শান্তি আর শান্তি
প্রভূ আমাকে প্রেরণা দিল কাজে
প্রভূর উপলব্ধিটা আমার মাঝে
এ এক অবাক প্রভূ আমার ও জগতের
যত প্রশ্ন করি সব প্রশ্নের উত্তরের
উত্তর আসে একটাই প্রভূ মানে
এক বিশাল ভালোবাসা ও ন্যায্যবিচারের
মানুষের গুনের আদর্শ তিনি
উৎস জ্ঞান ,ভালোবাসা ও দরদের।

এক এক প্রভূর জগৎ
হাটতে হাটতে গিয়েছি গিয়েছি দৌড়ে
প্রভূকে পাওয়ার জন্যে গিয়েছিন সাতরে
আমি ও আমাদের প্রার্থনালয়ে
বারবার শুধূ আমার প্রভূর মাহাত্ম্য
মনে আসে
ক্ষুদ্র একটি পিপিলিকা সৃষ্টি
বড় বড় সাপে দেখে
জগতকে সাথে করে
আমি প্রভূরে ধ্যানে
আমার সকল অসহায়ত্ব কাটে
আপনন প্রভূর অনুগ্রহের মাঝে।

রাত হয়েছে কবিতার ঘন্টা বেজেছে
বাহু ভারি হয়েছে
এ আমার তারুন্য ও যৌবন
এসবের মাঝে বার্ধক্যও যেন মিশে গেছে
আমাকে আমার চিন্তা ফিরাল করে
আমি এক ধ্যানে
রাত্রিতেও আমার মস্তিষ্কে ঘাম ঝরে
বাড়তি ঝামেলার টানে
আজকে প্রভূকে বেশী স্মরণ করা হয়নি প্রাণে
নিয়ম আর রিতি
এ আমার প্রভূর দেওয়া দিক্ষা
বন্ধুর মত আমার একলা পথে
প্রভূ আমাকে আশীর্বাদ সপে গেছে
আমার যজ্ঞ ভঙ্গ না হক প্রভুর টানে
নিতে পারি যেন প্রভূর আশীর্বাদ
প্রভূকে ভালোবেসে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.