নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ মোশারফ ,আইআর , ১৪ তম ব্যাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়

খালিদ১২২

আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......

খালিদ১২২ › বিস্তারিত পোস্টঃ

আত্মজগ‌তের তু‌মি

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১:৩৩

আজ আমার ঘা‌ড়ে টান লে‌গে গে‌ছে
কথা বলব না বলব না ব‌লে
বলা হ‌য়ে যা‌চ্ছে
সময় অার অসময়
দয়া ক‌রেগো মু‌খের কথা কে‌ড়ে নিও না
সূর্যদ‌য়ের তু‌মি দিগ‌ন্তের তু‌মি শাশ্বত ত‌ু‌মি
আমার খাতা কলমের ওপর আমার
আত্মজগ‌তের এত বি‌দ্বেষ কেন?
তাহ‌লে আমার উপর তোমার ম‌নোভাব কি?
‌অ‌ামা‌কে মুক্ত হ‌তে দাও , তোমার কথায়
‌লি‌খে যাব, যা অা‌ছে কপা‌লে আমার।
অামার সকাল থে‌কে শেষ বিশ্রাম
পর্যন্ত তোমা‌কে নি‌য়ে লিখব
স্পষ্ট ক‌রে অস্পষ্ট ক‌রে তোমা‌কে নি‌য়ে লি‌খি
প্র‌তিটি অক্ষ‌রে অক্ষ‌রে তোমা‌কে লি‌খি
‌দেখ শহ‌রের যুব‌কেরা কবিতার বই হা‌তে
তরুনীরা বই হা‌তে বারান্দা‌তে
‌দেখ বৃদ্ধ পড়‌ছে ক‌বিতা
‌সে ক‌বিতা‌তে তোমার কথা‌ লেখা অা‌ছে
এ‌তে তু‌মি কি খু‌শি হ‌বে না
ক‌বিতা‌তে শুধু তোমার কথা লি‌খে যাব
বাধা দিও না
ক্ষমা কর ক‌বিতার আত্মজগ‌তের হে তু‌মি ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১:৩৮

বনলতা-সেন বলেছেন: তবু সে খুশী হয়না কেমন 'তুমি' সে?

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১:৪৪

খালিদ১২২ বলেছেন: থানক্স ।‌নি‌জের দন্দ্ব। যা‌কে নি‌য়ে সে মুখ্য নয়।অামার মন জগত প্রকাশ করলাম।

২| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১:৪৯

খালিদ১২২ বলেছেন: ‌নি‌জের দ্বিধা‌কে রস মি‌শি‌য়ে প্রকাশ করলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.