নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ মোশারফ ,আইআর , ১৪ তম ব্যাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়

খালিদ১২২

আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......

খালিদ১২২ › বিস্তারিত পোস্টঃ

প্রভূ প্রে‌মের মহান জগত

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৪৭


আমার ক্ষুদ্র গবেষণাগার
সূক্ষ বিচার জগৎ ও ধ্যান
হে আমার সৃষ্টিকর্তা আমাকে
বাঁচতে দাও ,বাঁচিয়ে দাও
তোমার কাছে ক্ষমা চেয়ে নিলাম
বহুদিন আগে বৃদ্ধ বিধবা নারীকে
পথ পার করে দিয়েছিলাম
এত বিষয় থাকতেও তোমাকে নিয়ে
কবিতা লিখছি হে সৃষ্টিকর্তা
তোমায় বিস্তৃত জগৎকে কল্পনা করে
আজ আমি প্রার্থনায় নামলাম
আমাকে ক্ষমা করে দাও প্রভু।





আমার সৃষ্টিকর্তা পুরো পৃথিবীকে
করেছে প্রশস্ত
হাটি চলি বাঁধা নেই
পেয়েছি সৃষ্টিকর্তার অস্তিত্ব।
ধরা ফ্রেমে বেঁধে আছি
সৃষ্টিকর্তার প্রেমে
সৎকাজে বাধা নেই
চলছি সৃষ্টিকর্তাকে জেনে।




দেখ ভেবে সৃষ্টিকর্তার প্রেমের জগৎ
সৃষ্টিকর্তা ভালোবেসেছে জগৎকে
এ এক বিশাল পরিধি
সৃষ্টিকর্তার অনুগ্রহ খেলা করে
আমার প্রতিটি অস্তিত্বের মাঝে
আমি কৃতজ্ঞ। আমি মুগ্ধ।
আমি ধ্যানি।
আমার প্রতিটি ধ্যানে
হে সৃষ্টিকর্তা আমি প্রাণ কেটে
উজাড় হয়ে ভালোবেসেছি।
তোমাকে ভালোবেসেছি সভ্যতার বুকে
মানুষের মাঝে ঘুরি
তোমাকে পাবো বলে
তোমার সৃষ্টির জগৎকে ভালোবেসে।



আমার প্রতিদিনের প্রভূ
প্রতি মুহূর্তের প্রতি সময়
আমার ধ্যানে
আমি শান্তি খুজি
শান্তি চাই
প্রভূ প্রেরণা নিয়ে আমি চলি
ভালোবাসতে জানি
ভালোবাসা খুজে নিতে জানি।
প্রভূ তোমায় নিয়ে লিখে
শেষ করতে পারব না।
তাই তোমায় নিয়ে লিখতে বসলাম।
আরো যেন লিথতে পারি।



আমার সৃষ্টিকর্তা আমার দূর্বলতার জায়গা
তাকে নেড়ো না
আমার ভেতরে সৃষ্টিকর্তার স্পর্শ আছে
দৃষ্টির, অনুগ্রহ ছুয়ে গেছে আমাকে
সৃষ্টিকর্তা আমাকে দিয়েছে দৃষ্টি
দিয়েছে শ্রবণ, দিয়েছে আত্ম ও বোধ
আমাকে শেকড়ে সৃষ্টিকর্তা
আমাকে লম্বায় সৃষ্টিকর্তা
সৃষ্টিকর্তার অর্থকে আমি বিকৃত করতে
পারলাম না
সৃষ্টিকর্তার হয়ে গেছি আমি
আমি সৃষ্টিকর্তার তাই সৃষ্টিকর্তার
অপার কৃপা
ভালোবাসা ও পূন্যের হিসাব আমার কাছে
ও সূক্ষ পাপ বোধ আমাকে কাদায়।




পাওয়া আর না পাওয়ার মাঝে
সফলতা আর বিফলতায়
পৃষ্ঠার পর পৃষ্ঠায়
প্রতিকূলতার মাঝে আমার
আমার জীবন কেটে গেল
সৃষ্টিকর্তার অপূ্র্ব পরীক্ষার মাঝে।
পৃথিবীর মত ছলনার মাঝে
আমি বড় একা মানুষ
মানুষ আমাকে না দিক সম্মান।
আমি আমাকে কাটিয়ে দিতে চাই
মানুষকে ভালোবেসে।







থাকি পিঁপড়াদের দেশে
শুধু কামড়ায় মানুষ পিঁপড়ারা
আগুনের ভগ্নস্তুপে
পাথরের আড়ালের
সুখ দুঃখের সেতুবন্ধনে
একি সেদিন কেউ আমার বিপদের
দিনে এগুতে এলো না
আমার বিপদের দিনে এসিছিল
সৃষ্টিকর্তা
আমরা মা মরা ছেলে
আমরা বাবা মরা
আমাদের মাথার উপরের সৃষ্টিকর্তা না
থাকলে আমরা কবেই শেষ হয়ে যেতাম।
আহা এ আমার কষ্টের পাহাড়
বিপদের দিনে আমি মানুষকে পায়নি
সৃষ্টিকর্তা আমার মুখের দিকে চেয়েছিল
এ আমার শ্রেষ্ঠ বাঁচন।




আমার প্রার্থনালয়ে গিয়েছিরাম
পানিতে ভিজেছিলাম
মানুষের সাথে মিশিনি
মানুষ বদ বুদ্ধি দেয় যদি
সৃষ্টিকর্তার ধ্যান পড়ে শিখেছিলাম
হাসলে পুরস্কার
কাঁদলে আরো বেশী পুরস্কার
আমি তাই নিয়ে তাকি
আমার জগৎ বড় করতে চাই
তবু জগৎ বড় হল না
আরো ধ্যানে আছি
বুককে প্রশস্ত করব বলে।
ধন্যবাদ দিলাম আবারো সৃষ্টিকর্তারে।



আমার নিলাভ তারুন্য
সূক্ষ বুদ্ধি গুন ও বৈশিষ্ট
এসবের রহস্য সৃষ্টিকর্তা
সৃষ্টিকর্তা একদিনও আমাকে
অন্যায়বাবে মানুষ হত্যা শেখায়নি
আমার আত্মজগতে আছে
যে প্রভূ
সে সুষ্টিকর্তা খুব দ্বায়িত্বশীল ও সুন্দর।
সুন্দরকরে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা
তোমার দ্বায়িত্বশীলতার মাঝে
আমি বন্দি হয়েই তাকতে চাই।

১০

আমিতো কখনো মানুষ হত্যার প্রেরণা
পেলাম না
মানুষের মাঝে পৃথিবী পেলাম
হে সৃষ্টিকর্তা তোমাকে ধন্যবাদ
আমি শুধু গুনে তোমার সৃষ্টি দেখি
এরা তোমার সাথে শত্রুতা করে না
তোমার ক্ষতি না হোক
তুমি এত ধৈর্য নিয়ে তুমি
আস কিভাবে এগিয়ে
তোমাকে অগোনিত ধন্যবাদ
হে সৃষ্টিকর্তা।

১১

আমার হাটুর নীচে ব্যাথা , থুতনীতে ব্যথা
এ আমার কবিতা খাতার অবশিষ্ট পাতা
অনেক কবিতা লিখলাম
হতাশ হতে পারলাম না
মহান দয়া ও স্থেহ থেকে
আমার ক্ষুদা পেল
খাবারের জন্যে ধৈ্য ধরেই রইলাম
এ আমার বাড়তি প্রেরণা
প্রেরণা আমার পড়ে থাকা একার মাঝে
আমি হতাশ হতে পারলাম
পাপ রক্ত আমার শরীরের মাঝে
অন্তর ভরা কালো ও দাগ
তবু বড় আকাশের মাঝে ও বড়
পৃথিবীতে , প্রশস্ত পথে ও আঙ্গিনাতে
আমার প্রভু আশা দেওয়ার ভঙ্গি দেখতে পেলাম
সেটাই আমার ভরসা।




১২

আমি হাটছি পাপের পথে, দম্ভের পথে
অন্ধকার দুঃখের পথে
আমার দায়ভার আমাকে কাদায়
আমি আমার দায়িত্ব নিতে পারলাম না
বিবেকের সাথে প্রতারণা
বিবেকের মানদন্ড বাঁচাতে পারলাম না
আমার মনের ব্যাধি
আমার ছলনা
প্রভুকে বোকা ভেবেছি কি?
আমিইতো বেশী বোকা
যে পাপে ঠাই পেলাম
সে পাপে আমাকে বাঁচাতে পারলাম না।
সাত হাজার দ্বায়িত্ব কাঁধে থাকলেও
দশটিও ভালো করে পারলাম না।
পাপে পড়ে তাকলেও আমার অন্তর
খুঁজে বেড়ায় আকাশের উপরের ভালোবাসা
আমার প্রভুর ভালোবাসা।


১৩

আমার শান্তির জায়গা
আমার ধ্যানের জায়গা
আমার প্রভূ আমাকে একদিনও
ঠকালো না।
জীবনটা একটা পথের মত
যেখানেই যায় শুধু মেলে
প্রভূর অনুগ্রহের দেখা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:২৩

মহা সমন্বয় বলেছেন: ভাল লাগল মহান প্রভূর কবিতাগুচ্ছ। :)

২| ১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০৭

কানিজ রিনা বলেছেন: ভাল লাগল আপনার ১২ নাম্বার শিকার উক্তি।
ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.