নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ মোশারফ ,আইআর , ১৪ তম ব্যাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়

খালিদ১২২

আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......

খালিদ১২২ › বিস্তারিত পোস্টঃ

রহস্য সৃ‌ষ্টিকর্তা

১৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২১


আমার নিলাভ তারুন্য
সূক্ষ বুদ্ধি গুন ও বৈশিষ্ট
এসবের রহস্য সৃষ্টিকর্তা
সৃষ্টিকর্তা একদিনও আমাকে
অন্যায়বাবে মানুষ হত্যা শেখায়নি
আমার আত্মজগতে আছে
যে প্রভূ
সে সুষ্টিকর্তা খুব দ্বায়িত্বশীল ও সুন্দর।
সুন্দরকরে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা
তোমার দ্বায়িত্বশীলতার মাঝে
আমি বন্দি হয়েই তাকতে চাই।



আমিতো কখনো মানুষ হত্যার প্রেরণা
পেলাম না
মানুষের মাঝে পৃথিবী পেলাম
হে সৃষ্টিকর্তা তোমাকে ধন্যবাদ
আমি শুধু গুনে তোমার সৃষ্টি দেখি
এরা তোমার সাথে শত্রুতা করে না
তোমার ক্ষতি না হোক
তুমি এত ধৈর্য নিয়ে তুমি
আস কিভাবে এগিয়ে
তোমাকে অগোনিত ধন্যবাদ
হে সৃষ্টিকর্তা।



আমার হাটুর নীচে ব্যাথা , থুতনীতে ব্যথা
এ আমার কবিতা খাতার অবশিষ্ট পাতা
অনেক কবিতা লিখলাম
হতাশ হতে পারলাম না
মহান দয়া ও স্থেহ থেকে
আমার ক্ষুদা পেল
খাবারের জন্যে ধৈ্য ধরেই রইলাম
এ আমার বাড়তি প্রেরণা
প্রেরণা আমার পড়ে থাকা একার মাঝে
আমি হতাশ হতে পারলাম
পাপ রক্ত আমার শরীরের মাঝে
অন্তর ভরা কালো ও দাগ
তবু বড় আকাশের মাঝে ও বড়
পৃথিবীতে , প্রশস্ত পথে ও আঙ্গিনাতে
আমার প্রভু আশা দেওয়ার ভঙ্গি দেখতে পেলাম
সেটাই আমার ভরসা।






আমি হাটছি পাপের পথে, দম্ভের পথে
অন্ধকার দুঃখের পথে
আমার দায়ভার আমাকে কাদায়
আমি আমার দায়িত্ব নিতে পারলাম না
বিবেকের সাথে প্রতারণা
বিবেকের মানদন্ড বাঁচাতে পারলাম না
আমার মনের ব্যাধি
আমার ছলনা
প্রভুকে বোকা ভেবেছি কি?
আমিইতো বেশী বোকা
যে পাপে ঠাই পেলাম
সে পাপে আমাকে বাঁচাতে পারলাম না।
সাত হাজার দ্বায়িত্ব কাঁধে থাকলেও
দশটিও ভালো করে পারলাম না।
পাপে পড়ে তাকলেও আমার অন্তর
খুঁজে বেড়ায় আকাশের উপরের ভালোবাসা
আমার প্রভুর ভালোবাসা।




আমার শান্তির জায়গা
আমার ধ্যানের জায়গা
আমার প্রভূ আমাকে একদিনও
ঠকালো না।
জীবনটা একটা পথের মত
যেখানেই যায় শুধু মেলে
প্রভূর অনুগ্রহের দেখা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.