নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ মোশারফ ,আইআর , ১৪ তম ব্যাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়

খালিদ১২২

আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......

খালিদ১২২ › বিস্তারিত পোস্টঃ

আরণ্যক রাখাল

২০ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৭


আরণ্যক রাখালের গল্প
পাহা‌ড়ের উপ‌রে অর‌ন্যের মা‌ঝে
স্ব‌র্গের চা‌বি পেল প্রভূর ক্ষমতা‌তে
‌পেল সম্পদ বৃ‌দ্ধির চা‌বি
জ্ঞান বৃ‌দ্ধির চা‌বি
দু‌শ্চিন্তা দূ‌রিকর‌ণে চা‌বি
আর কল্যা‌নের চা‌বি
সাত বছর ধ্য‌া‌নে থে‌কে
পাহা‌ড়ে সে দে‌খে‌ছিল আলো
হা‌তে তার লা‌ঠি , বক‌রির পাল
‌খোলা আকাশটা কা‌ছে
বু‌কে আরাধনা
প্রভূর দেওয়া ক‌রে তার সা‌থে খেলা
জ্ঞান চিন্তায় তার প্রভুর ক্ষমা
প্রভূর আশীর্বাদ
প্রভূর দয়া ও ক্ষমতা
অফর‌ন্ত দানকে স্বীকার ক‌রে
প্রভূর প্রশ‌স্তি গাওয়া
আরণ্যক রাখাল।


য‌জ্ঞের রাখাল তরুন রাখাল প্রেমিক রাখাল
আম‌ি আরণ্যক রাখাল
ধ্যান ভেঙ্গনা আমার
কাঠ খ‌ড়ি পুড়া‌চ্ছি
‌তিন‌টি জি‌নিস আমা‌কে নিয়ন্ত্রন ক‌রে
এক আমারে আত্মজগত
দুই আমার প্রিয়সী
‌তিন আমান প্রভূ
‌দেখ আমার য‌জ্ঞের পা‌শে প্রিয়সী
বা‌তি হা‌তে দা‌ড়িয়ে
আম‌ি আমার রিপু নি‌য়ে থা‌কি সবসময়
পূ‌জিবা‌দের ধুলো আমার গা‌য়ে
সবকিছু আপাতত ভু‌লে
য‌জ্ঞের মা‌ঝে প্রভূর ধ্যা‌নে
পাহা‌ড়ের উপ‌রে গা‌ছের আড়া‌লে
‌দেখ প্রভূর বাণ‌ি ভাং‌ছি
‌প্রিয়সী বা‌তি হা‌তে ফি‌রে যাও
হে আমার আত্মজগত তু‌মি রিপুকে ভু‌লে যাও
আম‌ি প্রভূর প্র‌ত্যেক‌টি আদেশ মানব
‌সেইজন্য আত্ম‌নিয়ন্ত্র‌ণের জায়গা খুজ‌তে দাওে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: X( :( #:-S X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.