নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ মোশারফ ,আইআর , ১৪ তম ব্যাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়

খালিদ১২২

আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......

খালিদ১২২ › বিস্তারিত পোস্টঃ

মহাকালের আরণ্যক

২০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০৮


আরণ্যক রাখালের পায়ে দড়ি
হাতে সুতা বাধা
সময়ের সমদ্রে সে নিয়ম মাখা
হাতে তার ঘুড়ি
চলে আকাবাকা
টানলেই চলে আসে কাছে
তারুন্য মাখা
যেতে হবে মহাকাল
জবাবে ঢাকা
দ্বায়িত্ব কাধে নিয়ে রাখালের চলা
গরু বাছর বকরি তার আমানতে ঢাকা
এ আমানত মালিকের এ কথা মনে রাখা
মহাকালের মহাকাশ তার উপরে চাওয়া
অবাক এক আরণ্যক আত্মশুদ্ধি ঢাকা।


আমার কবিতার খাতা আরণ্যক রাখালকে
নিয়ে সহজেই পথে হাটা পাশ কাটা
দেখা হয়েছিল তার সাথে মহাকালের পাতাতে
পুরানের পাতাতে পাহাড়ের ঢালুতে
মহাজজ্ঞের মহা আরণ্যক, মহাকালের আরণ্যক
লতাপাতায় লুটোপুটি খাওয়া
কেচো সাপ কচ্ছপ মাখা আরণ্যক
আরণ্যকের সাথী ছিল , নদী ছিল
নৌকায় পাল তোলা
সমুদ্রের ভেতরে যাওয়া অসম্ভব
ছিল না তার কাছে
ছিল প্রভূর যপমালা
আরণ্যক সভ্যতার মাঝে কবে যাবে তুমি?
সেই যে রাগ করে ঘর ছাড়েলে
সবাই তোমাকে পাগোল বলেছিল বলে
দেখ আরণ্যকের সাথে থাকে
ধ্যানের জগতের হিরা রত্নের মনিমালা
এর পরেও কাচ ও তুলার মত প্রিয়সী তার
তাকে করেছিল অবহেলা
আরণ্যক মহাকালের সিজদার আরণ্যক
অতীত বর্তমান ভবিষ্যত মধুমাখা
গাছ পালা করে তার সাথে লুটোপুটি
এক আত্মা এক প্রাণ প্রভূর ধ্যানে মাখা।
আরণ্যক ঘরে ফেরো ,রাগ করো না
মন ও কাঁধ নিয়ে ফেরো আরণ্যক
অনেক ধ্যান হল তোমার
লতাপাতা গাছপালা লুটোপুটি মাখা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.