নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ মোশারফ ,আইআর , ১৪ তম ব্যাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়

খালিদ১২২

আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......

খালিদ১২২ › বিস্তারিত পোস্টঃ

মুক্তি চাওয়া আরণ্যক মুক্ত পথেয় থামে

২৩ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

1
মুক্তি চাওয়া আরণ্যক মুক্ত পথেয় থামে
লেখার কবিতার কলম তোমার কেন বল থামে?
কেন শিকলের দড়ি খাতায় তোমার
চিন্তা আটকে রাখে?
যেভাবে খুশি সেভাবেই তুমি কি চল?
লেখার সময় কেন তুমি থাম?
লেখার সময় কে তোমায় ভয় দেখায়
কে ঢোকে তোমার মননে?
2
আরণ্যক অবতারের জায়গা থেকে
কবিতা লিখলে সে কবিতা কি
টিকবে মহাকালে?
কি হবে কবিতা তোমার লিখে
সভ্যতা যে ছিড়ে দেবে তোমার কবিতাকে
আরণ্যক হাত দিল থামিয়ে
আরণ্যকের চিন্তার গতি না থামে
আরণ্যক পড়েই রইলে ঘামে
আরণ্যক কি কারণে কলম তোমার থামে?


3
কবিও কবি , কবির আরণ্যকতো প্রাকৃতিক কবি
দুজনেই কবিতা লিখলো প্রভূকে সপে
একটি করে কবিতা লেখে আর
প্রভূর কাছে চায় ক্ষমা দুজনে
ভুল যদি হয় ,প্রভূ অসন্তুষ্ট যদি হয়
কোন কারণে।
দেখ দুই কবির প্রভূ ভক্তি আপন মননে
প্রভূ কি ক্ষমা করেবেনা এই কারণে?
4
আত্মপ্রতিষ্ঠার কবি আরণ্যক প্রাকৃতিক কবি
তার উপর পড়েছিল অবহেলার দংশন
আজ পর্যন্ত রয়েছে সে নিরবিচ্ছিন্ন অবহেলার প্রভাবে
ছোট বেলায় যাদুকরি এক ঝড় তাকে
তুলে নিয়ে ফেলেছিল বন থেকে গহীন বনে
পানিতে ভাসিয়ে নিয়ে ফেলেছিল
ভাঙ্গা এক কুলে
কামড়াতে ছাড়েনি পোকা পিপড়ারা তোমাকে
তোমার রহস্য তুমিই রয়ে গেলে
আরণ্যক বোকায় রয়ে গেলে
প্রকৃতি তোমাকে মারে না ভালবাসে?
তাহলে তুমি কি প্রকৃতির দাস হয়েই রইল আনমনে?
প্রতিশোধ নিতে পার না?
প্রিয়সির দংশন , হুলো প্রকৃতির দংশন
আত্মদংশন, পাপবোধ দংশন
বিনা দোষে গুরুর হাতে মার খাওয়া আরণ্যক
বিনা কারণে বন্ধুদের অপমান
অন্যায় না করে বদনাম
আরণ্যক তোমার হাতে অবহেলার কলম তুলে দিলাম
তুমি তা দিয়ে গরু চরাও হে রাখাল
দেখবে তোমার গরু বাছরেও
তোমার কথা শুনবে না
পাহাড় নদী কেউ তোমার কথা শুনবে না
তুমিও তোমার কথা শুনবে না
আরণ্যক জন্ম থেকে অবহেলা বয়ে নিয়ে
অবহেলার প্রভাব রইলো তোমার সারাজীবনে
মা বাপ কেউ কি নেই তোমার পাশে?
মা বাপ হারিয়েছ সেই কবে
সভ্যতা তোমার মা বাপ সাজার ভান করে
সভ্যতা তোমাকে মা বাপ হয়েই মারে।
কাছে নিয়ে সভ্যতা তোমাকে
ঘুম কেড়ে নেই অত্যাচারের মুখে।

5
আরণ্যক কিসের এত তাড়া তোমার
কিসের ব্যস্ততা?
কি তোমাকে তাড়ায়?
কে তোমাকে তাড়ায়?
যজ্ঞ করতে যাও পাপ মুক্তির জন্যে
কি পাপ করেছে তুমি?
কিসের প্রায়শ্চিত্ত?
তোমার একাকিত্ত্বের প্রায়শ্চিত্ত ঘোচাও
প্রিয়সিকে কাছে বসিয়ে দুটো গল্প করলে হয়না?
নাকি তাও সময় নষ্ট?
যে ভাষা তুমি ধ্যান করে শিখেছ
সে ভাষায় প্রিয়সির সাথে কথা বলেই দেখ
যে পিতার রক্ত আরণ্যকের শরীরে আছে
সে পিতায় কি আরণ্যককে তাড়া করে?
নাকি তার মা তার কল্পনাতে
হারিয়ে যাওয়া মায়ের ব্যথা নিয়ে আসে?
তোমার চুল আচড়ানো হয়নি প্রাতে
বুক ভরা ব্যথা নিয়ে আজ প্রাতে
উপস পেটে তোমার পাহাড় পাহাড়ের উপরে
পাহাড় নিয়ে গরু বাছুর বক্রির পাল ভর করে থাকে।
6
আরণ্যক সাত বছর তুমি যে প্রিয়সিকে
ভালবেসেছিলে সে তোমাকে দিল ছেড়ে
সাত বছর যে প্রিয়সি ছিল তোমার ধ্যানে
সে প্রিয়সি তোমায় দিল পর করে
একথা শুনে সারা পৃথিবীর প্রিয়সিরা হাসে
রয়ে গেলে অপূর্ণতার মাঝে
কিসের এত পাপবোধ তোমার
পাপ তোমাকে ছাড়লো না যে
সারাদিন ধ্যান কর উপস থেকে
পাপও করতে ছাড়লে না যে
অবাক আরণ্যক বোকায় কি রয়ে যাবে
পৃথিবীতে ঢাকতে পারবে কি পাপকে
বহু ধ্যান উপাসনা করে
এত এত পাপ পাপ ধরে তোমাকে টানে
ধ্যান করে তাহলে কি লাভ হবে প্রাণে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.