নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ মোশারফ ,আইআর , ১৪ তম ব্যাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়

খালিদ১২২

আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......

খালিদ১২২ › বিস্তারিত পোস্টঃ

আরণ্যক সমাজের মাঝে প্রভূ বিষয় অনুধ্যান করতে গিয়েছিল

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০৩

আরণ্যক সমাজের মাঝে প্রভূ বিষয়
অনুধ্যান করতে গিয়েছিল
আরণ্যক দেখ সমাজের সবাই নিজ
নিজ প্রভূ বানিয়ে নিয়েছে
গরীব, ধনী, তান্ত্রিকের প্রভূ
ভিন্ন ভিন্ন বাণী প্রচারকদের প্রভূ
‌নিজ নিজ দ‌লের প্রভূ
কোন গ্রন্থ না প‌ড়েই নি‌জের চিন্তার প্রভূ
এক গ্রন্থ প‌ড়ে ভিন্ন ভিন্ন প্রভূ
‌ভিন্ন ভিন্ন প্রার্থনাল‌য়ের প্রভূ
সবাই নিজ নিজ প্রভূর উপাসনা করে
তোমার প্রভূ কি নিজের কল্পিত প্রভূ?
নাকি উদয়াচল ও অস্তাচলের প্রভূ
সত্যিকারের প্রভূ।
ত‌ু‌মি কোন প্রভূবাদী‌দের গ্রন্থ‌টি পড় আরণ্যক?
প্রকৃ‌তি পূজা‌রি‌দের গ্রন্থ , তথাক‌থিক প্রভূবাদী‌দের গ্রন্থ,
সমাজপ‌তি‌দের গ্রন্থ,
না‌কি গুপ্ত- ব্যক্ত ,আদি- অন্ত , সত্যিকা‌র ও প্রাকৃ‌তিক
প্রভূর গ্রন্থ?
তু‌মি গন্থের প্রভূ পড় না‌কি প্রভূর গ্রন্থ পড় আরণ্যক?
না‌কি দু‌টোই পড়?
প্র‌ত্যেক গ্র‌ন্থের আলাদা আলাদা প্রভূ
সমা‌জের উপা‌সিত বি‌ভিন্ন প্রভূর বি‌ভিন্ন গ্রন্থ
তু‌মি কোন গ্রন্থ‌টি পড় আরণ্যক?
তু‌মি কোন প্রভূ‌কে মে‌নে চল ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.