নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ মোশারফ ,আইআর , ১৪ তম ব্যাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়

খালিদ১২২

আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......

খালিদ১২২ › বিস্তারিত পোস্টঃ

হি‌সে‌বের ময়দান

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৩৮



সমস্ত জগত ভেঙ্গে টুকরো টুকরো হল , রুটির
মত বিছানো হিসেবের কাটগোড়া বিশাল ও সুবিশাল
কোথায় গেল সেই গ্রহ তারা আকাশ সুন্দর
সমস্ত প্রাণ ফিরে পেল প্রাণী জগতের দেহ কুল
সবাই একসাথে দাড়ালো ময়দানে , পানি কয়
একটু পানি , রৌদ্র তাপ , ভয়ংকর চারিপাশ
কে কি এনেছ দাও হিসাব , জীবনের সকল হিসাব
সমস্ত মানুষ দাড়িয়ে সেখানে , কি হবে কি হবে
কি এনেছি, কি করেছি বল, সমস্ত মানুষ ছোট ছোট
হায় আফসোস পাপীদের ক্ষুদ্র পিপীলিকা, ইতর প্রাণী
হয়ে যদি জন্ম নিতাম পৃথিবীতে
ধুধু প্রান্তর , অন্ধের মত ছুটোছুটি, কোটি কোটি
কোটি কোটি মানুষ, ছুটোছুটি ,চোখে বন্যার পানি
কেউ কারোর নয়, সবাই ভিখারি, অসহায়,
অসহায় চোখে কান্না, অসহায় চারদিক, ভয় ও আতঙ্ক
‌সে আতঙ্ক কোথায় ছিল পৃ‌থিবী‌তে?
‌কোথায় ছিল অহংকা‌রি , অত্যাচা‌রি , মিথ্যাবাদীরা
আজ বিচার দি‌নে দেখ তারা কিভা‌বে আছে
ঘাম দিয়ে ভিজে গেল মাটি, ঘাম দিয়ে বন্যা
হাত কামড়ানো আফসোসে ,দীর্ঘসময়
দীর্ঘসময়ের কষ্ট, তপ্ত সূর্য় মাথার উপরে
হিসাব আর হিসাব, আফসোসে ছুটে বেড়ানো
পালিয়ে যাবে কোথায় , পালানোর জায়গা নেই
‌ক্ষুদ্র ক্ষুদ্র ছোট পাপ পুণ্য দেখা যায় , সকল
ধনী ও গরীব এক , নগ্ন নারী ও পুরুষ সকলে
চায় মাথার উপরে চারিপাশে , একটু আশ্রয় চায় তার
যার কথা ভুলেছিলাম , অকৃতজ্ঞ ছিলাম যার প্রতি
এরকম দিন যে আসবে এভাবে হঠাতকরে
কেউ ভাবেনি সেভাবে , কেউ কি ভেবেছিল পৃথিবীতে?
হাত কামড়িয়ে শুধু আফসোস আরে আফসোস।
সেই দিন আসার আগে সাবধানতা দরকার বাচার জন্য
সেই দিনের সকল কল্যান শুধু সাবধানীদের জন্য
সবাই যেন সাবধান থাকি সেইদিনটির জন্য
দয়ার সাগর প্রভূর কাছে আজ প্রার্থনা সকলের জন্য
দয়ার সাগর প্রভূর কাছে হাত তুললাম সকল কল্যানের জন্য।
দয়ার সাগর প্রভূর কাছে হাত তুললাম ক্ষমার জন্য।
দয়ার সাগর প্রভূর কাছে বললাম পথ করে দাও বাচার জন্য।
অসাবধানীদের জ্ঞান দাও প্রভূ সেই দিনে বাচার জন্য।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৬

বিজন রয় বলেছেন: আপনার প্রার্থণা পূরণ হোক।

সুন্দর কবিতায় +++++

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৩

সেলিম৮৩ বলেছেন: কবিতায় কবিতায় কোরঅান-হাদিসের বয়ান-কি সুন্দর!!!!!!
অাল্লাহপাক এগুলো বুঝে সেই মত চলার তৌফিক দান করুন। অামিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.