নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ মোশারফ ,আইআর , ১৪ তম ব্যাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়

খালিদ১২২

আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......

খালিদ১২২ › বিস্তারিত পোস্টঃ

আমাকে ঈশ্বর বিশ্বাসী হতে বাধ্য করেছে ।কবিতা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০২


বিকালটা ছিল মেঘলা ও অন্ধকার
সন্ধায় সমুদ্রে উপরে দেখা গেল না কোন তারা
অরণ্যের মাঝে ছোট কুড়ে ঘরের উপরে নেই কোন চাঁদ
অনেক রাত । আরণ্যকের একলা রাতে ঘুম এলো না
অনেক , অনেক দূরে হচ্ছে আগ্নেয়গিরির বিস্ফরণ
দপদপে অন্ধকারে ঝড় বৃষ্টি এলো বলে
আরণ্যকের গালে হাত
অনেক রাতে ছোট শিশুর কান্নার মত
টিকটিকির ও ঝিঝি পোকার আওয়াজের মত
এই মুহূর্তে তার ঈশ্বর বিশ্বাস ছাড়া আর
কি উপায় থাকতে পারে তার ?
এই মুহূর্তে তার ঈশ্বর বিশ্বাস ছাড়া আর কিইবা করার আছে?


অনেক রাতে ঘড়ির টিকটিক শব্দ
রাতে টিকটিকি ঝিঝি পোকার আওয়াজ
দূর থেকে ভেসে আসা কুকুরের ঘেউ ঘেউ
ঘুটঘুটে অন্ধকার, রাতের একটানা ঝড় ও বৃষ্টি
আর দূর থেকে ভেসে আসা ছোট বাচ্চার কান্নার শব্দ
কালো মেঘ,উত্তপ্ত রোদ, আগ্নেয়গিরির বিস্ফরণ ও ভূমিকম্প
হাজার হাজার বছরের বিশ্বাসীদের মতন
আমাকে ঈশ্বর বিশ্বাসী হতে বাধ্য করেছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.