নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ মোশারফ ,আইআর , ১৪ তম ব্যাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়

খালিদ১২২

আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......

খালিদ১২২ › বিস্তারিত পোস্টঃ

আশাবাদী আরণ্যক

১৩ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫২

মা বাবা ভাই বোন প্রিয়সী থেকে অতি
কঠিন বিদায় নিয়ে সেই যে আরণ্যক গেছে কবে
একটি হারানো নক্ষত্র খুজতে সমুদ্রের মাঝে
নৌকার পাটাতন পচে গেছে ছেদলা ধরে গেছে
শত শত রাত দিন তার কেটে গেছে
পোশাক ছিড়ে গেছে
পাল ছিড়ে পিঠের উপর পড়ে গেছে
আরণ্যকের মুখে এক টুকরো হাসি লেগে থাকে
রাত দিন সমুদ্র আকাশ হাতড়ে
হারানো একটি নক্ষত্র পাবে বলে
হারানো নক্ষত্রটি তাকে পেতেই হবে
যে নক্ষত্রটি তার পিতা পায়নি
দাদা খুঁজেছিল অনেকদিন ধরে
সে নক্ষত্রটি খুজে এনে আরণ্যক সন্তানের হাতে
তুলে দিবে, পৃথিবীর সমস্ত নব জাতকদের
হাতে তুলে দিবে
দূর কোটি পথ অসমাপ্ত সমুদ্র স্রোত
দেখে সে ভাবে দেখে দেখে
সমুদ্র স্রোতের বাড়ী খেতে খেতে
প্রবল নিস্বঙ্গতার মাঝে
আজও আরণ্যক হতাশ হয়নি
সারাজীবন যদি সমুদ্রে কেটে যায় তার
আর বাড়ী না ফেরা হয় তার
যদি সে মরেও যায় সমুদ্র মাঝে
তবু তার মরা লাশের মাঝে
মরা মুখের মাঝে
তোমরা এক টুকরো হাসি
এক টুকরো আশা পাবে।
হতাশার গন্ধ ছড়াবে না কোনদিন
তার লাশ পোঁচে হাড় পোঁচে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.