নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ মোশারফ ,আইআর , ১৪ তম ব্যাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়

খালিদ১২২

আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......

খালিদ১২২ › বিস্তারিত পোস্টঃ

আরণ্যকের পিতার কবর ও পিতার সাথে কথাবার্তা

২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

মৃত মানুষের সাথে কি জীবন্ত মানুষের কথাবার্তা হতে পারে?না হতে পারে না। সেটা আরণ্যক ভালোই জানে। আজ সে বৃদ্ধ পিতার কবর জিয়ারত করতে গেল। আরণ্যক জানে। জেনেও সে ভুলে গেল । মনে হচ্ছে পিতা তাকে ধরে কাঁদছে।তাকে ছেড়ে চলে এসে পিতা খুব কষ্ট পাচ্ছে। তাকে ফিরে যেতে বলছে। আরণ্যক কি নিজেকে ফেরেশতা বা পূন্যবান মনে করে। আর‌ণ্যক তার জীবনে সব পাপই করেছে। তবুও নিজেকে পূন্যবান ভাবতে ছাড়ে না। আবার নিজেই অজান্তেই সব পাপ গুলো সে স্বীকার করে। আরণ্যক কি সেজন্যেই পূণ্যবান হতে পেরেছে। আরণ্যক অভিনয় জানেনা। জীবনেও সে সৃষ্টিকর্তার সাথে অভিনয় করেনি। সৃষ্টিকর্তার সাথে কখনো হয়না। অভিনয় করেনি সে কোন মানুষের সাথে। এইটাই তার জীবনে সবচেয়ে বড় অভিনয় হয়ে দাড়িয়েছে। আরণ্যক পিতার জন্যে প্রার্থনা শুরু করল । হাত ওঠালো। দূর থেকে মাঠের কৃষকরা দেখছে। একটা ছেলে পিতার কবরের পাশে প্রার্থনা করেছে। সে প্রার্থনা দেখে তাদের মনটা ভরে গেল।কিন্তু আরণ্যকের এত প্রার্থনা করেও মন ভরল না। সে ভাবলো পিতার জন্যে আরেকটু প্রার্থনা করতে পারলে ভালো হত।
আরণ্যকের বাবা বলছে। বাবা তুই ফিরে যা। আর এখানে আসিস না । ভালোভাবে চলিস। আরণ্যক এরকমটা ভাবছে। নাকি বাবা এটাও বলল মাঝে মাঝে আসিস আমাকে দেখে যাস। আমার জন্য দোয়া করে যাস। আরণ্যকের মনে হচ্ছে বাবা একটি সুন্দর সাদা পাজামা পান্জাবী পরে তার সামনে চলে এসেছে। না বাবা চলে যেতে বলছে। না হলে আরকটু বাবার পাশে থাকা যেত। আরণ্যক দূরে রাখা সাইকেলটি চড়ে যাচ্ছে। আর বাবার সাথে সে বিড় বিড় করে কথা বলছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.