নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ মোশারফ ,আইআর , ১৪ তম ব্যাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়

খালিদ১২২

আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......

খালিদ১২২ › বিস্তারিত পোস্টঃ

পেতাত্মা।কবিতা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০২

পুরানো আমার এ ঘর
ছায়াগুলো দেখতে পায়
আমার আগের বসবাসকারীদের
ওখানে ছাদ ,সিঁড়ি ও পটি
কোন এক পুরুষ যেন ওখানে
কেঁদেছিল কোন এক প্রিয়সীকে ধরে
চোখের ছানি পড়ে আছে
সে পেতাত্মার
বালিশে চোখের পানি, বিছানায় ব্যথা
কোন এক পুরুষের স্মৃতি
আগুন ও ব্যথা বুক ছুয়েছিল
বিছানায় , প্রিয়সীকে
কে বলে পৃথিবীতে পেতাত্মা নেই
আমি দেখতে পায় প্রতিটি নিস্বঙ্গতা
আমার কাছে ধরা দেয় পেতাত্মা হয়ে
ভূত পেত হয়ে কষ্টগুলো আমাকে ভয় দেখায়
আমার পুরানো এ ঘর বিছানা সিড়ি
ছাদ খাট চোখের পানি মিশে গেছে
আগের সকল বসবাসকারীর সাথে।
নিজের চেহারায় উপর আমার
শরীরের উপর , মনের উপর
ভর করে থাকে স্মৃতিগুলো
দুশ্চিন্তা হয়ে পেতাত্মা হয়ে।
প্রিয়সী যে পুরুষ কেঁদেছিল তোমাকে ধরে
সে পুরুষের সাথে তোমার আর কথা হয় না
কথা হয় তার সাথে চোখের পানির সাথে
পুরানো শশ্মানের ধারে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:২৯

অতঃপর হৃদয় বলেছেন: পড়লাম।। :) ভাল লাগছে কিছুটা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.