নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ মোশারফ ,আইআর , ১৪ তম ব্যাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়

খালিদ১২২

আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......

খালিদ১২২ › বিস্তারিত পোস্টঃ

আরণ্যকের অন্ধ স্ত্রী

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:০২

একটু পরে আরণ্যক অফিস থেকে ফিরে আসবে। ঘরে ফিরে তার অন্ধ বউ সুখজানকে জড়িয়ে এক ঘন্টা চুপ করে শুয়ে রইবে। অন্ধ বউ । কিচ্ছু কথা হবে না। কথা কমই হয়। অন্ধ মানুষ । মানব জগৎ সম্পর্কে সে কি বোঝে?
পাড়ার মানুষ বুঝতে পারে না কিভাবে একজন সুস্থ্য মানুষ অন্ধের সাথে এভাবে সংসার করতে পারে?
আরণ্যকের এর আগেও একটি বিবাহ হয়েছিল। সেই মেয়েটি দেখতে খুব সুন্দরী ছিল।
তাকে আরণ্যক খুব ভালোবাসত। কিন্তু মেয়েটি আরণ্যককে ডিভোর্স করে দিয়েছে।
এখন আরণ্যক একটি অন্ধ মেয়ের সাথে সংসার করছে। তবে ভুল করে মাঝে মাঝে সুখজানকে হিমা বলে ডেকে ফেলে।সুখজানের সাথে বিবাহের এক বছর হল। তারপরেও সে তমাকে ভুলতে পারেনি। সুখজানকে সে তমা বলে যদি ভুল করে ডেকেই ফেলে তবু সুখজান রাগ করে না। কারণ সে সহজ সরল মেয়ে।
সুখজানকে খুব ভালোবেসেই সংসার করে যাচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.