নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ মোশারফ ,আইআর , ১৪ তম ব্যাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়

খালিদ১২২

আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......

খালিদ১২২ › বিস্তারিত পোস্টঃ

মৌলিক চাহিদা। কবিতা।

০৫ ই মার্চ, ২০১৭ সকাল ৭:৫৬


মৌলিক চাহিদা
.......
মাঝে মাঝে বিশ্রামের জন্যে আমাকে
এখানে আমাকে আমার দেহ অপেক্ষা বড় সাই‌জের
এক‌টি ঘর দেওয়া হয়েছে

তিনবেলা মোটামুটি খাবারের নিশ্চয়তা
দেওয়া হয়েছে,খাবারগুলো গুদাম ঘরে রাখা হয়েছে

কিছু পোশাকও একটি গুদাম ঘরে রাখা হয়েছে
যাতে আমার জীবনটা পার হয়ে যায়

বলা হয়েছে এখানে রোগ উপযুক্ত কোন ভাইরাস
ব্যাকটেরিয়া নেই
আমার কোন রোগ হবে না নিশ্চিত
তাই ওষুধ রাখা হয়নি

বিনোদন বলতে আমাকে খোলা আকাশটা
দেওয়া হয়েছে পুরো পৃথিবীটা আমাকে বিনা
পাসপোর্ট বিনা ভিসায় ঘুরতে দেওয়া হয়েছে

শিক্ষার জন্যে কোন বই দেওয়া হয়নি
শুধু একটি বিবেক দেওয়া হয়েছে

আর যত্রতত্র লেখা আছে আপনি
আর কি চান?
বাকি যা চান ওগুলো আপনার রোগ
দুশ্চিন্তা কষ্ট ও পেরেশানি।


এটা আমার যানবাহন
............

এটা আমার যাত্রপথ এটা আমার যানবাহন
একটি লোকাল ট্রেনে আমি কোন রকমের সিট পেয়েছি
অনেকেই দাড়িয়ে যাচ্ছে
ইতিমধ্যে আমার ত্রিশ বছর কেটে গেছে
এ পথে যা পেয়েছি তা নিয়েই আমি খুশি
ঝুলে যাওয়া লোকটির চেয়ে ভালো আছি
বৃদ্ধটি গাড়ির ঝাকুনিতে পড়ে যাওয়ার উপক্রম
ছোট শিশুটিকে সিট ছেড়ে দিলাম
দাড়িয়ে থাকতে থাকতে আমার যখন
পিঠে খিল লেগে যাবে
কে আমাকে সিট দেবে জানিনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.