নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ মোশারফ ,আইআর , ১৪ তম ব্যাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়

খালিদ১২২

আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......

খালিদ১২২ › বিস্তারিত পোস্টঃ

হিন্দু পিঁপড়ে ও সংখ্যালঘু

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

ছোট বেলায় যে পিঁপড়েগুলো কামড়াতো না
সেগুলোকে গায়ের উপর ছেড়ে দিতাম
বিলবিলি খেতাম আর বলতাম
এগুলা ভালো মানুষ পিঁপড়ে ও হিন্দু পিঁপড়ে
এই পিঁপড়ের সংখ্যাও ছিল তুলনামুলক
অন্য পিঁপড়ের চেয়ে কম

এখনো সমাজে দেখি শান্ত কিছু লোক থাকে
ওদের মধ্যে হিন্দু লোকও আছে
মাঝমাঝে লক্ষ করেছি হিন্দুরা খুব শান্ত শিষ্ট
নিলিবিলি থাকতে পছন্দ করে

আমাদের এক ছাত্রাবাসে এক হিন্দু থাকত মুসলমান নাম নিয়ে
মানে আসল নাম গোপন করে
একটু ভয়ে ভয়ে থাকত না জানি
অনেক মুসলমান তাকে আলাদা ভাবে দেখবে বলে
খুব ভালোমানুষ নিলিবিলি ছেলেটি-তাকে দেখে আমার সেই
ছোট বেলার হিন্দু পিঁপড়ের কথা পড়ত মনে

এখন বুঝতে পেরেছি সংখ্যালঘুরা আসলে থাকে ভয়ে
তাই তারা হিন্দু পিঁপড়ে সাজার ভান করে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

চাঁদগাজী বলেছেন:


আপনি কি ঢাকা বিশ্ব বিদ্যালয়ে পড়েন?

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

খালিদ১২২ বলেছেন: ভাই বলব না । কারণ জঙ্গি হিসেবে যদি আমাকে ফলো করেন।

২| ০৬ ই মে, ২০১৭ রাত ৮:৩২

চাঁদগাজী বলেছেন:


মেসের খাবার টেবিলে পিঁপড়া থাকটে পারে, আপনি আগের মতো পিঁপড়া নিয়ে খেলতে পারবেন।

০৬ ই মে, ২০১৭ রাত ৮:৪৩

খালিদ১২২ বলেছেন: I was a student of du.

৩| ০৬ ই মে, ২০১৭ রাত ৯:৩২

চাঁদগাজী বলেছেন:


আপনি যদি আবার ফিরে যান, এবার হয়তো কাজ দেবে।

০৬ ই মে, ২০১৭ রাত ৯:৪২

খালিদ১২২ বলেছেন: হয়াই?

৪| ০৭ ই মে, ২০১৭ সকাল ১১:০৯

সঞ্জয় নিপু বলেছেন: কালো পিপড়া ভাল - মুসলমান। আর
লাল পিপড়া খারাপ - হিন্দু । এটাই জেনেছি ছোট বেলায়।
আসলে আমরা সবাই ভাল কিন্তু কিছু মানুষের মানুষিকতা ভাল না, ছোট বেলা থেকেই বাচ্চাদের এই বিষয়টা শিখায়, বিভেদের প্রাচীর দেখায়, আর সেটাই চলে আসে পর্যায়ক্রমে। স্বাভাবিক। আর ব্যপারটা মনে হয় ভয় না, আত্মসন্মান বোধ।

ধন্যবাদ, সুন্দর বিষয়।

৫| ০৭ ই মে, ২০১৭ সকাল ১১:২৫

আমি স্বপ্নদ্রষ্টা বলেছেন: আপনার ডিপার্টমেন্ট আই ই আর , তাই না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.