নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ মোশারফ ,আইআর , ১৪ তম ব্যাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়

খালিদ১২২

আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......

খালিদ১২২ › বিস্তারিত পোস্টঃ

কাফের গিরগিটি ও নাস্তিক স্বভাব

০৬ ই মে, ২০১৭ রাত ১১:৩১



ছোটবেলায় শুনেছি হযরত ইবরাহিমকে যে কাফেররা আগুনে ফেলেছিল
সে আগুনে গিরগিটিতে ফুঁ দিয়ে ,সাহায্য করেছিল আগুন জ্বলতে
তাই গিরগিটি পেলে মারলে পারে
তাতে কোন দোষ হবে নারে
আর গিরগিরি কাফের প্রাণী
এটুকু নাকি কিতাবে লেখা আছে
এখন মাঝে মাঝে নাস্তিক সামনে আসে
এদেরকে মাঝে মাঝে গিরগিটি মনে হয় বটে
তবে গিরগিটির একটা স্বভাব মনে পড়ে
ওরা খুব লুকোচুরি করতে পারে
ছোট বেলায় অনেক সময় ঝোপের আড়ালে
গিরগিটি তাড়িয়ে বেড়াতাম –আর ওরা পালিয়ে যেত
মনে পড়ে
তবে কাফের বা গিরগিটিকে যেমন খারাপ মনে করতাম
নাস্তিক সামনে এলে বুঝতে পারি
নাস্তিকদের কাছে কিছু একটা জিনিস শেখার আছে
যেমন ওদের মাঝে মানবতাবাদের গুণ আছে
সুতরাং কোন মানুষকে আগুনে ফেললে পারে
নাস্তিক সে আগুন নিভিয়ে দেবে
নাস্তিকরা মানবতাবাদী সুতরাং তারা
মানুষকে আগুনে ফেলার বিপক্ষে
অতএব নাস্তিক সামনে এলে পারে
গিরগিটির মত তাদের না তাড়িয়ে
আলাপ করি তাদের সাথে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.