নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ মোশারফ ,আইআর , ১৪ তম ব্যাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়

খালিদ১২২

আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......

খালিদ১২২ › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাস করুন আমি প্রেম করিনি ও আরেকটি কবিতা

০৮ ই মে, ২০১৭ রাত ১:০২

বিশ্বাস করুন আমি প্রেম করিনি
---------------------
কিছু কবিতা লিখেছিলাম
তা পড়ে বউ বলল-
জীবনে কয়টা প্রেম করেছ তা স্বীকার কর , না হলে দুপুরের খাবার বন্ধ!
আমি প্রেম করিনি,কোন মেয়েকেও আমার ভাললাগেনি, বিশ্বাস কর!
পাঠকরাও তাই ভাবে,আমি কয়টা প্রেম করেছি
বিশ্বাস করুন! আরে আমি প্রেম করিনি,
বন্ধু বলল তুই তোর কবিতা বিষয়টা চেঞ্জ কর
তাহলে তোর উপর সন্দেহ কাটবে
আমি তাই করলাম
যাতে আমার উপর সবার সন্দেহ কাটে
আবার নতুন নতুন কিছু কবিতা লিখলাম
তাও বিপদ বউ ,পাঠক, আত্মীয় স্বজন
সবার জিজ্ঞাসা- আপনি কয়টা প্রেম করেছেন বলেনতো?
আরে আমি প্রেম করিনি
বিশ্বাস করুন আপনারা!
কি বিপদ!
আমার প্রতি কেন আপনাদের এই প্রশ্ন জিজ্ঞাসা?
আবার বন্ধু বলল আবারো লেখার বিষয়টা চেঞ্জ কর
আমি তাই করলাম
এবারও বউ, পাঠক ,আত্মীয়, বন্ধু-বান্ধব সকলের একই জিজ্ঞাসা-
আমি আগের উত্তর প্রেম করিনি সেটাই বললাম
আমার একি বিপদ!
মুখ লজ্জায় লাল হয়ে গেল!
কবিতা লেখা তাহলে কি ছেড়ে দেব?
আবারো রাগ করে আবার নতুন কিছু কবিতা লিখলাম
তাতে লিখলাম-
কবিতা পড়লে পড় , না পড়নে না পড়
ভাই তোরা আমাকে দয়া করে বিশ্বাস করিনি।


আমি খুব সুখি মানুষ!
-------------------------------
কিছু দুঃখের কবিতা নিয়ে বউ এর কাছে
পাঠ করা শুরু করলাম
বউ বলল মানুষের দুঃখ থাকতেই পারে
এটা নিয়ে কষ্ট পাওয়ার কিছু ,অতীতকে ভুলে যাও
বউ এর কথায় দুঃখতো কমল না ,দুঃখ বরং আরেকটু বাড়ল
কিছু দুঃখের কবিতা নিয়ে প্রকাশকের কাছে গেলাম
প্রকাশক বলল-এই সময় দুঃখের কবিতা চলবে না
আমার দ্বারা আপনার কবিতা ছাপা সম্ভব নয়
এক বন্ধূকে বললাম দস্ত আমার অনেক কষ্ট আছে জানিস
দোস্ত বলল যা বউ এর কাছে শেয়ার করগে
আমার দুঃখ শোনার সময় নেই!
বোনের কাছে গেলাম, বললাম-বোন আমার অনেক কষ্ট আছে
বোন বলল-সংসারের ঝামেলায় আছি
দুঃখ মানুষকে মহৎ করে
দুঃখ পেলে খাটি মানুষ হওয়া যায়
আমি বোনের কথা শুনে আরেকটু দুঃখ পেলাম
মানে আমার দুঃখ শোনার আর কেউ নেই
তাই কেউ যদি থাকেন একটু আসবেন আমার দুঃখ শুনতে
এই বলে সমাজের মাঝে ঘোষণা দিলাম
ঘোষণা শুনে এক লোক এলো আমার দুঃখ শুনতে
তারপরে সে নিজের দুঃখ বলা শুরু করল
তার দুঃখ শুনে আমার দুঃখ ঘুচে গেল
আমাকে কিছু বলার সামান্য সুযোগমাত্র সে দিল না
আমার আর দুঃখ বলার ইচ্ছে নেই
এখন আমার কোন দুঃখও নেই
সকলকে ধন্যবাদ!
আমি খুব সুখি মানুষ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.