নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ মোশারফ ,আইআর , ১৪ তম ব্যাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়

খালিদ১২২

আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......

খালিদ১২২ › বিস্তারিত পোস্টঃ

আর আমি থাকি দর্শক ও শ্রোতা সারিতে, সকলের পিছনে

১২ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৫

--------------------------------------------------------------
ছোট বেলায় দুষ্টু ছেলে আরিফের হাতে
ক্লাসের ভেতর বেধড়ক মার খেয়েছিলাম
বিচার দিতে জানতাম না , প্রতিবাদ জানতাম না
তাই সুযোগ পেলে সে আমাকে মাঝে মাঝে মারত

ক্লাসে ,বাড়ীতে আমার খুব সুনাম ছিল
খুব শান্ত ,ভালো ছেলে হিসেবে
স্যাররা বিনা কারনে আমাকে মেরে অন্য ছাত্রদের ভয় দেখাত
ছাত্র হিসেবে মোটামুটি ভালোই ছিলাম
যাইহক আমার পরের রোল ,আরিফ এখন প্রশাসনিক অফিসার
আবির কোনরকমে পাশ করে
সামরিক বাহিনীর অফিসার

যে ছেলেটা নাম কবির, স্কুলে আমাকে বাগিয়ে বাগিয়ে
মাঝে মাঝে আমার টাকায় আইসস্ক্রীম খেত
সেও এখন বড় অফিসার

আমি শুধু ভালো মানুষের সার্টিফিকেট হাতে
নিয়ে বসে আছি
এখনো আমাকে লোকে ভালোমানুষ ও শান্ত লোক বলে বটে
তাতে আমার নিজের ভালোইলাগে
নিজের বিবেকের তাড়নায় খারাপ কাজ করতে পারিনে বটে
তবে আরিফ, কবির ও আবির আমার উপরেই রয়ে গেল
ওরাও ভালো মানুষ
আমিও ভালো মানুষ
তবে আমার কোন গাড়ী ঘোড়া হয়নি
সমাজের লোকেরা উপর উপর আমাকে ভালো মানুষ বলে বটে
সুযোগ পেলে আমাকে লাথিও মারে

সমাজে সকল কাজে আরিফ , কবির ও আবির উপরে থাকে
আর আমি থাকি দর্শক ও স্রোতা সারিতে ,সকলের পিছনে।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৭ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:


আমাদের সমাজে দুস্টরাই উপরে উঠবে, সেই সিস্টেম তৈরি হয়েছে; তবে, আপনার পদ্য ইত্যাদির অবস্হা খুব একটা স্বাস্হ্যকর নয়।

১২ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

খালিদ১২২ বলেছেন: অনেকেই আমার পদ্য পছন্দ করে। হাতে খড়ি মাত্র।অন্তঃমিল আমিয়ে এড়িয়ে চলি।

১২ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

খালিদ১২২ বলেছেন: আমার পদ্যের বিষয়বস্তু আমি নিজেই। আর এগুলোকে পদ্য না বলে কবিতার ছলে ছোট ছোট টীকা লিখন বলতে পারেন।

২| ১২ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

শূন্যনীড় বলেছেন: ভালো লিখেছেন, ভালো লাগলো পোষ্ট +++++

১২ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

খালিদ১২২ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.