নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ মোশারফ ,আইআর , ১৪ তম ব্যাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়

খালিদ১২২

আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......

খালিদ১২২ › বিস্তারিত পোস্টঃ

স্বর্গীয় আরণ্যক-৭

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৯


আরণ্যক তোর রক্তের মাঝে যে স্বভাব আছে
আরাধনা করে তা কি দূর করা সম্ভব?
তোর স্বভাব কিছু দিনের জন্যে ঘুমিয়ে যেতে পারে
যখন স্বভাব আবার ঘুম থেকে উঠবে
তখন তুই কি করবি?
আরণ্যক তুই যা জানিস
তা ছোট একটা বাচ্চাও জানে
প্রতিদিন তুই যা ধ্যান করে জেনেছিস
তা আগে থেকেই জানত অনেকে
আরণ্যক তুই যেখানে আত্মনিয়ন্ত্রণ করে ভাল থাকিস
সেখানে অনেকেই স্বাভাবিকভাবেই তোর চেয়ে ভাল আছে
তুই যে ভাল কাজগুলো করিস অনেক যত্মে
সে কাজগুলো অনেকেই করে যাচ্ছে অবলিলায়
তোর ভুলগুলো ভুল-ই রয়ে গেল
ওগুলো অবলা শিশুরাও করবে না
তুই যে মন্দ গুলো করিস
সেগুলো আর কেউ না করুক,তুই-ই তো করিস
প্রতিদিন তোর কষ্ট করে ভাল থাকা
প্রতিদিন তুই সত্য বলার অভ্যাস করিস
দেখ অনেকেই স্বাভাবিক ভাবেই তোর চেয়ে সত্য বলে
প্রতিদিন তোর চেষ্টাকরেও পাপ ছাড়ার অভ্যাস গেল না
ছোট শিশুদেরর কাছে যাস ,মূর্খ কিংবা দূর্বলদের কাছে যাস
তাদের কাছ থেকে কিছু শিখে নিস
দেখিস তুই যা আরাধনা করে শিখেছিস
তোর চেয়েও বেশী জানে শিশুরা,মূর্খরা ও দূর্বলেরা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.