নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন সুন্দর করে সাজাও । আমি নারী তাই কথাও বলি নারীদের নিয়ে।

কামরুননাহার কলি

আমার নাম কামরুননাহার কলি, আমি একজন ভার্সিটির ছাত্রী। আমার সখ লেখালেখি আর বই পড়া। আমি দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষদের।

কামরুননাহার কলি › বিস্তারিত পোস্টঃ

পুলিশের বর্বরতা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৩



জনগণের বন্ধু কে পুলিশ, আর পুলিশের বন্ধুকে নিশ্চিয় জনগণ। কিন্তু সেই পুলিশই যদি হয় জনগণের শত্রু আর জনগণের শত্রু পুলিশ তাহলে দেশের কি হবে?
আজ রাজারবাগ পুলিশ লাইনের সামনে থেকে যখন আসছি তখন নিজের চোখে দেখলাম একজন দেশ রক্ষি, একজন পবিত্র পোশাকধারী, জনগণের একজন বন্ধর বর্বরতা। যারা দেশে পুলিশ নামে পরিচিত হয়ে থাকে সবার কাছে। যাদের পোশাকটি সবার থেকে আলাদা হয়। যাদের দেখলে মানুষ সেলুট করবে, আজ দেখলাম তাদের কান্ড। বাহ কি সুন্দর আমাদের দেশের আইন রক্ষাকারী বন্ধু পুলিশ বাহিনী। এদেরকে আমি পুলিশ বলবোনা, আর বলে স্বীকারও করিনা। এরা পুলিশ নামে অমানুষ, জানিনা বিধাতা এদের কোন রূপে সৃষ্ট্রি করেছেন। আইন-শৃংঙ্খলার অবস্থা যদি এই হয়, তাহলে দেশের অবস্থা কি হবে।
শুধু কি ঐ পুলিশের পোশাকটি পড়লেই মানুষ তাকে সম্মান করবে? পুলিশ পুলিশ বলে বুকে টেনে নিবে? না নিবেনা। এদেরও একটি যোগ্যতা থাকতে হয়, এদের মন-মানসিকতা সুস্থ থাকতে হয়। ঐ পুলিশের পোশকটি পড়ে যখন স্বপথ করানো হয়, সেই স্বপথের মূল্য রাখতে হয়, সেই সত্যের পথে চলতে হয়। আর আজকে পুলিশ ভাইয়েরা কি করে! অসত্যা-মিথ্যে, লুট-চাঁদাবাজি, অন্যায়, অমানুষি, নির্মম-নির্যাতন, ঘুষ-খুন এই সব কোনেটারি থেকে পিছিয়ে নেই আজকে পুলিশ ভাইয়েরা। বলতে গেলে সবার থেকে এগিয়ে আছে। খুব দুঃখ পাই মাঝে মাঝে পুলিশের এই ধরণের বর্বরতা দেখে। আজকের ঘটনাটি তাহলে শুনুন-
একজন ট্রফিক-পুলিশ রাজারবাগ মোড়ে দাড়িয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। একজন বয়স্ক মুরব্বি যার বয়স হবে ঐ ট্রফিক-পুলিশের বাবার বয়সি। লোকটি ভ্যাট চালক, লোকটি মানুষ টানে সেই ভ্যানে। উপার্জন করে টাকা, তা দিয়ে তার গরিব পরিবারটি চালায়। তার ভ্যানে কিছু মানুষও ছিলো তারা ঐ ভ্যানের যাত্রী। ভ্যান চালক যখন এককোণা দিয়ে এসে পুলিশটির পিছনে দাড়ালো জ্যামের মধ্যে। তখনি পুলিশ তাকে তার হাতের লাটি দিয়ে পিটানো শুরু করলো। ভ্যান চালক লাঠিটি ধরে ফেললো, তবুও ক্ষ্যান্ত হলো না পুলিশটি এলোপাতারি গুষি দিতে লাগলো ঘাড়ের উপর, তবুও ক্ষ্যান্ত হলো না পুলিশ, তার ভ্যানের চাকাটির হাওয়া বের করে দিলো। তখন চোখের পানি ধরে রাখতে পারলাম না। কেদে দিলাম, আহারে ঐ লোকটি যদি আমার বাবা কিংবা ঐ পুলিশের বাবা হতো তাহলে কি এই ভাবে মার খেতো। আশে পাশের কেউ কিছু বললোনা এমনকি ভ্যানে যারা ছিলো তারাও না, তারা হয়তো পুলিশটাকে ভয় পেয়েছে। শুধু একজনকে দেখলাম, তাও মারার পর এসে ভদ্রলোকটি বলল থামেন আর মাইরেননা।
কত তো ভি.আইপিরা রাস্তা ওভারটেক করে রং রোডে গাড়ি নিয়ে দৌড়ায়। তখন কোথায় যায় এমন বর্বরতা পুলিশদের চেহেরা। নাকি পুলিশরা তাদের চাকর হয়ে আছে যার কারণে মুনিবকে কিছু বলতে সাহস পায়না। খুবই দুঃখজনক দেশের আইন-প্রশাসনের অবস্থা।
আমার ছোট্ট এই ঘটনাটি কার কাছে কেমন লাগে তা জানিনা। হয়তো অনেকে এর বিপক্ষে কথা বলবেন বা পক্ষে বলবেন। বলতে পারেন তবে চিন্তা করে বলবেন, আর ঘটনাটি সবটাই সত্য।

ছবিটি নেট থেকে নেওয়া।

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪২

মোস্তফা সোহেল বলেছেন: পুলিশে ছুলে ছত্রিশ ঘা তাই পুলিশকে মানুষ যমের মত ভয় পায়।
আর এদেশে পুলিশের কাছে আঈনের চেয়ে নেতাদের কথা বড়।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১২

কামরুননাহার কলি বলেছেন: হুম ।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৫

মনিরা সুলতানা বলেছেন: আইন শৃঙ্খলা রক্ষা তো করতেই হবে ,সাথে কিছু মানবিকতা ও আশা করি ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৩

কামরুননাহার কলি বলেছেন: জানিনা আপি সেই মানবিকতা কবে পাবো।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০০

আবু তালেব শেখ বলেছেন: মানবিকতা বিসর্জন দিয়েছে এরা। এরা কত নিষ্ঠুর তা মাঝেমধ্যে চোখে পড়ে

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০০

আবু তালেব শেখ বলেছেন: মানবিকতা বিসর্জন দিয়েছে এরা। এরা কত নিষ্ঠুর তা মাঝেমধ্যে চোখে পড়ে

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১২

কামরুননাহার কলি বলেছেন: আর কত ভাইয়া।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৩

আটলান্টিক বলেছেন: দেশ গোল্লায় যাক।আমরা ভাল থাকলেই হবে। =p~

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৭

কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহাহ ভাইয়া শুধু নিজের কথা ভাবলে হবে না একটু তো দেশের কথা ভাবতে হবে ।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৪

নিরাপদ দেশ চাই বলেছেন: দেশে ভদ্র কোন পুলিশের দেখা এই পর্যন্ত দেখার সৌভাগ্য হয় নাই। বিদেশে না আসলে জানতে পারতাম, না যে পুলিশ জনগনের বন্ধু।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৬

কামরুননাহার কলি বলেছেন: এই দেশের পুলিশরা কবে হবে জনগণের বন্ধু।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: আমার বাসা রাজারবাগ পুলিশ লাইনের সামনে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৯

কামরুননাহার কলি বলেছেন: ঘটনাটি তো আপনার বাসার সামনেই ঘটলো তাহলে ভাইয়া। এখন কি হবে ভাইয়া তাহলে হাহাহাহাহ।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
'কাল কেউটের ফনায় নাচে লখিন্দরের স্মৃতি'
'পুলিশ কখনো হয়না মানুষ এই বাংলার রীতি'

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৩

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া সুন্দর করে ছন্দে ছন্দে মিলিয়ে বলে দিয়েছেন।

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: খুবই দুু:খজনক!

হায়! স্বৈরাচারিতার অতি নির্ভরশীলতায় তারা অতি সাহসী হয়ে পড়ে!
সরকার যখন পেটোয়া বাহিনী নির্ভর হয় তখন তারা্ও এর ১৬ আনা সুবিধা ভোগ করে!
যার ভুক্তভোগী অসহায়র আমজনতা!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৪

কামরুননাহার কলি বলেছেন: হুম ভাইয়া ১৬ আনা সুবিধা ভোগকারী এই সব পেটোয়া বাহিনীরা।

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৬

পার্থ তালুকদার বলেছেন: আমার এক কলিগ এমন একটা ঘটনার কথা বললো আজ। খুবই দুঃখজনক।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৯

ওমেরা বলেছেন: খুব দুঃখজনক ঘটনা । শেয়ারের জন্য ধন্যবাদ আপু ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩

কামরুননাহার কলি বলেছেন: হুম খুবই দুঃখজনক ভাইয়া।

১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০০

নূর-ই-হাফসা বলেছেন: পুলিশ হ ওয়া মানে অনেক ক্ষমতাবান কিছু ।
কাল পত্রিকায় দেখলাম পুলিশের এস আই আশিকুর রহমান পাসপোর্ট ভিসা ছাড়া স্বজনের সাথে বিমানে চড়ে বসে ছিলেন ।
পুলিশের ড্রেস দেখে কেউ আটকায়নি । এই হচ্ছে পুলিশের অবস্থা ।

১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন: পুলিশকে আরও জনবান্ধব হতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.