নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন সুন্দর করে সাজাও । আমি নারী তাই কথাও বলি নারীদের নিয়ে।

কামরুননাহার কলি

আমার নাম কামরুননাহার কলি, আমি একজন ভার্সিটির ছাত্রী। আমার সখ লেখালেখি আর বই পড়া। আমি দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষদের।

কামরুননাহার কলি › বিস্তারিত পোস্টঃ

“ আজ ব্লগে সূর্য্য কোন দিক দিয়ে উঠেছে”

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৩



আজকে ব্লগের সূর্য্য কোন দিক থেকে যে উঠেছে কিছুই ঠাওর করতে পারতেছি না। আজ নারী দিবসের জন্য সব ছেলেদের সূর্য্য মনে হয় অন্যদিক দিয়ে উঠেছে। বাহ বাহ সবার মুখের বুলি তো চেঞ্জ হয়ে গেছে। নারী নিয়ে কথা শুনতে শুনতে প্রতিদিন আমার কান জালাপালা হয়ে যায় । ওরে বাপরে বাপ নারীদের নিয়ে কতো লেখা, কতো পড়া, কতো আলোচনা-সমালোচনা, কতো রাগ-ক্ষোপ। আজ নারীদিবসে গেলো কই সেটা। নাকি আজ ছেলেদের মনে হলো যে, নারীদের জন্যই পৃথীবি বেচে আছে।
ব্লগে কি সুন্দর সুন্দর পোস্ট সকাল সকাল দেখে এক্কেবারে মনটা ভরে গেলো আমার আহাহা। বাপুরা তোমরা বেচে থাকো হাজার বছর পর্যন্ত। দোয়া করি এমন করে যেনো নারীদের প্রতি তোমাদের সম্মান আর সুন্দর সুন্দর বুলি যেনো সবসময়ই থাকে। আল্লাহ হেদায়েত করো গো তোমার এই অসহয় বাচ্চা ছেলেদের।

আমার পোস্টটি কিন্তু মজা করে পোস্ট দিয়েছি। কেউ আবার আমাকে দমকিয়েন না ভাইয়ারা হুমমম। তাহলে কিন্তু কান্না করবো এই আমি বলে দিলাম, তারপর আমার কান্না কিন্তু কেউ হাজারটা চকলেট দিলেও থামাতে পারবেন না। =p~ =p~ !:#P !:#P !:#P :D :D :D

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৯

তারেক_মাহমুদ বলেছেন: নারী দিবসের শুভেচ্ছা আপু।

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৮

কামরুননাহার কলি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।
বেচে থাকো বাপু বেচে থাকো জনম জনম।

২| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: যারা প্রকৃত ভাল তারা সব সময়ই নারীদের সম্মান করে।
আজ আমিও নারীদের নিয়ে কিছু কাব্যকনা লিখেছি পড়ে দেখবেন।

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫২

কামরুননাহার কলি বলেছেন: পড়বো পড়বো, পড়বো না মানি আমি তো আপনার লেখা পড়িই।

৩| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: নারীদের সম্মান করার শিক্ষা ছোটবেলায়ই দিয়ে দেয়া হয়েছে। মায়ের জাতিকে অসম্মান করার স্পর্ধা যারা দেখায় তারা মানুষের কাতারে সামিল নয়।

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৮

কামরুননাহার কলি বলেছেন: েএক্কেবারে ঠিক বলেছেন ভাইয়া। আমার মনে কথাটা তুলে ধরেছেন।

৪| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
যত খুশি কান্দেন ! টিস্যুর বক্সটি রইল- :P



শুভ কামনা কলি।

১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৬

কামরুননাহার কলি বলেছেন: এই কটা টিস্যুতে ও হবে না ভাইয়া।

৫| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২০

চাঁদগাজী বলেছেন:



নারী নিয়ে পুরুষেরা কথা বললে, বলবে কে?

১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৭

কামরুননাহার কলি বলেছেন: বলেন বলেন, বলবেন না, মুখ আছে তাই বলবেন।

৬| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: পৃথিবীর সকল নারীর প্রতি বিনম্র শ্রদ্ধা। কোনো নারীকে কষ্ট দিলে ক্ষমাপ্রার্থী...

১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৭

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৭| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৩

ওমেরা বলেছেন: তাইতো আপু সূর্য আজকে দেখাই যাচ্ছে না আমাদের এখানে ।

১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৮

কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহাহা তাই আপু।

৮| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:০৫

অর্ধ চন্দ্র বলেছেন: কান্নাময় শুভেচ্ছা!

১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৮

কামরুননাহার কলি বলেছেন: আপনাকেও কান্নাময় শুভেচ্ছা।

৯| ১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫২

পান্হপাদপ বলেছেন: নারীদের পথচলা নিরাপদ হোক

১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৬

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১০| ১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৩

রুফাইদা তারান্নুম বলেছেন: নারী দিবস শেষে বলতে ইচ্ছে হচ্ছে, এমন দিবসের তুলনায় দিবসটা না থাকাই হয়তো আমাদের জন্যে সম্মানের ছিলো!

১১| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩২

সানভী সালেহীন বলেছেন: নারীদের জন্য এমন সিজনাল দিবস পালন করার মানেটা কী!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.