নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন সুন্দর করে সাজাও । আমি নারী তাই কথাও বলি নারীদের নিয়ে।

কামরুননাহার কলি

আমার নাম কামরুননাহার কলি, আমি একজন ভার্সিটির ছাত্রী। আমার সখ লেখালেখি আর বই পড়া। আমি দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষদের।

কামরুননাহার কলি › বিস্তারিত পোস্টঃ

“একা আমি”

১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৫



খুব একা আমি,
একাকিত লাগে আমাকে।
এই শহরে, এই উচু দালানে।
এই পিচ-ঢালা রাস্তা,
আমাকে খুব একা করে দিয়েছে।
আমার কিচ্ছু ভালো লাগেনা।
দম বন্ধ হয়ে যায় এই শহরে।
এখানে কিচ্ছু নেই,
সবটাই নকল।

আমার গঞ্জে, অনেক কিছু আছে।
কুঁড়ের ঘর আছে, মাটি আছে।
পুকুর আছে, খাল আছে।
বিল আছে, ক্ষেত আছে।
গোলা ভরা ধান আছে,
সোনালী আঁশ আছে।
সবার ভালোবাসা আছে।
আমার গঁঞ্জ আমাকে;
খুব.... সুখে রাখে।

আমি আমার গঞ্জে যাবো।
পুকুরে মাছ ধরবো,
চাষাদের চাষ করা দেখবো।
রাখালের বাশিঁর সুরে
উদাসীন হবো।
দৌড়িয়ে, দৌড়িয়ে মাঠে-ঘাটে,
গ্রাম-গঞ্জে, সাথিদের নিয়ে খেলবো।

বুড়িমাকে পান পিশে দিবো।
বুড়িমা এক গাল পান মুখে নিয়ে।
থু-থু ছিটিয়ে রুপকথার,
গল্প শুনাবে আর-
মাথায় বিলি কেটে দিবে।
আমি গল্প শুনতে শুনতে,
বুড়িমার কোলে ঘুমিয়ে যাবো।

আমাদের গাঁয়ের পাশ দিয়ে।
পালকি করে বৌ-বর নিয়ে যাবে।
আমরা মেয়ে-ছেলেরা দৌড়িয়ে যাবো।
বর-বৌকে উকি মেরে দেখবো,
আর হাসবো।
আমি ফিরে যেতে চাই,
আমার ছোট্ট সোনার গাঁয়ে।

আমি এই শহের খুব একা।
আমাকে খুব একা করে দিয়েছে
এই শহর-
আমার গাঁয়ে-
বসন্ত এলে কোকিল ডাকে।
গ্রীষ্ম এলে আম কুঁড়াই।
বর্ষা এলে পাল উড়াই।
কোথায় আমার সেই গঞ্জ?

এই কবিতার লেখাটি আমার গ্রাম নিয়ে লেখা। আমার গ্রামটি অনেক সুন্দর। এখনও আমার গ্রামের ছেলে-মেয়েরা আমার কবিতায় যে লেখা ফুটে তুলেছি তাই করে করে ওরা। কিন্তু আমি পারিনা এই শহরে থেকে, এই শহর আমার গ্রামের মতো নয়। এই শহর কখনো মানুষকে সুখে রাখেনা, রাখতে পারেও না, এই শহর বড়ই নিষ্ঠুর। আজ থেকে ৬/৭ বছর আগেও আমি ছোট্ট একটি মেয়ে ছিলাম। একদিন আমার জীবনেও এই কবিতার মর্মগুলো সত্যি ছিলো। কিন্তু আজ আমি অনেক বড় হয়ে গেছি। আমি এখন ভার্সিটিতে পড়ি তাই সেই দিনগুলো আমার কাছে অমর হয়ে আছে। আজ গ্রামের একটি ছবি দেখে খুব মনে পড়েছিলো ছোট্টবেলার সেই দিনগুলোর কথা। তাই এই কবিতাটি লিখলাম।
তারিখঃ- ১৫-০৩-২০১৮

ছবিটি নেট থেকে নেওয়া।






মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৯

তারেক_মাহমুদ বলেছেন: আসলেই তাই যান্ত্রিক শহর আমাদের একা করে দিয়েছে।

১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০১

কামরুননাহার কলি বলেছেন: আপনাকেও!
ধন্যবাদ ভাইয়া।

২| ১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: মাঝে মাঝে গ্রাম থেকে ঘুরে এলে মন ভাল হয়।

১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২২

কামরুননাহার কলি বলেছেন: হুম যাই তো তারপরও মনটা শুধু গ্রামের জন্যই কাদে।

৩| ১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: একাকিত(?) লাগে আমাকে??

যতি চিহ্ন(।) বেশী ব্যবহৃত হয়েছে।

বুড়িমা অর্থ কী?
দাদি??

১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৯

কামরুননাহার কলি বলেছেন: হুম বুড়িমা =দাদী

৪| ১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৯

সজিব ইসলাম বলেছেন: এটাতো শহর না এইটা হলো অতি সার্থপর একটি রবোটিয় জীবন যাপনের আধুনিক বস্তি, যে শহরে বাস করে ৯০% প্রতারক। এই শহরে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষের সাথে প্রতারনা করে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। তবে আপনি যে গ্রামের বর্ননা দিয়েছেন সে ধরনের গ্রাম এখন আর দেশে কোথাও খঁউজে পাওয়া যাবে কিনা সন্দেহ।

৫| ১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: আসলে দিনের শেষে মানুষ কখন না কখনও মনে করে সে একা।

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০০

কামরুননাহার কলি বলেছেন: হুম ঠিক। ধন্যবাদ ভাইয়া।

৬| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:২০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: গ্রামে চলে যান। তবে আপনাদের এলাকার রাস্তাঘাট ভালোনা। রাস্তার ধূলোয় ফেস মেখে যাবে। গ্রাম কে নিয়ে কবিতা; খুব সুন্দর লিখেছেন।

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০০

কামরুননাহার কলি বলেছেন: যাই তো ভাইয়া তারপরও মন চায় বার বার যাই।
ধন্যবাদ ভাইয়া।

৭| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৪

আকতার আর হোসাইন বলেছেন: যান্ত্রিক জিবনের কর্মব্যস্ততা একটা সময় দুর্বিষহ হয়ে উঠে একাকিত্বের অনুভূতি হয়...

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০১

কামরুননাহার কলি বলেছেন: হুম ঠিক তাই-
ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.