নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন সুন্দর করে সাজাও । আমি নারী তাই কথাও বলি নারীদের নিয়ে।

কামরুননাহার কলি

আমার নাম কামরুননাহার কলি, আমি একজন ভার্সিটির ছাত্রী। আমার সখ লেখালেখি আর বই পড়া। আমি দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষদের।

কামরুননাহার কলি › বিস্তারিত পোস্টঃ

“আমি মানুষ”

১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৪


আমায় থাকতে দেয়,
আমার মতো করে।
আমি স্বাধীন ঘরে;
জন্মছি, তাই আমি স্বাধীন।
আমি চলবো, চলবোই।
আমি একা একা চলবো।
যেখানে খুশি সেখানে,
স্বাধীন মতো চলবো।

আমার সাথে কেনো
এমন হবে?
আমাকে কেনো এতো,
নির্মম, নির্যাতন, নিপীড়ন,
কেনো এতো অপমান,
অবেহেলা, অনাচার?
সৃষ্ট্রির বিধান;
আমি তুই একই রকম।

স্রষ্ট্রা বলেনি-
নারী অবেহেলিত, অনাচারিত।
তোরা কেনো বলিস,
তোদের মুখে লাগম দেয়।
যত্তসব বেকুবের দল।

আমিও ধ্বংস করিতে পারি;
এই মহাপ্রলয়-
অগ্নি হয়ে জ্বালাতে পারি;
বিশ্বপ্রলয়-
আমিও হতে পারি বিশৃংঙ্খলা,
উদ্যাম, দূরন্ত-
মহা-সমুদ্রের গর্জন।
আমি অন্যায়, দুনীর্তি, দূর্দম।
হতে পারি মিথ্যে, ধ্বংস;
অত্যাচারি, অনাচারি।
হতে পারি তোদের দুঃখ;
মরণ, জীবন নাশ।
ঘুর্ণি হয়ে উলোট পালোট;
করে দিতে পারি-
এই অশান্তকে।
পাই নাকো কিছু ভয়।

আমি শান্ত, শৃংঙ্খলা,
ভিতরে আমার মানুষ্যত্বা
আমি মানুষ-
নয় কোন পশুরুপি।
আমি সত্য-
মিথ্যেকে করি ধ্বংস।
আমি নম্র, ভদ্র-
উত্তম মহামানব।
পৃথিবী আমার কাছে সুন্দর।
স্বপ্ন আমার কাছে বিভোর।
আমি মানুষ-
নয় কোন পশুরুপি।

১৯-০৩-২০১৮
ছবিগুলো নেট থেকে নেওয়াঃ

মন্তব্য ৪৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: ভালো হয়েছে!

তবে বেশ কিছু কমন টাইপো আছে!


ঠিক করে নিন!

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৮

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
“কমন টাইপ” কোননটা ভাইয়া।

২| ১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০০

আকতার আর হোসাইন বলেছেন: বাহ!! অনেক সুন্দর হয়েছে। লেখায় বিদ্রোহী ভাবটা স্পষ্ট।

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৯

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৩| ১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০২

আকতার আর হোসাইন বলেছেন: আপু প্রথম পাতায় লেখা প্রকাশ হবার বিষয়ে আপনার কাছে আমার কিছু জানারর ছিল। অনুগ্রহ করে যদি আমার সাথে যোগাযোগ করতেন খুবি খুশি হতাম। আমার ফেসবুক আইডি লিংকটা দিলাম।

ফেসবুকে আকটু যোগাযোগ করবেন কি...?

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৫

কামরুননাহার কলি বলেছেন: আসলে আমি এই গ্রুপের সাধারণ একজন পাঠক মাত্র। আমি তো আমাকে এই ব্যপারে কিছুই বলতে পারবো না। তবে আমি আপনাকে এই টুকো বলবো।
সবার লেখা পড়েন, লাইক-কমেন্টস করেন, সবার সাথে মিশতে থাকুন তাহলে দেখবেন সামহোয়্যার গ্রুপের মডরেটরদের চোখে পড়বে। তারপরও আপনাকে আমি একটি লিংক দিচ্ছি এখানে আবেদন করুন তাদের আপনার সমস্যার কথাগুলো বলেন। দেখ কাজ হয়ে যাবে। তারা খুবই আন্তরিক।
নিচের এই লিংকে আবেদন করুন।
[email protected]

৪| ১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১০

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: শুভ কামনা রইল, যেন চিরো একা হয়ে চিরদিন দুঃখ না পান কখনো।

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৫

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৫| ১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২২

আকতার আর হোসাইন বলেছেন: আমি ওখানে একবার মেইল করেছিলাম। কোন ফিডব্যাক পায়নি ওদের থেকে। যাইহোক আপনাকে ধন্যবাদ সুন্দর পরামর্শ দেয়ার জন্য।

আর আপনার ফেসবুক লিংকটা দিলে ভালো হত। যদি না দিতে পারেন, তবে কাইন্ডলি আমাকে রিকুয়েস্ট দিয়েন।

আমার ফেবু লিংক : http://www.facebook.com/Arh100

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৮

কামরুননাহার কলি বলেছেন: আবারও করুন। এবার পেয়ে যাবেন।

৬| ১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কঠিন কবিতা।
কয়েকটি ভুল ছিল। ঠিক করেছেন?

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৬

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া -
কোথায় ভুল একটু ধরে দেন ভাইয়া আমার চোখে পড়ছে না, প্লিজ।

৭| ১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:২৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: অগ্নী নয় অগ্নি

উপরের কমেন্ট মিছে দিবেন।:(

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২৮

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৮| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০৮

*** হিমুরাইজ *** বলেছেন: সামনে আরও ভাল হবে।

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২৯

কামরুননাহার কলি বলেছেন: ওকে ধন্যবাদ ভাইয়া।

৯| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর লিখেছেন।

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৭

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১০| ১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: নিজেকে নিয়ে এনালাইসিস। ভালো। কবিতায় লাইক মারা হইল।

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৭

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১১| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভাল লিখেছেন কলি।
শুভ কামনা রইল।

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৮

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আপনি ভালো থাকবেন আশা করি। আর দোয়া রইলো।

১২| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৭

শাহরিয়ার বাপন বলেছেন: আপনার চেতনার প্রতি সম্মান রেখে বলছি, আপনার কবিতার (“আমি মানুষ”) মূল প্রতিবন্ধক আপনার Separatist Feminism মনোভাব নয়তো !!

২৫ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪০

কামরুননাহার কলি বলেছেন: যেমন??

১৩| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৫

শামচুল হক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৮

কামরুননাহার কলি বলেছেন: আপনাকেও ধন্যবাদ , ভালো থাকবেন।

১৪| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

সৈয়দ তাজুল বলেছেন:
বিদ্রোহী কবিতাও বলা যায়।


বেশ হয়েছে। বেশ ভালই হয়েছে।

০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১২

কামরুননাহার কলি বলেছেন: কবিতা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

১৫| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৬

মনিরুল ইসলাম বাবু বলেছেন: ++

০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১২

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১৬| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন।


শুভ কামনা রইল।

০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৩

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইলো।

১৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৪

তিহাম বলেছেন: অনেক ভালো হয়েছে । কিন্তু এখন আমাদের মধ্যে এর বিপরীত চিত্র টাই প্রকট হয়ে দেখা দিচ্ছে, যা খুব ই দুঃখজনক ।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫১

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপনাকে, তবে বিপরীত চিত্র টা বলতে?

১৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৩

নূর-ই-হাফসা বলেছেন: স্বাধীন হবে আপুনি।
কবিতা দারুন হয়েছে । কথা গুলো ভালো লাগলো

০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৫

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপি আপনাকে অনেক অনেক।

১৯| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৬

কাওসার চৌধুরী বলেছেন: আপনার কবিতা আগে পড়িনি। এই প্রথম পড়লাম। তিনটি পড়েছি বেশ ভাল লেগেছে। শুভ কামনা আপনার জন্য। আমি কবিতা লেখতে পারি না। গল্প আর ফিচার লেখি। সময়ে সুযোগে আমার ব্লগে আসলে খুশি হবো।

১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০২

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক, শুভেচ্ছা রইলো। আর আপনার পেজে ঘুড়তে যাচ্ছি।

২০| ১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক দিন আপনার নতুন কোন পোস্ট নেই ?


নতুন বছর ভাল কাটুক।

১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৭

কামরুননাহার কলি বলেছেন: পরিক্ষা চলছে তাই পড়া নিয়ে আছি তাই লিখতে পারছি না নতুন বিষয়।

২১| ১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অনেক বিরতি দিয়ে লেখা
কবিতায় ভালালাগা রইলো।
সময় সল্পতায় এমন বিরতি !!

১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২০

কামরুননাহার কলি বলেছেন: হা পরিক্ষার জন্য লিখতে পারছি না।
দোয়া করবেন। আর আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন।

২২| ১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

কলি????
নতুন লেখা নাই কেন??

১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫২

কামরুননাহার কলি বলেছেন: পরিক্ষা চলছে তাই পড়া নিয়ে আছি তাই লিখতে পারছি না।

২৩| ২০ শে মে, ২০১৮ রাত ১:৩২

এম ডি মুসা বলেছেন: খুব সুন্দর!

২১ শে মে, ২০১৮ সকাল ১১:১১

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.