নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন সুন্দর করে সাজাও । আমি নারী তাই কথাও বলি নারীদের নিয়ে।

কামরুননাহার কলি

আমার নাম কামরুননাহার কলি, আমি একজন ভার্সিটির ছাত্রী। আমার সখ লেখালেখি আর বই পড়া। আমি দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মানুষদের।

কামরুননাহার কলি › বিস্তারিত পোস্টঃ

আমি হবো প্রধানমন্ত্রী

২১ শে মে, ২০১৮ দুপুর ২:৩৫



বাংলাদেশে ১৬/১৭ কোটি মানুষের বসবাস। তারপরও এদেশে ভালো একজন জনগণের অভাব, ভালো একজন প্রধানমন্ত্রী অভাব, ভালো একজন মন্ত্রীর অভাব, ভালো একজন শাসকের অভাব। কেনো এতো অভাব? তাই ভাবছি এদেশের আগামী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবো আমি!

প্রধানমন্ত্রী হয়ে আমার সবার আগে যে কাজটি করার দরকার সেটা হলো-
এদেশের আনাচে কানাচে থেকে শুরু করে প্রত্যেকটি মানুষকে আগে, মানুষের মতো মানুষ করে গড়ে তোলা। কেনোনা এদেশের প্রতিটি মানুষের শিরায় উপশিরায় এখন শয়তানদের বসবাসের ঘর হয়ে গেছে। আর সেই ভাইরাস এসে ধরেছে এদেশের ভালো মানুষগুলোর উপর।

তাই প্রধানমন্ত্রী হয়ে অন্ধকারছন্ন মানুষগুলোকে আলোর পথে আনতে হবে। এদেশের মানুষগুলো ডুবে আছে অন্ধকার জগতে। দিশেহারা হয়ে যাচ্ছে প্রতিটি মানুষ। কোনো দিক-বেদিক পাচ্ছেনা। এরা বুজতে পারছে না কোন পথে গেলে এদের ভালো হবে, আর কোন পথে গেলে এদের খারাপ হবে। এরা লোভে পরে নিজেরা তো ধ্বংস হচ্ছে সাথে দেশ ও প্রজন্মকে ধ্বংস করছে।

একটি দেশের জনগণের উপর আস্থা রাখে একটি দেশের উন্নতি আর ধ্বংস করার পথ। একটি দেশের ১০০% জনগনের মধ্যে যদি ৯০% জনগণ ভালো হয় তবেই সেই দেশ উন্নতির দিকে আনা যায়। আর যদি ১০০% এর মধ্যে ৯০%-ই খারাপ থাকে তাহলে সেই দেশ কিভাবে উন্নত হয় এটা আমার মাথায় আসে না।

তাই দেশের জনগণ ভালো তো দেশ ভালো, দেশ ভালো তো পৃথিবী ভালো। পৃথিবী ভালো তো আখিরাত ভালো। সব শেষে আমি বলবো আমি এদেশের প্রধানমন্ত্রী হলে এদেশের মানুষগুলো কে মানুষ করাই হলো আমার কাজ। তবেই এদেশের সবকিছু ভালো হবে। কুলি, দোপা-নাপিত, হামার-চামার, চাঁদাবাজি-ঘুষবাজি, মাঝি-মোল্লা, ড্রাইভার-হেলপার, পুলিশ-ওকিল, ম্যাজিস্ট্রার-বেরেস্ট্রার, ইঞ্জিনিয়ার-ডাক্তার, মন্ত্রী-এমপি, নেতা-ফেতা সব ভালো হয়ে যাবে। এদের এতো অন্যায়ের কোন চিহৃ থাকতে দিবো না।

মন্তব্য ৪৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৮ দুপুর ২:৪৭

তারেক_মাহমুদ বলেছেন: ওই পদে বসলে সবাই স্রোতে গা ভাসায়, ভাল কিছু করার আশা থাকলেও আশপাশে যারা থাকবে তাদের জন্য কিছুই করতে পারবেন না।

২১ শে মে, ২০১৮ দুপুর ২:৫৩

কামরুননাহার কলি বলেছেন: সেই জন্যই তো আগে আশে-পাশের ‍গুলোকে ভালো করবো ভাইয়া।

২| ২১ শে মে, ২০১৮ দুপুর ২:৪৭

ভুয়া মফিজ বলেছেন: বাংলাদেশ আরেকটা মহিলা প্রধানমন্ত্রী পাচ্ছে তাহলে, খুব শীঘ্রই!!! :)

২১ শে মে, ২০১৮ দুপুর ২:৫৪

কামরুননাহার কলি বলেছেন: হুম, মহিলা দেখে ভয় পেয়েন না ভাইয়া। মহিলারা ভালো-মন্দ মিলিয়েই থাকে। যেমন ছেলেরাও ভালো-মন্দ মিলিয়ে আছে।

৩| ২১ শে মে, ২০১৮ দুপুর ২:৫৫

কাইকর বলেছেন: নতুন প্রধানমন্ত্রী। শুভ কামনা

২১ শে মে, ২০১৮ বিকাল ৩:০০

কামরুননাহার কলি বলেছেন: হুম, আপনাকে শুভকামনা। ভালো থাকবেন, আর দোয়া করবেন।

৪| ২১ শে মে, ২০১৮ বিকাল ৩:০০

কাওসার চৌধুরী বলেছেন: ৫৭ ধারায় মামলা হতে পারে।

২১ শে মে, ২০১৮ বিকাল ৩:০৬

কামরুননাহার কলি বলেছেন: কেনো কেনো ভাইয়া!!!!! ও মাই গড।

৫| ২১ শে মে, ২০১৮ বিকাল ৩:০১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: দেশের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।

২১ শে মে, ২০১৮ বিকাল ৩:০৬

কামরুননাহার কলি বলেছেন: হয়তো।

৬| ২১ শে মে, ২০১৮ বিকাল ৩:০৭

জাতির বোঝা বলেছেন: নতুন প্রধানমন্ত্রীকে অগ্রিম অভিনন্দন।

২১ শে মে, ২০১৮ বিকাল ৩:০৮

কামরুননাহার কলি বলেছেন: গ্রহণ করলাম আপনার অগ্রিম অভিনন্দন।

৭| ২১ শে মে, ২০১৮ বিকাল ৩:২০

অদৃশ্য বালক বলেছেন: আপনি শেষের দিকে বললেন, কুলি, ধোপা-নাপিত, .................................. মন্ত্রী-এমপি সব ভালো হয়ে যাবে।

এখানে কুলি, ধোপা-নাপিত এদের দোষ কোথায়??? বাকিগুলা নাহয় মানলাম।

২১ শে মে, ২০১৮ বিকাল ৩:২৭

কামরুননাহার কলি বলেছেন: দেখেন যেয়ে এদের মধ্যেও আছে ভাইয়া। আর এদের ভালো তো আমি আরেক ভাবে করবো। এরা যাতে কষ্ট পেয়ে আর কোন খারাপ কাজ না করে সেটাই দেখবো আগে।

৮| ২১ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৬

অর্ক বলেছেন: তাহলেই যদি দেশের কিছু হয়! আপনার চশমা পরা চেহারা দেখলেই বোঝা যায়, অনেক বিদুষী নারী। হোক, প্রধানমন্ত্রী করা হোক এই ভদ্রমহিলাকে। জয় বাংলা! জয় ভাবি প্রধানমন্ত্রী কামরুননাহার কলি’র জয়!

২২ শে মে, ২০১৮ সকাল ১০:১৮

কামরুননাহার কলি বলেছেন: জয় হোক বাংলার ।

৯| ২১ শে মে, ২০১৮ বিকাল ৩:৪০

বৃষ্টি বিন্দু বলেছেন: বাংলাদেশ ভাল আছে।
যেন এর চেয়ে বেশি ভাল হতে না পারে সেজন্য আমাদের সদেশিয় বাঙালিরা নিজ নিজ অবস্থান থেকে প্রাণপণ চেষ্টা করে চলেছে।

এগুলো ক্রোধ...

২২ শে মে, ২০১৮ সকাল ১০:১৭

কামরুননাহার কলি বলেছেন: আপনি হয়তো স্বদেশে বসে ভাবছেন দেশ ভালো আছে। কিন্তু একবার দেশে এসেই দেখুন না দেশ কতটা ভালো আছে।

১০| ২১ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: প্রধানমন্ত্রী হওয়ার অনেক হ্যাপা।
এই চিন্তা বাদ দেন।

২২ শে মে, ২০১৮ সকাল ১০:১৯

কামরুননাহার কলি বলেছেন: দেশের অবস্থা যতই করুন হচ্ছে ততই আমার এই চিন্তাটি মাথায় আসছে ভাইয়া। কি করবো বলুন।

১১| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:১১

ব্লগার_প্রান্ত বলেছেন: ''প্রধানমন্ত্রী'' বানানটি কি ইচ্ছা করে এভাবে লিখেছেন আপু।

২২ শে মে, ২০১৮ সকাল ১০:২০

কামরুননাহার কলি বলেছেন: হয়তো একটু ভুল হয়েছে ভাইয়া, সরি । তাই ঠিক করে দিচ্ছি।

১২| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:২৮

ঢাবিয়ান বলেছেন: আপাতত ভোটাধিকারটা ফেরত পেলেই হয়। এরপর আপনার মত জনগনের মধ্য থেকে কেউ যেন ক্ষমতায় যেতে পারে সেই চেষ্টা আমাদের সামগ্রিকভাবে করতে হবে। চেষ্টা করলে যে অসম্ভব তা নয়। ভারতের মোদী অতি দরিদ্র ঘরের সন্তান। বাল্যকাল থেকেই তিনি তার বাবার চায়ের স্টলে কাজ করতেন। ইন্দোনেশীয়ার বর্তমান প্রেসিডেণ্ট Jokowi' অতন্ত দরিদ্র পরিবার থেকে এসেছেন। সুবিধাবঞ্চিতদের স্কুলে তিনি পড়াশোনা করেছেন।মাত্র বার বছর বয়সে থেকে তিনি বাবার ফার্নিচার শপে কাজ শুরু করেন। এর আগে সুকর্নর মেয়ে মেঘবতী অত্যন্ত দুর্নিতিবাজ ছিলেন। পরবর্তীতে জনগন ভোট দিয়ে সাধারন পরিবার থেকে আসা Jokowiকে ভোট দিয়ে নির্বাচিত করেন।

কাজেই আমাদের দেশে যে অসম্ভব তা নয়। তবে সবচেয়ে আগে দরকার ভোটাধিকার। এরপর সঠিকভাবে প্রয়োগের দ্বায়িত্বটা শিক্ষিতদের নিতে হবে।

২২ শে মে, ২০১৮ সকাল ১০:২৪

কামরুননাহার কলি বলেছেন: পৃথিবীর সব দেশেই বেশির ভাগই দারিদ্র পরিবার থেকে উঠে আসা মানুষগুলো বিখ্যাতর খাতায় নাম লিখেছে। আর যারা নাম লিখেছেন তারা কিন্তু বিখ্যাত হয়েই লিখেছে কুখ্যাত না।
আপনাকে ধন্যবাদ আপনার কথাগুলো আমার পছন্দ হয়েছে।

১৩| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৭

হাঙ্গামা বলেছেন: কিভাবে হবেন?
গনতান্ত্রিক নাকি অগনতান্ত্রিক উপায়ে? :P

২২ শে মে, ২০১৮ সকাল ১০:২৫

কামরুননাহার কলি বলেছেন: গণতান্ত্রিক উপায়েই হবো। দেশে কোন অগণতান্ত্রিক হতে দিবো না।

১৪| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া যখন হতে পেরেছেন, আপনি যে হবেন তাতে সন্দেহ নেই। তবে, মানুষ সম্পর্কে যা বলেছেন, উহা ভুল, মানুষজন ভালো। আপনি প্লীজ চেষ্টা করবেন, সামুতে সবাই যেন ১ম পাতায় লেখাে সুযোগ পায়; এটা হয়ে গেলে বাকী সমস্যা কমে আসবে।

২২ শে মে, ২০১৮ সকাল ১০:২৭

কামরুননাহার কলি বলেছেন: মানুষ সবাই ভালো না। আর যারা ভালো তারাও ভালো নাই। খারাপ মানুষের কারণে তাদের জীবনও খারাপ চলছে। তাই খারাপ মানুষগুলোকে সোজা পথে আনতে পারলে তাহলে ভালো মানুষগুলো একটু সস্তির পাবেন। আশা করি।

১৫| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:


প্রধানমন্ত্রী হলে ভালো, না হলেও অসুবিধা নেই; আপনি আমাদের মথাথির।

২২ শে মে, ২০১৮ সকাল ১০:২৮

কামরুননাহার কলি বলেছেন: হুম সেটাই । হলে ভালো না হলে অসুবিধা নাই।

১৬| ২১ শে মে, ২০১৮ বিকাল ৫:১১

শামচুল হক বলেছেন: কামরুন্নাহার কলি, একলা তো দেশ সোজা করতে পারবেন না, কিছু লোকজন কাজের জন্য নিয়োগ দিতে হবে, যাদের নিয়োগ দিবেন তারাই যদি দুর্নীতি করে তখন আপনিও অসহায় হয়ে পড়বেন। কাজেই ভুমিকম্প ছাড়া এদেশ ভালো হবে না।

২২ শে মে, ২০১৮ সকাল ১০:২৯

কামরুননাহার কলি বলেছেন: যাদের নিয়োগ দিবো তারাও যেনো ভালো হয় । খারাপ মানুষগুলোকে ছাটাই করে তারপর ভালো মানুষগুলোকে পদে এনে দেশ চালাবো। হাহাহাহাহা।

১৭| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নারী মনের কোমল চিন্তা! মানুষ করলেই দেশ ভালো চলবে এটা কই পেলেন? লাখ লাখ পরীক্ষার্থীর মধে বাছাই হয়ে মেধাবী(!) রা সরকারী কর্মচারী হয় তারপর ঘুষ খাওয়া শুরু করে। সচিব, কাস্টম অফিসার, ওয়াসা, রাজউকে কী অশিক্ষিতরা প্রধান হয়? না, মেধাবী শিক্ষিতরাই হয়। কিন্তু তারাও ঘুষ খায়। এই দেশকে লাইনে আনতে হলে আইনকে কঠোর করতে হবে। সবার জন্য সমান আইন করতে হবে। সবাই মানুষ হয়েই জন্মায়, কিন্তু সিস্টেমে কেউ কেউ অমানুষ হয়ে যায়...

২২ শে মে, ২০১৮ সকাল ১০:৩৩

কামরুননাহার কলি বলেছেন: সেই আইনও তো মানুষ চালায় তাই না ভাইয়া? আমি না হয় সেই আইনের মানুষগুলো কে আগে ভালো করবো। যেমন কান টানলে মাথা আছে। তাই আইন টানলে সব চলে আসবে সুর সুর করে। জানেন তো আমি আমার ম্যাজিক জানি, হুম হাহাহাহাহাহা।

১৮| ২১ শে মে, ২০১৮ রাত ১০:২৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কামরুননাহার কলি,
দোয়া করি তুমি প্রধান মন্ত্রী হও।

কিন্তু তোমার কথা বর্তমান রাজনৈতিক দল গুলো বাস্তবায়ন করতে গেলে তাদের দল চালানো কঠিন হবে।

২২ শে মে, ২০১৮ সকাল ১০:৩৪

কামরুননাহার কলি বলেছেন: প্রয়োজনে দল গড়বো না । জনগণ নিয়ে কাজ করবো। দল তো শুধু টাকা আর টাকা চিনে আর কিছু না। হাহাহাহাহা ভাইয়া। আমি ম্যাজিক জানি।

১৯| ২১ শে মে, ২০১৮ রাত ১১:৩৩

আলআমিন১২৩ বলেছেন: সকল ব্লগারগন এ বিষয়টিতে লিখলে মন্দ হয়না।ছোটবেলার রচনা লিখার মত-
যদি লাখপতি হতাম [/

২২ শে মে, ২০১৮ সকাল ১০:৩৫

কামরুননাহার কলি বলেছেন: হুম ঠিকই বলেছেন ভাইয়া। আমিও না ঠিক তাই চাই যদি প্রধানমন্ত্রী হতাম। হাহাহাহাহাহ।

২০| ২৪ শে মে, ২০১৮ দুপুর ১:৩৩

শিমুল_মাহমুদ বলেছেন: দুই নেত্রীই দেশ চালাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, আপনি প্রধানমন্ত্রী হলে এদের চেয়ে ভাল করবেন। আপনাকে আমার ব্লগে স্বাগতম।

৩০ শে মে, ২০১৮ সকাল ৮:৫৩

কামরুননাহার কলি বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকবেন ।

২১| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার কখ‌নো প্রধানমন্ত্রী হ‌তে মন চায় না। ১৮ কো‌টি মানু‌ষের টেনশন আ‌মি নি‌তে পার‌বো না, আপুম‌ণি। আপ‌নি এই টেনশনটা নি‌লে জা‌তির বিরাট উপকার হয়।

৩০ শে মে, ২০১৮ সকাল ৮:৫২

কামরুননাহার কলি বলেছেন: ওকে ভাইয়া টেনশন নেয়া কোন ব্যপার না তবে ভালো কাজ না করলে টেনশনের কোন অভাব থাকে না।

২২| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:১১

নিয়াজ সুমন বলেছেন: আপনার সুন্দর আশা পূর্ণ হোক।

৩১ শে মে, ২০১৮ দুপুর ১:২৬

কামরুননাহার কলি বলেছেন: ধন্যবাদ আপনাকে । দোয়া করবেন।

২৩| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩২

আমি রানা বলেছেন: তাহলে দেশের ৯০% মানুষ বাকি ১০% মানুষ এর কাছে জিম্মি?

৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৯

কামরুননাহার কলি বলেছেন: কেনো! ৯০% আর ১০% নয় আমি বাংলাদেশের ১০০% মানুষকে মুক্তি দিয়ে দিবো, জিম্মি নয়। ইনশাল্লাহ, দোয়া করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.